Model Test-9: এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি মডেল টেস্ট

এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি মডেল টেস্ট পরীক্ষা

সময়ঃ ৩০ মিনিটপূর্ণমানঃ ৩০

সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।

MCQ Quiz with Timer and Feedback

১। মানবসত্তাকে মনুষ্যত্ব বলা গেলে জীবসত্তার পরিপূরক কোনটি?

২। কর্মজীবনে মোতাহের হোসেন চৌধুরী ছিলেন-

৩। আবদুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি?

৪। ‘প্রবাস বন্ধু’ রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

৫। জহির রায়হানের জন্ম তারিখ কোনটি?

৬। ‘তন্দ্রা’ বলতে কী বোঝানো হয়েছে?

৭। ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে নিম্নলিখিত শব্দগুলো ব্যবহৃত হয়েছে-

i. প্লাকার্ড
ii. যান্ত্রিক
iii. এনাটমি
নিচের কোনটি সমাসবদ্ধ পদ?

৮। ‘দয়াময়, সদাশয়’ বাক্যগুলো কার সম্পর্কে বলা হয়েছে?

৯। “আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না”- কার?

১০। সুভার বাবার নাম কী?

১১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

১২। “সে কথা বলতে পারে না”- এখানে যাকে নির্দেশ করা যায়-

উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আরিফ সাহেবের দুই পুত্র, এক কন্যা। দুই’ পুত্র পড়ালেখায় খুব ভালো, কিন্তু মেয়েটি চোখে দেখতে পায় না। দিন দিন সে যত বড় হচ্ছে আরিফ সাহেব তত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে। পড়ছেন।

১৩। উদ্দীপকের আরিফ সাহেব ‘সুভা’ গল্পের কার প্রতিনিধিত্ব করেন?

১৪। উভয় পিতার মাঝে যেসব বিষয়ের মিল রয়েছে-

i. উভয়েরই সন্তান প্রতিবন্ধী
ii. উভয়েই দুশ্চিন্তাগ্রস্ত
iii. উভয়েই পুত্র-কন্যার পিতা
নিচের কোনটি সঠিক?

১৫। কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে?

১৬। ‘উমর ফারুক’ কবিতায় উমর ফারুককে বলা হয়েছে-

i. খলিফাতুল-মুসলেমিন, চীরধারী সম্রাট
ii. আমির-উল-মুমেনিন, খলিফা
iii. শিক্ষিত, মার্জিত
নিচের কোনটি সঠিক?

১৭। উমর ফারুক কীসের তখতে বসে সাম্রাজ্য শাসন করেছেন?

১৮। ‘সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’- এখানে ‘মাঠ’ বলতে কী বোঝানো হয়েছে?

১৯। শিশিরের জলে ভেজা চালতাফুলের সৌন্দর্য কী রকম?

২০। জীবনানন্দ দাশ কী কবি হিসেবে পরিচিত?

২১। জীবনানন্দ দাশের কবিতার মূলগত প্রেরণা কী?

২২। নদীর ফাটলে বন্যা কী আনে?

২৩। নিঃসঙ্গ জীবনে বৃষ্টি কী বাড়ায়?

২৪। ফররুখ আহমেদের মৃত্যু তারিখ কোনটি?

২৫। ‘বৃষ্টি’ কবিতায় কোন ফসলের নাম উল্লেখ আছে?

২৬। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

২৭। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় মাছরাঙা কোন গাছে বসে আছে?

২৮। কুকুরটি প্রভুর বাস্তুভিটার কোথায় দাঁড়িয়ে আর্তনাদ করল?

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রসুলপুরের অর্ধেকের বেশি মানুষ দরিদ্র। তারা খড় দিয়ে চালা তুলে ঘর তৈরি করে। তাতে কোনো রকমে মাথা গুঁজে রাত কাটায়। বৈশাখের এক রাতে ঝড়ে তাদের সবার ঘরের চালা উড়ে যায়। অসহায় মানুষ গাছতলায় রাত কাটায়।

২৯। উদ্দীপকের বিষয়টি তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

৩০। সাদৃশ্যের কারণ-

i . উভয় জায়গায় বৈশাখের বাতাসের কথা প্রকাশ পেয়েছে
ii. বৈশাখের ঝড়ো বাতাস দরিদ্রদের অবর্ণনীয় ক্ষতি করে
iii. গ্রামের মানুষ আলোচ্য কবিতার গরিব মাঝি ও চাষির প্রতিনিধিত্ব করে
নিচের কোনটি সঠিক?

আরও পরীক্ষা দাওঃ SSC 2026 বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট