SSC Model Test 2026 পরীক্ষা
সময়ঃ ৩০ মিনিট | পূর্ণমানঃ ৩০ |
সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।
১। ‘মানুষ মুহম্মদ (স.)’ কী ধরনের রচনা?
২। কে শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন?
৩। ‘বাহ কী সুন্দর পাতাগুলি’- বাক্যটিতে কিসের প্রকাশ ঘটেছে?
৪। ‘নিমগাছ’ গল্পে কোন সবজির নাম উল্লেখ করা হয়েছে?
৫। মূল্যবোধের উপায় হিসেবে কোনটি আসে?
৬। জীবসত্তার ক্ষেত্রে যা প্রযোজ্য-
৭। কোথাকার আঙুর আফগানিস্তানে মশহুর?
৮। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে প্রকাশ ঘটেছে আবদুর রহমানের-
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে। উনসত্তরের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে। শহিদ হন আসাদ। দেশ ও জাতির মুক্তির জন্য। তাঁর আত্মদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।
৯। উদ্দীপকের আসাদের সঙ্গে ‘একুশের গল্প’ নামক ছোটগল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
১০। উদ্দীপকের শহিদ আসাদের সঙ্গে উক্ত চরিত্রের ঐক্য রয়েছে-
i. জাতীয়তাবোধে
ii. আত্মত্যাগে
iii. কৃতজ্ঞতাবোধে
নিচের কোনটি সঠিক?
১১। ‘প্রতীতি’ অর্থ কী?
১২। ‘সমভিব্যাহারে’ শব্দের অর্থ কী?
১৩। সুভাকে কে নিজের ত্রুটিস্বরূপ দেখতেন?
১৪। “কিন্তু, বেদনা কি কেহ কখনো ভোলে?” – ‘সুভা’ গল্পে লেখকের এরূপ উক্তি করার কারণ কী?
i. আঘাত চিরস্থায়ী
ii. মর্মযাতনা অস্থায়ী
iii. মনঃকষ্ট থেকে যায়
নিচের কোনটি সঠিক?১৫। সুভাষিণীকে সবাই সংক্ষেপে কী নামে ডাকে?
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘বহুদিন পরে মনে পড়ে আজি পল্লিমায়ের কোল
ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল।’
১৬। উদ্দীপকের কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে?
১৭। উক্ত ভাব যে চরণে প্রতিফলিত হয়েছে-
১৮। গোলাম মোস্তফা কোন থানায় জন্মগ্রহণ করেন?
১৯। নিরাশ হৃদয়ে সে যেন আশার- কী?
২০। উমর ফারুক (রা)-কে উন্নত বলার কারণ কী?
২১। কাজী নজরুল ইসলাম কোন মহকুমায় জন্মগ্রহণ করেন?
২২। লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীটির তরে কী করবে?
২৩। একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে বিনির্মাণ- কিসের?
২৪। লক্ষ্মীপেঁচার সাথে কোন সময়ের সাদৃশ্য রয়েছে?
২৫। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় শিশির কোন ফুলে পড়ে?
২৬। ‘বৃষ্টি’ কবিতায় মেঘে মেঘে সওয়ার হয়েছে কে?
২৭। ‘বৃষ্টি’ কবিতার চরণসংখ্যা কত?
২৮। বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার- এতে প্রকাশ পেয়েছে-
২৯। ‘আজীবন’ শব্দটি দ্বারা কী বোঝায়?
৩০। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কে অভ্যাগত নয়?
আরও পরীক্ষা দাওঃ SSC 2026 বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট