Hsc result 2023 ফলাফল প্রকাশিত হবে ২৬ নভেম্বর । আগামী ২৬ নভেম্বর ২০২৩ তারিখে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সম্মানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে । ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ২০ নভেম্বর এ তথ্য জানিয়েছেন । রবিবার সকালে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল স্থানান্তর করা হবে । এরপর থেকে বাংলাদেশের সকল এইচএসসি শিক্ষার্থীরা একই সাথে ফলাফল জানতে পারবে ।
Table of Contents
HSC Result সম্পর্কে কিছু তথ্য
গত ১৭ আগস্ট ২০২৩ তারিখে এইচএসসি পরীক্ষা শুরু হয় এবং ২৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত পরীক্ষা চলতে থাকে । এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন । তার মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৮৮ হাজার ৮৭ জন এবং মেয়ে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন । সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় । কিন্তু পরীক্ষাগুলোর প্রশ্নপত্র বোর্ড ভিত্তিক ভিন্ন হয় ।
Result দেখার নিয়ম
এইচএসসি রেজাল্ট দুইভাবে দেখা যায় একটি হচ্ছে অনলাইনে এবং অন্যটি এসএমএস সিস্টেমে । আপনি বাংলাদেশের শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে রেজাল্ট দেখতে পারেন । বাংলাদেশের শিক্ষা বোর্ডের দুইটি ওয়েবসাইট রয়েছে । প্রতিবছর সেখান থেকে ফলাফল প্রকাশ করা হয় ।
রেজাল্ট অনলাইনে দেখার নিয়ম
নিচে দেয়া ওয়েবসাইট দুইটির লিংক থেকে ফলাফল জানতে পারবেন ।
ফলাফল প্রকাশের দিন ওয়েবসাইট ডাউন থাকতে পারে । আপনি কয়েকবার চেষ্টা করবেন । তাহলে রেজাল্ট এসে যাবে । কারণ রেজাল্ট প্রকাশের দিন অনেক ভিজিটর একসাথে এই ওয়েবসাইট ভিজিট করে রেজাল্ট দেখার জন্য । সার্ভারটি ডাউন থাকতে পারে । আপনি কয়েকবার চেষ্টা করলেই রেজাল্ট পেয়ে যাবেন ।
যদি অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট পেতে সমস্যা হয় ,তবে আপনি নিচের লিংক থেকেও ফলাফল দেখতে পারেন ।
SMS এর মাধ্যমে যেভাবে দেখবেন
১. SMS এর মাধ্যমে রেজাল্ট পেতে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করবেন HSC (সাধারণ বোর্ডের জন্য) / Alim (মাদ্রাসা বোর্ডের জন্য) / TEC (কারিগরি বোর্ডের জন্য)
২. এরপর স্পেস দিয়ে আপনার বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর লিখবেন
৩. এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখবেন
৪. এরপর স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2023) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
কিছুক্ষন অপেক্ষা করবেন । এসএমএসে ফলাফল জানানো হবে।
বোর্ডের সংক্ষিপ্ত নাম
No. | Education Board Full Name | 1st 3 letter |
1 | Bangladesh Technical Education Board | TEC |
2 | Bangladesh Madrasa Education Board | MAD |
3 | Board of Secondary and Higher Secondary Education, Dhaka | DHA |
4 | Board of Secondary and Higher Secondary Education, Chittagong | CHI |
5 | Board of Secondary and Higher Secondary Education, Comilla | COM |
6 | Board of Secondary and Higher Secondary Education, Rajshahi | RAJ |
7 | Board of Secondary and Higher Secondary Education, Jessore | JES |
8 | Board of Secondary and Higher Secondary Education, Barisal | BAR |
9 | Board of Secondary and Higher Secondary Education, Sylhet | SYL |
10 | Board of Secondary and Higher Secondary Education, Dinajpur | DIN |
নিচে sms এর মাধ্যমে দেখার উদাহরণ দেয়া হলঃ
সাধারণ বোর্ডের নিয়মঃ ম্যাসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
মাদ্রাসা বোর্ডের জন্য নিয়মঃ ম্যাসেজ অপশনে গিয়ে Alim MAD 123456 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের জন্য নিয়মঃ ম্যাসেজ অপশনে গিয়ে HSC TEC 123456 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
নতুন শিক্ষা তথ্য পাওয়ার জন্য নিচের লিঙ্ক থেকে হোম পেজে চলে যান ।
সকল ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমাদের Home পেজ ভিজিট করুন ।
Related Posts
- স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি
- প্রবাস বন্ধু গল্পের মূলভাব- নবম-দশম শ্রেণির বাংলা
- বনের ধারে বরফ পড়া সাজে কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- মানুষ কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর-১০ম শ্রেণির বাংলা
- বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়ে পত্র লেখ