বাঁচতে দাও কবিতার প্রশ্ন উত্তর – ৬ষ্ঠ শ্রেণির বাংলা

শামসুর রাহমানের ‘বাঁচতে দাও’ কবিতাটি প্রকৃতি, পরিবেশ ও প্রাণিজগতের সুস্থ স্বাভাবিক বিকাশের শুভকামনার ভাব নিয়ে রচিত। এই পোস্টে বাঁচতে দাও কবিতার প্রশ্ন উত্তর – ৬ষ্ঠ শ্রেণির বাংলা লিখে দিলাম।

বাঁচতে দাও কবিতার প্রশ্ন উত্তর

১। যে বিলের পানি কালো দেখায় তাকে কী বলে?
উত্তর: যে বিলের পানি কালো দেখায় তাকে কাজল বিল বলে।

২। ‘বাঁচতে দাও’ কবিতার কবি কাদের বাঁচতে বলেছেন?
উত্তর: ‘বাঁচতে দাও’ কবিতায় কবি শিশু, পাখি, ফুলের কুঁড়ি সবাইকে আজ বাঁচতে বলেছেন।

৩। নরম রোদে কোন পাখি নাচ জুড়েছে?
উত্তর: নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে।

৪। কবি কী মেলতে এবং কাকে খেলতে দেওয়ার জন্য বলেছেন?
উত্তর: কবি নীল আকাশে সোনালি চিলের পাখা মেলতে এবং রাতের আঁধারে জোনাক পোকাকে খেলতে দেওয়ার কথা বলেছেন।

৫। কবি কী ফুটতে এবং কাকে ছুটতে দেওয়ার জন্য বলেছেন?
উত্তর: কবি ফুলবাগানে গোলাপ ফুল ফুটতে এবং রঙিন কাটা ঘুড়ির পিছে বালককে ছুটতে দেওয়ার জন্য বলেছেন।

৬। ‘নাইতে’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নাইতে’ শব্দের অর্থ হলো গোসল করতে।

৭। ‘বাঁচতে দাও’ কবিতাটি কার লেখা?
উত্তর: ‘বাঁচতে দাও’ কবিতাটি কবি শামসুর রাহমানের লেখা।

৮। সুজন মাঝি কোথায় নৌকা বাইছে?
উত্তর: সুজন মাঝি গহিন গাঙে নৌকা বাইছে।

৯। ‘জোনাক পোকা আলোর খেলা’ এর পরে কী হবে?
উত্তর: জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও।

১০। মধ্য দিনে নরম ছায়ায় কে ডেকে যাচ্ছে?
উত্তর: মধ্য দিনে নরম ছায়ায় ঘুঘু পাখি ডেকে যাচ্ছে।

১১। ‘বাঁচতে দাও’ কবিতায় ফুল বাগানে কোন ফুল ফোটার কথা উল্লেখ আছে?
উত্তর: ‘বাঁচতে দাও’ কবিতায় ফুল বাগানে গোলাপ ফুল ফোটার কথা উল্লেখ আছে।

১২। কবিতা কাকে বলে?
উত্তর: মনের ভাব যখন সুন্দর ভাষায় ছোটো ছোটো বাক্যে প্রকাশিত হয়, তখন তাকে কবিতা বলে।

১৩। ‘শিশু, পাখি, ফুলের কুঁড়ি’ এর পরে কী হবে?
উত্তর: শিশু, পাখি, ফুলের কুঁড়ি সবাইকে আজ বাঁচতে দাও।

১৪। পানকৌড়ি কোথায় মনের সুখে গোসল করছে?
উত্তর: পানকৌড়ি কাজল বিলে মনের সুখে গোসল করছে।

১৫। বালকটি কীসের পিছে ছুটছে?
উত্তর: বালকটি রঙিন কাটা ঘুড়ির পিছে ছুটছে।

১৬। ‘বাঁচতে দাও’ কবিতাটি শামসুর রাহমানের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘বাঁচতে দাও’ কবিতাটি শামসুর রাহমানের ‘রংধনুর সাঁকো’ নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে।

১৭। নীল আকাশে কোন পাখি পাখা মেলছে?
উত্তর: নীল আকাশে সোনালি চিল পাখি পাখা মেলছে।

১৮। কে প্রতিদিন আলোর খেলা খেলে?
উত্তর: জোনাক পোকা প্রতিদিন আলোর খেলা খেলে।

১৯। ‘বাঁচতে দাও’ কবিতাটি শামসুর রাহমানের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে?
উত্তর: রংধনুর সাঁকো।

২০। কে গহিন গাঙে নৌকা বাইছে?
উত্তর: সুজন মাঝি গহিন গাঙে নৌকা বাইছে।

২১। কাকে ডাকতে দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: ঘুঘু পাখিকে ডাকতে দেওয়ার কথা বলা হয়েছে।

২২। কে এবং কোথায় আঁকাআঁকি করছে?
উত্তর: একটি শিশু বালির ওপর আঁকাআঁকি করছে।

২৩। কাকে আঁকার স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: শিশুকে আঁকার স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে।

২৪। কবি কাকে ডাকতে এবং কাকে আঁকার স্বাধীনতা দেওয়ার জন্য বলেছেন?
উত্তর: কবি মধ্য দিনে নরম ছায়ায় ঘুঘু পাখিকে ডাকতে এবং বালির ওপর খেলার ছলে শিশুর আঁকাআঁকির স্বাধীনতা দেওয়ার জন্য বলেছেন।

Related Posts

Leave a Comment