পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৪ এর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে আবেদন চলছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন।
পানি উন্নয়ন বোর্ড (bwdb) এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
চাকরির ধরনঃ সরকারি চাকরি প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (bwdb) পদের নামঃ বিভিন্ন পদ পদ সংখ্যাঃ ১৫৪টি আবেদন ফীঃ ২০০/- টাকা আবেদনের লিংকঃ Apply Now |
Table of Contents
পানি উন্নয়ন বোর্ডের নিয়োগের পদ সমূহ
১। ঊর্ধ্বতন হিসাব সহকারী
- বেতন গ্রেডঃ ১৪
- বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ টাকা
২। সার্ভেয়ার (প্রকৌশল)
- বেতন গ্রেডঃ ১৫
- বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
৩। হিসাব করণিক
- বেতন গ্রেডঃ ১৬
- বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি তালিকা
ক্রম নং | পদের নাম ও বেতন গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) | শূন্য পদ (টি) | প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
১। | ঊর্ধ্বতন হিসাব সহকারী | ২৭ (সাতাশ) | ক) কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে হিসাববিজ্ঞান সহ বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং খ) এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। |
২। | সার্ভেয়ার (প্রকৌশল) | ৬২ (বাষট্টি) | কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে সার্ভে ফাইনাল পাশ। |
৩। | হিসাব করণিক | ৬৫ (পঁয়ষট্টি) | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ) এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা। |
অফিসিয়াল সার্কুলার
যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না
জামালপুর, নড়াইল, মাদারিপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, পটুয়াখালী ও বরিশাল।
তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র Online-এ আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে। Online-এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য নীট ২০০/- (দুইশত) টাকা Payment করতে হবে। প্রার্থীকে বাপাউবো’র Online Recruitment Portal (orms.bwdb.gov.bd/orms) এ login করে Registration করতঃ আবেদন দাখিল করতে হবে এবং Payment সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত Portal-এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।
আবেদন দাখিলের শেষ তারিখ ০৩/০৩/২০২৪ খ্রিঃ, রবিবার ( বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত)।
বয়সসীমা
০১/০১/২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ (বত্রিশ) বছর। তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। সরকারের বিদ্যমান বিধি-বিধান বা আইন বা এতদসংক্রান্ত প্রজ্ঞাপন/সার্কুলার দ্বারা বিভাগীয় প্রার্থীর সংজ্ঞা নির্ধারণ হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি./সমমান সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসা পত্র/এ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার User ID & Password ব্যবহার করে ছবি, রোল নম্বর, পরীক্ষার স্থান ও তারিখ সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবো’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচী যথাসময়ে বাপাউবো’র ওয়েবসাইট জানানো হবে। উল্লেখ্য, মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
প্রার্থীর ছবি
প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙ্গিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোন কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখ মন্ডল সম্বলিত রঙ্গিন ছবি আপলোড করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, সদ্য তোলা রঙ্গিন ছবি ব্যতিত অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
ডকুমেন্ট দাখিল সংক্রান্ত
আবেদনের সময় অনলাইনে কোন প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামে উল্লিখিত সনদপত্র-নম্বরপত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। তাছাড়া, জাতীয় পরিচয় পত্র (NID), নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে। এছাড়াও, শারীরিক প্রতিবন্ধী, এতিমখানা নিবাসী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে।
সরকারি চাকরির নতুন সার্কুলার পেতে আমাদের Homepage ভিজিট করুন।
Related Posts
- ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার (NTRCA) এর বিজ্ঞপ্তি প্রকাশ
- ১০১ পদে গাইবান্ধা সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF সহ
- বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- ৫৫১ পদে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- ১৯ পদে খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি