SSC বাংলা ২য় পত্র বহুনির্বাচনি ২০২৬
সময়ঃ ৩০ মিনিট | পূর্ণমানঃ ৩০ |
সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।
১। নিচের কোন বাক্যে অবস্থাবাচক বিশেষণ পদের উদাহরণ রয়েছে?
২। নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ?
৩। অসমাপিকা ক্রিয়া কয় ধরনের?
৪। ‘আকাশে বিদ্যুৎ চমকায়’- এই বাক্যে ‘চমকায়’ কোন ক্রিয়া?
৫. ছাড়া, জন্য, তরে, থেকে ইত্যাদি কীসের উদাহরণ?
৬. ‘মন দিয়ে লেখাপড়া করা দরকার’- এ বাক্যে ‘দিয়ে’ কোন ধরনের অনুসর্গ?
৭. যোজক দ্বারা দুটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে?
৮. উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে?
৯. যৌগিক বাক্যে একাধিক কী থাকে?
১০. অর্থের সংকোচন ও প্রসারণের ফলে শব্দের অর্থটি দূরবর্তী হয়ে ওঠে, এই পর্যায়কে বলে-
১১. ‘ভাগ্যের খেলা’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
১২. ‘নিষ্ফল অনুনয়’ অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়?
১৩. ‘চিরন্তন’ শব্দের সঠিক প্রতিশব্দ হলো-
১৪. ‘অহি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
১৫. ‘উপশম’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
১৬। ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
১৭। উপাদান উপকরণ হলে, ‘উপাধান’ অর্থ নিচের কোনটি?
১৮. ‘জোর’ শব্দের অর্থ কী, যেখানে ‘জোড়’ অর্থ জোড়া?
১৯. নিচের কোনটি প্রবচনের উদাহরণ?
২০. কোনটি প্রবাদ?
২১. ‘খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো-
২২. এক থেকে শুরু করে ক্রমাগত- এক কথায় কী হবে?
২৩. যা দমন করা কষ্টকর- এক কথায় কী বলে?
২৪. ভাষার ক্ষুদ্রতম একককে বলে-
২৫. ‘র’ এর একটি অনুবর্ণ হলো-
২৬. ‘ঝঞ্চা’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে?
২৭. কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে?
২৮. কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়?
২৯. কোন দুটি নাসিক্য ধ্বনি?
৩০. ‘এ’ বর্ণের উচ্চারণ কয় রকমের?
আরও পরীক্ষা দাওঃ SSC বাংলা ২য় পত্র MCQ মডেল টেস্ট 2026 পরীক্ষা দাও