আল মাহমুদের ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় একধরনের স্বপ্নময় রাত্রির আবহ আছে, যেখানে প্রকৃতি যেন কবির সঙ্গী। দিঘির কালো জল, রক্তজবার ঝোঁপ, পাখি-ফুলের কলরব—সবকিছুই যেন কবিতার মধ্য দিয়ে জীবন্ত হয়ে উঠেছে। এই পোস্টে পাখির কাছে ফুলের কাছে কবিতার প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক) লিখে দিলাম।
পাখির কাছে ফুলের কাছে কবিতার প্রশ্ন উত্তর
১। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় আজ কাব্য হবে?
উত্তরঃ রক্তজবার ঝোঁপের কাছে।
২। পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি কে?
উত্তরঃ আল মাহমুদ।
৩। চাঁদকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তরঃ ডাবের সঙ্গে।
৪। চাঁদকে কীভাবে বর্ণনা করা হয়েছে?
উত্তরঃ “ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল”।
৫। কবি কোথা থেকে বেরিয়ে আসেন?
উত্তরঃ ঘর থেকে।
৬। শহরের অবস্থা কেমন ছিল?
উত্তরঃ ঝিমধরা ও থরথর কাঁপছিল।
৭। মিনারটাকে কী মনে হচ্ছিল?
উত্তরঃ দাঁড়িয়ে থাকা একজন মানুষের মতো।
৮। পাথরঘাটার গির্জাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তরঃ লাল পাথরের ঢেউয়ের সঙ্গে।
৯। কবি দরগাতলা পার হয়ে কোন দিকে মোড় নেন?
উত্তরঃ বাঁ দিকে।
১০। কবি কী শুনলেন?
উত্তরঃ এক উটকো পাহাড়ের ডাক।
১১। পাহাড় কী বলল?
উত্তরঃ “আয় আয়”।
১২। কবি পাহাড়টিকে কী করেন?
উত্তরঃ হাত বুলিয়ে দেন।
১৩। লালদিঘির পাড়ে কবি কী দেখতে পান?
উত্তরঃ জোনাকিদের দরবার।
১৪। জোনাকিদের দরবার বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ অগণিত জোনাকির আলোয় ভরা পরিবেশ।
১৫। কবি দিঘির জলের সঙ্গে কীভাবে কথা বলেন?
উত্তরঃ জল নিজেই তাকে আমন্ত্রণ জানায়।
১৬। দিঘির জল কী বলল?
উত্তরঃ “এসো, আমরা সবাই না-ঘুমানোর দল”।
১৭। কবি কী বের করতে বলেন?
উত্তরঃ পদ্য লেখার ভাঁজ করা কাগজ।
১৮। কবি কোথায় কবিতা লিখতে চান?
উত্তরঃ রক্তজবার ঝোঁপের কাছে।
১৯। ফুল-পাখিরা কী করে?
উত্তরঃ হাসতে থাকে।
২০। ফুল ও পাখিরা কী নিয়ে কলরব করে?
উত্তরঃ কবির কবিতা লেখার ব্যাপারে।
২১। কবি পকেট থেকে কি বের করেন?
উত্তরঃ পকেট থেকে ছড়ার বই বের করেন।
২২। কবির ছড়ার বই কোথায় ছিল?
উত্তরঃ পকেটে।
২৩। কবি কার কাছে মনের কথা বলেন?
উত্তরঃ পাখির কাছে ও ফুলের কাছে।
২৪। কবিতার মাধ্যমে কী প্রকাশ পেয়েছে?
উত্তরঃ কবির নিসর্গপ্রেম।
২৫। এই কবিতায় প্রকৃতিকে কী রূপে দেখানো হয়েছে?
উত্তরঃ আত্মীয় ও সখার মতো।
২৬। ‘থরথর’ শব্দের অর্থ কী?
উত্তরঃ কেঁপে ওঠার ভাব বোঝায়।
২৭। ‘পাখির কাছে ফুলের কাছে’ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ ‘পাখির কাছে ফুলের কাছে’ কাব্যগ্রন্থ থেকে।
২৮। কবি কেন প্রকৃতির কাছে যান?
উত্তরঃ প্রকৃতির সৌন্দর্য ও আনন্দ অনুভব করতে।
২৯। ‘মিনার’ কী?
উত্তরঃ মসজিদের উঁচু স্তম্ভ বা গম্বুজযুক্ত দালান।
৩০। ‘গির্জে’ কী?
উত্তরঃ খ্রিষ্টানদের উপাসনালয়।
৩১। ‘দরবার’ শব্দের অর্থ কী?
উত্তরঃ রাজসভা বা জলসা, এখানে আনন্দ-আসর বোঝানো হয়েছে।
৩২। ‘কলকলিয়ে’ শব্দটি কী বোঝায়?
উত্তরঃ কলকল ধ্বনি করে প্রবাহিত হওয়া।
৩৩। ‘গদ্য লেখার ভাঁজ’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ ভাঁজ করে রাখা কবিতা লেখা কাগজ।
৩৪। ‘কলরব’ শব্দের অর্থ কী?
উত্তরঃ কোলাহল বা অনেকের একসঙ্গে কথাবার্তা বলার শব্দ।
৩৫। আল মাহমুদ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে।
৩৬। আল মাহমুদ কখন জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৯৩৬ সালে।
৩৭। আল মাহমুদ কোন স্কুল থেকে প্রবেশিকা পাস করেন?
উত্তরঃ ব্রাহ্মণবাড়িয়ার জর্জ সিক্সথ স্কুল থেকে।
৩৮। আল মাহমুদের পেশা কী ছিল?
উত্তরঃ সাংবাদিকতা ও চাকরি।
৩৯। আল মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কী পদে কাজ করেছিলেন?
উত্তরঃ তিনি পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
৪০। আল মাহমুদ কোন বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে অবসর গ্রহণ করেন?
উত্তরঃ ১৯৯৫ সালে।
৪১। আল মাহমুদ কখন মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ২০১৯ সালে।
Related Posts
- ময়নামতির চর কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্ন – ৭ম শ্রেণি
- মাঝি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৭ম শ্রেণির বাংলা
- পাখির কাছে ফুলের কাছে কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর
- আমাদের লোকশিল্প মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি
- কোষ পরিভ্রমণ সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই সমাধান ৩য় অধ্যায়