বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত প্রশ্ন)

১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ‘বায়ান্নর দিনগুলো’ লেখায় তিনি জেলে কাটানো দিনগুলোর কথা ব্যক্ত করেছেন। এই পোস্টে বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত প্রশ্ন) – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।

বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

১. কোন তারিখে নারায়ণগঞ্জে পূর্ণ হরতাল হবে?
উত্তর: ২১ শে ফেব্রুয়ারি।

২. নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ কোন ঘাটে ভিড়ল?
উত্তর: গোয়ালন্দ ঘাটে।

৩. বঙ্গবন্ধু ও তাঁর সহযাত্রীরা কখন ফরিদপুরে পৌঁছলেন?
উত্তর: রাত চারটায়।

৪. মহিউদ্দীন সাহেব যে রোগে ভুগছিলেন সেটা কী?
উত্তর: প্লুরিসিস।

৫. মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে প্রথম কোন জাতি রক্ত দিয়েছে?
উত্তর: বাঙালি।

৬. কার জনসমর্থন কোনদিন বাংলাদেশে ছিল না?
উত্তর: খাজা নাজিম উদ্দিন।

৭. কার বাড়ির ভিতরে ঢুকে ভীষণ মারপিট করা হয়েছে?
উত্তর: ওসমান আলী সাহেবের বাড়ি।

৮. কোথায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে?
উত্তর: সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে।

৯. বঙ্গবন্ধুর সহধর্মিণীর নাম কী?
উত্তর: রেনু।

১০. বঙ্গবন্ধু ও তার সহবন্দিকে সিভিল সার্জন দিনে কত বার দেখতে আসতেন?
উত্তর: পাঁচ-সাত বার।

১১. মহিউদ্দিন সাহেবের বাড়ি কোথায়?
উত্তর: বরিশালের এক গ্রামে।

১২. জেল থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু কার বাড়িতে উঠলেন?
উত্তর: আলাউদ্দিন খান সাহেবের বাড়ি।

১৩. বঙ্গবন্ধুকে দেখতে কে রাস্তায় চলে এসেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধুর ফুফু।

১৪. বঙ্গবন্ধুর ফুফুর বাড়ি কোন গ্রামে?
উত্তর: নূরপুর গ্রামে।

১৫. বঙ্গবন্ধুর বড় বোনের বাড়ি কোথায়?
উত্তর: মাদারীপুরের দত্তপাড়ায়।

১৬. বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার কত দিন পর বাড়ি পৌঁছালেন?
উত্তর: পাঁচ দিন।

১৭. কে বঙ্গবন্ধুর গলা ধরে পড়ে রইল?
উত্তর: বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র কামাল।

১৮. জনমতের বিরুদ্ধে যেতে কারা ভয় পায়?
উত্তর: শোষকরা।

১৯. কে বঙ্গবন্ধুকে অতি সত্বর ঢাকায় যেতে লিখেছিল?
উত্তর: মানিক মিয়া।

২০. বঙ্গবন্ধু ঢাকায় কাকে মুরব্বি বলে অভিহিত করেছেন?
উত্তর: শওকত মিয়াকে।

২১. বঙ্গবন্ধু ঢাকায় ফিরলেন কবে?
উত্তর: এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে।

২২. ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে কে আওয়ামী লীগ অফিস ১ নবাবপুরে নিয়ে এসেছিলেন?
উত্তর: শামসুল হক।

২৩. ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোন পদে ছিলেন?
উত্তর: জয়েন্ট সেক্রেটারি।

২৪. ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে আতাউর রহমান সাহেব আওয়ামী লীগের কী ছিলেন?
উত্তর: অন্যতম সহ-সভাপতি।

২৫. অনশনকারীদের জোর করে কী খাওয়ানো হতো?
উত্তর: পাতলা খাবার।

২৬. শেখ মুজিবুর রহমান কত সালে ফরিদপুরের ইলেকশন ওয়ার্কের ইনচার্জ ছিলেন?
উত্তর: ১৯৪৬ খ্রিষ্টাব্দে।

২৭. বায়ান্নর দিনগুলো রচনায় কোন পার্কের উল্লেখ রয়েছে?
উত্তর: ভিক্টোরিয়া পার্ক।

২৮. বঙ্গবন্ধুকে কীভাবে ফরিদপুর জেল গেটে নিয়ে যাওয়া হলো?
উত্তর: বঙ্গবন্ধুকে স্ট্রেচারে করে ফরিদপুর জেল গেটে নিয়ে যাওয়া হলো।

২৯. জেল থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু কার বাড়িতে উঠলেন?
উত্তর: বক্তাবন্ধু আলাউদ্দিন খান সাহেবের বাড়িতে উঠলেন।

৩০. বঙ্গবন্ধুকে দেখতে কে রাস্তায় চলে এসেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধুর এক ফুফু রাস্তায় চলে এসেছিলেন।

৩১. বঙ্গবন্ধুর ফুফুবাড়ি কোন গ্রামে?
উত্তর: বঙ্গবন্ধুর ফুফুবাড়ি নূরপুর গ্রামে।

৩২. বঙ্গবন্ধুর বড় বোনের বাড়ি কোথায়?
উত্তর: বঙ্গবন্ধুর বড় বোনের বাড়ি মাদারীপুরের দত্তপাড়ায়।

৩৩. বঙ্গবন্ধুর মুক্তির খবর পেয়ে কোন ঘাটে কর্মীরা বসেছিল?
উত্তর: বঙ্গবন্ধুর মুক্তির খবর পেয়ে সিন্ধিয়াঘাটে কর্মীরা বসেছিল।

৩৪. বঙ্গবন্ধুর ভাই খবর পেয়ে কোথেকে রওনা হলেন?
উত্তর: বঙ্গবন্ধুর ভাই খুলনা থেকে রওনা হলেন।

৩৫. বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার কত দিন পর বাড়ি পৌঁছেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার পাঁচদিন পর বাড়ি পৌঁছেছিলেন।

৩৬. বঙ্গবন্ধুর গলা ধরে তার জ্যেষ্ঠ কন্যা হাসু বা হাসিনা প্রথমেই কী বলল?
উত্তর: বঙ্গবন্ধুর গলা ধরে তার জ্যেষ্ঠ কন্যা হাসু বা হাসিনা প্রথমেই বলল “আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দিদের মুক্তি চাই।”

৩৭. বঙ্গবন্ধুর পরিবার ২১এ ফেব্রুয়ারিতে কোথায় ছিল?
উত্তর: বঙ্গবন্ধুর পরিবার ২১ এ ফেব্রুয়ারিতে ঢাকায় ছিল।

৩৮. কে বঙ্গবন্ধুকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন?
উত্তর: বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গবন্ধুকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন।

৩৯. বঙ্গবন্ধুকে দেখতে সহকর্মীরা কোন কোন জায়গা থেকে এসেছিল?
উত্তর: বঙ্গবন্ধুকে দেখতে সহকর্মীরা গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকে এসেছিল।

৪০. কে মাঝে মাঝে খেলা ফেলে এসে বঙ্গবন্ধুকে ‘আব্বা’ ‘আব্বা’ বলে ডাকে?
উত্তর: বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা হাসু বা হাসিনা মাঝে মাঝে খেলা ফেলে এসে বঙ্গবন্ধুকে ‘আব্বা’ ‘আব্বা’ বলে ডাকে।

৪১. বঙ্গবন্ধু যখন জেলে যান তখন তাঁর জ্যেষ্ঠ পুত্র কামালের বয়স কত ছিল?
উত্তর: বঙ্গবন্ধু যখন জেলে যান তখন তাঁর জ্যেষ্ঠ পুত্র কামালের বয়স ছিল মাত্র কয়েক মাস।

৪২. কে বঙ্গবন্ধুর গলা ধরে পড়ে রইল?
উত্তর: বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র কামাল বঙ্গবন্ধুর গলা ধরে পড়ে রইল।

৪৩. বঙ্গবন্ধুর মতে কয়শ’ বছর পরে আমরা স্বাধীন হয়েছিলাম?
উত্তর: বঙ্গবন্ধুর মতে দুইশ’ বছর পরে আমরা স্বাধীন হয়েছিলাম।

৪৪. কবে থেকে গ্রামের লোকজন বুঝতে আরম্ভ করেছে যে, যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়?
উত্তর: ১৯৫২ সাল থেকে গ্রামের লোকজন বুঝতে আরম্ভ করেছে যে, যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়।

৪৫. বায়ান্নর দিনগুলো রচনার উৎস কী?
উত্তর: অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ।

৪৬. শেখ মুজিবুর রহমানের জন্ম কত খ্রিষ্টাব্দে?
উত্তর: ১৯২০ খ্রিষ্টাব্দে।

৪৭. বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালে।

৪৮. বাঙালি দুইশ বছর পর কাদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল?
উত্তর: ইংরেজদের কাছ থেকে।

৪৯. ২১ শে ফেব্রুয়ারি কাদের নির্দেশে রাজপথে গুলি চলেছিল?
উত্তর: পাকিস্তানি সরকারের নির্দেশে।

বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন

১. শেখ মুজিবুর রহমান কত মাস জেলে ছিলেন?
উত্তর: সাতাশ-আটাশ মাস।

২. শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে কোন কারাগারে পাঠানো হয়?
উত্তর: ফরিদপুর।

৩. মোখলেসুর রহমান সাহেব কোন দায়িত্বে ছিলেন?
উত্তর: মোখলেসুর রহমান রাজবন্দিদের ডেপুটি জেলারে দায়িত্বে ছিলেন।

৪. সরকার বছরের পর বছর রাজবন্দিদের কীভাবে আটক রাখছে?
উত্তর: সরকার বছরের পর বছর রাজবন্দিদের বিনা বিচারে আটক রাখছে।

৫. মোখলেসুর রহমান সাহেব কেমন লোক ছিলেন?
উত্তর: মোখলেসুর রহমান সাহেব খুবই অমায়িক, ভদ্র ও শিক্ষিত লোক ছিলেন।

৬. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় উল্লেখকৃত কে খুব লেখাপড়া করতেন?
উত্তর: ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় উল্লেখকৃত মোখলেসুর রহমান সাহেব খুব লেখাপড়া করতেন।

৭. কত তারিখ সকালবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেটে নিয়ে যাওয়া হলো?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেটে নিয়ে যাওয়া হলো ১৫ই ফেব্রুয়ারি সকালবেলা।

৮. বঙ্গবন্ধুর মালপত্র, কাপড়-চোপড় ও বিছানা নিয়ে কে হাজির হয়েছিল?
উত্তর: বঙ্গবন্ধুর মালপত্র, কাপড়-চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব।

৯. কী চাপা থাকে না?
উত্তর: খবর চাপা থাকে না।

১০. দিনের বেলায় কয়টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে?
উত্তর: দিনের বেলায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে বেলা এগারোটায়।

১১. কে রওনা দিতে দেরি করছিলেন?
উত্তর: রওনা দিতে দেরি করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১২. দেরি করতে করতে বঙ্গবন্ধু কয়টা বাজিয়ে দিলেন?
উত্তর: দেরি করতে করতে বঙ্গবন্ধু দশটা বাজিয়ে দিলেন।

১৩. আর্মড পুলিশের সুবেদার পাকিস্তান হওয়ার সময় কোথায় ছিলেন?
উত্তর: আর্মড পুলিশের সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিলেন।

১৪. কে বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন?
উত্তর: আর্মড পুলিশের সুবেদার সাহেব বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন।

১৫. আর্মড পুলিশের সুবেদার সাহেব বঙ্গবন্ধুকে কার বিপক্ষে কাজ করতে দেখেছেন?
উত্তর: আর্মড পুলিশের সুবেদার সাহেব বঙ্গবন্ধুকে পাকিস্তানির বিপক্ষে কাজ করতে দেখেছেন।

১৬. ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসে কী দিচ্ছিল?
উত্তর: ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছিল।

১৭. ১৪৪ ধারা দিলেই কী হয়?
উত্তর: ১৪৪ ধারা দিলেই গোলমাল হয়।

১৮. ছাত্রছাত্রী এক জায়গায় হয়ে কী করে?
উত্তর: ছাত্রছাত্রী এক জায়গায় হয়ে স্লোগান দেয়।

১৯. মাতৃভাষা আন্দোলনে কোন জাতি রক্ত দিয়েছে?
উত্তর: মাতৃভাষা আন্দোলনে বাঙালি জাতি রক্ত দিয়েছে।

২০. ২১ এ ফেব্রুয়ারি কোথায় গুলি হয়েছিল?
উত্তর: ২১ এ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভিতরে গুলি হয়েছিল।

২১. মানুষের পতন যখন আসে তখন কী হয়?
উত্তর: মানুষের পতন যখন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।

২২. উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলে কার মতো নেতাও বাধা না পেয়ে ফিরে যেতে পারেননি?
উত্তর: উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর মতো নেতা ও বাধা না পেয়ে ফিরে যেতে পারেননি।

২৩. কার জনসমর্থন কোনোদিন বাংলাদেশে ছিল না?
উত্তর: খাজা নাজিমউদ্দিনের জনসমর্থন কোনোদিন বাংলাদেশে ছিল না।

২৪. কার বাড়ির ভিতরে ঢুকে ভীষণ মারপিট করা হয়েছে?
উত্তর: ওসমান আলী সাহেবের বাড়ির ভিতরে ঢুকে ভীষণ মারপিট করা হয়েছে।

২৫. কোথায় ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে?
উত্তর: সমস্ত ঢাকা ও নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে।

২৬. বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দিকে সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে কতবার দেখতে আসতেন?
উত্তর: বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দিকে সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে পাঁচ-সাতবার দেখতে আসতেন।

২৭. বঙ্গবন্ধু তাঁর লেখা চিঠি চারখানা ফরিদপুরে কার কাছে পৌঁছে দিতে বলেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু তাঁর লেখা চিঠি চারখানা ফরিদপুরে এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে বলেছিলেন।

২৮. বঙ্গবন্ধুর চোখের সামনে কাদের চেহারা ভাসছিল?
উত্তর: বঙ্গবন্ধুর চোখের সামনে তাঁর বাবা-মা ও ভাই-বোনদের চেহারা ভাসছিল।

২৯. কার দুনিয়ায় কেউ নেই?
উত্তর: দুনিয়ায় বঙ্গবন্ধুর সহধর্মিণী রেণুর কেউ নেই।

৩০. কার ফরিদপুরে কেউ নেই?
উত্তর: ফরিদপুরে বঙ্গবন্ধুর সহবন্দি মহিউদ্দিন সাহেবের কেউ নেই।

৩১. মহিউদ্দিন সাহেবের বাড়ি কোথায়?
উত্তর: মহিউদ্দিন সাহেবের বাড়ি বরিশালে।

৩২. কী মারফত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার এসেছিল?
উত্তর: রেডিওগ্রাম মারফত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার এসেছিল।

৩৩. জেলে কে বঙ্গবন্ধুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন?
উত্তর: জেলে মহিউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন।

৩৪. বঙ্গবন্ধুকে কে ডাবের পানি খাইয়ে অনশন ভঙ্গ করান?
উত্তর: মহিউদ্দিন সাহেব ডাবের পানি খাইয়ে বঙ্গবন্ধুকে অনশন ভঙ্গ করান।

৩৫. কে জেলে আসার পূর্বদিন পর্যন্ত মুসলিম লীগের বিশিষ্ট সদস্য ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধুর সহবন্দি মহিউদ্দিন সাহেব জেলে আসার পূর্বদিন পর্যন্ত মুসলিম লীগের বিশিষ্ট সদস্য ছিলেন।

৩৬. রাজনীতিতে কী দেখা গেছে?
উত্তর: রাজনীতিতে দেখা গেছে একই দলের লোকের মধ্যে মতবিরোধ হলে দুশমনি বেশি হয়।

৩৭. ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে কার সহ্যশক্তি খুব বেশি?
উত্তর: ‘বায়ান্নর দিনগুলো’ রচনা অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার সহ্যশক্তি খুব বেশি।

Related Posts

Leave a Comment