বাংলা ১ম পত্র MCQ (নির্বাচনি পরীক্ষা)– ১০ম শ্রেণি
সময়ঃ ৩০ মিনিট | পূর্ণমানঃ ৩০ |
সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।
উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই।
ঐ ফুল ফোটে বনে, যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই।
১। উদ্দীপকের মৌমাছির সাথে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
২। উক্ত চরিত্রের যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে তা হলো-
i. চঞ্চলতা
ii. দুরন্তপনা
iii. কর্মনৈপুণ্য
নিচের কোনটি সঠিক?
৩। সত্যের সাধনায় হজরত মুহম্মদ (স.) ফিরিয়ে দিয়েছিলেন-
৪। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাঁহার নিত্যকার আহার্য- এ কথায় প্রকাশ পেয়েছে হযরতের-
i. ঔদার্যবোধ
ii. সামান্যতাবোধ
iii. মহত্ত্ববোধ
নিচের কোনটি সঠিক?
৫। বনফুলের প্রকৃত নাম কী?
৬। গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের মধ্যে পাওয়া যায় কোনটি?
৭। বনফুলের গল্প আকারে ক্ষুদ্র হলেও কেমন?
৮। মানুষ উড়বার আশায় কীসের মতো পাখা ঝাপটাবে?
৯। চা খাওয়া শেষ করে আবদুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল?
১০। সৈয়দ মুজতবা আলী কাবুলের কোন কলেজে অধ্যাপনা করেন?
১১। ‘ও রভোয়া’ কী ভাষার শব্দ?
১২। জহির রায়হান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
১৩। ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে কে কাউকে কথা বলার সুযোগ দিত না?
১৪। ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর প্রিয় বিষয় কী ছিল?
১৫। কাবুলি সবুজ চায়ের রং কেমন?
১৬। গোলাম মোস্তফার ‘এক মন এক প্রাণ’ কী ধরনের রচনা?
১৭। ‘জীবন বিনিময়’ কবিতায় ভিষকবৃন্দকে বাবর কীভাবে ডাকলেন?
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিজান মন্ত্রীপুত্র। পিতার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সে আজ মৃত্যুর প্রহর গুনছে।
১৮। উদ্দীপকের মিজানের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?
১৯। সাদৃশ্যের কারণ-
i. ধনীর পুত্র
ii. অসুস্থ অবস্থা
iii. অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
২০। হজরত উমর (রা) কীসে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন?
২১। উমর ফারুক কোথায় বসে রাজ্য পরিচালনা করতেন?
২২। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি?
২৩। কবি জীবনানন্দ দাশের মতে পৃথিবীতে কোনটি কখনো ঝরে না?
২৪। কার গল্প বেঁচে রবে চিরকাল?
২৫। ‘মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়’ এই পঙ্ক্তিতে ‘বৃষ্টি’ কবিতায় প্রকাশ পেয়েছে-
২৬। ফররুখ আহমদ কত তারিখে জন্মগ্রহণ করেন?
২৭। ‘বর্ষণমুখর’ শব্দের সাথে সাদৃশ্য রয়েছে-
i. স্থিরতার
ii. প্রবহমানতার
iii. জলাবদ্ধতার
নিচের কোনটি সঠিক?
২৮। কবি আহসান হাবীব কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
২৯। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় আসমানের তারার পরে কবি কাকে সাক্ষী মানেন?
৩০। কোন গ্রন্থটি কবি শামসুর রাহমান রচিত?