Model Test-8: এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ২০২৬

Model Test-8: এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ২০২৬

এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ২০২৬ পরীক্ষা

সময়ঃ ৩০ মিনিটপূর্ণমানঃ ৩০

সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।

MCQ Quiz with Timer and Feedback

১। ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে কোন দেশের কথা আছে?

২। ‘একুশের গল্প’ নামক ছোটগল্পের মূল বিষয় কী?

৩। আলী ইবনে আব্বাসের কাছে কোন জায়গাটি সর্বাপেক্ষা প্রিয়?

৪। আশ্রয়দাতা তাঁর আত্মীয়দের সঙ্গে আব্বাসকে যে কারণে আলাপ করিয়ে দিয়েছিলেন-

i. নিরাপত্তার স্বার্থে
ii. পথ চলার সুবিধার্থে
iii. কর্তব্যের খাতিরে
নিচের কোনটি সঠিক?

৫। ‘সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া’ কোথায় লুটিয়ে পড়ে?

৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?

উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মালিয়ারা গ্রামের কৃষক বিমলের প্রাতিষ্ঠানিক। শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রক্রিয়ায় নিজেকে জানা এবং ঋদ্ধ হওয়া তাঁর সহজাত প্রবণতা। তাই তিনি নিজস্ব অর্থায়নে ও গ্রামের যুবকদের সহযোগিতায় গড়ে তোলেন জ্ঞানচর্চার পাদপীঠ পাঠাগার।

৮। উদ্দীপকের বিমল চরিত্রের সাথে নিচের কোন বাক্যটি সম্পর্কযুক্ত?

৯। বিমলের উদ্যোগ কোন সূত্রে ‘বই পড়া’ প্রবন্ধের লেখকের প্রত্যাশা পূরণ করে?

i. মুখস্থ বিদ্যা বর্জন
ii. লাইব্রেরি প্রতিষ্ঠা
iii. সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষিত হওয়া
নিচের কোনটি সঠিক?

১০। ‘রোয়াক’ অর্থ কী?

১১। হরিহরের বাড়িটা অনেক দিন মেরামত হয় নাই, ফলে-

i. সামনের দিকের রোয়াক ভাঙা
ii. ঘরের দোর-জানালার কপাট সব ভাঙা
iii. জানালার কপাট নারিকেলের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা আছে
নিচের কোনটি সঠিক?

১২। ‘ধী’ শব্দের অর্থ কী?

১৩। মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে গ্রহণ করেন-

১৪। নিমগাছ সকলের কাছে প্রশংসিত হয়, কারণ-

১৫। মানুষ নিমের পাতা ছিঁড়ে-

i. রান্না করে খায়
ii. গরম তেলে ভাজে
iii. চুলকানিতে লাগায়
নিচের কোনটি সঠিক?

১৬। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে?

১৭। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে?

১৮। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় দুপাশে-

১৯। স্বাধীনতা মানুষের কোন ধরনের অধিকার?

২০। থুথুড়ে এক বুড়ো কার জন্যে উদাস দাওয়ায় বসে আছেন?

২১। নিচে কোন কবির মোড়াইল গ্রামে জন্ম?

২২। বৈশাখী ঝড়ো বাতাস দুঃখী মায়ের ভাতের হাঁড়ি কী করে?

২৩। বাবুই পাখির সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?

২৪। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ‘বোশেখ’ কবিতার কার সাদৃশ্য রয়েছে?

২৫। মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কী?

২৬। “আর কি হে হবে দেখা?”- কবি কার সঙ্গে দেখা হওয়ার বাসনা ব্যক্ত করেছেন?

২৭। “পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর।”- এখানে পুত্র কার?

২৮। নিচের কোনটি গোলাম মোস্তফার অনুবাদগ্রন্থ?

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুনীল দুর্নীতিপরায়ণ ও মদ্যপায়ী ছেলে। তার অপরাধ এতই বৃদ্ধি পেয়েছে যে, গ্রামের সর্দার তাকে শাস্তিস্বরূপ বেত্রাঘাতের নির্দেশ দেন। একই অপরাধে সর্দার তার ছেলেকেও সমান শাস্তি দিয়েছিলেন।

২৯। সর্দারের এ কাজটিতে ‘উমর ফারুক’ কবিতার কোন বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে?

i. আইনের শাসন
ii. ন্যায়বিচার
iii. সাম্যবাদ
নিচের কোনটি সঠিক?

৩০। উদ্দীপকের সর্দারের চারিত্রিক বৈশিষ্ট্য নিচের কোন চরণের সঙ্গে সংগতিপূর্ণ?

আরও পরীক্ষা দাওঃ SSC 2026 বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট