রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ গল্পটিতে নারী চরিত্র কল্যাণীকে দৈহিক সৌন্দর্যের গণ্ডির বাইরে এনে মানসিক শক্তি এবং আত্মমর্যাদার প্রতীক হিসেবে তুলে ধরেছেন। এই পোস্টে অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক প্রশ্ন) – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১। ‘অপরিচিতা’ গল্পের গল্পকথকের নাম কী?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পের গল্পকথকের নাম অনুপম।
২। ‘অপরিচিতা’ গল্পের গল্পকথকের বয়স কত?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পের গল্পকথকের বয়স সাতাশ বছর।
৩। কার সুন্দর চেহারা নিয়ে পণ্ডিতমশায় বিদ্রূপ করতেন?
উত্তর: অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিতমশায় বিদ্রূপ করতেন।
৪। পন্ডিতমশায় অনুপমের সুন্দর চেহারা কিসের সঙ্গে তুলনা করতেন?
উত্তর: পন্ডিতমশায় অনুপমের সুন্দর চেহারা শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন।
৫। অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?
উত্তর: অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন।
৬। অনুপমের পিতা পেশায় কী ছিলেন?
উত্তর: অনুপমের পিতা পেশায় উকিল ছিলেন।
৭। অনুপমের আসল অভিভাবক কে?
উত্তর: অনুপমের আসল অভিভাবক তার মামা।
৮। বিয়ে সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল?
উত্তর: বিয়ে সম্বন্ধে মামার একটা বিশেষ মত ছিল।
৯। অনুপমের বন্ধুর নাম কী?
উত্তর: অনুপমের বন্ধুর নাম হরিশ।
১০। হরিশ কোথায় কাজ করে?
উত্তর: হরিশ কানপুরে কাজ করে।
১১। ছুটিতে হরিশ কোথায় এসেছে?
উত্তর: ছুটিতে হরিশ কলকাতায় এসেছে।
১২। হরিশ অনুপমকে কী ধরনের মেয়ের সন্ধান দিয়েছিল?
উত্তর: হরিশ অনুপমকে খাসা মেয়ের সন্ধান দিয়েছিল।
১৩। অবকাশের মরুভূমির মধ্যে অনুপম কীসের মরীচিকা দেখছিল?
উত্তর: অবকাশের মরুভূমির মধ্যে অনুপম নারীরূপের মরীচিকা দেখছিল।
১৪। মেয়ের বয়স পনেরো শুনে কার মন ভার হলো?
উত্তর: মেয়ের বয়স পনেরো শুনে মামার মন ভার হলো।
১৫। মামা কলকাতার বাইরের পৃথিবীটাকে কোন দ্বীপের অন্তর্গত বলে জানেন?
উত্তর: মামা কলকাতার বাইরের পৃথিবীটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন।
১৬। বিশেষ কাজে মামা একবার কোথায় গিয়েছিলেন?
উত্তর: বিশেষ কাজে মামা একবার কোন্নগর গিয়েছিলেন।
১৭। এককালে কাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল?
উত্তর: এককালে শম্ভুনাথ সেনদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।
১৮। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?
উত্তর: কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাদাকে পাঠানো হলো।
১৯। বিনুদাদা অনুপমের সম্পর্কে কী হন?
উত্তর: বিনুদাদা অনুপমের সম্পর্কে পিস্তুতো ভাই হন।
২০। বিনুদাদার বুচি ও দক্ষতার ওপরে অনুপম কতটুকু নির্ভর করতে পারেন?
উত্তর: বিনুদাদার বুচি ও দক্ষতার ওপর গল্পকথক ষোলো আনা নির্ভর করতে পারেন।
২১। গল্পকথকের মতে কার ভাষাটা অত্যন্ত আঁট?
উত্তর: গল্পকথকের মতে বিনুদাদার ভাষাটা অত্যন্ত আঁট।
২২। বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?
উত্তর: বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কলকাতায় আসতে হলো।
২৩। কার চেহারা চোখে পড়বার মতো?
উত্তর: শম্ভুনাথ বাবুর চেহারা চোখে পড়বার মতো।
২৪। গল্পকথকের মতে বেহাই সম্প্রদায়ের কী থাকাটা দোষের?
উত্তর: গল্পকথকের মতে বেহাই সম্প্রদায়ের তেজ থাকাটা দোষের।
২৫। শম্ভুনাথ বাবুর স্মিতহাস্য বন্ধুটি পেশায় কী ছিলেন?
উত্তর: শম্ভুনাথ বাবুর স্মিতহাস্য বন্ধুটি পেশায় ছিলেন উকিল।
২৬। শম্ভুনাথ বাবুর মেয়ের গহনাগুলো কোন আমলের ছিল?
উত্তর: শম্ভুনাথ বাবুর মেয়ের গহনাগুলো তাঁর পিতামহীদের আমলের ছিল।
২৭। মামা অনুপমকে কোথায় গিয়ে বসতে বললেন?
উত্তর: মামা অনুপমকে সভায় গিয়ে বসতে বললেন।
২৮। বরযাত্রীদের খাওয়া শেষ হলে শম্ভুনাথ বাবু কাকে খেতে বললেন?
উত্তর: বরযাত্রীদের খাওয়া শেষ হলে শম্ভুনাথ বাবু অনুপমকে খেতে বললেন।
২৯। কার বিরুদ্ধে চলা অনুপমের পক্ষে অসম্ভব?
উত্তর: মামার বিরুদ্ধে চলা অনুপমের পক্ষে অসম্ভব।
৩০। কল্যাণীকে কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল?
উত্তর: কল্যাণীকে অনুপমের ফটোগ্রাফ দেখানো হয়েছিল।
৩১। অনুপমের মতে, তার ছবিটি কিসের মধ্যে লুকানো আছে?
উত্তর: অনুপমের মতে, তার ছবিটি একটি বাক্সের মধ্যে লুকানো আছে।
৩২। কে বিয়ে করবে না বলে পণ করেছে?
উত্তর: কল্যাণী বিয়ে করবে না বলে পণ করেছে।
৩৩। মাকে নিয়ে অনুপম কোথায় চলছিল?
উত্তর: মাকে নিয়ে অনুপম তীর্থে চলছিল।
৩৪। তীর্থে যাওয়ার সময় মায়ের ভার কার উপর ছিল?
উত্তর: তীর্থে যাওয়ার সময় মায়ের ভার অনুপমের উপর ছিল।
৩৫। শম্ভুনাথ সেনের মেয়ের নাম কী?
উত্তর: শম্ভুনাথ সেনের মেয়ের নাম কল্যাণী।
৩৬। কার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছে?
উত্তর: মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছে।
৩৭। বিয়ে ভাঙার পর কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?
উত্তর: বিয়ে ভাঙার পর কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে।
৩৮। কে লজ্জায় অনুপমের বিয়ের কথা তুলতে পারেন না?
উত্তর: মামা লজ্জায় অনুপমের বিয়ের কথা তুলতে পারেন না।
৩৯। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৬১ সালের ৭ মে।
৪০। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১২৬৮ সালের ২৫ বৈশাখ।
৪১। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৪১ সালের ৭ আগস্ট।
৪২। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা মৃত্যু সাল কত?
উত্তর: ১৩৪৮ সালের ২২ শ্রাবণ।
৪৩। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
৪৪। রবীন্দ্রনাথের জীবনাবসান ঘটে কোথায়?
উত্তর: জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে।
৪৫। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।
৪৬। রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কী?
উত্তর: সারদা দেবী।
৪৭। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৮। বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৯। কত সালে তিনি প্রথম ছোটগল্প রচনা করেন?
উত্তর: ১২৮৪ সালে।
৫০। কত বছর বয়সে তিনি প্রথম ছোটগল্প রচনা করেন?
উত্তর: ১৬ বছর বয়সে।
অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
৫১। কোন গল্প রচনার মাধ্যমে ছোটগল্পে তাঁর আত্মপ্রকাশ ঘটে?
উত্তর: ভিখারিনী।
৫২। রবীন্দ্রনাথ কতটি ছোটগল্প রচনা করেন?
উত্তর: ৯৫টি।
৫৩। কত বছর বয়সে ‘গল্পগুচ্ছ’ ছোটগল্পগ্রন্থ সংকলিত হয়?
উত্তর: ৬৪ বছর বয়সে।
৫৪। রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কী?
উত্তর: মুসলমানীর গল্প।
৫৫। রবীন্দ্রনাথের গল্পগ্রন্থগুলোর নাম কী?
উত্তর: সে, গল্পসল্প এবং লিপিকা।
৫৬। রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে?
উত্তর: কুষ্টিয়ায় শিলাইদহে বসবাসকালে।
৫৭। রবীন্দ্রনাথের উপন্যাসগুলো লিখ?
উত্তর: চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা।
৫৮। রবীন্দ্রনাথের নাটক কোনটি?
উত্তর: রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী।
৫৯। গজানন শব্দের অর্থ কী?
উত্তর: গজ আনন যার, গণেশ।
৬০। ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম কী?
উত্তর: ফল্গু।
৬১। অন্নপূর্ণা শব্দের অর্থ কী?
উত্তর: অন্নে পরিপূর্ণা, দেবী দুর্গা।
৬২। ‘গন্ডুষ’ অর্থ কী?
উত্তর: এক মুখ বা এককোষ জল।
৬৩। যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে তাকে কী বলে?
উত্তর: স্বয়ংবরা।
৬৪। গুড়গুড়ি শব্দের অর্থ কী?
উত্তর: আলবোলা/ফরাস/দীর্ঘ নলযুক্ত হুকাবিশেষ।
৬৫। উমেদারি অর্থ কী?
উত্তর: প্রার্থনা/ চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেয়া।
৬৬। কোন্নগর কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতার নিকটস্থ একটি স্থান।
৬৭। মনু কে?
উত্তর: বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনিবিশেষ।
৬৮। মনু সংহিতা কী ধরনের গ্রন্থ?
উত্তর: মনু প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ।
৬৯। প্রজাপতি কে?
উত্তর: জীবের স্রষ্টা ব্রহ্মা, যিনি বিয়ের দেবতা।
৭০। পঞ্চশর কী?
উত্তর: মদনদেবের ব্যবহার্য পাঁচ ধরনের বাণ।
৭১। কন্সর্ট কী?
উত্তর: নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান।
৭২। সওগাদ শব্দের অর্থ কী?
উত্তর: উপঢৌকন, ভেট।
৭৩। কষ্টিপাথর কী?
উত্তর: যে পাথরে ঘষে সোনার খাঁটিত্ব যাচাই করা হয়।
৭৪। মকর বা কুমিরের মুখের অনুরূপকে কী বলে?
উত্তর: মকরমুখো।
৭৫। শানাই, ঢোল ও কাঁসি- এই তিন বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান একত্রে কী বলে?
উত্তর: রসনচৌকি।
৭৬। অভ্র কী?
উত্তর: এক ধরনের খনিজ ধাতু।
৭৭। অভ্রের ঝাড় কাকে বলে?
উত্তর: অভ্রের তৈরি ঝাড়বাতি।
৭৮। মহানির্বাণ কী?
উত্তর: সব রকমের বন্ধন থেকে মুক্তি।
৭৯। পুরাণে বর্ণিত শেষ যুগের নাম কী?
উত্তর: কলিযুগ।
৮০। প্রদোষ শব্দের অর্থ কী?
উত্তর: সন্ধ্যা।
৮১। মৃদঙ্গ কী?
উত্তর: মাটির খোলের দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র।
৮২। গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে তাকে কী বলে?
উত্তর: ধুয়া।
৮৩। জড়িমা শব্দের অর্থ কী?
উত্তর: আড়ষ্টতা, জড়ত্ব।
৮৪। কিশলয়যুক্ত কচি ডালকে কী বলে?
উত্তর: মঞ্জুরী।
৮৫। একপত্তন অর্থ কী?
উত্তর: একপ্রস্থ।
৮৬। কানপুর কী?
উত্তর: ভারতের একটি শহর।
৮৭। ‘অপরিচিতা’ কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক ‘সবুজপত্র’ পত্রিকায়।
৮৮। ‘অপরিচিতা’ প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়।
৮৯। ‘অপরিচিতা’ প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের কোন গল্প সংকলনে?
উত্তর: ‘গল্পসপ্তক’ এ এবং পরে ‘গল্পগুচ্ছ’ তৃতীয় খণ্ড (১৯২৭)।
৯০। গল্পে যে নারীর কাহিনি বর্ণিত হয়েছে তার নাম কী?
উত্তর: কল্যাণী।
৯১। ‘অপরিচিতা’ কার জবানিতে লেখা গল্প?
উত্তর: উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প।
৯২। ‘মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্পের নাম কী?
উত্তর: অপরিচিতা।
৯৩। গল্পকথকের বয়স কত?
উত্তর: সাতাশ বছর।
৯৪। সুন্দর চেহারার জন্য পণ্ডিতমশায় গল্প কথককে তুলনা করতেন কীসের সাথে?
উত্তর: শিমুল ফুল ও মাকাল ফলের সাথে।
৯৫। কন্যাকে আশীর্বাদ করেছিলেন কে?
উত্তর: বিনুদাদা অনুপমের পিসতুতো ভাই।
৯৬। গল্পকথকের পিতার পেশা কী?
উত্তর: উকিল।
৯৭। গল্পকথকের পিতার অবকাশ হয় কখন?
উত্তর: মৃত্যুতে।
৯৮। গল্পকথক কার হাতে মানুষ?
উত্তর: মায়ের হাতে।
৯৯। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কে?
উত্তর: গল্পকথক।
১০০। অনুপমের আসল অভিভাবক কে?
উত্তর: মামা।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
১০১। মামা গল্পকথকের চেয়ে কত বড়?
উত্তর: ছয় বছর।
১০২। কীসের মতো মামা তাদের সংসারকে শুষে নিয়েছে?
উত্তর: ফল্গুর বালির মতো।
১০৩। মামার আসক্তি কীসের প্রতি?
উত্তর: টাকার প্রতি।
১০৪। অনুপমের মামা কেমন বেয়াই চায়?
উত্তর: যার টাকা নেই কিন্তু টাকা দিতে কসুর করে না।
১০৫। গল্প কথকের বন্ধুর নাম কী?
উত্তর: হরিশ।
১০৬। হরিশ কাজ করে কোথায়?
উত্তর: কানপুরে।
১০৭। গল্প কথক কি পাশ?
উত্তর: এম এ।
১০৮। বসন্ত বাতাসে বকুলবনের নব পল্লবরাশির মতো কাঁপে গল্প কথকের কী?
উত্তর: শরীর ও মন।
১০৯। হরিশ কেমন মানুষ?
উত্তর: রসিক।
১১০। হরিশ আসর জমাতে কেমন?
উত্তর: অদ্বিতীয়া।
১১১। মেয়ের চেয়ে কার খবরটা গুরুতর?
উত্তর: বাপের।
১১২। কন্যার বাপ কোথায় বাস করেন?
উত্তর: পশ্চিমে।
১১৩। বিয়ের সময় মেয়ের বয়স কত ছিল?
উত্তর: পনেরো।
১১৪। কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা কার অন্তর্গত জানেন?
উত্তর: আন্দামান দ্বীপের অন্তর্গত।
১১৫। জীবনে একবার মামা কোথায় বিশেষ কাজে গিয়েছিলেন?
উত্তর: কোনুগর।
১১৬। কন্যাকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছে কাকে?
উত্তর: গল্পকথকের পিসতুতো ভাই বিনু দাদাকে।
১১৭। বিনুদাদার ভাষাটা কেমন?
উত্তর: অত্যন্ত আঁট।
১১৮। চমৎকার শব্দকে বিনুদাদা কী বলেন?
উত্তর: চলনসই।
১১৯। গল্পকথকের ভাগ্যে প্রজাপতির সাথে বিরোধ কার নাই?
উত্তর: পঞ্চশরের।
১২০। কন্যার পিতার নাম কী?
উত্তর: শম্ভুনাথ বাবু।
১২১। কন্যার পিতা বিয়ের কত দিন পূর্বে গল্পকথককে দেখেন?
উত্তর: তিন দিন।
১২২। শম্ভুনাথবাবুর বয়স কত?
উত্তর: চল্লিশের কিছু এপারে বা ওপারে।
১২৩। শম্ভুনাথবাবু কেমন প্রকৃতির লোক ছিলেন?
উত্তর: নিতান্ত নির্জীব।
১২৪। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
উত্তর: তেইশ।
১২৫। বিয়ে ভাঙার পর পুনরায় কল্যাণীর সাথে যখন অনুপমের দেখা হয় তখন তার বয়স কত?
উত্তর: সাতাশ।
Related Posts
- বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত প্রশ্ন)
- বিলাসী গল্পের মূল বিষয়বস্তু সহজ ভাষায় – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
- আঠারো বছর বয়স কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- আঠারো বছর বয়স কবিতার মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- তাহারেই পড়ে মনে কবিতার ব্যাখ্যা ও সারমর্ম- একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা ও মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- সাম্যবাদী কবিতার প্রশ্ন ও উত্তর – কাজী নজরুল ইসলাম
- বিদ্রোহী কবিতার মূলভাব সহজ ভাষায় -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা