সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের The Frog and The Ox Class 7 Chapter 4 সমাধান করে দেখাবো। তোমাদের যাতে খুঁজতে অসুবিধা না হয়, তাই আমি অধ্যায়টি সুন্দরভাবে সাজিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি।
The Frog and The Ox Class 7 English Chapter 4
The Frog and The Ox গল্পটিতে একটি ব্যাঙ নিজেকে পুকুরের সবচেয়ে বড় প্রাণী মনে করে। কিন্তু সে যখন দেখে একটি ষাঁড় পানি খেতে পুকুরে এসেছে। সেটি তার থেকেও অনেক বড় প্রাণী। তখন ব্যাঙ নিজেকে বড় করার জন্য বাতাস খেয়ে ফুলতে থাকে এবং একসময় ফেটে যায়। গল্পটি তোমরা গুগল থেকে বাংলা ট্রান্সলেট করে পড়ে নেবে।
Table of Contents
The Frog and The Ox Class 7 Question Answer
4.2
4.2 Now, read the text below and ask and answer the following questions
in pairs/groups.
বইয়ের 30 পৃষ্ঠায় ছোট একটি অনুচ্ছেদ রয়েছে। সেই অনুচ্ছেদ থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলোর উত্তর লিখে দিয়েছি।
a) Which parts of speech are the underlined words? (দাগ দেয়া শব্দগুলো কোন পদ প্রকরণ?) Ans: The underlined words are adjectives. b) What are the positions of these words in a sentence? (বাক্যগুলোতে এই শব্দের অবস্থান কোথায়?) Ans: The position of these words in sentences is before or after nouns or pronouns. c) What are the functions of these words? What do they do in the sentences? (এই শব্দগুলোর কাজ কি? তারা বাক্যে কি করে?) Ans: The function of these words is to describe the quality or defect of a noun or pronoun.They enrich the sentence. |
4.3
বইয়ের ভিতরে কলামটি এলোমেলো দেওয়া আছে। আমি তোমাদের সুবিধার জন্য কলামটি সাজিয়ে লিখে দিয়েছি।
Column A (word) | Column B (meaning) |
Creature (জীব) | Any living thing, especially an animal |
Puffed (বায়ু দিয়ে ভর্তি) | To make something larger by filling it with air |
Breath (শ্বাস নেয়া) | The air that goes into and out of our lungs |
Croak (ব্যাঙের ডাক) | To make deep sounds by a frog. |
Turn away (ঘুরে যাওয়া) | To move your face in a different direction as you don’t want to see someone or something |
Furious (রাগান্বিত/হিংস্র) | Extremely angry |
Enormous (তারাতারি বৃদ্ধি পাওয়া) | Extremely large or great/ huge |
Burst (হঠাৎ ফাটা) | To break open suddenly |
4.4
নিচের প্রশ্নগুলোর কিছু কিছু উত্তর বইয়ের অনুচ্ছেদে রয়েছে। আর কিছু উত্তর নিজের বুঝে লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো করে দিয়েছি।
a) Who is the biggest creature in the pond? (পুকুরের সবচেয়ে বড় জীব কোনটি?) Ans: The frog is the biggest creature in the pond. b) What did the frog do to be as big as the ox? (ব্যাঙটি ষাঁড়ের মত হওয়ার জন্য কি করেছিল?) Ans: The frog took a deep breath and blew himself up to twice his usual size to be as big as the ox. c) How do you describe the frog? (তুমি কিভাবে ব্যাঙটিকে বর্ণনা করবে?) Ans: A big frog once lived in a small pond. Because he was the biggest creature in the pond, the frog decided he must also be the biggest thing in the world. d) Whom do you think is bigger, the frog or the ox? (তুমি কাকে সবচেয়ে বড় মনে কর, ব্যাঙ নাকি ষাঁড়?) Ans: I think the ox is bigger. e) What have you learnt from the story? (তুমি এই গল্প থেকে কি শিক্ষা পেয়েছো?) Ans: I have learnt from the story that is as he should be greed brings bad result. |
4.5
এখানে The Frog and The Ox Class 7 গল্পটি থেকে কিছু Adjective খুঁজে সেগুলোর বর্ণনা দিতে বলছে। প্রথমটি বইয়ে করা আছে। আমি বাকিগুলো করে দিয়েছি।
Adjective | Who/what they describe |
1) Big (বড়) | Describes the size of the frog |
2) Small (ছোট) | Describes the size of the pond |
3) Huge (বৃহৎ) | Describes the largest size of the ox |
4) Deep (গভীর) | Describes the breath of the frog |
5) Twice (দ্বিগুণ) | Describes to increase the frog size |
6) Enough (যথেষ্ট) | Describes to drink of the ox |
7) Furious (রাগান্বিত/হিংস্র) | Describes the character of the frog |
4.7
বইয়ে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো বইয়ের ছকে ধরবেনা। এগুলো আলাদা করে খাতায় লিখতে হবে। আমি নিচে সবগুলো উত্তর করে দিয়েছি।
Sentence | Degree of Adjective | Purpose |
a) A big frog once lived in a small pond. | Positive degree | To tell the size of a frog. Here it does not show any comparison. |
b) No one anywhere is bigger than I am. | Comparative degree | To tell the size of a frog. Here it shows comparison. |
c) The frog decided he must also be the biggest thing in the world. | Superlative degree | To tell the size of a frog. Here it shows to compare three or more things. |
d) One day a huge ox came to drink at the pond. | Positive degree | To tell the size of ox. Here it does not show any comparison. |
e) I can make myself just as big as you. | Positive degree | To be the frog like ox. Here it shows same size like ox. |
f) The frog took a deep breath. | Positive degree | To tell the breath of frog. Here it does not show any comparison. |
4.9
বইয়ে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো Positive degree তে আছে। আমি সুন্দর করে ছক করে Comparative ও Superlative degree আলাদা করে সাজিয়ে দিয়েছি।
Positive | Comparative | Superlative |
slow (ধীর) | slower | slowest |
beautiful (সুন্দর) | more beautiful | most beautiful |
happy (সুখি) | happier | happiest |
dangerous (বিপদজনক) | more dangerous | most dangerous |
ugly (কুৎসিত) | uglier | ugliest |
thin (পাতলা) | thinner | thinnest |
famous (বিখ্যাত) | more famous | most famous |
far (দূর) | farther | farthest |
cold (ঠাণ্ডা) | colder | coldest |
handy (ব্যাবহারে সুবিধ) | handier | handiest |
talented (মেধাবী) | more talented | most talented |
fat (মোটা) | fatter | fattest |
Related Posts
- আমাদের লোকশিল্প মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি
- স্বাস্থ্য সুরক্ষা ৭ম শ্রেণি ২য় অধ্যায় (খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন)
- জন্মভূমি কবিতা class 6 মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ)
- যোগাযোগে নিয়ম মানি প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি- ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি
- ৮ম শ্রেণি বাংলা ২য় অধ্যায় (প্রমিত বলি প্রমিত লিখি)