Model Test-1: ১০ম শ্রেণির বাংলা ১ম পত্র MCQ (নির্বাচনি পরীক্ষা)

Model Test-1: ১০ম শ্রেণির বাংলা ১ম পত্র MCQ (নির্বাচনি পরীক্ষা)

১০ম শ্রেণির বাংলা ১ম পত্র MCQ পরীক্ষা

সময়ঃ ৩০ মিনিটপূর্ণমানঃ ৩০

সঠিক উত্তরটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট করলে পুনরায় করা যাবে না।

MCQ Quiz with Timer and Feedback

১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকে জন্মগ্রহণ করেন?

২। “তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হব”-উক্তিটি কার?

৩। সুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন। কেননা সুভা-

৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

৫। সুভার হয়ে কথা বলে কে?

৬। প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন ছিল-

৭। ‘তার স্বর একটু সতর্কতা মিশ্রিত’-এ এখানে কার ঘরের কথা বলা হয়েছে?

৮। নীলমণি রায়ের ভিটা জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে কেন?

৯। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে নারিকেলের মালার মধ্যে কী ছিল?

১০। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হজরত মুহম্মদ (স.)-এর-

উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

‘শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ

করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ।’

১১। উদ্দীপকে ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের হজরত মুহম্মদ (স.) চরিত্রের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে?

১২। উক্ত বৈশিষ্ট্যের কারণে হজরত মুহম্মদ (স.)-

i. স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পরলেন

ii. পাপী মানুষকে অভিশাপ দেবার চিন্তাও। করেননি

iii. নিঃস্ব কাঙালের বেশে মৃত্যুর দেশে চলে গেলেন

নিচের কোনটি সঠিক?

১৩। মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?

১৪। ‘নিমগাছ’ গল্পে বর্ণিত গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটির মুখ্য গুণ কোনটি?

১৫। মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন?

উদ্দীপকটি পড়ে ১৬ থেকে ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

একজন ন্যায়নিষ্ঠ, নির্ভীক ও গণতন্ত্রমনা রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর খ্যাতি চির অম্লান। বিশাল মুসলিম সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি রাজসিংহাসনে বসেননি। তিনি রাজ্য পরিচালনা করতেন খেজুর পাতার চাটাইয়ে বসে।

১৬। উদ্দীপকে ‘উমর ফারুক’ কবিতায় বর্ণিত কোন চরিত্রের পরিচয় বিধৃত?

১৭। “বিশাল মুসলিম সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি রাজ সিংহাসনে বসেননি।” বাক্যে প্রকাশ পেয়েছে-

i. ন্যায়বিচারক হিসেবে খলিফা উমরের ভূমিকা

ii. খলিফা উমরের অনাড়ম্বর জীবন

iii. আইনের শাসক হিসেবে উমরের ভূমিকা

নিচের কোনটি সঠিক?

১৮। উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার ভাববস্তু চিত্রিত হয়েছে?

১৯। ‘আমি চলে যাব বলে’-এ এখানে ‘আমি’ কে?

২০। এশিরিয়া, বেবিলন হলো-

i. মানুষের নাম

ii. সভ্যতার নাম

iii. চিরস্থায়ী নয়

নিচের কোনটি সঠিক?

২১। ‘বৃষ্টি’ কবিতায় রৌদ্রদগ্ধ বলা হয়েছে কোনটিকে?

২২। ফররুখ আহমদ কোন কলেজের অনার্সের ছাত্র ছিলেন?

২৩। মন বহু পথ পাড়ি দিতে চায়, কারণ-

২৪। “তারা জানে আমি কোনো অনাত্মীয় নই”- এ চরণের ‘তারা’ হলো-

২৫। ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যটি কে রচনা করেন?

২৬। কবিতায় উল্লিখিত বিধবা কোন বাড়ির?

২৭। সেই পবনের কাছে আমার এই মিনতি- কার মিনতি?

২৮। ‘বোশেখ’ কবিতায় কবি বাতাসকে কী বলে সম্বোধন করেছেন?

২৯। ‘বোশেখ’ কবিতায় জেট বলতে কী বোঝানো হয়েছে?

৩০। বাংলাদেশের পরাক্রমশালী মাস কোনটি?

আরও পরীক্ষা দাওঃ SSC 2026 বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট