এই অক্ষরে কবিতার প্রশ্ন উত্তর (জ্ঞানমূূলক)- মহাদেব সাহা

মহাদেব সাহার “এই অক্ষরে” কবিতাটিতে অক্ষর বা ভাষার শক্তিকে এক অনন্য রূপে ফুটিয়ে তোলা হয়েছে। অক্ষরকে এখানে জীবন্ত ও সৃজনশীল হিসেবে চিত্রিত করা হয়েছে। এই পোস্টে এই অক্ষরে কবিতার প্রশ্ন উত্তর (জ্ঞানমূূলক)- মহাদেব সাহা লিখে দিলাম।

Image with Link Descriptive Text

এই অক্ষরে কবিতার প্রশ্ন উত্তর

১। কঠিন পাথরে কি লেখা হয়?
উত্তরঃ কঠিন পাথরে শিলালিপি লেখা হয়।

২। এই অক্ষরে কবিতার কবির নাম কী?
উত্তরঃ মহাদেব সাহা।

৩। কোনটি অবিরাম ছুটে চলে?
উত্তরঃ অক্ষর।

৪। অক্ষর কীভাবে ছুটে চলে?
উত্তরঃ নির্ঝরের মতো।

৫। আকাশে কী লেখা হয়?
উত্তরঃ নাম লেখা হয়।

৬। অক্ষর কী জাগায়?
উত্তরঃ গান জাগায়।

৭। অক্ষরের কাছ থেকে কী শেখা যায়?
উত্তরঃ অজানা বিষয় শেখা যায়।

৮। অক্ষর কী দিয়ে হৃদয় ভরে?
উত্তরঃ আনন্দে।

৯। অক্ষর মনে কী করিয়ে দেয়?
উত্তরঃ মাকে মনে পড়ে।

১০। মন কীসের মতো হয়ে যায়?
উত্তরঃ নদীর মতো।

১১। কবির কাছে চিঠির মূল্য কেমন?
উত্তরঃ অনেক বেশি।

১২। অপরূপ ছবি কীসের মাধ্যমে দেখা যায়?
উত্তরঃ উপমার মাধ্যমে।

১৩। সকাল-দুপুর কীসের মতো বাজে?
উত্তরঃ সুরের নূপুরের মতো।

১৪। অক্ষর কীসের ডাক শোনায়?
উত্তরঃ ডাক নাম ধরে ডাকে।

১৫। স্বপ্নের মতো কী অন্তরে ঢেউ তোলে?
উত্তরঃ রূপকথা।

১৬। অক্ষর কীভাবে আপন-পরকে কাছে টানে?
উত্তরঃ আত্মীয়তার বন্ধনে।

১৭। প্রিয় ভাষা কী সঞ্চার করে?
উত্তরঃ বুকে আশা সঞ্চার করে।

১৮। কোথায় কঠিন পাথরে লেখা হয়?
উত্তরঃ শিলালিপিতে।

১৯। কী দিয়ে গান লেখা হয়?
উত্তরঃ ভাষা দিয়ে।

২০। কবিতায় ভাষার কী গৌরব ফুটে উঠেছে?
উত্তরঃ ভাষার মাধ্যমে কবি যুদ্ধ করেছেন এবং বিজয় অর্জন করেছেন।

২১। অক্ষর কীভাবে কবিকে বিমোহিত করে?
উত্তরঃ গানের মাধ্যমে।

২২। অক্ষর কী অনুভূতি সৃষ্টি করে?
উত্তরঃ আনন্দ ও ভালোবাসার অনুভূতি।

২৩। অক্ষর কীসের প্রতীক?
উত্তরঃ বাঙালি জাতির অস্তিত্ব ও চেতনার প্রতীক।

২৪। ‘নির্ঝর’ শব্দের অর্থ কী?
উত্তর: ঝরনা।

২৫। বাংলা অক্ষর কী সৃষ্টি করে?
উত্তরঃ মিলন ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করে।

২৫। কবিতায় বাংলা অক্ষরের প্রতি কী প্রকাশ পেয়েছে?
উত্তরঃ অবারিত ভালোবাসা ও গভীর শ্রদ্ধা।

২৬। অক্ষর কী দূর করে দেয়?
উত্তরঃ সকল বিভেদ।

২৭। অক্ষর বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: অক্ষর বলতে এখানে মাতৃভাষাকে বোঝানো হয়েছে।

২৮। ‘এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম’ -এর অর্থ কী?
উত্তর: মাতৃভাষার মাধ্যমে আমরা বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি।

২৯। ‘রূপকথা’ বলতে কী বোঝায়?
উত্তর: রাজা-বাদশা, দৈত্য-দানোর কল্পনাপ্রসূত গল্পকে রূপকথা বলা হয়।

৩০। শিলালিপি কী?
উত্তর: পাথরে খোদাই করা লেখা, যা দীর্ঘদিন স্থায়ী থাকে।

৩১। কবি মহাদেব সাহা কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯৪৪ খ্রিষ্টাব্দে।

৩২। মহাদেব সাহার জন্মস্থান কোথায়?
উত্তর: সিরাজগঞ্জ।

৩৩। ‘টাপুর টুপুর মেঘের দুপুর’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: মহাদেব সাহা।

৩৪। ‘সরষে ফুলের নদী’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: মহাদেব সাহার লেখা।

Related Posts

Leave a Comment