আম আঁটির ভেঁপু বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ)

আম আঁটির ভেঁপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাসের একটি বিখ্যাত অংশ, যেখানে অপু ও দুর্গার শৈশবের এক টুকরো মুহূর্ত উঠে এসেছে। দৃশ্যগুলো খুব জীবন্ত—অপুর খেলার জগৎ, দুর্গার কৌতূহল, মা সর্বজয়ার কষ্ট, এবং বাবা হরিহরের সংগ্রাম সব মিলিয়ে বাস্তব জীবনের প্রতিচ্ছবি। এই পোস্টে আম আঁটির ভেঁপু বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।

Image with Link Descriptive Text

আম আঁটির ভেঁপু বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ)

১। অপু কী করছিল?
ক) পড়াশোনা
খ) খেলা
গ) ঘুমানো
ঘ) রান্না
উত্তর: খ) খেলা

২। অপুর বাক্সে কী ছিল?
ক) বই
খ) খেলনা
গ) কাপড়
ঘ) জুতা
উত্তর: খ) খেলনা

৩। অপু কোথা থেকে কড়ি নিয়েছিল?
ক) বাজার
খ) লক্ষ্মীপূজার চুপড়ি
গ) দিদির বাক্স
ঘ) মায়ের বাক্স
উত্তর: খ) লক্ষ্মীপূজার চুপড়ি

৪। দুর্গার বয়স কত?
ক) ৫-৬ বছর
খ) ১০-১১ বছর
গ) ১৫-১৬ বছর
ঘ) ২০ বছর
উত্তর: খ) ১০-১১ বছর

৫। দুর্গা অপুকে কী আনতে বলল?
ক) তেল ও নুন
খ) আম
গ) চাল
ঘ) পানি
উত্তর: ক) তেল ও নুন

৬। অপু কোথায় গেল তেল ও নুন আনতে?
ক) বাজার
খ) রান্নাঘর
গ) পটলিদের বাগান
ঘ) খিড়কি দোর
উত্তর: খ) রান্নাঘর

৭। দুর্গা কোথায় আম পেয়েছিল?
ক) বাজার
খ) পটলিদের বাগান
গ) রান্নাঘর
ঘ) উঠান
উত্তর: খ) পটলিদের বাগান

৮। অপু কী খেয়ে দাঁত টকাতে লাগল?
ক) আম
খ) চালভাজা
গ) নুন
ঘ) তেল
উত্তর: ক) আম

৯। দুর্গা অপুকে কী বলল?
ক) মুখ মুছে ফেল
খ) খেলা কর
গ) ঘুমাও
ঘ) পড়াশোনা কর
উত্তর: ক) মুখ মুছে ফেল

১০। দুর্গা কোথায় আমের চাকলা খেয়েছিল?
ক) রান্নাঘরে
খ) কাঁঠালতলায়
গ) উঠানে
ঘ) বাড়ির ভিতরে
উত্তর: খ) কাঁঠালতলায়

১১। দুর্গা কোথায় নারিকেলের মালা ফেলেছিল?
ক) উঠানে
খ) জঙ্গলে
গ) রান্নাঘরে
ঘ) বাড়ির ভিতরে
উত্তর: খ) জঙ্গলে

১২। অপু কী নিয়ে খেলা করছিল?
ক) টিনের বাক্স
খ) পুতুল
গ) বই
ঘ) কাগজের নৌকা
উত্তর: ক) টিনের বাক্স

১৩। ‘চুপড়ি’ বলতে কী বোঝায়?
ক) বড় ঝুড়ি
খ) খাপরার কুচি
গ) ছোটো ঝুড়ি বা ক্ষুদ্র ধামা
ঘ) আমের কচি শাখা
উত্তর: গ) ছোটো ঝুড়ি বা ক্ষুদ্র ধামা

১৪। কোন জিনিসটি অপু অল্প সময়ের জন্য ফেলে দিয়েছিল?
ক) টিনের বাঁশি
খ) কাঠের ঘোড়া
গ) খাপরা
ঘ) কড়ি
উত্তর: খ) কাঠের ঘোড়া

১৫। অপুর বাক্সে কী কী জিনিস ছিল?
ক) কাঠের ঘোড়া, ভেঁপু-বাঁশি, কড়ি
খ) বই, খাতা, পেন্সিল
গ) পুতুল, গাড়ি, বল
ঘ) কাগজের নৌকা, পাখি, ফুল
উত্তর: ক) কাঠের ঘোড়া, ভেঁপু-বাঁশি, কড়ি

১৬। দুর্গা অপুকে কী করতে বলল?
ক) তেল ও নুন আনতে
খ) আম কুড়িয়ে আনতে
গ) পানি আনতে
ঘ) কাঠ কাটতে
উত্তর: ক) তেল ও নুন আনতে

১৭। অপু ও দুর্গার বাড়ি কী অবস্থায় ছিল?
ক) নতুন
খ) পুরনো এবং ভাঙাচোরা
গ) গাছের নিচে
ঘ) পলিথিন দিয়ে ঢাকা
উত্তর: খ) পুরনো এবং ভাঙাচোরা

১৮। ‘রোয়াক’ শব্দের অর্থ কী?
ক) উঠান
খ) ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা
গ) জানালার শিক
ঘ) ছোট ঝুড়ি
উত্তর: খ) ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা

১৯। অপু কী কারণে ভয় পেয়েছিল?
ক) মা তেলের ভাঁড় ছুঁলে মারবে
খ) দিদি তাকে মারবে
গ) বাবা তাকে ডাকবে
ঘ) প্রতিবেশী তাকে দেখবে
উত্তর: ক) মা তেলের ভাঁড় ছুঁলে মারবে

২০। অপু ও দুর্গা কোথায় আম খেয়েছিল?
ক) কাঁঠালগাছের গুঁড়ির আড়ালে
খ) বাড়ির ভিতরে
গ) প্রতিবেশীর বাড়িতে
ঘ) জঙ্গলে
উত্তর: ক) কাঁঠালগাছের গুঁড়ির আড়ালে

২১। হরিহরের পুত্রের নাম কি?
ক) অপু
খ) দুর্গা
গ) রাধা
ঘ) সুকুমার
উত্তর: ক) অপু

২২। ‘নাটাফল’ কোন ফলের আরেক নাম?
ক) আম
খ) করঙ্গা ফল
গ) কুল
ঘ) জাম
উত্তর: খ) করঙ্গা ফল

২৩। অপুর কোন জিনিসটি সবচেয়ে মূল্যবান মনে হয়?
ক) কাঠের ঘোড়া
খ) টিনের বাঁশি
গ) খাপরা
ঘ) পিস্তল
উত্তর: গ) খাপরা

২৪। অপু কোন জিনিসটি মায়ের অজান্তে নিয়েছিল?
ক) কাঠের ঘোড়া
খ) লক্ষ্মীপূজার কড়ি
গ) টিনের বাঁশি
ঘ) পিস্তল
উত্তর: খ) লক্ষ্মীপূজার কড়ি

২৫। ‘দাওয়া’ শব্দের অর্থ কী?
ক) উঠান
খ) বারান্দা
গ) জানালার শিক
ঘ) কুটোগাছ
উত্তর: খ) বারান্দা

২৬। সর্বজয়া অপুকে কী বলল?
ক) খিদে পেয়েছে
খ) ঘুমাতে যেতে
গ) পড়তে বসতে
ঘ) কাজ করতে
উত্তর: ক) খিদে পেয়েছে

২৭। হরিহর কোথায় কাজ করে?
ক) খামারে
খ) গ্রামে
গ) অন্নদা রায়ের বাড়িতে
ঘ) দোকানে
উত্তর: গ) অন্নদা রায়ের বাড়িতে

২৮। ‘গরাদ’ বলতে কী বোঝায়?
ক) তৃণ
খ) জানালার শিক
গ) মাটির তৈরি বাসন
ঘ) এক ধরনের গাছ
উত্তর: খ) জানালার শিক

২৯। অপু ও দুর্গা আমের কুচি কোথায় মাখছিল?
ক) রোয়ার্ক
খ) কাঁঠালতলা
গ) বাড়ির সামনে
ঘ) ঘরের ভিতর
উত্তর: খ) কাঁঠালতলা

৩০। হরিহরের পরিবারে কোন ব্যক্তির মৃত্যুর পর বাড়ি অবহেলিত হয়ে পড়ে?
ক) নীলমণি রায়
খ) হরিহর রায়
গ) সর্বজয়া
ঘ) অপুর দাদা
উত্তর: ক) নীলমণি রায়

৩১। হরিহর কাকে মন্তর দেওয়ার প্রস্তাব দিয়েছিল?
ক) সদ্‌গোপ পরিবারকে
খ) প্রতিবেশীকে
গ) বন্ধুকে
ঘ) আত্মীয়কে
উত্তর: ক) সদ্‌গোপ পরিবারকে

৩২। দুর্গা কোথায় বিচি গুনছিল?
ক) কাঁঠালতলায়
খ) বাড়ির ভিতরে
গ) জঙ্গলে
ঘ) প্রতিবেশীর বাড়িতে
উত্তর: ক) কাঁঠালতলায়

৩৩। হরিহর কোথায় গিয়েছিল?
ক) বাজারে
খ) গ্রামের কাজের জন্য
গ) গ্রামে মেলার জন্য
ঘ) বাড়িতে
উত্তর: খ) গ্রামের কাজের জন্য

৩৪। হরিহরের পরিবারে বড় কোন সমস্যা ছিল?
ক) টাকা
খ) শস্য
গ) দারিদ্র্য
ঘ) আত্মীয়দের অবহেলা
উত্তর: গ) দারিদ্র্য

৩৫। ‘রোসো রোসো’ শব্দের অর্থ কী?
ক) একদম নীরব
খ) থাম থাম
গ) দ্রুত চলা
ঘ) খেলা করা
উত্তর: খ) থাম থাম

৩৬। দুর্গার মুখে কিসের গুঁড়ো ছিল?
ক) মাখন
খ) তেল
গ) নুন
ঘ) চিনি
উত্তর: গ) নুন

৩৭‘খাপরার কুচি’ বলতে কী বোঝায়?
ক) কলসি-হাঁড়ি প্রভৃতির ভাঙা অংশ বা টুকরা
খ) জানালার শিক
গ) ছোট ঝুড়ি
ঘ) বারান্দা
উত্তর: ক) কলসি-হাঁড়ি প্রভৃতির ভাঙা অংশ বা টুকরা

৩৮। ‘পিজরাপোলের আসামি’ শব্দবন্ধের অর্থ কী?
ক) খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির মতো
খ) কারাগারের বন্দি
গ) জেলে থাকা অপরাধী
ঘ) যুদ্ধবন্দি
উত্তর: ক) খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির মতো

৩৯। ‘কালমেঘ’ কী কাজে ব্যবহৃত হয়?
ক) গলা ব্যথার ওষুধ
খ) চোখের সমস্যা নিরাময়ে
গ) যকৃতের রোগে উপকারী
ঘ) হজমের সমস্যা নিরাময়ে
উত্তর: গ) যকৃতের রোগে উপকারী

৪০। ‘ভেরেণ্ডাকচার বেড়া’ বলতে কী বোঝায়?
ক) এরন্ড বা রেড়ি গাছের বেড়া
খ) বাঁশের বেড়া
গ) নারকেল পাতার বেড়া
ঘ) তালগাছের বেড়া
উত্তর: ক) এরন্ড বা রেড়ি গাছের বেড়া

৪১। ‘আমআঁটির ভেঁপু’ কোন উপন্যাসের অংশবিশেষ?
ক) আরণ্যক
খ) অপরাজিত
গ) পথের পাঁচালী
ঘ) ইছামতি
উত্তর: গ) পথের পাঁচালী

৪২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
ক) মেদিনীপুর
খ) নদীয়া
গ) ২৪ পরগনার মুরারিপুর গ্রাম
ঘ) কুষ্টিয়া
উত্তর: গ) ২৪ পরগনার মুরারিপুর গ্রাম

৪৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯৪
খ) ১৮৯৯
গ) ১৯০২
ঘ) ১৯১০
উত্তর: ক) ১৮৯৪

৪৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে বি.এ. ডিগ্রি লাভ করেন?
ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
খ) প্রেসিডেন্সি কলেজ
গ) রিপন কলেজ
ঘ) রাজশাহী কলেজ
উত্তর: গ) রিপন কলেজ

৪৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে কী ছিলেন?
ক) আইনজীবী
খ) শিক্ষক
গ) ডাক্তার
ঘ) সাংবাদিক
উত্তর: খ) শিক্ষক

৪৬। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৫০
খ) ১৯৫৫
গ) ১৯৬০
ঘ) ১৯৬৫
উত্তর: ক) ১৯৫০

৪৭। ‘ইছামতি’ উপন্যাসের লেখক কে?
ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

Related Posts

Leave a Comment