মমতাজ উদ্দিন আহমেদের ‘সুখী মানুষ’ মূলত একটি নাটক। নাটকটি বুঝিয়ে দেয় যে, প্রকৃত সুখ ধনসম্পদে নয় বরং অন্তরের প্রশান্তিতে নিহিত। এই পোস্টে সুখী মানুষ গল্পের প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি (MCQ) লিখে দিলাম।
Table of Contents
সুখী মানুষ গল্পের প্রশ্ন উত্তর
১। ‘কবিরাজ’ শব্দের প্রমিত উচ্চারণ কী?
উত্তর: কোবিরাজ।
২। ‘ফতুয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: জামা।
৩। ‘অসুখ’ শব্দের সঠিক উচ্চারণ কী?
উত্তর: অশুখ।
৪। ‘দুঃখী’ শব্দের প্রমিত উচ্চারণ কী?
উত্তর: দুখি।
৫। ‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না।’- এটি কার সংলাপ?
উত্তর: হাসুর।
৬। ‘সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না।’- এটি কার সংলাপ?
উত্তর: কবিরাজের।
৭। ‘মানুষ এবং প্রাণী অমর নয়- এটি কার সংলাপ?
উত্তর: কবিরাজের।
৮। ‘মোড়ল’ শব্দের অর্থ কী?
উত্তর: গ্রামের প্রধান।
৯। ‘সোনাদানা’ শব্দটি প্রমিত উচ্চারণে কী হবে?
উত্তর: শোনাদানা হবে।
১০। ‘সুখী মানুষ’ নাটকের সংলাপে কোন ভাষা ব্যবহার করা হয়েছে?
উত্তর: প্রমিত ভাষা।
১১। নাটকে সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদেরকে কী বলে?
উত্তর: চরিত্র।
১২। যাঁরা নাটক লেখেন— তাঁদের কী বলে?
উত্তর: নাট্যকার।
১৩। ‘নাটকে একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় তাকে কী বলে?
উত্তর: সংলাপ।
১৪। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’- কবিরাজ এ কথা কাকে বলেছে?
উত্তর: মোড়লকে বলেছে।
১৫। ‘আমার তো কোনো জামা নেই ভাই!’— এটি কার সংলাপ?
উত্তর: কাঠুরে লোকটির।
১৬। ‘সুখী মানুষ’ নাটকটি কার লেখা?
উত্তর: মমতাজউদদীন আহমদের।
১৭। সুবর্ণপুরের মানুষকে কে বড়ো জ্বালিয়েছে?
উত্তর: মোড়ল।
১৮। ‘নাটতে’ শব্দের সমার্থক কোনটি?
উত্তর: গোসল করতে।
১৯। ‘আত্মীয়’ শব্দটির শুদ্ধ উচ্চারণ কী হবে?
উত্তর: আর্তিয়ো।
২০। ‘মানুষের কান্না দেখলে কে হাসে?
উত্তর: মোড়ল।
২১। ‘সুখী মানুষ’ নাটকে মোড়ল চরিত্রের বয়স কত?
উত্তর: পঞ্চাশ বছর।
২২। ‘সুখী মানুষ’ নাটকে কোন চরিত্রের বয়স সবচেয়ে কম?
উত্তর: রহমত।
সুখী মানুষ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)
১। ‘সুখী মানুষ’ কী ধরনের রচনা?
(ক) উপন্যাস
(খ) কবিতা
(গ) ছোটোগল্প
(ঘ) নাটক
উত্তরঃ (ঘ) নাটক।
২। ‘সুখী মানুষ’ নাটকটি লিখেছেন কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) মুনতাসীর মামুন
(গ) সুকুমার রায়
(ঘ) মমতাজউদদীন আহমদ
উত্তরঃ (ঘ) মমতাজউদদীন আহমদ।
৩। যাঁরা নাটক লেখেন তাঁদের কী বলে?
(ক) নাট্যকার
(খ) গদ্যকার
(গ) নাট্য অভিনেতা
(ঘ) কবি
উত্তরঃ (ক) নাট্যকার।
৪। ‘সুখী মানুষ’ নাটকে কয়টি দৃশ্য রয়েছে?
(ক) দুই
(খ) চার
(গ) তিন
(ঘ) পাঁচ
উত্তরঃ (ক) দুই
৫। ‘সুখী মানুষ’ নাটকে কোন গ্রামের নাম উল্লেখ আছে?
(ক) সুবর্ণপুর
(খ) অলকাপুর
(গ) উদাসপুর
(ঘ) আনন্দপুর
উত্তরঃ (ক) সুবর্ণপুর।
৬। ‘সুখী মানুষ’ নাটকে কার অসুখ হয়েছে?
(ক) মোড়লের
(খ) হাসুর
(গ) রহমতের
(ঘ) লোকটির
উত্তরঃ (ক) মোড়লের।
৭। ‘সুখী মানুষ’ নাটকে মোড়ল কী চেয়েছে?
(ক) টাকা
(খ) শান্তি
(গ) জমিজমা
(ঘ) বাড়িঘর
উত্তরঃ (খ) শান্তি
৮। ‘সুখী মানুষ’ নাটকে মোড়লের স্বভাব কেমন?
(ক) অত্যাচারী শাসক
(খ) পরোপকারী
(গ) ভালো মানুষ
(ঘ) জনদরদি
উত্তরঃ (ক) অত্যাচারী শাসক।
৯। ‘সুখী মানুষ’ নাটকে ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ কথাটি কে বলেছে?
(ক) হাসু
(খ) কবিরাজ
(গ) রহমত
(ঘ) লোক
উত্তরঃ (খ) কবিরাজ
১০। ‘অমর’ শব্দের অর্থ কী?
(ক) যে পাপ করে
(খ) যে মরে যায়
(গ) যার মৃত্যু নেই
(ঘ) মরণাপন্ন ব্যক্তি
উত্তরঃ (গ) যার মৃত্যু নেই।
১১। পলাশ তার মাকে খুব ভালোবাসে। মায়ের অসুস্থতায় সে ভীষণ চিন্তিত। তাই সে মায়ের রোগমুক্তির পথ খুঁজতে থাকে। অনুচ্ছেদের পলাশ ‘সুখী মানুষ’ নাটকের কোন চরিত্রের প্রতিনিধি?
(ক) হাসু
(খ) লোক
(গ) রহমত
(ঘ) কবিরাজ
উত্তরঃ (গ) রহমত
১২। ‘সুখী মানুষ’ নাটকে মোড়ল—
i. অত্যন্ত লোভী
ii. মানবদরদি
iii. অত্যন্ত বিলাসী
নিচের কোনটি ঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ক) i
১৩। ‘সুখী মানুষ’ নাটকে লোক-
i. লোকালয়ে বাস করে
ii. কুঁড়েঘরে বাস করে
iii. একদম বিত্তহীন
নিচের কোনটি ঠিক?
(ক) i ও iii
(খ) ii ও iii
(গ) i, ii ও iii
(ঘ) i ও ii
উত্তরঃ (খ) ii ও iii
উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও ।
তিনি রসূলপুর গ্রামের চেয়ারম্যান রফিক সাহেব। জোরজবরদস্তি করে গ্রামের অনেক মানুষের ধন-সম্পদ ছিনিয়ে নিয়েছেন। কিন্তু তিনি সুখী নন। কারণ তার যে রোগ হয়েছে সেই রোগের কোনো চিকিৎসাপত্র নেই।
১৪। উদ্দীপকের রফিক সাহেব ‘সুখী মানুষ’ নাটকের কোন চরিত্রের প্রতিভূ?
(ক) মোড়ল
(খ) হাসু
(গ) কবিরাজ
(ঘ) রহমত
উত্তরঃ (ক) মোড়ল।
১৫। উদ্দীপকের রফিক সাহেব এবং ‘সুখী মানুষ’ নাটকের ইঙ্গিতবহ চরিত্র উভয়ের ক্ষেত্রে নিচের কোন কথাটি ঠিক?
(ক) নিজের চরকায় তেল দাও
(খ) চাচা আপন প্রাণ বাঁচা
(গ) লোভে পাপ, পাপে মৃত্যু
(ঘ) দাঁত থাকতে, দাঁতের মর্যাদা নেই
উত্তরঃ (গ) লোভে পাপ, পাপে মৃত্যু।
উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও ।
শান্তিপুরের এক গরিব চাষি আবেদ আলী। সে কখনো কারও ক্ষতি করে না। কারও ধন-সম্পদ দেখে ঈর্ষান্বিত হয় না । সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে আর সন্ধ্যে হলেই মনের শান্তিতে ঘুমিয়ে পড়ে।
১৬। উদ্দীপকের আবেদ আলী ‘সুখী মানুষ’ নাটকের কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করে?
(ক) মোড়ল
(খ) লোক
(গ) কবিরাজ
(ঘ) রহমত
উত্তরঃ (খ) লোক
১৭। উদ্দীপকের আবেদ আলী ও প্রতিনিধিত্ব চরিত্রের মধ্যে সাদৃশ্য হলো-
(ক) উভয়েরই জামা নাই
(খ) উভয়েই বনে থাকে
(গ) উভয়ের অর্থের লোভ নেই
(ঘ) উভয়েই কাঠ কাটে
উত্তরঃ (গ) উভয়ের অর্থের লোভ নেই।
Related Posts
- আবার আসিব ফিরে কবিতার মূলভাব ও ব্যাখ্যা-জীবনানন্দ দাশ
- বনলতা সেন কবিতার মূলভাব বা বিষয়বস্তু -জীবনানন্দ দাশ
- বনলতা সেন কবিতার ব্যাখ্যা লাইন বাই লাইন
- বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার মূলভাব ও ব্যাখ্যা
- ছিন্নমুকুল কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৭ম শ্রেণির বাংলা
- দুই বিঘা জমি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- কত দিকে কত কারিগর মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি (MCQ) – ৭ম শ্রেণির বাংলা