হুমায়ুন আজাদের ‘ফাগুন মাস’ কবিতাটি ফাগুন মাসের প্রকৃতির সৌন্দর্য এবং বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত বেদনাদায়ক স্মৃতিকে একসাথে মিশিয়ে দিয়েছে। এই পোস্টে ফাগুন মাস কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।
ফাগুন মাস কবিতার বহুনির্বাচনি (MCQ)
১। “ফাগুন মাস” কবিতায় ফাগুন মাসকে কী বলা হয়েছে?
ক) শান্ত মাস
খ) দস্যি মাস
গ) সুখী মাস
ঘ) শীতল মাস
উত্তর: খ) দস্যি মাস
২। কবিতায় পাথর ঠেলে কী উঁচোয়?
ক) ফুল
খ) ঘাস
গ) গাছ
ঘ) পানি
উত্তর: খ) ঘাস
৩। “ফাগুন মাস” কবিতায় গাছের ডাল ফেঁড়ে কী ওঠে?
ক) ফুল
খ) ফল
গ) সবুজ পাতা
ঘ) শিকড়
উত্তর: গ) সবুজ পাতা
৪। কবিতায় বনের গাল কী রঙের হয়?
ক) সবুজ
খ) লাল
গ) নীল
ঘ) হলুদ
উত্তর: খ) লাল
৫। “ফাগুন মাস” কবিতায় বাংলাদেশের মাঠে-বনে কী জ্বলে?
ক) লাল আগুন
খ) সবুজ আগুন
গ) নীল আগুন
ঘ) সাদা আগুন
উত্তর: খ) সবুজ আগুন
৬। কবিতায় ফাগুন মাসকে কী বলা হয়েছে?
ক) সুখী মাস
খ) দুঃখী মাস
গ) শান্ত মাস
ঘ) উৎসবের মাস
উত্তর: খ) দুঃখী মাস
৭। কবিতায় গোলাপ কী করে?
ক) হাসে
খ) কাঁদে
গ) নাচে
ঘ) গান করে
উত্তর: খ) কাঁদে
৮। কবিতায় মায়ের চোখে কী দেখা যায়?
ক) হাসি
খ) জল
গ) রাগ
ঘ) ভয়
উত্তর: খ) জল
৯। কবিতায় বোনেরা কী করে?
ক) হাসে
খ) কাঁদে
গ) নাচে
ঘ) গান করে
উত্তর: খ) কাঁদে
১০। কবিতায় ভাইয়েরা কী করে?
ক) ঘুমায়
খ) নামে পথে
গ) খেলায়
ঘ) গান করে
উত্তর: খ) নামে পথে
১১। কবিতায় দস্যু কী করে?
ক) আসে রথে
খ) যায় রথে
গ) আসে ঘোড়ায়
ঘ) যায় ঘোড়ায়
উত্তর: ক) আসে রথে
১২। কবিতায় ফাগুন মাসে কী ঢেলে দেওয়া হয়?
ক) জল
খ) রক্ত
গ) দুধ
ঘ) মধু
উত্তর: খ) রক্ত
১৩। কবিতায় ফাগুন মাসে কী ঝরে পড়ে?
ক) পাতা
খ) ফুল
গ) রক্ত
ঘ) জল
উত্তর: গ) রক্ত
১৪। কবিতায় ফাগুন মাসে কী ফোটে?
ক) গোলাপ
খ) দুঃখী গোলাপ
গ) সূর্যমুখী
ঘ) জবা
উত্তর: খ) দুঃখী গোলাপ
১৫। কবিতায় বুকের ভেতর কী ওঠে?
ক) গাছ
খ) ফুল
গ) শহিদ মিনার
ঘ) পাহাড়
উত্তর: গ) শহিদ মিনার
১৬। কবিতায় কয়েকজন খোকা কী ফোটালো?
ক) ফুল
খ) রক্ত
গ) ফল
ঘ) পাতা
উত্তর: খ) রক্ত
১৭। কবিতায় ফাগুন মাসের দু-চোখ কী করে?
ক) হাসে
খ) কাঁদে
গ) ছলোছলো
ঘ) জ্বলে
উত্তর: গ) ছলোছলো
১৮। কবিতায় ফাগুন মাসে বুকের ভেতর কী পোষে?
ক) ভয়
খ) আশা
গ) সুখ
ঘ) রাগ
উত্তর: ক) ভয়
১৯। কবিতায় ফাগুন মাসে কী মনে পড়ে?
ক) খোকাদের
খ) ফুলদের
গ) গাছদের
ঘ) পাখিদের
উত্তর: ক) খোকাদের
২০। “ফেঁড়ে” শব্দের অর্থ কী?
ক) জোড়া লাগানো
খ) চিরে ফেলা
গ) আড়াল করা
ঘ) রক্ষা করা
উত্তর: খ) চিরে ফেলা
২১। কবিতায় ফাগুন মাসে কী জ্বলে?
ক) সবুজ আগুন
খ) লাল আগুন
গ) নীল আগুন
ঘ) সাদা আগুন
উত্তর: ক) সবুজ আগুন
২২। কবিতায় ফাগুন মাসে কী ছড়ায়?
ক) হাসি
খ) দীর্ঘশ্বাস
গ) গান
ঘ) নাচ
উত্তর: খ) দীর্ঘশ্বাস
২৩। কবিতায় ফাগুন মাসে কী কাঁপে?
ক) ঘাস
খ) গাছ
গ) ফুল
ঘ) পানি
উত্তর: ক) ঘাস
২৪। কবিতায় ফাগুন মাসে কী বেঁধে?
ক) হারানো ভাই
খ) হারানো বোন
গ) হারানো মা
ঘ) হারানো বাবা
উত্তর: ক) হারানো ভাই
২৫। কবিতায় ফাগুন মাসে কারা নামে?
ক) ভাইয়েরা
খ) বোনেরা
গ) মায়েরা
ঘ) বাবারা
উত্তর: ক) ভাইয়েরা
২৬। কবিতায় ফাগুন মাসে কী আসে?
ক) দস্যু
খ) রাজা
গ) মন্ত্রী
ঘ) সৈন্য
উত্তর: ক) দস্যু
২৭। কবিতায় ফাগুন মাস কী ঢালে?
ক) ক্রোধ
খ) জল
গ) দুধ
ঘ) মধু
উত্তর: ক) ক্রোধ
২৮। কবিতায় ফাগুন মাসে কী দেয়?
ক) আগুন
খ) জল
গ) ফুল
ঘ) ফল
উত্তর: ক) আগুন
২৯। কবিতায় ফাগুন মাসে কী ঝরে?
ক) রক্ত
খ) জল
গ) ফুল
ঘ) পাতা
উত্তর: ক) রক্ত
৩০। কবিতায় ফাগুন মাসে কী ওঠে?
ক) শহিদ মিনার
খ) গাছ
গ) ফুল
ঘ) পাহাড়
উত্তর: ক) শহিদ মিনার
৩১। ফাল্গুন মাসকে কীভাবে কল্পনা করা হয়েছে?
ক) শান্ত মাস
খ) দুরন্ত মাস
গ) বিষাদময় মাস
ঘ) নিরব মাস
উত্তর: খ) দুরন্ত মাস
৩২। “সবুজ আগুন জ্বলে” বাক্যে কী বোঝানো হয়েছে?
ক) আগুনের রং সবুজ হয়
খ) সবুজ বনের বিশাল বিস্তার
গ) সবুজ ঘাসের উপর আগুন
ঘ) বনে আগুন লেগেছে
উত্তর: খ) সবুজ বনের বিশাল বিস্তার
৩৩। “ফাগুন মাসে মায়ের চোখে জল” কেন আসে?
ক) ফাগুনের রঙিন সৌন্দর্যের জন্য
খ) ভাষা-শহিদ পুত্রের কথা স্মরণ করে
গ) রক্তের বন্যার কারণে
ঘ) অতিরিক্ত গরমের কারণে
উত্তর: খ) ভাষা-শহিদ পুত্রের কথা স্মরণ করে
৩৪। “ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে” এর অর্থ কী?
ক) ভাইয়েরা আনন্দ করতে নামে
খ) বাংলার দামাল সন্তানেরা সংগ্রামে লিপ্ত হয়
গ) ভাইয়েরা খেলা করতে নামে
ঘ) ভাইয়েরা বিদেশে চলে যায়
উত্তর: খ) বাংলার দামাল সন্তানেরা সংগ্রামে লিপ্ত হয়
৩৫। “বুকের ভেতর শহিদ মিনার ওঠে” বলতে কী বোঝানো হয়েছে?
ক) প্রতিটি বাঙালির হৃদয়ে শহিদ দিবসের চেতনা জাগ্রত হয়
খ) প্রতিটি বাঙালি শহিদ মিনার তৈরি করে
গ) শহিদ মিনার বড় করা হয়
ঘ) শহিদ মিনার ভেঙে ফেলা হয়
উত্তর: ক) প্রতিটি বাঙালির হৃদয়ে শহিদ দিবসের চেতনা জাগ্রত হয়
৩৬। “ফাগুন মাসে দস্যু আসে রথে” বলতে কার কথা বোঝানো হয়েছে?
ক) ভাষা শহিদদের
খ) পাকিস্তানি আক্রমণকারীদের
গ) স্বাধীনতা সংগ্রামীদের
ঘ) রাজা-বাদশাহদের
উত্তর: খ) পাকিস্তানি আক্রমণকারীদের
৩৭। হুমায়ুন আজাদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) মুন্সিগঞ্জ
ঘ) কুমিল্লা
উত্তর: গ) মুন্সিগঞ্জ
৩৮। হুমায়ুন আজাদের জন্মসাল কত?
ক) ১৯৪৫
খ) ১৯৪৬
গ) ১৯৪৭
ঘ) ১৯৪৮
উত্তর: গ) ১৯৪৭
৩৯। তিনি কোন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন?
ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর: খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৪০। হুমায়ুন আজাদের গবেষণাগ্রন্থের নাম কী?
ক) সমাজতত্ত্ব
খ) বাক্যতত্ত্ব
গ) ভাষাতত্ত্ব
ঘ) সাহিত্যতত্ত্ব
উত্তর: খ) বাক্যতত্ত্ব
৪১। হুমায়ুন আজাদ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন কবে?
ক) ১৯৮৫
খ) ১৯৮৬
গ) ১৯৮৭
ঘ) ১৯৮৮
উত্তর: গ) ১৯৮৭
৪২। হুমায়ুন আজাদ কোন দেশ থেকে মৃত্যুবরণ করেন?
ক) বাংলাদেশ
খ) ভারত
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জার্মানি
উত্তর: ঘ) জার্মানি
৪৩। হুমায়ুন আজাদ কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ২০০২
খ) ২০০৩
গ) ২০০৪
ঘ) ২০০৫
উত্তর: গ) ২০০৪
৪৪। হুমায়ুন আজাদ কোন শহরে মৃত্যুবরণ করেন?
ক) লন্ডন
খ) প্যারিস
গ) মিউনিখ
ঘ) বার্লিন
উত্তর: গ) মিউনিখ
Related Posts
- ৭ম শ্রেণি বাংলা ১ম অধ্যায় (প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি)
- ফসলের ডাক ৭ম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই ১ম অধ্যায়
- ৮ম শ্রেণি বাংলা ১ম অধ্যায় (প্রয়োজন বুঝে যোগাযোগ করি)
- ময়নামতির চর কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৭ম শ্রেণির বাংলা
- অদৃশ্য প্রতিবেশী ৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই সমাধান ৫ম অধ্যায়