এক কথায় প্রকাশ বলতে একটিমাত্র শব্দে বাক্যকে প্রকাশ করা বোঝায়। এক কথায় প্রকাশ এর অপর নাম হচ্ছে বাক্য সংকোচন। আমরা আজকের পোস্টে আপনাদের বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক, ব্যাংকের বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ দিয়ে দিলাম ।
বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
নিচে বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশের কিছু তালিকা দেওয়া হল। আপনি যদি বাংলাদেশের বিগত সকল চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ পড়তে চান তাহলে ৩৫০+ এক কথায় প্রকাশ পড়তে পারেন।
Table of Contents
বিসিএস পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
ক্রম | বাক্য | সংকোচন |
১ | ‘যা সহজে অতিক্রম করা যায় না’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? | দুরতিক্রম্য |
২ | ‘অক্ষির সমীপে’ এর সংক্ষেপণ হল- | সমক্ষ |
৩ | জিজীবিষা শব্দ দিয়ে বোঝায়- | বেঁচে থাকার ইচ্ছা |
৪ | ‘যিনি ন্যায়শাস্ত্র জানেন’ এর এক কথায় প্রকাশিত রূপ হল- | নৈয়ায়িক |
৫ | ‘প্রোষিতভর্তৃকা’ শব্দটির অর্থ কি? | যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে |
৬ | ‘নষ্ট হওয়া স্বভাব যার’ তাকে কি বলে? | নশ্বর |
৭ | ‘যা পূর্বে ছিল এখন নেই’ তাকে কি বলে? | ভূতপূর্ব |
৮ | নিচের কোন বাক্যটির সংকোচন রূপ জিগীষা? | জয় করিবার ইচ্ছা |
৯ | ‘যা বলা হয়নি’ এক কথায় হবে- | অনুক্ত |
১০ | ‘যে ভূমিতে ফসল জন্মায় না’ এক কথায় কি হবে? | ঊষর |
১১ | মৃত্তিকা দিয়ে তৈরি- | মৃন্ময় |
১২ | ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? | অক্লান্তকর্মী |
১৩ | যে লেখক অন্যের ভাব ভাষা প্রবিতি চুরি করে নিজের নামে চালায় তাকে বলা হয়- | কুম্ভিলক |
প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
ক্রম | বাক্য | সংকোচন |
১ | বাক্য সংকোচন কি? | একটিমাত্র শব্দে ভাবকে প্রকাশ করা |
২ | ‘গম্ভীর ধ্বনি’ এর বাক্য সংকোচন করুন- | মন্দ্র |
৩ | ‘যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না’ তাকে বলে- | ক্ষণপ্রভা` |
৪ | যা স্থায়ী নয়- | অস্থায়ী |
৫ | ‘যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে’ -এর বাক্য সংকোচন কি হবে? | অযত্নসম্ভূত |
৬ | ‘বরণের যোগ্য যিনি’- বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন- | বরেণ্য |
৭ | ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন’ -এক কথায় | গোধূলি |
৮ | ইতিহাস রচনা করেন যিনি- | ঐতিহাসিক |
৯ | দুবার জন্মে যা- | দ্বিজ |
১০ | জন্মহীন মৃত্যুহীন- | অজ |
১১ | কর্ম সম্পাদনের পরিশ্রমই/ অতিশয় দক্ষ বাক্যের সংক্ষিপ্ত রূপ- | কর্মঠ |
১২ | ‘যার বাসস্থান নেই’-বাক্যের এক কথায় প্রকাশ কি? | অনিকেতন |
১৩ | যা নিন্দার যোগ্য নয়- | অনিন্দ্য |
১৪ | ‘রাত্রির শেষ ভাগ’ এক কথায়- | পররাত্র |
১৫ | ‘যা কষ্টে জয় করা যায়’- এক কথায় কি হবে? | দুর্জয় |
১৬ | ‘যাহা কষ্টে অর্জন করা যায়’ তাকে এক কথায় বলে- | কষ্টার্জিত |
১৭ | যে পুরুষের এ যাবত দাড়ি গোঁফ গজায়নি তাকে কি বলে? | অজাতশ্মশ্রু |
১৮ | ‘আমার তুল্য’ এর বাক্য সংকোচন- | মাদৃশ |
১৯ | যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় বলা হয়- | মাধুকরী |
২০ | ‘ভোজন করার ইচ্ছা’ এক কথায় কি হবে? | বুভুক্ষা |
২১ | ‘বিশ্বজনের হিতকর’- এক কথায় কি হবে? | বিশ্বজনীন |
২২ | ‘যা নিবারণ করা যায় না’-এক কথায় কি হবে? | অনিবারিত |
২৩ | ‘যা দীপ্তি পাচ্ছে’-এক কথায় কি হবে? | দেদীপ্যমান |
২৪ | ‘যে উপকারীর উপকার স্বীকার করে’-এক কথায় কি হবে? | কৃতজ্ঞ |
২৫ | হাতির বাসস্থান- | গজগৃহ |
২৬ | ‘শত্রুকে পীড়া দেয় যে’ এর সঠিক বাক্য সংকোচন হল- | পরন্তপ |
২৭ | যার বংশপরিচয় এবং স্বভাব কেউ জানে না- | অজ্ঞাত কুলসিল |
২৮ | যে রোগ নির্ণয় হাতড়ে মারে- | হাতুড়ে |
২৯ | ঈষৎ পাংশুবর্ণ এর বাক্য সংকোচন- | কয়রা |
৩০ | ‘যে ব্যয় করতে কোনটা বোধ করে’ এক কথায় প্রকাশ করলে হবে- | কৃপণ |
ব্যাংকের পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
ক্রম | বাক্য | সংকোচন |
১ | ‘অব্যক্ত মধুর ধ্বনি’- এক কথায় বলে- | কলতান |
২ | দেখবার ইচ্ছার এক কথায় প্রকাশ- | দিদৃক্ষা |
৩ | ‘হরণ করার ইচ্ছা’- এর এক কথায় প্রকাশযোগ্য রূপ | জিহীর্ষা |
৪ | ‘ছন্দে নিপুন যিনি’- এক কথায় কি হবে? | ছান্দসিক |
৫ | বাঘের চামড়াকে এক কথায় কি বলে? | কৃত্তি |
৬ | যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে? | প্রোষিতপত্নীক |
৭ | এক থেকে শুরু করে ক্রমাগত- | একাধিক্রমে |
৮ | ‘যার দুই হাত সমান চলে’- তাকে কি বলে? | সব্যসাচী |
৯ | ‘রাতের মধ্যভাগ’- এক কথায় প্রকাশ কি হবে? | মহানিশা |
১০ | ‘দান গ্রহণ করা উচিত নয় যার থেকে’ তাকে এক কথায় কি বলে? | অপ্রতিগৃহ্য |
১১ | ‘অকালে যাকে জাগরণ করা হয়’ এক কথায়- | অকালবোধন |
১২ | ‘ইহলোকে যা সামান্য নয়’- এক কথায় কি হবে | অলোকসামান্য |
১৩ | মর্ম কে পীড়া দেয় যা- | মরমন্তুদ |
১৪ | ‘বেলাকে অতিক্রান্ত’- পদের অর্থ কি? | উদ্বেল |
১৫ | যে বিষয়ে মতভেদ নেই এমন- | ঐকমত্য |
১৬ | ‘পথ চলার খরচ’- কথাটির সংক্ষিপ্ত রূপ- | পাথেয় |
১৭ | ‘পরস্পর আঘাত’- বাক্যটিকে সংক্ষেপ করলে হবে- | সংঘর্ষ |
১৮ | দোহারা শব্দের মানে- | মোটাও নয়, রোগাও নয় |
১৯ | ‘তিন মোহনার মিলন যেখানে’-এক কথায় কি হবে? | ত্রিমোহনা |
২০ | জ্ঞান পাপি বলে- | সজ্ঞানে অন্যায় করে যে |
২১ | ‘যার কোন কিছুতে ভয় নেই’-এক কথায় প্রকাশ কি? | অকুতোভয় |
শিক্ষক ও প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
ক্রম | বাক্য | সংকোচন |
১ | নাদ শব্দের অর্থ কি? | সিংহের ডাক |
২ | ‘নুপুরের ধ্বনি’- এক কথায় কি বলে? | নিক্বন |
৩ | ‘গাছে উঠতে পটু যে’- এক কথায় কি হবে? | গেছো |
৪ | ‘হনন করার ইচ্ছা’- এক কথায় কি হবে? | জিঘাংসা |
৫ | অনূঢ়া কোনটির বাক্য সংকোচন- | যে মেয়ের বিয়ে হয়নি |
৬ | ‘যে মেয়ের বিয়ে হয়নি’- এর বাক্য সংকোচন কোনটি? | অনূঢ়া |
৭ | ‘বীর সন্তান প্রসব করে যে নারী’- এক কথায় তাকে কি বলে? | বীরপ্রসূ |
৮ | ‘সর্বজনের হিতকর’- এক কথায় কি হবে? | সর্বজনীন |
সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)
জানার ইচ্ছা এক কথায় প্রকাশ কি?
জিজ্ঞাসা
একই গুরুর শিষ্য এক কথায় প্রকাশ কি?
সতীর্থ
কোকিলের ডাক এক কথায় প্রকাশ কি?
কুহু
অহংকার নেই যার এক কথায় প্রকাশ কি?
নিরহংকার
বলার ইচ্ছা এক কথায় প্রকাশ কি?
বিবক্ষা
সুন্দর চোখ যার এক কথায় প্রকাশ কি?
সুনয়না
পাখির কলরব এক কথায় প্রকাশ কি?
কূজন
নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ কি?
জুগুপ্সা