এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ২০২৬ MCQ পরীক্ষা
সময়ঃ ৩০ মিনিট | পূর্ণমানঃ ৩০ |
সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।
১। কত তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন?
২। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?
৩। খলিফা আল মামুনের পিতা কে ছিলেন?
৪। কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপরূপে জন্মগ্রহণ করেছে?
৫। প্রকৃতির সাথে সুভার সাদৃশ্য রয়েছে-
i. বিবিধ শব্দে
ii. বিচিত্র গতিতে
iii. নীরবতায়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শুধু পড়াশোনাতে কিছু হয় না; বাজনার বোল লোকে বেশ মুখস্থ বলতে পারে; হাতে আনা বড়ো শক্ত।
৬। উদ্দীপকের ভাবার্থ ‘বই পড়া’ প্রবন্ধের যে উক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ তা হলো-
i. মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না
ii. পাশ করাও শিক্ষিত হওয়া এক বন্ধু নয়
iii. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
নিচের কোনটি সঠিক?
৭। উদ্দীপকের ‘লোক’ ‘বই পড়া’ প্রবন্ধের কাদের নির্দেশ করে?
৮। অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা?
৯। হরিহর কখন বাড়ি ফিরল?
১০। কোন স্কুল থেকে বিভূতিভূষণ ম্যাট্রিক পাস করেছিলেন?
১১। দুর্গা নীলমণি রায়ের ভিটার দিকে কী ছুড়ে মারল?
১২। কার শিথিল অঙ্গ মাটিতে লুটাল?
১৩। কে উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠল?
১৪। হজরত মুহম্মদ (স.)-এর সহধর্মিণী-
১৫। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জারুল জামরুল হলো-
১৬। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কদম আলীর অকাল বার্ধক্যের জন্য দায়ী করা যায়-
i. অভাবকে
ii. পুষ্টিহীনতাকে
iii. পরিশ্রমকে
নিচের কোনটি সঠিক?
১৭। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় হাড্ডিসার কে ছিল?
১৮। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতায় কার চোখের নিচে অপরাহ্ণের দুর্বল আলোর ঝিলিক?
১৯। নিচের কোনটি আল মাহমুদের শিশুতোষ কবিতার বই?
২০। “কী সুখ বলো গুঁড়িয়ে দিয়ে চাষির ভিটে?”-চরণের ‘ভিটে’ অর্থ কী?
২১। কবি অট্টালিকা ধ্বংস করার আহ্বান জানিয়েছেন কাকে?
২২। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কাছে ‘ভ্রান্তির ছলনা’ কোনটি?
২৩। কবির তৃষ্ণা মিটেছে-
২৪। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে প্রকাশিত হয়েছে-
i. শৈশবস্মৃতি
ii. দেশপ্রেম
iii. নদীপ্রীতি
নিচের কোনটি সঠিক?
২৫। ‘জীবন বিনিময়’ কবিতায় কে খুশি হয়ে বাদশাজাদার প্রাণ বাঁচাবেন?
২৬। কার জ্যোতি আজ দিনে দিনে বিমলিন?
২৭। কে হজরত মুহম্মদ (স)-এর পায়ের কাছে তলোয়ার সমর্পণ করেছিল?
২৮। শিশিরের সাথে সম্পৃক্ত কোন মাস?
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সব ছেড়ে যাব, প্রিয়ে, সমুখের পথ দিয়ে-
ফিরে দেখা হবে না তো আর।
ফেলে দিয়ো ভোরে-গাঁথা ম্লান মল্লিকার মালাখানি-
সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী।।
২৯। উদ্দীপক ও ‘সেইদিন এই মাঠ’ কবিতার কবি কী জানেন?
৩০। উদ্দীপক ও ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবি প্রকাশ করেছেন-
i. প্রকৃতির চিরন্তনতা
ii. প্রকৃতির ক্ষণস্থায়ী রূপ
iii. প্রকৃতির সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
আরও পরীক্ষা দাওঃ SSC 2026 বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট