পাখি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

এটি লীলা মজুমদারের লেখা ‘পাখি’ গল্প। গল্পটি মূলত কুমু নামে একটি মেয়ের শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার গল্প, যেখানে সে একটি আহত বুনো হাঁসের সঙ্গে নিজের পরিস্থিতির মিল খুঁজে পায় এবং ধীরে ধীরে হাঁসের সুস্থতার সঙ্গে সঙ্গে নিজেও আত্মবিশ্বাস ফিরে পায়। এই পোস্টে পাখি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ) লিখে দিলাম।

Image with Link Descriptive Text

পাখি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন

১। ‘পাখি’ গল্পটি কোন সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে?
ক) চিরকালের সেরা
খ) হলদে পাখির পালক
গ) বদ্যিনাথের বড়ি
ঘ) দিনদুপুরে
উত্তর: ক) চিরকালের সেরা


২। কুমু কী কারণে দিদিমার বাড়ি যায়?
ক) শীতের ছুটি কাটাতে
খ) পড়াশোনা করতে
গ) অসুস্থতার কারণে
ঘ) পাখি দেখতে
উত্তর: গ) অসুস্থতার কারণে


৩। ‘পাখি’ গল্পে কুমু অসুস্থ পা কতটা তুলতে পারত?
ক) এক বিঘত
খ) দুই বিঘত
গ) তিন বিঘত
ঘ) তুলতে পারত না
উত্তর: ক) এক বিঘত


৪। দিদিমার বাড়ি কোথায় ছিল?
ক) সোনাঝুরি
খ) কলকাতা
গ) শান্তিনিকেতন
ঘ) বনগাঁ
উত্তর: ক) সোনাঝুরি


৫। লাটু কে?
ক) কুমুর মাসি
খ) কুমুর দাদু
গ) কুমুর বন্ধু
ঘ) বাড়ির কাজের লোক
উত্তর: গ) কুমুর বন্ধু


৬। ‘আন্দামান’ কী?
ক) একটি নদী
খ) একটি পাহাড়
গ) একটি দ্বীপাঞ্চল
ঘ) একটি বনাঞ্চল
উত্তর: গ) একটি দ্বীপাঞ্চল


৭। কুমু জানালার বাইরে কী দেখতে পায়?
ক) শিকারের বন্দুক
খ) গুলিবিদ্ধ একটি বুনো হাঁস
গ) একটি বিড়াল
ঘ) একটি ঝড়
উত্তর: খ) গুলিবিদ্ধ একটি বুনো হাঁস


৮। ‘মগডাল’ বলতে কী বোঝায়?
ক) গাছের তলা
খ) গাছের গোড়া
গ) গাছের মাঝখান
ঘ) গাছের উপরের ডাল
উত্তর: ঘ) গাছের উপরের ডাল


৯। পাখিটির ডানায় কী লেগেছিল?
ক) চুন
খ) গুলি
গ) পাথর
ঘ) কাঁটা
উত্তর: খ) গুলি


১০। লাটু পাখিটিকে কোথায় রাখে?
ক) জানালার ধারে
খ) মাটিতে
গ) ঝুড়িতে
ঘ) ঘরের খাটে
উত্তর: গ) ঝুড়িতে


১১। লাটু পাখির ডানায় কী লাগায়?
ক) হলুদ ও চুন
খ) লেবুর রস
গ) ওষুধ
ঘ) মধু
উত্তর: ক) হলুদ ও চুন


১১। ‘পাখি’ গল্পে কে প্রথম পাখিটিকে উদ্ধার করার কথা বলে?
ক) দিদিমা
খ) কুমু
গ) লাটু
ঘ) মঙ্গল
উত্তর: গ) লাটু


১২। পাখিটি কোথা থেকে এসেছিল?
ক) উত্তরের ঠান্ডা দেশ
খ) দক্ষিণের সমুদ্র
গ) পশ্চিমের মরুভূমি
ঘ) পূর্বের দ্বীপ
উত্তর: ক) উত্তরের ঠান্ডা দেশ


১৩। পাখিটি কেন উড়ে যেতে পারছিল না?
ক) দুর্বলতার কারণে
খ) ডানায় গুলি লাগার কারণে
গ) খাবার না পাওয়ার কারণে
ঘ) ঝড়ের জন্য
উত্তর: খ) ডানায় গুলি লাগার কারণে


১৪। লাটু কীভাবে পাখিটিকে ঝুড়িতে বসায়?
ক) হাতে ধরে
খ) দড়ি দিয়ে বাঁধে
গ) জোর করে
ঘ) মধু দিয়ে প্রলুব্ধ করে
উত্তর: ক) হাতে ধরে


১৫। পাখিটি কুমুকে কোন শিক্ষা দেয়?
ক) ধৈর্যের শিক্ষা
খ) সাহসের শিক্ষা
গ) সঙ্গীর মূল্য
ঘ) ভালোবাসার শিক্ষা
উত্তর: খ) সাহসের শিক্ষা


১৬। কুমু পাখিটিকে কী খেতে দেয়?
ক) পোকামাকড়
খ) বিস্কুট
গ) ফল
ঘ) চাল
উত্তর: খ) বিস্কুট


১৭। পাখিটি কাকে ঠুকরে রক্ত বের করে?
ক) কুমুকে
খ) লাটুকে
গ) মঙ্গলকে
ঘ) দিদিমাকে
উত্তর: খ) লাটুকে


১৮। বুনো হাঁসের পাল কোন দিকে উড়ে যায়?
ক) উত্তর
খ) দক্ষিণ
গ) পূর্ব
ঘ) পশ্চিম
উত্তর: খ) দক্ষিণ


১৯। কুমু কাকে নিজের কষ্টের কথা বলে না?
ক) লাটুকে
খ) দিদিমাকে
গ) মাসিকে
ঘ) বাবা-মাকে
উত্তর: খ) দিদিমাকে


২০। কুমু নিজে কোন কাজ শুরু করে?
ক) রান্না করা
খ) নিজের বিছানা নিজে পাতানো
গ) গল্প লেখা
ঘ) ফুল তোলা
উত্তর: খ) নিজের বিছানা নিজে পাতানো


২১। লাটু কেন পাখিটিকে লুকিয়ে রাখে?
ক) দিদিমা নিষেধ করবেন বলে
খ) পাখিটিকে চুরি করতে চায় বলে
গ) খেলার জন্য
ঘ) বিক্রি করতে
উত্তর: ক) দিদিমা নিষেধ করবেন বলে


২২। বুনো হাঁস কীভাবে কুমুকে সাহস জোগায়?
ক) তার চেষ্টা ও লড়াইয়ের মাধ্যমে
খ) তার খাবার ভাগ করে দিয়ে
গ) তার গান শুনিয়ে
ঘ) তার উড়ে যাওয়ার মাধ্যমে
উত্তর: ক) তার চেষ্টা ও লড়াইয়ের মাধ্যমে


২৩। কুমু কেন মনে করে তার পা একটু ছোট হয়ে গেছে?
ক) ডাক্তার তাই বলেছে
খ) সে ভালো হাঁটতে পারে না
গ) পাখির ডানার সঙ্গে তুলনা করে
ঘ) তার পা ভেঙে গিয়েছিল
উত্তর: গ) পাখির ডানার সঙ্গে তুলনা করে


২৪। দিদিমা কুমুকে কী বলেন?
ক) পাখিটিকে ফেলে দিতে
খ) পাখির গল্প শোনাতে
গ) কুমুকে আরও ভালো হাঁটার জন্য উৎসাহ দিতে
ঘ) স্কুলে যাওয়ার কথা বলতে
উত্তর: গ) কুমুকে আরও ভালো হাঁটার জন্য উৎসাহ দিতে


২৫। পাখিটি কীভাবে দলের সঙ্গে উড়ে যায়?
ক) প্রথমে দল ছেড়ে পেছনে থাকে
খ) সবার আগে উড়ে যায়
গ) একাই উড়ে যায়
ঘ) উড়তে পারে না
উত্তর: ক) প্রথমে দল ছেড়ে পেছনে থাকে


২৬। গল্পে লাটু পাখির জন্য কী তৈরি করে?
ক) ঘর
খ) ঝুড়ির বাসা
গ) গরম বিছানা
ঘ) খাঁচা
উত্তর: খ) ঝুড়ির বাসা


২৭। পাখিটির ঝুড়ি কোথায় বাঁধা ছিল?
ক) জানালার ধারে
খ) গাছের ডালে
গ) মাটির ওপর
ঘ) ছাদের কোণে
উত্তর: খ) গাছের ডালে


২৮। ‘পাখি’ গল্পে কুমু কী শিখেছে?
ক) বন্ধুত্বের মূল্য
খ) পরিশ্রম আর ইচ্ছাশক্তির গুরুত্ব
গ) প্রকৃতির প্রতি ভালোবাসা
ঘ) উড়ে যাওয়ার ইচ্ছা
উত্তর: খ) পরিশ্রম আর ইচ্ছাশক্তির গুরুত্ব


২৯। গল্পে কোন প্রাণী পাখিটিকে আক্রমণ করতে যায়?
ক) কাক
খ) বিড়াল
গ) কুকুর
ঘ) সাপ
উত্তর: খ) বিড়াল


৩০। গল্পে কুমু কোন সিদ্ধান্ত নেয়?
ক) সে স্কুলে ফিরে যাবে
খ) সে লাটুর সঙ্গে থাকবে
গ) সে পরীক্ষা দেবে
ঘ) সে পাখি ধরবে
উত্তর: গ) সে পরীক্ষা দেবে


৩১। বুনো হাঁসের ডানা সেরে যাওয়ার পর কী হয়?
ক) সে সবার সঙ্গে উড়ে যায়
খ) সে কুমুর কাছে থেকে যায়
গ) সে মরে যায়
ঘ) সে আর উড়তে পারে না
উত্তর: ক) সে সবার সঙ্গে উড়ে যায়


৩২। ‘পাখি’ গল্পে ‘দিম্মা’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) কুমুর মাসি
খ) কুমুর মা
গ) কুমুর দিদিমা
ঘ) কুমুর বন্ধু
উত্তর: গ) কুমুর দিদিমা


৩৩। ‘বিঘত’ শব্দটির অর্থ কী?
ক) এক হাত
খ) আধা হাত পরিমাণ
গ) এক ফুট
ঘ) এক মিটার
উত্তর: খ) আধা হাত পরিমাণ


৩৪। ‘একদৃষ্টে’ শব্দটি কী বোঝায়?
ক) চোখ বন্ধ করে
খ) এক দৃষ্টিতে, চোখের পলক না ফেলে
গ) বারবার তাকিয়ে
ঘ) তাড়াহুড়ো করে দেখা
উত্তর: খ) এক দৃষ্টিতে, চোখের পলক না ফেলে


৩৫। লীলা মজুমদার কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯০৮
খ) ১৯১০
গ) ১৮৯৮
ঘ) ১৯২০
উত্তর: ক) ১৯০৮


৩৬। লীলা মজুমদারের আদি পৈতৃক নিবাস কোথায়?
ক) কলকাতা
খ) বৃহত্তর ময়মনসিংহ
গ) শান্তিনিকেতন
ঘ) চট্টগ্রাম
উত্তর: খ) বৃহত্তর ময়মনসিংহ


৩৭। লীলা মজুমদার কার পরিবারের সদস্য ছিলেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুরের
খ) উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
ঘ) সুকান্ত ভট্টাচার্যের
উত্তর: খ) উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর


৩৮। কোনটি লীলা মজুমদারের লেখা বই নয়?
ক) দিনদুপুরে
খ) গুপির গুপ্তখাতা
গ) চাঁদের পাহাড়
ঘ) বদ্যিনাথের বড়ি
উত্তর: গ) চাঁদের পাহাড়


৩৯। লীলা মজুমদার কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ২০০৫
খ) ২০০৭
গ) ২০১০
ঘ) ২০০০
উত্তর: খ) ২০০৭


Related Posts

Leave a Comment