কামিনী রায়ের “সুখ” কবিতাটি নিঃস্বার্থ সেবা, ত্যাগ এবং মানবকল্যাণের মহিমা তুলে ধরেছে। এখানে কবি ব্যক্তিগত সুখের চেয়ে পরোপকারকে অধিক গুরুত্বপূর্ণ বলে দেখিয়েছেন। এই পোস্টে সুখ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর লিখে দিলাম।
সুখ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
১। ‘সুখ’ কবিতার রচয়িতা কে?
উত্তর: কামিনী রায়।
২। কবিতার প্রথম লাইন কি?
উত্তর: “নাই কিরে সুখ? নাই কিরে সুখ?”
৩। ‘জিনিবে’ শব্দের অর্থ কী?
উত্তর: জয় করবে।
৪। কবি মানবজীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর: এক যুদ্ধক্ষেত্র বা সমরাঙ্গনের সঙ্গে।
৫। সুখ লাভের জন্য কী জয় করতে হয়?
উত্তর: জীবনসংগ্রামে সফল হতে হয়।
৬। সমাজ থেকে বিচ্ছিন্ন ব্যক্তি কী পায় না?
উত্তর: প্রকৃত সুখ।
৭। ‘ছিন্ন’ শব্দের অর্থ কী?
উত্তর: ছেঁড়া।
৮। প্রকৃত সুখী কে?
উত্তর: যে অন্যের কল্যাণে আত্মনিয়োগ করে।
৯। মানুষকে কিসের অংশীদার হতে হবে?
উত্তর: অন্যের সুখ-দুঃখের।
১০। মানুষ কেমন জীব?
উত্তর: সামাজিক জীব।
১১। পরার্থপরায়ণতার ফল কী?
উত্তর: প্রকৃত সুখ লাভ।
১২। ‘বীণে’ শব্দের অর্থ কী?
উত্তর: বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে, চড়া গলায়, বলিষ্ঠ কণ্ঠে।
১৩। ‘পরের কারণে স্বার্থ দিয়া বলি’—এই পঙ্ক্তির অর্থ কী?
উত্তর: নিজের স্বার্থ বিসর্জন দিয়ে পরের উপকার করা।
১৪। কবি কী বলে শোক করতে নিষেধ করেছেন?
উত্তর: “সুখ সুখ” বলে।
১৫। যত বেশি সুখের জন্য কাঁদা হয়, তত বেশি কী হয়?
উত্তর: হৃদয়ের ভার বাড়ে।
১৬। ‘নরে’ শব্দের অর্থ কী?
উত্তর: মানুষকে।
১৭। সুখ কীভাবে অর্জন করা সম্ভব নয়?
উত্তর: কেবল নিজের কথা চিন্তা করে।
১৮। ‘সকলের তরে সকলে আমরা’—এই পঙ্ক্তির অর্থ কী?
উত্তর: প্রত্যেকেই একে অপরের কল্যাণে নিবেদিত।
১৯। ‘বিধি’ শব্দের অর্থ কী?
উত্তর: বিধাতা, প্রভু।
২০। ‘পরের কারণে মরণেও সুখ’—এই পঙ্ক্তির অর্থ কী?
উত্তর: পরোপকারের জন্য প্রাণ উৎসর্গ করাও সুখের কাজ।
২১। কবি সুখের জন্য কী করতে বলেছেন?
উত্তর: আত্মকেন্দ্রিক চিন্তা ত্যাগ করতে বলেছেন।
২২। কবিতার শেষ লাইন কি?
উত্তর: “প্রত্যেকে মোরা পরের তরে।”
২৩। ‘প্রশস্ত’ শব্দের অর্থ কী?
উত্তর: প্রসারিত।
২৪। কবি সংসারকে কী হিসেবে বর্ণনা করেছেন?
উত্তর: সংসারকে একটি যুদ্ধক্ষেত্র বা সমর-অঙ্গন হিসেবে বর্ণনা করেছেন।
২৫। কবির মতে, পরের জন্য মরণেও কী আছে?
উত্তর: সুখ আছে।
২৬। ‘বিষাদময়’ শব্দের অর্থ কী?
উত্তর: দুঃখময়।
২৭। ‘সৃজিলা’ শব্দের অর্থ কী?
উত্তর: সৃষ্টি করলেন।
২৮। ‘কার্যক্ষেত্র’ শব্দের অর্থ কী?
উত্তর: কাজের জায়গা।
২৯। ‘অঙ্গন’ শব্দের অর্থ কী?
উত্তর: আঙিনা, উঠান, প্রাঙ্গণ।
৩০। কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৬৪ সালে।
৩১। কামিনী রায় কোন ছদ্মনামে লিখতেন?
উত্তর: ‘জনৈক বঙ্গমহিলা’ ছদ্মনামে।
৩২। কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: ‘আলো ও ছায়া’।
৩৩। ‘সুখ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থের।
৩৪। কামিনী রায় কী সম্মানে ভূষিত হয়েছিলেন?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী পদক’।
৩৫। কামিনী রায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বাকেরগঞ্জ (বর্তমান বরিশাল) জেলার বাসন্ডা গ্রামে।
৩৬। কামিনী রায় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৩৩ সালে।
৩৭। কামিনী রায় কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কলকাতায়।
Related Posts
- ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৮ম শ্রেণির ১ম ও ২য় অধ্যায় (সবগুলো ছক)
- আল মাহমুদের নোলক কবিতার প্রশ্ন উত্তর – ৭ম শ্রেণির বাংলা
- ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দিয়ে বন্ধুকে চিঠি
- বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবাকে পত্র বা চিঠি লেখার নিয়ম
- সপ্তম শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা pdf ২০২৪ (বার্ষিক পরীক্ষার সিলেবাস)