এসএসসি মডেল টেস্ট ২০২৬ পরীক্ষা
সময়ঃ ৩০ মিনিট | পূর্ণমানঃ ৩০ |
সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।
১। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সেই দোষ আমাদের-
২। প্রমথ চৌধুরী কোন শতকে জন্মগ্রহণ করেন?
৩। ‘বই পড়া’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী?
৪। বাঙালিদের ধারণা, শিক্ষা তাদের-
i. গায়ের জ্বালা দূর করবে
ii. চোখের জল দূর করবে
iii. ধর্মচর্চা থেকে বঞ্চিত করবে
নিচের কোনটি সঠিক?
৫। গঙ্গা-যমুনা খেলার জন্য অপু কী হাতে নিল?
৬। দুর্গার বয়স কত?
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘একটিমাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে,
রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙ্গিনা-তলে।’
৭। উদ্দীপকটি ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের মহানবি (স.)-এর যে বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ
i. অনাড়ম্বরপূর্ণ জীবন
ii. আড়ম্বরশূন্য জীবন
iii. সহজ-সরল জীবন
নিচের কোনটি সঠিক?
৮। উদ্দীপকটিতে মহানবি (স.) এর চরিত্রের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে?
৯। নিমগাছের কোন অংশ যকৃতের জন্য উপকারী?
১০। কীসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ?
১১। লোকটিকে দেখে নিমগাছটার কী ইচ্ছা করল?
১২। মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন?
১৩। ক্ষুৎপিপাসাকে মানবিক গুণে গুণান্বিত করে-
১৪। কোনটি আফগানিদের একটা সংস্কার?
১৫। আবদুর রহমান লেখককে জানালা দিয়ে কী দেখিয়েছিল?
১৬। রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কে?
১৭। মোল্লাবাড়ির বিধবার ঘরটি কেমন ছিল?
১৮। শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন?
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই,
কুঁড়েঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে
তুমি কত কষ্ট পাও রোদ-বৃষ্টি, ঝড়ে।
১৯। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার কথা মনে করিয়ে দেয়?
২০। আলোচ্য কবিতার সঙ্গে উদ্দীপকটির সাদৃশ্য-
i. উভয় জায়গায় প্রকাশ পেয়েছে প্রকৃতির নিষ্ঠুরতা
ii. উভয় জায়গায় প্রকাশ পেয়েছে দরিদ্র ও অসহায়ের ক্ষতি
iii. উভয় জায়গায় প্রকাশ পেয়েছে বাবুই পাখির দুঃখ-কষ্ট
নিচের কোনটি সঠিক?
২১। বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি?
২২। সনেটের বৈশিষ্ট্য-
i. চৌদ্দ চরণবিশিষ্ট
ii. প্রতি চরণে চৌদ্দ মাত্রা
iii. তিন পর্ব
নিচের কোনটি সঠিক?
২৩। মাইকেল মধুসুদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
২৪। গোলাম মোস্তফার জীবনীগ্রন্থ কোনটি?
২৫। বাবরের কাছে সর্বশ্রেষ্ঠ ধন কী ছিল?
২৬। ‘মৃত্যুক্ষুধা’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?
২৭। ‘চীরধারী’ শব্দের অর্থ কী?
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রফিক সাহেব নদীর তীরের অপরূপ দৃশ্য দেখে ভাবতে লাগলেন যখন তিনি এই পৃথিবীতে থাকবেন না তখনও নদীর তীরের এই অপরূপ সৌন্দর্যের কোনো ঘাটতি থাকবে না।
২৮। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি?
২৯। সাদৃশ্যপূর্ণ হবার যে দিকগুলো রয়েছে তার মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য কোনটি?
i. মৃত্যুভাবনা
ii. সৌন্দর্যচেতনা
iii. জগৎ ও গভীর জীবনবোধ
নিচের কোনটি সঠিক?
৩০। বিদগ্ধ আকাশ, মাঠ কীসে ঢেকে গেল?
আরও পরীক্ষা দাওঃ SSC 2026 বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট