আমার বাড়ি কবিতার প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক)

জসীমউদ্দীনের ‘আমার বাড়ি’ কবিতায় কবি প্রিয়জন বা বন্ধুকে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। কবিতাটিতে পল্লি জীবনের সহজ-সরল রূপ, প্রকৃতির সৌন্দর্য এবং আতিথেয়তার ছবি ফুটে উঠেছে। এই পোস্টে আমার বাড়ি কবিতার প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক) লিখে দিলাম।

Image with Link Descriptive Text

আমার বাড়ি কবিতার প্রশ্ন উত্তর

১। কবি বন্ধুকে কি বলে সম্বোধন করেছেন?
উত্তর: ভোমরকে (প্রিয়জন বা বন্ধুকে)।

২। কবি বন্ধুকে কী করতে বলেছেন?
উত্তর: তার বাড়িতে আসতে বলেছেন।

৩। কবি বন্ধুকে বসতে কী দেবেন?
উত্তর: পিঁড়ে (ছোট মোড়া) দেবেন।

৪। কবি বন্ধুকে জলপান হিসেবে কী দেবেন?
উত্তর: শালি ধানের চিঁড়ে দেবেন।

৫। শালি ধানের চিঁড়ে কী?
উত্তর: এক প্রকার আমন ধানের চিঁড়ে।

৬। কবি বন্ধুকে আর কী খাওয়াবেন?
উত্তর: বিন্নি ধানের খই, কবরী কলা, গামছা-বাঁধা দই।

৭। বিন্নি ধানের খই কী?
উত্তর: বাংলাদেশের আদি জাতের ধানের খই।

৮। কবরী কলা কী?
উত্তর: স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা।

৯। ‘গামছা-বাঁধা দই’ বলতে কী বোঝায়?
উত্তর: অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না।

১০। কবি বন্ধুকে কোথায় শুয়ে থাকতে বলেছেন?
উত্তর: আম-কাঁঠালের বনের ধারে।

১১। কবি বন্ধুকে কীভাবে সারারাত রাখবেন?
উত্তর: গাছের শাখা দুলিয়ে বাতাসে।

১২। কবি বন্ধুকে কী মাখিয়ে দেবেন?
উত্তর: চাঁদের চুমো মাখিয়ে দেবেন।

১৩। কবি বন্ধুকে কী গাঁথি জড়িয়ে দেবেন?
উত্তর: তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেবেন।

১৪। কবি বন্ধুকে কখন জেগে উঠতে বলেছেন?
উত্তর: গাই দোহনের শব্দ শুনে সকাল বেলায়।

১৫। শালি ধান কী?
উত্তর: এক প্রকার আমন ধান, যা হেমন্তকালে উৎপন্ন হয়।

১৬। কবির বাড়িতে কী গাছে ফুল ফোটে?
উত্তর: ডালিম গাছে।

১৭। ডালিম ফুলের কী ফুটে উঠেছে?
উত্তর: হাসি ফুটে উঠেছে।

১৮। কবির বাড়ির দিঘির জল কেমন?
উত্তর: কাজলের মতো কালো।

১৯। কবির বাড়ির দিঘিতে কী ভাসে?
উত্তর: হাঁসগুলি ভাসে।

২০। কবি বন্ধুকে কী শুঁকে থামতে বলেছেন?
উত্তর: মৌরি ফুলের গন্ধ শুঁকে থামতে বলেছেন।

২১। ভোমর শব্দের অর্থ কী?
উত্তর: মৌমাছি। ভ্রমরের কথ্য রূপ ভোমর।

২২। কবিতায় ভোমর বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: কোনো বন্ধু বা প্রিয়জনকে।

২৩। বিন্নি ধান কী?
উত্তর: বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি।

২৪। ‘শুয়ো আঁচল পাতি’ বলতে কী বোঝায়?
উত্তর: আঁচল পেতে শুয়ে থেকো।

২৫। ‘গাই দোহনের শব্দ’ বলতে কী বোঝায়?
উত্তর: গাভীর দুধ দোহনের শব্দ।

২৬। কাজল দিঘি কী?
উত্তর: কাজলের মতো কালো জলের দিঘি।

২৭। “আমার বাড়ি” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: কবি জসীমউদ্দীনের ‘হাসু’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

২৮। জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯০৩ খ্রিষ্টাব্দে।

২৯। জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।

৩০। জসীমউদ্দীনের কবিতায় কী ফুটে উঠেছে?
উত্তর: পল্লির মানুষ ও প্রকৃতির সহজ-সুন্দর রূপ।

৩১। জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ খ্রিষ্টাব্দে।

৩২। জসীমউদ্দীন কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: ঢাকায়।

Related Posts

Leave a Comment