HSC Result দেখার নিয়ম ইন্টারনেটে ও SMS এর মাধ্যমে

Hsc result 2023 ফলাফল প্রকাশিত হবে ২৬ নভেম্বর । আগামী ২৬ নভেম্বর ২০২৩ তারিখে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সম্মানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে । ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ২০ নভেম্বর এ তথ্য জানিয়েছেন । রবিবার সকালে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল স্থানান্তর করা হবে । এরপর থেকে বাংলাদেশের সকল এইচএসসি শিক্ষার্থীরা একই সাথে ফলাফল জানতে পারবে ।

HSC Result সম্পর্কে কিছু তথ্য

গত ১৭ আগস্ট ২০২৩ তারিখে এইচএসসি পরীক্ষা শুরু হয় এবং ২৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত পরীক্ষা চলতে থাকে । এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন । তার মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৮৮ হাজার ৮৭ জন এবং মেয়ে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন । সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় । কিন্তু পরীক্ষাগুলোর প্রশ্নপত্র বোর্ড ভিত্তিক ভিন্ন হয় ।

Result দেখার নিয়ম

এইচএসসি রেজাল্ট দুইভাবে দেখা যায় একটি হচ্ছে অনলাইনে এবং অন্যটি এসএমএস সিস্টেমে । আপনি বাংলাদেশের শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে রেজাল্ট দেখতে পারেন । বাংলাদেশের শিক্ষা বোর্ডের দুইটি ওয়েবসাইট রয়েছে । প্রতিবছর সেখান থেকে ফলাফল প্রকাশ করা হয় ।

রেজাল্ট অনলাইনে দেখার নিয়ম

নিচে দেয়া ওয়েবসাইট দুইটির লিংক থেকে ফলাফল জানতে পারবেন ।

  1. educationboardresults
educationboardresult

ফলাফল প্রকাশের দিন ওয়েবসাইট ডাউন থাকতে পারে । আপনি কয়েকবার চেষ্টা করবেন । তাহলে রেজাল্ট এসে যাবে । কারণ রেজাল্ট প্রকাশের দিন অনেক ভিজিটর একসাথে এই ওয়েবসাইট ভিজিট করে রেজাল্ট দেখার জন্য । সার্ভারটি ডাউন থাকতে পারে । আপনি কয়েকবার চেষ্টা করলেই রেজাল্ট পেয়ে যাবেন ।

যদি অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট পেতে সমস্যা হয় ,তবে আপনি নিচের লিংক থেকেও ফলাফল দেখতে পারেন ।

2. eboardresults

This image has an empty alt attribute; its file name is eboardresult.png

SMS এর মাধ্যমে যেভাবে দেখবেন

১. SMS এর মাধ্যমে রেজাল্ট পেতে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করবেন HSC (সাধারণ বোর্ডের জন্য) / Alim (মাদ্রাসা বোর্ডের জন্য) / TEC (কারিগরি বোর্ডের জন্য)

২. এরপর স্পেস দিয়ে আপনার বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর লিখবেন


৩. এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখবেন


৪. এরপর স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2023) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।


কিছুক্ষন অপেক্ষা করবেন । এসএমএসে ফলাফল জানানো হবে।

বোর্ডের সংক্ষিপ্ত নাম

No.Education Board Full Name1st 3 letter
1Bangladesh Technical Education BoardTEC
2Bangladesh Madrasa Education BoardMAD
3Board of Secondary and Higher Secondary Education, DhakaDHA
4Board of Secondary and Higher Secondary Education, ChittagongCHI
5Board of Secondary and Higher Secondary Education, ComillaCOM
6Board of Secondary and Higher Secondary Education, RajshahiRAJ
7Board of Secondary and Higher Secondary Education, JessoreJES
8Board of Secondary and Higher Secondary Education, BarisalBAR
9Board of Secondary and Higher Secondary Education, SylhetSYL
10Board of Secondary and Higher Secondary Education, DinajpurDIN

নিচে sms এর মাধ্যমে দেখার উদাহরণ দেয়া হলঃ

নতুন শিক্ষা তথ্য পাওয়ার জন্য নিচের লিঙ্ক থেকে হোম পেজে চলে যান ।

সকল ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমাদের Home পেজ ভিজিট করুন ।

Related Posts