নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা একটি রাষ্ট্রের সুস্থতা এবং উন্নয়নের জন্য অপরিহার্য। এটি নাগরিকদের কাছে সেবা প্রাপ্তির মান উন্নত করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করে। এই পোস্টে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্ন উত্তর ও MCQ – ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি করে দিলাম।
Table of Contents
নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্ন উত্তর
১। কোনটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত?
উত্তর : বাক স্বাধীনতা।
২। গোপনীয় তথ্য প্রকাশ করা হলে কোনটি ক্ষতিগ্রস্ত হতে পারে?
উত্তর : মানুষের বুদ্ধি ভিত্তিক সম্পদ।
৩। বিভিন্ন মাধ্যমে সকলের কাছে তথ্য পৌছানো নিশ্চিত করার জন্য কি রয়েছে?
উত্তর : আইন।
৪। নাগরিক সেবার ক্ষেত্রে কাজকর্মের জন্য দায়বদ্ধতার সৃষ্টি করতে কোনটি প্রয়োজন?
উত্তর : জবাবদিহিতা।
৫। ডিজিটাল মাধ্যমে সকল নাগরিকের কাছে কি পৌছানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে সুযোগ রাখা হয়েছে?
উত্তর : সেবা।
৬। নাগরিক সেবায় স্বচ্ছতা ও স্বাভাবিকতা নিশ্চিত হচ্ছে কেন?
উত্তর : ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে।
৭। কোথায় তথ্য সংরক্ষণ, তথ্য প্রকাশ, তথ্য প্রদান পদ্ধতি ইত্যাদি বিষয়াদি বলা আছে?
উত্তর : তথ্য অধিকার আইন ২০০৯ এর দ্বিতীয় অধ্যায়ে।
৮। জনগণের ক্ষমতায়নের জন্য কোনটি নিশ্চিত করা অত্যাবশ্যক?
উত্তর : তথ্য অধিকার।
৯। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি বৃদ্ধি পাবে?
উত্তর : স্বচ্ছতা ও জবাবদিহিতা।
১০। ই-পাসপোর্টে কী থাকে?
উত্তর : ই-পাসপোর্টে ইলেকট্রনিক চিপ থাকে।
১১। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি হ্রাস পাবে?
উত্তর : দুর্নীতি।
১২। স্বচ্ছতা নিশ্চিত করা হলে কোনটি নিশ্চিত হয়?
উত্তর : জবাবদিহিতা।
১৩। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল নাগরিকের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা অনেক সহজ হয়েছে?
উত্তর : ডিজিটাল প্রযুক্তি।
১৪। প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে কোনটি রয়েছে?
উত্তর : সরকারি নীতিমালা।
১৫। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি প্রতিষ্ঠিত হবে?
উত্তর : সুশাসন।
১৬। গোপনীয় তথ্য দেশে নিরাপত্তার জন্য হুমকি হতে পারে?
উত্তর : গোপনীয় তথ্য।
১৭। সেবাগ্রাহীকে কে জবাবদিহি করতে বাধ্য?
উত্তর : প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।
১৮। ভিজিটর ট্র্যাকিং এর জন্য কঠিন প্রকাশ করে থাকে কোন ওয়েবসাইট বিল্ডার?
উত্তর : Wix।
১৯। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কয়টি জিনিসের ধারণা থাকতে হবে?
উত্তর : দুটি।
২০। ওয়েবসাইট সচল রাখার জন্য কোনটি করা হয়?
উত্তর : কোডিং।
২১। Squarespace ওয়েবসাইট বিল্ডারটি কতদিনের ফ্রি ট্রায়াল দিয়ে থাকে?
উত্তর : ১৪।
২২। ওয়েবসাইট তৈরি এবং হোস্টের সুযোগ দেয় কোন প্ল্যাটফর্ম?
উত্তর : গুগল সাইটস।
২৩। ওয়ার্ডপ্রেস কী ধরনের প্ল্যাটফর্ম?
উত্তর : মুক্ত প্ল্যাটফর্ম।
২৪। প্রতিষ্ঠানটি নাগরিক সেবার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকে সহজ করতে কোনটি প্রয়োজন?
উত্তর : স্বচ্ছতা।
২৫। প্রতিষ্ঠানের সকলে কার কাছে দায়বদ্ধ?
উত্তর : সেবার আবেদনকারীর।
২৬। কোনটি মানুষের জন্য মনে রাখা কষ্টকর?
উত্তর : নিউমেরিকাল।
২৭। গুগল সাইটসে সাইন ইন করার জন্য কোন একাউন্ট প্রয়োজন?
উত্তর : জিমেইল।
২৮। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে?
উত্তর : জনগণ।
২৯। গুরুত্বপূর্ণ তথ্যের তালিকা তৈরি করার জন্য কোন গুগল সেবা ব্যবহার করা হয়?
উত্তর : গুগল শীটস।
৩০। ডোমেইন নেমকে কি দিয়ে সংরক্ষণ করা হয়?
উত্তর : ক্যারেক্টার দিয়ে।
৩১। কোনটি সচরাচর আপডেট বা সংস্কার করা হয়?
উত্তর : ওয়েবসাইট।
৩২। ডোমেইন নামের কয়টি অংশ থাকে?
উত্তর : দুটি।
৩৩। কোনটি ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভার এর সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে?
উত্তর : ডোমেইন নেম।
৩৪। ওয়েব সাইটের নামকে কী বলে?
উত্তর : ডোমেইন নেম।
৩৫। কোথা থেকে হোস্টিং সার্ভিস ক্রয় করা যায়?
উত্তর : এজেন্সি।
৩৬। বর্তমানে অনলাইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়ার জন্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ?
উত্তর : ওয়েবসাইট।
৩৭। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য কোনটি প্রয়োজন?
উত্তর : কনটেন্ট।
৩৮। কোনটি মানুষের জন্য মনে রাখা কষ্টকর?
উত্তর : নিউমেরিকাল।
৩৯। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি প্রতিষ্ঠিত হবে?
উত্তর : সুশাসন।
৪০। গুগল সাইটসে পাবলিশ বাটনের বাম দিকে কোন বাটনটি থাকে?
উত্তর : শেয়ার।
৪১। অনেক বড় পরিসরে ওয়েবসাইট তৈরি ও হোস্ট করার জন্য কি ক্রয় করতে হয়?
উত্তর : হোস্টিং সার্ভিস।
৪২। কোন টুলটিতে সহজেই Google এর সার্ভিসসমূহ সহজে যুক্ত করা যায়?
উত্তর : গুগল সাইটস।
৪৩। উইক্স এর পেইড ভার্সনে কতটি টেমপ্লেট ব্যবহার করার সুযোগ রয়েছে?
উত্তর : ৫০০ এর অধিক।
৪৪। কোনটি ডিজিটাল মাধ্যমে সেবা প্রদান নিশ্চিত করে?
উত্তর : ডিজিটাল প্রযুক্তি।
৪৫। ওয়ার্ডপ্রেসে নতুন পেইজ যুক্ত করতে কোন বাটনে ক্লিক করতে হবে?
উত্তর : Add new page।
৪৬। তথ্য অবমুক্ত করার নীতিমালা কবে প্রকাশিত হয়?
উত্তর : ২০১৫।
৪৭। প্রতিটি নাগরিকই কমবেশি কোন মাধ্যম ব্যবহারে অভ্যস্ত?
উত্তর : ডিজিটাল মাধ্যম।
৪৮। যে ওয়েবসাইটটি পূর্বে ডোমেন রেজিস্টার এবং হোস্টিং প্রোভাইডার হিসেবে পরিচিত ছিল?
উত্তর : GoDaddy।
৪৯। একটি ওয়েবসাইট তৈরির জন্য কয়টি জিনিসের ধারণা থাকতে হবে?
উত্তর : দুটি।
৫০। ওয়ার্ডপ্রেসের কোথায় মেন্যু লিস্ট দেখা যাবে?
উত্তর : ড্যাশবোর্ডে।
৫১। Wix এর পেইড ভার্সনে কতটি টেমপ্লেট ব্যবহার করার সুযোগ রয়েছে?
উত্তর : ৫০০ এর অধিক।
৫২। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে কোনটি?
উত্তর : স্বচ্ছতা।
৫৩। ওয়েবসাইট তৈরি এবং হোস্টের সুযোগ দেয় কোন প্ল্যাটফর্ম?
উত্তর : গুগল সাইটস।
৫৪। প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে কোনটি রয়েছে?
উত্তর : সরকারি নীতিমালা।
৫৫। প্রতিটি নাগরিকই কমবেশি কোন মাধ্যম ব্যবহারে অভ্যস্ত?
উত্তর : ডিজিটাল মাধ্যম।
৫৬। নাগরিক সেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানের সকলে কার কাছে দায়বদ্ধ?
উত্তর : সেবার আবেদনকারীর।
৫৭। সেবাগ্রাহীকে কে জবাবদিহি করতে বাধ্য?
উত্তর : প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।
নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্ন MCQ
১। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল নাগরিকের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা অনেক সহজ হয়েছে?
ক) ডিজিটাল প্রযুক্তি ✔
খ) প্রচলিত পদ্ধতি
গ) গণমাধ্যম
ঘ) সামাজিক যোগাযোগ
২। কোথায় তথ্য সংরক্ষণ, তথ্য প্রকাশ, তথ্য প্রদান পদ্ধতি ইত্যাদি বিষয়াদি বলা আছে?
ক) তথ্য অধিকার আইন ২০০৯ এর দ্বিতীয় অধ্যায়ে ✔
খ) সংবিধানে
গ) প্রচলিত আইনে
ঘ) সরকারি নীতিতে
৩। কোনটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত?
ক) বাক স্বাধীনতা ✔
খ) ধর্ম স্বাধীনতা
গ) জমির অধিকার
ঘ) ভোটের অধিকার
৪। গোপনীয় তথ্য প্রকাশ করা হলে কোনটি ক্ষতিগ্রস্ত হতে পারে?
ক) মানবাধিকার
খ) মানুষের বুদ্ধি ভিত্তিক সম্পদ ✔
গ) সামাজিক সম্পর্ক
ঘ) পরিবেশ
৫। জনগণের ক্ষমতায়নের জন্য কোনটি নিশ্চিত করা অত্যাবশ্যক?
ক) তথ্য অধিকার ✔
খ) শিক্ষা অধিকার
গ) ভোটের অধিকার
ঘ) ধর্মীয় অধিকার
৬। নাগরিক সেবার ক্ষেত্রে কাজকর্মের জন্য দায়বদ্ধতার সৃষ্টি করতে কোনটি প্রয়োজন?
ক) জবাবদিহিতা ✔
খ) নৈতিকতা
গ) পারস্পরিক সম্মান
ঘ) প্রাধিকার
৭। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি বৃদ্ধি পাবে?
ক) দুর্নীতি
খ) স্বচ্ছতা ও জবাবদিহিতা ✔
গ) সামাজিক চাপ
ঘ) রাজনৈতিক অস্থিতিশীলতা
৮। ওয়েব সাইটের নামকে কী বলে?
ক) URL
খ) ডোমেইন নেম ✔
গ) হোস্টিং
ঘ) সাইট টাইটেল
৯। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কয়টি জিনিসের ধারণা থাকতে হবে?
ক) দুটি ✔
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
১০। Squarespace ওয়েবসাইট বিল্ডারটি কতদিনের ফ্রি ট্রায়াল দিয়ে থাকে?
ক) ৭ দিন
খ) ১৪ দিন ✔
গ) ২১ দিন
ঘ) ৩০ দিন
১১। নাগরিক সেবায় স্বচ্ছতা ও স্বাভাবিকতা নিশ্চিত হচ্ছে কেন?
ক) ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে ✔
খ) প্রচলিত পদ্ধতির কারণে
গ) জনসচেতনতার কারণে
ঘ) সরকারের কারণে
১২। ডোমেইন নামের কয়টি অংশ থাকে?
ক) একটি
খ) দুটি ✔
গ) তিনটি
ঘ) চারটি
১৩। দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে কোনটি?
ক) গোপনীয় তথ্য ✔
খ) পাবলিক তথ্য
গ) ব্যক্তিগত তথ্য
ঘ) প্রশাসনিক তথ্য
১৪। কোনটি ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভার এর সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে?
ক) আইপি ঠিকানা
খ) ডোমেইন নেম ✔
গ) সার্ভার নাম
ঘ) পোর্ট
১৫। ই-পাসপোর্টে কী থাকে?
ক) ইলেকট্রনিক চিপ ✔
খ) কোড
গ) সিকিউরিটি প্রিন্ট
ঘ) বারকোড
১৬। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি হ্রাস পাবে?
ক) স্বচ্ছতা
খ) দুর্নীতি ✔
গ) প্রশাসনিক জটিলতা
ঘ) রাজনৈতিক প্রভাব
১৭। প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে কোনটি রয়েছে?
ক) সরকারি নীতিমালা ✔
খ) কৌশল
গ) প্রচার
ঘ) জনমত
১৮। তথ্য অবমুক্ত করার নীতিমালা কবে প্রকাশিত হয়?
ক) ২০১৫ ✔
খ) ২০১০
গ) ২০০৫
ঘ) ২০০০
১৯। ওয়েবসাইট তৈরি এবং হোস্টের সুযোগ দেয় কোন প্ল্যাটফর্ম?
ক) গুগল সাইটস ✔
খ) উইক্স
গ) ওয়ার্ডপ্রেস
ঘ) ব্লগার
২০। সেবাগ্রাহীকে কে জবাবদিহি করতে বাধ্য?
ক) প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ✔
খ) প্রশাসক
গ) জনগণ
ঘ) সচিব
২১। কোনটি ডিজিটাল মাধ্যমে সেবা প্রদান নিশ্চিত করে?
ক) ডিজিটাল প্রযুক্তি ✔
খ) প্রচলিত পদ্ধতি
গ) আইনি ব্যবস্থা
ঘ) সামাজিক যোগাযোগ
২২। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি প্রতিষ্ঠিত হবে?
ক) সুশাসন ✔
খ) রাজনৈতিক স্থিতিশীলতা
গ) সামাজিক উন্নতি
ঘ) অর্থনৈতিক উন্নতি
২৩। বর্তমানের অনলাইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়ার জন্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ?
ক) সোশ্যাল মিডিয়া
খ) ওয়েবসাইট ✔
গ) ইমেইল
ঘ) ফোন নম্বর
২৪। প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে কোনটি রয়েছে?
ক) সরকারি নীতিমালা ✔
খ) কৌশল
গ) প্রচার
ঘ) জনমত
২৫। ডিজিটাল মাধ্যমে সকল নাগরিকের কাছে কি পৌছানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে সুযোগ রাখা হয়েছে?
ক) তথ্য
খ) সেবা ✔
গ) শিক্ষা
ঘ) বিনোদন
২৬। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে কোনটি প্রতিষ্ঠিত হবে?
ক) সুশাসন ✔
খ) রাজনৈতিক স্থিতিশীলতা
গ) সামাজিক উন্নতি
ঘ) অর্থনৈতিক উন্নতি
২৭। উইক্স এর পেইড ভার্সনে কতটি টেমপ্লেট ব্যবহার করার সুযোগ রয়েছে?
ক) ৫০০ এর অধিক ✔
খ) ৩০০
গ) ৪০০
ঘ) ১০০
২৮। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে কোনটি?
ক) স্বচ্ছতা ✔
খ) জবাবদিহিতা
গ) সামর্থ্য
ঘ) সুবিধা
২৯। কনটেন্ট কি দিয়ে তৈরি হয়?
ক) টেক্সট এবং ছবি ✔
খ) কেবল ছবি
গ) ভিডিও এবং অডিও
ঘ) শুধু টেক্সট
৩০। গুগল সাইটসে পাবলিশ বাটনের বাম দিকে কোন বাটনটি থাকে?
ক) শেয়ার ✔
খ) ডাউনলোড
গ) প্রিন্ট
ঘ) ইউআরএল
Related Posts
- বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- নিমগাছ গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- HSC Result দেখার নিয়ম ইন্টারনেটে ও SMS এর মাধ্যমে
- স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- মানুষ কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর-১০ম শ্রেণির বাংলা
- বৃষ্টি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়ে পত্র লেখ
- সাহিত্যের রূপ ও রীতি মূলভাব – নবম-দশম শ্রেণির বাংলা
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সিলেবাস ২০২৪ PDF সহ সকল বিষয়
- ৯ম শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ (৯ম শ্রেণির সিলেবাস ২০২৪ PDF)