Tecno Camon 20 Price in Bangladesh (64MP Camera সহ Screen FingerPrint)

বর্তমান বিশ্বে স্মার্টফোন ব্যবহার খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সবাই চায় স্বল্প মূল্যে খুব ভালো স্মার্টফোন ব্যবহার করতে। যার ফিচার একটু বেশি হবে। আজকের পোস্টে আমরা Tecno Camon 20 সম্পর্কে আপনাদেরকে জানাবো। যাদের বাজেট কম থাকে, ফিচার বেশি পাওয়ার জন্য এবং ফোনের পারফরম্যান্স ভালো পাওয়ার জন্য টেকনো ফোনকেই সিলেক্ট করে। টেকনো ফোনের ডিজাইন এবং এর বৈশিষ্ট্য দেখে বেশিরভাগ মানুষ আকর্ষিত হয়। বাজারে সাম্প্রতিক ফোন গুলোর মধ্যে Tecno Camon 20 অন্যতম।

Tecno Camon 20 Price in Bangladesh


অফিসিয়াল দামঃ

১৯,৯৯০ টাকা (৮/২৫৬ জিবি)

Tecno Camon 20 Specifications

ModelTecno Camon 20
Release DateMay 9, 2023
ColorsPredawn Black / Serenity Blue /
Glacier Glow / Art Edition

Fornt Camera

Tecno Camon 20 ফোনের ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা আছে ৩২ মেগাপিক্সেলের AI Shining Selfi. ফ্রন্ট ক্যামেরাতে হাই ডেফিনেশনের Ultra clear shining সেলফি ছাড়াও Ultra Large Pixel Unit ব্যবহার করা হয়েছে। যার কারণে আপনার ছবিগুলো smooth আসবে। Micro slit ডুয়াল ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। যার কারণে আপনি অন্ধকারে সহজে ছবি তুলতে পারবেন এবং সেটা স্পষ্ট দেখা যাবে।

Megapixels32MP Camera with Dual Flash
Video Recording
Resolution
1080p
FeaturesUltra Clear AI Shining Selfie

Back Camera

ফোনের ব্যাক ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ৬৪ মেগাপিক্সেলের RGBW Ultra Sensitive Sensor। ক্যামেরাটিতে 6P লেন্স ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে আপনি দূরের জিনিসকে সহজেই জুম করে নিতে পারবেন। যাতে ভিডিওর কোয়ালিটি একটুও খারাপ হবে না। 2 মেগাপিক্সেলের Depth 3P লেন্স ঠিক ব্যাক ক্যামেরা নিচে ব্যবহার করা হয়েছে এবং সাথে AI CAM ব্যবহার করা হয়েছে।

Megapixels64MP AI Triple Rear Camera
with Dual Flash
Video Recording
Resolution
Full HD (1080p@30fps)
FeaturesRGBW Ultra Sensitive Sensor
PDAF, f/1.7, 1/1.7″, 0.8µm,
Ring-LED flash, depth & more

RAM & ROM

Tecno Camon 20 ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G85। এটি গেমিং প্রসেসর হওয়ার কারণে আপনি smoothly গেমিং পারফরম্যান্স পাবেন। আপনি যদি ফোনটিকে হাই পারফরমেন্সে ব্যবহার করেন, অনেক অ্যাপ এবং ভিডিও গেম ইত্যাদি একসাথে প্লে করে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট। কোন হ্যাং ছাড়াই ফোনে একসাথে ১৮টি অ্যাপ রান করা যাবে। ফোনটিতে ROM ব্যবহার করা হয়েছে 256 GB । এত বেশি Storge থাকার কারণে আপনি অনেক বেশি ফাইল ফোনে সেভ করে রাখতে পারবেন। Ram ব্যবহার করা হয়েছে 8 GB এবং এক্সটার্নাল 8 GB পর্যন্ত এক্সটেন্ড হতে পারবে। যাতে করে আপনি বেশি অ্যাপ ফোনে একসাথে চালালেও আপনার ফোন স্লো হওয়ার সম্ভাবনা থাকবে না।

ChipsetMediatek Helio G85 Octa-Core
Gaming processor
RAM8GB+8GB Extended
ROM256 GB
ProcessorOcta-core, up to 2.0 GHz

Display

ফোনটির ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি অ্যামলেট টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। ফোনটির স্টাইল Punch-Hole রাখা হয়েছে। ফোনটিতে এন্ড্রয়েড লেটেস্ট ভার্সন Android 13 ব্যবহার করা হয়েছে। ফোনটির বডিতে আপনি বিভিন্ন ধরনের আর্ট দেখতে পাবেন। অর্থাৎ আপনি ফোনটিতে কালার হিসেবে আর্ট এডিশন পাবেন।

Size 6.67″
ResolutionFull HD+ 1080 x 2400 pixels (395 ppi)
TechnologyAMOLED Touchscreen
FeaturesFingerprint on Display

 Battery & Security

ফোনটিতে ৫০০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার কারণে চার্জ নিয়ে কোন সমস্যা হবে না। ফোনটিতে খুব দ্রুত চার্জ হবে কারণ ৩৩ ওয়াটের সুপার চার্জিং সিস্টেম দেওয়া আছে। আপনাকে ১৮ ওয়াটের ডিফল্ট একটি চার্জার সাথে দেওয়া হবে। ফোনটিতে সুপার পাওয়ার সেভিং মুড ব্যবহার করার কারনে আপনার চার্জ কমে গেলেও অনেক ঘন্টা চালাতে পারবেন।

সিকিউরিটি হিসাবে ফোনের স্ক্রিনের উপরে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করেছে। যাতে করে আপনার ফিঙ্গারপ্রিন্ট কোনোভাবেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। সফটওয়্যার ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারকার ফলে আপনি সহজেই ফোনটিকে আনলক করতে পারবেন। ইন্সট্যান্টলি ফিঙ্গারপ্রিন্ট, Google BCR 13 এবং Anti-counterfeit Detection অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। যার কারণে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট কেউ Crack করতে চাইলেও সেটা করতে পারবে না।

Battery CapacityLi-Po 5000mah, Non-Removable
Fast Charging 33W Fast Charge
FingerprintFingerprint on Display
Face UnlockYes
SensorsG-Sensor,
Ambient Light and Distance Sensor,
Electronic compass,
Fingerprint Sensor

Network & Connectivity

ফোনটির কানেক্টিভিটি হিসাবে 2g 3g এবং 4g সাপোর্ট করে। কিন্তু ফোনটিতে 5G দেওয়া হয়নি। OTG Bluetooth, FM Radio, WiFi সহ অন্যান্য কানেক্টিভিটি গুলো সাপোর্ট করে।

Network2G /3G / 4G
SIMDual Nano SIM
BluetoothYes
WiFiYes (dual-band, Wi-Fi direct, Wi-Fi hotspot)
GPSYes
FM RadioYes
USBYes, v2.0
OTGYes
USB Type CYes

Body & Operating System

Tecno Camon 20 ফোনটিতে Android 13 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লেতে আপনি Punch-hole ক্যামেরা পাবেন।

StylePunch-Hole
MaterialGlass front, plastic body
Water ResistanceNo (IP53 dust and splash resistant)
Dimensions163.4 x 76.7 x 7.8 millimeters
Weightx

Highlights Tecno Camon 20

Tecno camon 20 টেকনো কোম্পানির সাম্প্রতিক ফোনগুলোর একটি। এই ফোনটি যদি আপনি ক্যামেরার জন্য নিয়ে থাকেন তাহলে আপনার বেস্ট চয়েস হবে। কারণ টেকনো কোম্পানির কেমন সিরিজের ফোনগুলো বিশেষ করে ক্যামেরার জন্যই তৈরি করা হয়ে থাকে। উজ্জল ও ঝকঝকে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরার জন্য টেকনো কোম্পানির বিশেষ খ্যাতি রয়েছে। এই ফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের AI সহ Tripple ক্যামেরা থাকার কারণে আপনার চোখ ব্যাক ক্যামেরার ছবিগুলো খুব ক্লিয়ার উঠবে।

এছাড়া আপনি যদি গেমার হয়ে থাকেন। তাহলে আপনার গেমিং এক্সপেরিয়েন্স খুব ভালোভাবে পেতে পারেন। কারণ Mediatek Helio G85 গেমিং প্রসেসর ব্যবহার করার ফলে ফোনটি দুর্দান্ত গতিতে চলবে। এছাড়াও আপনি যদি ফোনে বেশি ধরনের ফাইল ভিডিও ফটো ইত্যাদি রাখতে চান তাহলে ফোনটি বেস্ট হবে। কারণ ফোনটিতে ২৫৬ জিবি রোম ব্যবহার করা হয়েছে যা পরিপূর্ণ করতে অনেক সময়ের প্রয়োজন। এছাড়াও ফোনটি হ্যাঙিং এর হাত থেকে বাঁচানোর জন্য ৮ জিবি র‍্যাম ব্যবহার করার পাশাপাশি আরও ৮ জিবি এক্সট্রা ভার্চুয়াল রেম ব্যবহার করা হয়েছে। যা আপনার ram ফুল হয়ে যাওয়ার পরেও এক্সট্রা পাওয়ার দিয়ে সাহায্য করবে।

ফোনটিতে স্কিনের উপর ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। যার কারণে আপনি সহজেই স্কিনের উপর টাচ করে ফোনটিকে আনলক করতে পারবেন এবং সিকিউরিটি হিসেবে Google BCR 13 এবং Anti-counterfeit Detection অ্যালগরিদম ব্যবহার করার ফলে ফোনটি বেশি সিকিউর পাবেন। ফোনটির কালারফুল ঝকঝকে ডিজাইনের কারণে আপনার এটি পছন্দ করতে বাধ্য করবে। ফোনটি যদি আপনি বেশিক্ষণ ব্যবহার করেন তবে চার্জ ফুরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ ফোনটিতে ৫০০০ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেছে। তাছাড়াও খুব দ্রুত যদি চার্জ করতে চান তাহলে ৩৩ ওয়াটের পারফরম্যান্স দেওয়ার কারণে তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে।

Pros & Cons

ProsCons
Art design, 6.67″ big Full HD+ screenNo Water Resistance
32MP fornt Camera with Dual Flash
64MP AI Triple Rear Camera
with Dual Flash
No display protection
Fingerprint on Display
5000 mAh battery, 33W charging
Mediatek Helio G85 (octa core)
Gaming processor

Conclusion

সর্বোপরি আপনি এই বাজেটের মধ্যে যদি বাজারের অন্যান্য ফোন তুলনা করেন তবে Tecno Camon 20 ফোনটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে। কারণ এর মন করা ডিজাইন এবং ভালো পারফরমেন্সের জন্য ফোনটি খুব জনপ্রিয়। যদি আপনার বাজেট এর থেকেও কম হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব আপনি Tecno Spark 10 Pro ফোনটি নিন। এই ফোনটিতেও আপনি প্রায় সেইম ফিচার গুলো পেয়ে যাবেন। তবে কিছুটা কম পাবেন। সবশেষে এটাই বলব, আপনি আমার রিভিউ এর পরেও ফোন কেনার আগে ভালোভাবে চেক করে নিবেন।

Related Posts