মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মাসি পিসি’ গল্পটি স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ কাহিনী নিয়ে রচিত হয়েছে। এই পোস্টে মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক প্রশ্ন)- একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন
১. আহ্লাদি কোন পর্যন্ত ঘোমটা টেনে দেয়?
উত্তর: আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়।
২. কী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল?
উত্তর: শুক্লপক্ষের একাদশী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল।
৩. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম কী?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম ‘অতসী মামী’।
৪. ‘মাসি-পিসি’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পটি ‘পূর্বাশা’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
৫. মাসি-পিসি কী পণ করেছে?
উত্তর: মাসি-পিসি আহ্লাদিকে জগুর ঘরে ফেরত না পাঠানোর পণ করেছে।
৬. কার শ্বাশুড়ি-ননদ বাঘের মতো ছিল?
উত্তর: আহ্লাদির মাসির শ্বাশুড়ি-ননদ বাঘের মতো ছিল।
৭. আহ্লাদির জমিজমার সিকিভাগ ছাড়া বাকিটা কার দখলে গেছে?
উত্তর: আহ্লাদির জমিজমার সিকিভাগ ছাড়া বাকিটা গোকুলের দখলে গেছে।
৮. আহ্লাদিকে পাওয়ার জন্য কে হাল ছাড়েনি?
উত্তর: আহ্লাদিকে পাওয়ার জন্য গোকুল হাল ছাড়েনি।
৯. কীভাবে আহ্লাদির বাবা, মা, ভাই মারা গিয়েছিল?
উত্তর: কলেরায় আক্রান্ত হয়ে আহ্লাদির বাবা, মা ও ভাই মারা গিয়েছিল।
১০. আহ্লাদির পিসির স্বভাব বদলেছিল কখন?
উত্তর: ছেলে হওয়ার পর আহ্লাদির পিসির স্বভাব বদলেছিল।
১১. কখন কৈলেশের স্বভাব বিগড়ে যায়?
উত্তর: হাতে দুটো পয়সা এলে কৈলেশের স্বভাব বিগড়ে যায়।
১২. মাসি-পিসির চিৎকারে কে দলবল নিয়ে পালিয়ে যায়?
উত্তর: মাসি-পিসির চিৎকারে কানাই চৌকিদার দলবল নিয়ে পালিয়ে যায়।
১৩. কৈলেশের কাছে কোন ব্যাপারটি প্যাঁচালো মনে হয়েছিল?
উত্তর: কৈলেশের কাছে আহ্লাদির গর্ভবতী হওয়ার ব্যাপারটি প্যাঁচালো মনে হয়েছিল।
১৪. ‘সোমত্ত মেয়া’ বলে কাকে ইঙ্গিত করা হয়েছে?
উত্তর: ‘সোমত্ত মেয়া’ বলে আহ্লাদিকে ইঙ্গিত করা হয়েছে।
১৫. ভালোয় ভালোয় না গেলে কানাই মাসি-পিসিকে কীভাবে কাছারিবাড়ি নিয়ে যাবার হুকুমের কথা বলে?
উত্তর: ভালোয় ভালোয় না গেলে কানাই মাসি-পিসিকে ধরে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাবার হুকুমের কথা বলে।
১৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস বিক্রমপুরে।
১৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কী?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম নীরদাসুন্দরী দেবী।
১৮. সালতি কোথায় লাগানো ছিল?
উত্তর: সালতি কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো ছিল।
১৯. কার মতে, শুঁড়িখানায় জগু বারো মাস পড়ে থাকে?
উত্তর: পিসির মতে, শুঁড়িখানায় জগু বারো মাস পড়ে থাকে।
২০. ‘লোকটা কেমন বদলে গেছে মাসি’- এখানে কার বদলানোর কথা হয়েছে?
উত্তর: ‘লোকটা কেমন বদলে গেছে মাসি’- এখানে জগুর বদলানোর কথা বলা হয়েছে।
২১. কে আহ্লাদিকে শ্বশুরঘরে পাঠানোর কথা বলেছে?
উত্তর: কৈলাশ আহ্লাদিকে শ্বশুরঘরে পাঠানোর কথা বলেছে।
২২. জগুর সাথে কৈলাশের কোথায় দেখা হয়?
উত্তর: জগুর সাথে কৈলাশের চায়ের দোকানে দেখা হয়।
২৩. “বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো”- কথাটি কে বলেছিল?
উত্তর: “বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো” – কথাটি মাসি বলেছিল।
২৪. কার মাথায় কদমছাঁটা রুক্ষ চুল?
উত্তর: কৈলাশের মাথায় কদমছাঁটা রুক্ষ চুল।
২৫. ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে কে?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহাদি।
২৬. আহ্লাদির পিসির নাম কী?
উত্তর: আহ্লাদি পিসির নাম পদী।
২৭. ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত চৌকিদারের নাম কী?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত চৌকিদারের নাম কানাই।
২৮. মাসি-পিসি শহরের বাজারে কী বিক্রি করত?
উত্তর: মাসি-পিসি শহরের বাজারে শাকসবজি, ফলমূল বিক্রি করত।
২৯. কোন লোকটাকে মাসি-পিসির কাছে অচেনা মনে হয়েছিল?
উত্তর: মাথায় লাল পাগড়ি আঁটা লোকটাকে মাসি-পিসির কাছে অচেনা মনে হয়েছিল।
৩০. মাসি-পিসিকে কী বলে সম্বোধন করত?
উত্তর: মাসি-পিসিকে বেয়াইন বলে সম্বোধন করত।
৩১. মাসি-পিসিকে ডাকতে কানাইয়ের সঙ্গে কয়জন পেয়াদা এসেছিল?
উত্তর: মাসি-পিসিকে ডাকতে কানাইয়ের সঙ্গে তিনজন পেয়াদা এসেছিল।
৩২. “বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব।”- কথাটি কে বলেছিল?
উত্তর: “বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব।” – কথাটি মাসি বলেছিল।
৩৩. ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত শকুনরা উড়ে এসে কোথায় বসছে?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত শকুনরা উড়ে এসে পাতাশূন্য শুকনো গাছটায় বসছে।
৩৪. ‘মাসি-পিসি’ গল্পের বর্ণিত যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে কারা?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পের বর্ণিত মাসি-পিসি যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে।
৩৫. ‘সজাগ রইতে হবে রাতটা’-উক্তিটি কার?
উত্তর: ‘সজাগ রইতে হবে রাতটা’-উক্তিটি মাসির।
৩৬. যুদ্ধের প্রস্তুতি স্বরূপ ‘মাসি-পিসি’ কাঁথাকম্বল কী করে রাখে?
উত্তর: যুদ্ধের প্রস্তুতি স্বরূপ কাঁথাকম্বল জলে চুবিয়ে রাখে।
৩৭. সালতি কী?
উত্তর: সালতি হলো শালকাঠ বা তাল কাঠের সরু ডোঙ্গা।
৩৮. মাসি-পিসি কর্তার বাড়িতে কখন যেতে চাইলেন?
উত্তর: মাসি-পিসি কর্তার বাড়িতে সকালবেলা যেতে চাইলেন।
৩৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত খ্রিষ্টাব্দে?
উত্তর: ১৯০৮ খ্রিষ্টাব্দের ১৯ মে।
৪০. মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
উত্তর: কলকাতায়।
৪১. মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতিমান?
উত্তর: কথাসাহিত্যিক।
৪২. মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
উত্তর: ৪৮ বছর।
৪৩. চাকরি ও ব্যবসায়িক কাজে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর নিয়োজিত ছিলেন?
উত্তর: ৩ বছর।
৪৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য রচনার ব্যাপ্তি কত বছর?
উত্তর: ২৮ বছর।
৪৫. কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা প্রকাশিত হয়?
উত্তর: ২০ বছর।
৪৬. মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছিলেন কোন গল্প?
উত্তর: অতসী মামী।
৪৭. মানিক বন্দ্যোপাধ্যায় বিএসসি কোথায় পড়েন?
উত্তর: কলকাতা হিন্দু কলেজে।
৪৮. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘জননী’ কোন ধরনের রচনা?
উত্তর: উপন্যাস।
৪৯. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্পের সংখ্যা কত?
উত্তর: প্রায় তিনশো।
৫০. মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কেমন মানুষ ছিলেন?
উত্তর: বিজ্ঞানমনস্ক।
মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৫১. ‘পুতুল নাচের ইতিকথা’ মানিক বন্দ্যোপাধ্যয়ের কী জাতীয় রচনা?
উত্তর: উপন্যাস।
৫২. ‘দিবারাত্রির কাব্য’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কী জাতীয় রচনা?
উত্তর: উপন্যাস।
৫৩. প্রাগৈতিহাসিক ছোটগল্পের রচয়িতা কে?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়।
৫৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তর: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
৫৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়?
উত্তর: ঢাকা জেলার বিক্রমপুর।
৫৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায়?
উত্তর: বিহারের সাঁওতাল পরগনা জেলার দুমকা শহরে।
৫৭. মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর।
৫৮. ‘মাসি-পিসি’ গল্পে খালে ভাটা আসার জল কী হয়েছে?
উত্তর: কমে গেছে।
৫৯. ‘সালতি’ বলতে কী বোঝায়?
উত্তর: তাল কাঠের নৌকা।
৬০. সালতি থেকে খড়ের বোঝা কত জনের মাথায় চড়ে উপরে জমা হচ্ছে?
উত্তর: তিনজনের।
৬১. সালতিতে কত জন মানুষ ছিল?
উত্তর: দুইজন।
৬২. কদমছাঁটা চুল বলতে কেমন চুলকে বোঝায়?
উত্তর: ছোট করে ছাঁটা চুল।
৬৩. পুলের তলা দিয়ে দ্বিতীয় যে সালতি আসে, তাতে মোট কতজন মানুষ রয়েছে?
উত্তর: তিন জন।
৬৪. পৌচা বলতে কোন বয়সকে নির্দেশ করা হয়েছে?
উত্তর: ৩৫ থেকে ৪০ বছর।
৬৫. কৈলেশ কোন বয়সি মানুষ?
উত্তর: মাঝবয়সী।
৬৬. কখন মাসি-পিসি সালতি কৈলেশের সালতির কাছে আসে?
উত্তর: প্রায় সন্ধ্যায়।
৬৭. “এতবড় সোমত্ত মেয়া” আহ্লাদিকে নির্দেশ করে –এ কথা কে বলেছে?
উত্তর: কৈলেশ।
৬৮. মাসি-পিসি আহাদিকে কোথায় পাঠাতে নারাজ?
উত্তর: শ্বশুর বাড়িতে।
৬৯. মাসি-পিসির ঘরে মোট কতজন মানুষ থাকে?
উত্তর: তিনজন।
৭০. জগুর সাথে কৈলেশের কোথায় দেখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে?
উত্তর: চায়ের দোকানে।
৭১. পিসির মতে জগু বারো মাস কোথায় পড়ে থাকে?
উত্তর: বাজারে।
৭২. মাসি-পিসি গল্পে পুলের কাছেই কীসের দোকান রয়েছে?
উত্তর: চায়ের দোকান।
৭৩. জগু আহ্লাদিকে কীভাবে ছ্যাঁকা দিতো?
উত্তর: কলকে পুড়ে।
৭৪. কীভাবে আহ্লাদির গর্ভপাত হয়েছিল?
উত্তর: লাথির চোটে।
৭৫. জগু আহ্লাদিকে কীসের সাথে দিনভর বেঁধে রাখতো?
উত্তর: খুঁটির সাথে।
৭৬. জগু মাসি-পিসির বাড়িতে গেলে কেমন অভ্যর্থনা পায়?
উত্তর: জামাই আদর পায়।
৭৭. “বজ্জাত হোক খুনি হোক জামাই তো” –এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
উত্তর: মেয়ে জামাইয়ের প্রতি দরদ।
৭৮. মাসির মতে, মেয়ের জামাই যতবার আসবে ততবার কী পাবে?
উত্তর: জামাই আদর।
৭৯. কৈলেশের সাথে নৌকায় যে বৃদ্ধ থাকে তার নাম কী?
উত্তর: বুড়ো রহমান।
৮০. আহ্লাদির দিকে কে ছলছল চোখে তাকায়?
উত্তর: রহমান।
৮১. বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে?
উত্তর: শ্বশুরবাড়িতে।
৮২. শ্বশুরবাড়িতে না যাওয়ার জন্য কে দাপাদাপি করে কেঁদেছে?
উত্তর: রহমানের মেয়ে।
৮৩. রহমান তার মেয়েকে জোর করে শ্বশুরবাড়িতে পাঠিয়েছিল কেন?
উত্তর: মেয়ের ভালোর জন্য।
৮৪. কার ফ্যাকাশে মুখে রহমান নিজের মেয়ের মুখের ছাপ দেখতে পায়?
উত্তর: আহ্লাদির।
৮৫. জগু বৌ নেয়ার জন্য কী করবে?
উত্তর: মামলা করবে।
৮৬. আহ্লাদিকে মাসি-পিসি বদমতলবে আটক রেখেছে বলে কার ধারণা?
উত্তর: জগুর।
৮৭. স্বামী নিতে চাইলে বৌকে আটকে রাখা আইনের দৃষ্টিতে কেমন?
উত্তর: শাস্তিযোগ্য অন্যায়।
৮৮. ‘মাসি-পিসি’ গল্পে পাতাশূন্য গাছটাতে কোন পাখির দল উড়ে এসে বসেছে?
উত্তর: শকুনেরা।
৮৯. আহ্লাদির কয়টি ভাই ছিল?
উত্তর: একটি।
৯০. দুর্ভিক্ষকে ঠেকিয়েছিলো কে?
উত্তর: আহ্লাদির বাবা।
৯১. আহাদির বাবা কী রোগে মারা যায়?
উত্তর: কলেরা।
৯২. কলেরায় আহাদির পরিবারের কতজন সদস্যকে হারিয়েছিল?
উত্তর: তিনজন।
৯৩. মাসি-পিসি বছরে কত জোড়া কাপড় পরে?
উত্তর: দুই জোড়া।
৯৪. আহ্লাদি কখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছিল?
উত্তর: দুর্ভিক্ষের সময়।
৯৫. আহাদির বাবা মাসি-পিসির খাবার দুটোই বন্ধ করেছিল কেন?
উত্তর: দুর্ভিক্ষের কারণে।
৯৬. কাদের সেবা-যত্নে পথযাত্রী আহ্লাদি বেঁচে গিয়েছিলো?
উত্তর: মাসি-পিসির।
৯৭. নিরাশ্রয় বিধবারা কীভাবে বেঁচে থাকে?
উত্তর: কুড়িয়ে খেয়ে।
৯৮. কোথায় বশমূলের দাম চড়া?
উত্তর: শহরের বাজারে।
৯৯. বিক্রির জন্য মাসি পিসি শাক সবজি ও ফলমূল কোথা থেকে সংগ্রহ করতো?
উত্তর: গেরস্ত বাড়ি থেকে।
১০০. মাসি-পিসির সমস্ত মন জুড়ে কীসের ভাবনা রয়েছে?
উত্তর: আহ্লাদিকে রক্ষার ভাবনা।
মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
১০১. আহ্লাদির সব দায়িত্ব মাসি-পিসি কেন নিয়েছে?
উত্তর: পিতা-মাতা হারা বলে।
১০২. আহ্লাদিকে মাসি-পিসি শ্বশুরবাড়ি পাঠানোর কথা চিন্তাও করতে পারে না কেন?
উত্তর: স্বামী খুনি বলে।
১০৩. স্বামীর বাড়িতে যাওয়ার কথা ভাবতেই আহ্লাদির মনে কী জন্ম নেয়?
উত্তর: আতঙ্ক।
১০৪. আহ্লাদির বাবার সমস্ত সম্পত্তি কে পেয়েছে?
উত্তর: আহ্লাদি।
১০৫. জগু কেন আহাদিকে নিয়ে যেতে চায়?
উত্তর: সম্পদ পাওয়ার লোভে।
১০৬. কীসের প্রতি জগুর প্রবল লোভ?
উত্তর: সম্পদের প্রতি।
১০৭. জগুর মতো চরিত্রের স্বামী ছিলো কার?
উত্তর: আহাদির পিসির।
১০৮. বাড়ি ফিরে মাসি-পিসি দীপ জ্বেলে কী করে?
উত্তর: রান্না-বান্না।
১০৯. কার শাশুড়ি-ননদ বাঘের মতো ছিলো?
উত্তর: মাসির।
১১০. আহ্লাদির পিতার মোট সম্পদের কত ভাগ গোকুল কেড়ে নিয়েছে?
উত্তর: চার ভাগের তিন ভাগ।
১১২. আহ্লাদিকে পাওয়ার জন্য কে মাসি-পিসিকে পাগল করে তুলেছে?
উত্তর: গোকুল।
১১৩. আহ্লাদি রাতে কীভাবে ঘুমায়?
উত্তর: মাসি-পিসির মাঝখানে।
১১৪. ‘মাসি-পিসি’ রান্না করার সময় কার কথা বলে?
উত্তর: আহাদির কথা।
১১৫. ‘মাসি-পিসি’ গল্পে কানাই চরিত্রের পেশা কী?
উত্তর: চৌকিদারী।
১১৬. ‘মাসি-পিসি’ গল্পে কানাই কার চৌকিদার?
উত্তর: সরকার বাবুর।
১১৭. শুক্লপক্ষের একাদশীতে মাসি-পিসি কী করেছে?
উত্তর: উপোস।
১১৮. শুক্লপক্ষের দ্বাদশীর রাতে জ্যোৎস্না কেমন হয়?
উত্তর: বেশ উজ্জ্বল।
১১৯. কানাই চৌকিদারের সাথে কতজন পেয়াদা মাসি-পিসির বাড়িতে আসে?
উত্তর: তিনজন।
১২০. “ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে”- কারা নিয়ে যাবে?
উত্তর: গুণ্ডা, সাধু-বৈদ্য, ওসমানেরা।
১২১. ঘরে গিয়ে পিসি কী হাতে করে আবার কানাইয়ের সামনে ফিরে আসে?
উত্তর: কাটারি।
১২২. ‘মাসি-পিসি’ গল্পটি কোন গল্প গ্রন্থ থেকে সংকলিত হয়?
উত্তর: পরিস্থিতি।
১২৩. মাসি-পিসি কেন হাঁকডাক শুরু করেছিল?
উত্তর: কানাইকে ভড়কে দেয়ার জন্য।
১২৪. দুর্বৃত্তরা সোনাদের মেরে মাঝরাতে আগুন দেয় কেন?
উত্তর: মেয়েকে কুটুমবাড়িতে পাঠানোর জন্য।
১২৫. আসন্ন যুদ্ধের জন্য মাসি-পিসি কি করে?
উত্তর: আয়োজন।
১২৬. ‘মাসি-পিসি’ গল্পটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪৬।
১২৭. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: পূর্বাশা পত্রিকায়।
১২৮. লেখকের মাতার নাম কী?
উত্তর: নীরদাসুন্দরী দেবী।
১২৯. লেখকের পিতার নাম কী?
উত্তর: হরিহর বন্দ্যোপাধ্যায়।
১৩০. লেখকের পিতা কী করতেন?
উত্তর: সরকারের সেটেলমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট অফিসার।
১৩১. লেখক বাবা-মার কততম সন্তান?
উত্তর: পঞ্চম।
১৩২. লেখকেরা কত ভাই-বোন ছিলেন?
উত্তর: চৌদ্দ ভাইবোন।
১৩৩. লেখকের স্ত্রীর নাম কী?
উত্তর: কমলা দেবী।
১৩৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নাটকের নাম কী?
উত্তর: ভিটে-মাটি।
Related Posts
- বিদ্রোহী কবিতার মূলভাব সহজ ভাষায় -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- তাহারেই পড়ে মনে কবিতার MCQ প্রশ্ন ও উত্তর (বোর্ড পরীক্ষায় আসা)
- আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
- আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- সাম্যবাদী কবিতার প্রশ্ন ও উত্তর – কাজী নজরুল ইসলাম
- সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা ও মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- আঠারো বছর বয়স কবিতার মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বিদ্রোহী কবিতার ব্যাখ্যা লাইন বাই লাইন -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- রেইনকোট গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা