আহসান হাবীবের ‘মেলা’ কবিতায় প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে শিশু-কিশোরদের নিষ্পাপ ও উদ্যমী মনকে তুলনা করা হয়েছে। প্রকৃতি যেমন আপন রঙ, সুর ও সৌন্দর্য বিলিয়ে দেয়, তেমনি শিশুরাও তাদের ভালোবাসা, স্বপ্ন ও আনন্দ বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। এই পোস্টে মেলা কবিতার প্রশ্ন উত্তর (জ্ঞানমূূলক)- আহসান হাবীব লিখে দিলাম।
মেলা কবিতার প্রশ্ন উত্তর
১। নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা?
উত্তরঃ শিশু-কিশোররা নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায়।
২। ‘মেলা’ কবিতার কবির নাম কী?
উত্তরঃ আহসান হাবীব।
৩। কবিতাটিতে কোন কোন মেলার কথা বলা হয়েছে?
উত্তরঃ ফুলের মেলা, পাখির মেলা, তারার মেলা, রঙের মেলা।
৪। প্রতিদিন কোন মেলার কথা বলা হয়েছে?
উত্তরঃ রোজ সকালের রঙের মেলা।
৫। পৃথিবীর কোন প্রকৃতির সৌন্দর্য কবিতায় ফুটে উঠেছে?
উত্তরঃ ফুল, পাখি, আকাশ, রোদ, সাগরের ঢেউ।
৬। কবিতায় শিশুরা কী কুড়িয়ে বেড়ায়?
উত্তরঃ রং কুড়িয়ে বেড়ায়।
৭। নীল আকাশের কী গুণ কবিতায় উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ তার অপার উদারতা।
৮। ফুলের কী গুণ শিশুরা গ্রহণ করে?
উত্তরঃ ফুলের সুবাস।
৯। পাখিদের কী গুণ শিশুরা গ্রহণ করে?
উত্তরঃ তাদের সুর।
১০। শিশুরা কী থেকে জীবনের উত্তাপ গ্রহণ করে?
উত্তরঃ রোজ সকালের আকাশের আলো থেকে।
১১। শিশুরা কী থেকে ভালোবাসা গ্রহণ করে?
উত্তরঃ সাত সাগরের ঢেউ থেকে।
১২। শিশুরা বিশ্বজুড়ে কী ছড়িয়ে দেয়?
উত্তরঃ নবীন প্রাণের আশার আলো।
১৩। ‘ভাইরা মিলে বোনরা মিলে’—এটি কী বোঝায়?
উত্তরঃ শিশুদের পারস্পরিক সৌহার্দ্য ও মিলন।
১৪। কচি সবুজ ভাই-বোন বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ বিশ্বজুড়ে থাকা শিশু-কিশোরদের।
১৫। কবিতায় ‘একটি খেলা’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ নতুন পৃথিবী গড়ার স্বপ্ন ও প্রচেষ্টা।
১৬। শিশুরা কী গড়তে চায়?
উত্তরঃ একটি নতুন বাগান ও সুন্দর বিশ্ব।
১৭। পৃথিবীর সকল শিশু-কিশোর কী করতে চায়?
উত্তরঃ সুন্দর ও ভালোবাসাময় সমাজ গড়তে চায়।
১৮। সব পাখির গানের মধ্যে কী আছে?
উত্তরঃ সুরের ঐক্য।
১৯। পৃথিবীর শিশু-কিশোরদের মনের ভাষার মধ্যে কী আছে?
উত্তরঃ মিল ও একতা।
২০। কবিতায় কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে?
উত্তরঃ ভালোবাসা, ঐক্য ও সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন।
২১। শিশুদের ভালোবাসা কীভাবে প্রকাশ পায়?
উত্তরঃ হাসি-খুশির মাধ্যমে।
২২। কবিতায় কী ধরনের পৃথিবীর স্বপ্ন দেখানো হয়েছে?
উত্তরঃ ভালোবাসা ও সম্প্রীতিপূর্ণ পৃথিবী।
২৩। কবিতায় শিশুরা কি দিয়ে নতুন পৃথিবী গড়তে চায়?
উত্তরঃ ভালোবাসা ও স্নেহ দিয়ে।
২৪। কবিতায় উল্লেখিত ‘আলোর পাখি’ কী বোঝায়?
উত্তরঃ নতুন দিনের আশা ও স্বপ্ন।
২৫। কবিতায় কোন সমাজের কথা বলা হয়েছে?
উত্তরঃ একতাবদ্ধ, শান্তিপূর্ণ মানবসমাজের।
২৭। কবিতায় ‘সাত সাগরের ঢেউ’ কী বোঝায়?
উত্তরঃ ভালোবাসা ও প্রাণের স্পন্দন।
৩০। ‘এক দুনিয়া এক মানুষের’—এর অর্থ কী?
উত্তরঃ বিশ্বে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করবে।
৩১। কবি আহসান হাবীব কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: পিরোজপুর জেলায়।
৩২। আহসান হাবীব কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: সাংবাদিকতা।
৩৩। আহসান হাবীব কখন মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৮৫ খ্রিষ্টাব্দে।