এসএসসি বাংলা ২য় পত্র মডেল টেস্ট mcq
সময়ঃ ৩০ মিনিট | পূর্ণমানঃ ৩০ |
সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।
১. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?
২. ‘আমদানি’ কোন ভাষার শব্দ?
৩. সৃষ্টিনামের উদাহরণ-
৪. শ্রোতা পক্ষের ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী কয়টি ভাগে ভাগ করা যায়?
৫. নিচের কোনটি আত্মবাচক সর্বনাম?
৬. অন্যবাচক সর্বনাম কোনটি?
৭. ‘আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন’- এ বাক্যে ‘অনেক’ কোন জাতীয় বিশেষণ?
৮. যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে কী বলে?
৯. দ্বিকর্মক ক্রিয়ায় ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় সেই কর্মটিকে বলে-
১০. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
১১. ক্রিয়াকে বিশেষিত করে যে শব্দ তাকে বলে-
১২. সাধারণত অনুসর্গগুলো কোন কোন বিভক্তিযুক্ত শব্দের পরে বসে?
১৩. কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়?
১৪. নিচের কোনগুলো সমীর ও সমীরণ শব্দের প্রতিশব্দ?
১৫. “দূর! এ কথা কি বলতে আছে?”- এখানে ‘দূর’ কোন ধরনের আবেগ?
১৬. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কতভাগে ভাগ করা যায়?
১৭. আদেশ, নিষেধ, উপদেশ অর্থে ক্রিয়াপদে কোন ভাব হয়?
১৮. ‘বর্গ’ আসলে-
১৯. এক বা একাধিক বিশেষণ বা সম্বন্দ্ব কারক বিশেষ্যের আগে যুক্ত হয়ে গঠন করে-
২০. ‘যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের ঋণ আমরা শোধ করতে পারব না’- এখানে ঋণ কী?
২১. সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল- এটি কী ধরনের বাক্য?
২২. ‘বর্ষ’ শব্দের পূর্ববর্তী অর্থ কী?
২৩. ‘আমড়া কাঠের ঢেঁকি’- এর অর্থ নিচের কোনটি?
২৪. ‘ভুঁইফোঁড়’ বাগধারাটির অর্থ কী?
২৫. ‘উপযুক্ত মিলন’ বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য?
২৬. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ/সমার্থক শব্দ কোনটি?
২৭. ‘চুল’ এর সমার্থক শব্দ কোনটি?
২৮. যে ধরনের আবেগ শব্দ যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে সেগুলোকে কী বলে?
২৯. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
৩০. ‘সেলিম সাহেবের ছেলে সুমন গছতলায় বসে বই পড়ছে।’- এই বাক্যে ‘বিধেয়ের ক্রিয়া’-
আরও পরীক্ষা দাওঃ SSC বাংলা ২য় পত্র MCQ মডেল টেস্ট 2026 পরীক্ষা দাও