Model Test-5: দশম শ্রেণির বাংলা ১ম পত্র MCQ (নির্বাচনি পরীক্ষা)

বাংলা ১ম পত্র MCQ (নির্বাচনি পরীক্ষা)১০ম শ্রেণি

সময়ঃ ৩০ মিনিটপূর্ণমানঃ ৩০

সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।

MCQ Quiz with Timer and Feedback

১। ‘বই পড়া’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

২। ‘বই পড়া’ প্রবন্ধে সাহিত্য সাক্ষাৎভাবে কীসের কাজে লাগে না?

৩। প্রমথ চৌধুরী কোন বিষয়ে এম.এ ডিগ্রি লাভ করেন?

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

“কে তোমায় বলে বারাঙ্গনা মা,

কে দেয় থুথু ওই গায়ে,

হয়তো তোমায় স্তন্য দিয়েছে

সীতা সম সতী মায়ে।”

৪। কবিতাংশের ভাবের সাথে তোমার পাঠ্য কোন রচনার সাদৃশ্য রয়েছে?

৫। সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো-

i. নারীর অবমূল্যায়ন

ii. শাশ্বত মাতৃত্ব

iii. নারীর সম্মান

নিচের কোনটি সঠিক?

৬। ‘শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি’ – কে বলেছেন?

৭। মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

৮। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে-

৯। লেখকের মতে আবদুর রহমান কয় জনের খাবার রান্না করেছিল?

১০। ‘প্রবাস বন্ধু’ রচনায় আবদুর রহমানের মধ্যে ফুটে উঠেছে-

i. সরলতা

ii. দেশপ্রেম

iii. আতিথেয়তা

নিচের কোনটি সঠিক?

১১। ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর সহপাঠীর নাম কী?

১২। ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে রেণু সহপাঠীদের সঙ্গে কোনো কথা বলেনি কেন?

১৩। বর্ষণমুখর দিনে তৃষাতপ্ত মনে জেগে উঠেছে কীভাবে?

১৪। ‘বৃষ্টি’ কবিতায় বর্ষায় সর্বত্র মোহিত হয় কীসের মাধ্যমে?

১৫। ‘সাত সাগরের মাঝি’ কার রচনা?

উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

ওই যে দেখ নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ

কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা।

১৬। উদ্দীপকটি নিচের কবিতার সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ?

১৭। এই সাদৃশ্যপূর্ণ দিকটি হলো-

i. গাঁয়ের সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়

ii. জন্মভূমি আর জননী এক ও অভিন্ন

iii. গাঁয়ে যাবার জন্য মানুষের ব্যাকুলতা

নিচের কোনটি সঠিক?

১৮। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কোথায় হাত রাখতে বলেছেন?

১৯। শহরে ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে- উক্তিটি কী অর্থে বুঝানো হয়েছে?

২০। ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতায় মতলব মিয়ার পরিচয় কী?

২১। শামসুর রাহমানের ‘বিধ্বস্ত নীলিমা’ কোন জাতীয় গ্রন্থ?

২২। অনাথ কিশোরীর শূন্য থালা হাতে পথের ধারে বসে থাকার কারণ-

i. নরঘাতকেরা তার বাবা-মাকে খুন করেছে

ii. তার বাড়ি হানাদার-রাজাকার মিলে লুট করেছে

iii. স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পুরো দেশ রিক্ত হয়ে পড়েছে

নিচের কোনটি সঠিক?

২৩। আল মাহমুদের কবিতায় লোকজ শব্দের ব্যবহারের সাথে সাথে রয়েছে-

২৪। আল মাহমুদ কত সালে মৃত্যুবরণ করেন?

২৫। সোলেমান অত্যাচারীর মাথা কাটত কী দিয়ে?

২৬। ‘বিরলে’ শব্দের অর্থ কী?

২৭। কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ‘সাগরদাঁড়ি’ গ্রামটি কোন জেলার অন্তর্গত?

২৮। কত সালে আহসান হাবীবের জীবনাবসান ঘটে?

২৯। তেজি তরুণের কিসে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে?

৩০। নিচের কোনটি আল মাহমুদ রচিত কাব্য?