আমি কিংবদন্তির কথা বলছি MCQ (বহুনির্বাচনি প্রশ্ন উত্তর)

আবু জাফর ওবায়দুল্লাহর “আমি কিংবদন্তির কথা বলছি” কবিতাটি বাঙালি জাতির সংগ্রামের প্রতিচ্ছবি, যেখানে ইতিহাস, মাটি, এবং মানুষের আত্মত্যাগের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। এই পোস্টে একাদশ-দ্বাদশ শ্রেণির আমি কিংবদন্তির কথা বলছি MCQ (বহুনির্বাচনি প্রশ্ন উত্তর) লিখে দিলাম।

আমি কিংবদন্তির কথা বলছি mcq

১। কোন ব্যক্তি জমি কর্ষণ করে?
ক) জেলে
খ) তাঁতি
গ) চাষি
ঘ) কামার
উত্তর: গ) চাষি

২। কবিতা কী ধরনের অনিবার্য অভ্যুত্থানের প্রতীক?
ক) পলিমাটির
খ) সশস্ত্র সুন্দরের
গ) প্রাকৃতিক সৌন্দর্যের
ঘ) ন্যায়ের
উত্তর: খ) সশস্ত্র সুন্দরের

৩। কবির পূর্বপুরুষ কী ছিলেন?
ক) চাষি
খ) ক্রীতদাস
গ) উর্বর মাটি
ঘ) ইতিহাসবিদ
উত্তর: খ) ক্রীতদাস

৪। পলিমাটির সৌরভ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) নদীমাতৃক দেশ
খ) নরম মাটি
গ) উর্বর মাটি
ঘ) কোমল হৃদয়
উত্তর: গ) উর্বর মাটি

৫। অরণ্য এবং শ্বাপদের কথা কে বলতেন?
ক) ইতিহাসবিদ
খ) কবির পূর্বপুরুষ
গ) কবির ভাই
ঘ) কবি
উত্তর: খ) কবির পূর্বপুরুষ

৬। কবি কোন ধরনের সত্যের কথা বলেছেন?
ক) আকাঙ্ক্ষার
খ) স্বপ্নের
গ) আশার
ঘ) ইচ্ছার
উত্তর: খ) স্বপ্নের

৭। কবি উনুনের আগুনে আলোকিত কেমন ধরনের জানালার কথা বলেছেন?
ক) উজ্জ্বল
খ) ছোট
গ) নিষ্প্রভ
ঘ) বড়
উত্তর: ক) উজ্জ্বল

৮। নিচের কোনটি এমন কিছু যা সাঁতার জানে না তাও ভাসিয়ে রাখে?
ক) স্থির নদী
খ) পাহাড়ি নদী
গ) সমুদ্র
ঘ) প্রবহমান নদী
উত্তর: ঘ) প্রবহমান নদী

৯। যে কবিতা শুনতে জানে না, সে কোথায় ভাসতে পারবে না?
ক) পুকুরে
খ) নদীতে
গ) খালে
ঘ) সমুদ্রে
উত্তর: খ) নদীতে

১০। যে কবিতা শুনতে জানে না, সে কার সাথে খেলা করতে পারবে না?
ক) সন্তানের
খ) গাভীর
গ) বন্ধুর
ঘ) মাছের
উত্তর: ঘ) মাছের

১১। যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে কী শুনতে পাবে না?
ক) গান
খ) ছড়া
গ) কবিতা
ঘ) গল্প
উত্তর: ঘ) গল্প

১২। ‘কিংবদন্তির কথা’ কে বলেছেন?
ক) আবু জাফর শামসুদ্দীন
খ) শামসুদ্দীন জাফর
গ) আহসান হাবীব
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর: ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ

১৩। ভালোবাসা দিলে মা মরে যায়, আর কী আসে?
ক) ভয়
খ) যুদ্ধ
গ) কবিতা
ঘ) গল্প
উত্তর: খ) যুদ্ধ

১৪। যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য কী করতে পারবে না?
ক) মরতে পারে না
খ) বাঁচতে পারে না
গ) দায়িত্ব পালন করতে পারে না
ঘ) সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে না
উত্তর: ক) মরতে পারে না

১৫। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না?
ক) হাতে
খ) অন্তরে
গ) মাথায়
ঘ) হূৎপিণ্ডে
উত্তর: ঘ) হূৎপিণ্ডে

১৬। কবির মতে কে নদীতে ভাসতে পারে না?
ক) যে সাঁতার জানে না
খ) যে কবিতা শুনতে জানে না
গ) যে গান শোনে না
ঘ) যে ভালোবাসতে জানে না
উত্তরঃ খ) যে কবিতা শুনতে জানে না

১৭। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন?
ক) মায়ের
খ) গর্ভবতী বোনের
গ) পিতার
ঘ) ভাইয়ের
উত্তরঃ খ) গর্ভবতী বোনের

১৮। কবিতায় কবি ভালোবাসা দিলে কে মরে যায় বলেছেন?
ক) মা
খ) ভাই
গ) বোন
ঘ) বাবা
উত্তরঃ ক) মা

১৯শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?
ক) যে মৎস্য পালন করে
খ) কবির ভাইদের
গ) যে কর্ষণ করে
ঘ) যে ভালোবাসতে জানে
উত্তরঃ গ) যে কর্ষণ করে

২০। কবির মতে প্রবহমান নদী কাকে পুরস্কৃত করবে?
ক) যে ভালোবাসতে জানে
খ) যে মৎস্য লালন করে
গ) বোন
ঘ) যে কর্ষণ করে
উত্তরঃ খ) যে মৎস্য লালন করে.২

২১। আবু জাফর ওবায়দুল্লাহকে সাহিত্যে অবদানের জন্য কোন পুরস্কার প্রদান করা হয়?
ক) একুশে পদক
খ) বাংলা একাডেমি পুরস্কার
গ) স্বাধীনতা পুরস্কার
ঘ) আদমজি সাহিত্য পুরস্কার
উত্তর: খ) বাংলা একাডেমি পুরস্কার

২২। ‘সাত নরীর হার’ এবং ‘কখনো কখনো সুর’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক) সিকান্দার আবু জাফর
খ) দিলওয়ার
গ) আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ) আল মাহমুদ
উত্তর: গ) আবু জাফর ওবায়দুল্লাহ.২

২৩। আবু জাফর ওবায়দুল্লাহ কবে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৯০ খ্রিষ্টাব্দে
খ) ২০০১ খ্রিষ্টাব্দে
গ) ২০০০ খ্রিষ্টাব্দে
ঘ) ২০০২ খ্রিষ্টাব্দে
উত্তর: খ) ২০০১ খ্রিষ্টাব্দে

২৪। কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন ধরনের পুরুষের কথা বলেছেন?
ক) উত্তর পুরুষ
খ) পিতৃপুরুষ
গ) মাতৃপুরুষ
ঘ) পূর্বপুরুষ
উত্তর: ঘ) পূর্বপুরুষ

২৫। আমাদের পূর্বপুরুষের করতলে কোন ধরনের মাটির গন্ধ ছিল?
ক) বেলে মাটি
খ) পলিমাটি
গ) দোআঁশ মাটি
ঘ) এঁটেল মাটি
উত্তর: খ) পলিমাটি

২৬। আমাদের পূর্বপুরুষের পিঠে কোন ফুলের ক্ষত ছিল?
ক) কৃষ্ণচূড়া
খ) শিমুল
গ) রক্তজবা
ঘ) জবা
উত্তর: গ) রক্তজবা

২৭। আমাদের পূর্বপুরুষ কোন ধরনের পাহাড়ের কথা বলতেন?
ক) বিন্ধ্য পর্বত
খ) অতিক্রান্ত পাহাড়
গ) ছোট পাহাড়
ঘ) উর্বর জমি
উত্তর: খ) অতিক্রান্ত পাহাড়

২৮। পূর্বপুরুষরা কোন ধরনের জমি আবাদের জন্য কথা বলতেন?
ক) নিচু জমি
খ) মাঠের জমি
গ) পতিত জমি
ঘ) উর্বর জমি
উত্তর: গ) পতিত জমি

২৯। ‘তিনি কবি এবং কবিতার কথা বলতেন’- এখানে ‘তিনি’ কে?
ক) আমাদের উত্তর পুরুষ
খ) আমাদের মাতৃপুরুষ
গ) আমাদের পূর্বপুরুষ
ঘ) আমাদের ভবিষ্যৎ পুরুষ
উত্তর: গ) আমাদের পূর্বপুরুষ

৩০। ‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ’ কী উপস্থাপন করে?
ক) স্লোগান
খ) গদ্য
গ) গান
ঘ) কবিতা
উত্তর: ঘ) কবিতা

৩১। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কিসের সমতুল্য?
ক) গান
খ) কবিতা
গ) স্লোগান
ঘ) গদ্য
উত্তর: খ) কবিতা

৩২। যে কবিতা শুনতে জানে না সে কী ধরনের শব্দ শুনবে?
ক) ঝড়ের আর্তনাদ
খ) বৃষ্টির শব্দ
গ) বস্ত্রের নিনাদ
ঘ) মেঘের গর্জন
উত্তর: ক) ঝড়ের আর্তনাদ

৩৩। যে কবিতা শুনতে জানে না, সে কোথায় অধিকার থেকে বঞ্চিত হবে?
ক) যে কবিতা পড়তে জানে না
খ) যে কবিতা শুনতে জানে না
গ) যে কবিতা লিখতে জানে না
ঘ) যে কবিতা পাঠ করতে জানে না
উত্তর: খ) যে কবিতা শুনতে জানে না

৩৪। ‘সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে’- এই চরণের পূর্ববর্তী চরণ কোনটি?
ক) আমি উচ্চারিত ঝড়ের মতো
খ) আমি উচ্চারিত সত্যের মতো
গ) যে কবিতা শুনতে জানে না
ঘ) সে ঝড়ের আর্তনাদ শুনবে
উত্তর: গ) যে কবিতা শুনতে জানে না

৩৫। মায়ের ছেলেরা ভালোবেসে কোথায় চলে যায়?
ক) গ্রামে
খ) যুদ্ধে
গ) বিদেশে
ঘ) পরপারে
উত্তর: খ) যুদ্ধে

৩৬। “ক্ষণকালের জন্য স্থির ছিল”- কথাটি দ্বারা কী বোঝায়?
ক) বাতাসের খামখেয়ালি আচরণ
খ) বাতাসের প্রবাহের অনুপস্থিতি
গ) লেখকের মনের ভাববিহলতা
ঘ) লেখকের মতিভ্রম
উত্তরঃ খ) বাতাসের প্রবাহের অনুপস্থিতি

৩৭। “সে সূর্যকে হূৎপিণ্ডে ধরে রাখতে পারে না”- পঙ্ক্তিটিতে ‘সূর্য’ কোন অর্থ বহন করছে?
ক) অরুণ
খ) অর্ক
গ) কাণ্ড
ঘ) তেজ
উত্তরঃ ঘ) তেজ

৩৮। মানুষের জিহ্বায় উচ্চারিত কোন ধরনের শব্দ একেকটি কবিতা?
ক) বদ্ধ
খ) মুক্ত
গ) তীব্র
ঘ) সতর্কতার
উত্তরঃ খ) মুক্ত

৩৯। ‘অরণ্য এবং শ্বাপদ’ এই শব্দযুগল কিসের প্রতীক?
ক) বিপদের
খ) রোমাঞ্চের
গ) আনন্দের
ঘ) শান্তির
উত্তরঃ ক) বিপদের

৪০। “প্রতিটি শস্যদানা কবিতা” –এটিকে কীভাবে ব্যাখ্যা করা সম্ভব?
ক) শ্রম = কবিতা
খ) সততা = কবিতা
গ) খাদ্যশস্য= কবিতা
ঘ) রক্ত = কবিতা
উত্তরঃ গ) খাদ্যশস্য= কবিতা

৪১।। ‘কিংবদন্তি’ শব্দটির অর্থ কী?
ক) অদ্ভুত
খ) জনশ্রুতি
গ) খাদ্যশস্য
ঘ) রক্ত
উত্তরঃ খ) জনশ্রুতি

৪২। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘অতিক্রান্ত পাহাড়’ অনুষঙ্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বিপদের
খ) বাধা-বিপত্তির
গ) শুভ্রতার
ঘ) সুন্দরির
উত্তরঃ খ) বাধা-বিপত্তির

৪৩।। ‘রক্তজবার মতো ক্ষত’ উপমাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) রোগের
খ) যন্ত্রণার
গ) ক্ষুধার
ঘ) দুঃখের
উত্তরঃ খ) যন্ত্রণার

৪৪। ‘করতল’ শব্দটির অর্থ কী?
ক) বাদ্যযন্ত্র
খ) পায়ের পাতা
গ) হাতের তালু
ঘ) মুখের আঙুল
উত্তরঃ গ) হাতের তালু

৪৫। ‘অরণ্য’ শব্দটির সমার্থক নয় কোনটি?
ক) বিটপী
খ) বন
গ) জঙ্গল
ঘ) পর্বত
উত্তরঃ ঘ) পর্বত

৪৬। ‘আজন্ম’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক) চিরকালীন
খ) জন্মমাত্র
গ) পুনর্জন্ম
ঘ) অবিনশ্বর
উত্তরঃ ক) চিরকালীন

৪৭।। গর্ভবতী বোনের মৃত্যু কিসের প্রতীক?
ক) যন্ত্রণার
খ) নিপীড়নের
গ) মৃত্যু
ঘ) অপমানের
উত্তরঃ খ) নিপীড়নের

৪৮। “আমি কিংবদন্তির কথা বলছি” কবি শেষ পঙক্তিতে তাঁর কী বলতে বুঝিয়েছেন?
ক) নিজেকে
খ) মাকে
গ) পূর্বপুরুষকে
ঘ) বাবাকে
উত্তরঃ গ) পূর্বপুরুষকে

৪৯। লোকপরম্পরায় শ্রুত ও কথিত বিষয়, যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী তাকে কী বলে?
ক) কিংবদন্তি
খ) খনার বচন
গ) লোকগাথা
ঘ) বাগধারা
উত্তরঃ ক) কিংবদন্তি

৫০। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় মানুষের ওপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে কোন পঙ্ক্তিটিতে?
ক) সূর্যকে হূৎপিণ্ডে ধরে রাখতে পারে না
খ) তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল
গ) সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে
ঘ) সে ঝড়ের আর্তনাদ শুনবে
উত্তরঃ খ) তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল

৫১। ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দৃপ্ত ঘোষণা ব্যক্ত হয়েছে কোন কবিতায়?
ক) লোক-লোকান্তর
খ) আমি কিংবদন্তির কথা বলছি
গ) রক্ত আমার অনাদি অস্থি
ঘ) সাত নরীর হার
উত্তরঃ খ) আমি কিংবদন্তির কথা বলছি

৫২। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় আমাদের পূর্বপুরুষের পিঠে রক্তজবা ফুলের মতো ক্ষত কেন ছিল?
ক) তিনি যোদ্ধা ছিলেন
খ) তিনি ক্রীতদাস ছিলেন
গ) বন্যা বা পশুর আক্রমণে
ঘ) তিনি অভিশপ্ত ছিলেন
উত্তর: খ) তিনি ক্রীতদাস ছিলেন

৫৩। শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে?
ক) যে মৎস্য পালন করে
খ) যে কর্ষণ করে
গ) যে লৌহখণ্ড প্রলম্বিত করে
ঘ) যে গাভীর পরিচর্যা করে
উত্তর: খ) যে কর্ষণ করে

৫৪। কাকে প্রবহমান নদী পুরস্কৃত করবে?
ক) যে নৌকা চালায়
খ) যে গাভীর পরিচর্যা করে
গ) যে কর্ষণ করে
ঘ) যে মৎস্য পালন করে
উত্তর: ঘ) যে মৎস্য পালন করে

৫৫। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে?
ক) যে নৌকা চালায়
খ) যে গাভীর পরিচর্যা করে
গ) যে কর্ষণ করে
ঘ) যে মৎস্য পালন করে
উত্তর: খ) যে গাভীর পরিচর্যা করে

৫৬। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে?
ক) যে কর্ষণ করে
খ) যে যুদ্ধে যায়
গ) যে ‘লৌহখণ্ডকে প্রজ্বলিত করে’
ঘ) যে মৎস্য পালন করে
উত্তর: গ) যে ‘লৌহখণ্ডকে প্রজ্বলিত করে’

৫৭। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় যে পুত্রগণের কথা বলা হয়েছে তারা কেমন ছিল?
ক) দীর্ঘদেহী
খ) স্থূলদেহী
গ) খর্বদেহী
ঘ) সূক্ষ্মদেহী
উত্তর: ক) দীর্ঘদেহী

৫৮। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন?
ক) ভাইয়ের
খ) বোনের
গ) মায়ের
ঘ) নিজের
উত্তর: খ) বোনের

৫৯। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন?
ক) বাবার
খ) বন্ধুর
গ) ভাইয়ের
ঘ) নিজের
উত্তর: গ) ভাইয়ের

৬০। কবিতা কার অনিবার্য অভ্যুত্থান?
ক) সশস্ত্র সুন্দরের
খ) অত্রহীন সুন্দরের
গ) উর্বর মাটির
ঘ) প্রাকৃতিক সৌন্দর্যের
উত্তর: ক) সশস্ত্র সুন্দরের

৬১। হিংস্র মাংসাশী শিকারি জন্তুকে কী বলা হয়?
ক) দৈত্য
খ) শ্বাপদ
গ) দানব
ঘ) অসুর
উত্তর: খ) শ্বাপদ

৬২। কোনটি সকল শক্তির উৎস?
ক) গ্রহ
খ) চন্দ্র
গ) সূর্য
ঘ) পৃথিবী
উত্তর: গ) সূর্য

৬৩। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় অর্জনের একমাত্র উপায় কী?
ক) গল্প শোনা
খ) কবিতা শোনা
গ) ভাইয়ের সাহায্য
ঘ) সুন্দরের অনুসরণ
উত্তর: খ) কবিতা শোনা

৬৪। কোন কবির নিরলস সাফল্যে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে?
ক) সৈয়দ শামসুল হক
খ) আহসান হাবীব
গ) আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ) জসীমউদ্দীন
উত্তর: গ) আবু জাফর ওবায়দুল্লাহ

৬৫। “আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি।”– এখানে ‘স্বপ্ন’ শব্দটির সর্বোচ্চ গ্রহণযোগ্য অর্থ কী?
ক) নিদ্রিত অবস্থায় কোনো বিষয়ের প্রত্যক্ষ অনুভব
খ) নিদ্রিত অবস্থায় অনুভূত বিষয়
গ) নিদ্রিত অবস্থায় মনের ক্রিয়া
ঘ) স্বপ্ন অথচ মিথ্যে নয়
উত্তর: ঘ) স্বপ্ন অথচ মিথ্যে নয়

৬৬। “আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারব?”– এই পঙ্ক্তিতে কবির মনোভাব কী?
ক) বিষয়
খ) আনন্দ
গ) হতাশা
ঘ) শঙ্কা
উত্তর: ঘ) শঙ্কা

Related Posts

Leave a Comment