ময়নামতির চর কবিতার প্রশ্ন উত্তর – ৭ম শ্রেণির বাংলা

“ময়নামতির চর” কবিতায় বন্দে আলী মিয়া পল্লি-প্রকৃতির বর্ণনায় নিপুণতার পরিচয় দিয়েছেন। এই পোস্টে ময়নামতির চর কবিতার প্রশ্ন উত্তর – ৭ম শ্রেণির বাংলা ৭ম শ্রেণির বাংলা বিষয় তুলে ধরলাম।

ময়নামতির চর কবিতার প্রশ্ন

১। কৃষকরা কোথায় কলাই বুনেছে?
উত্তর: নতুন চরে।

২। ‘ময়নামতীর চর’ কবিতায় কৃষকরা কী দিয়ে শব্দ করে?
উত্তর: ঠকঠকি।

৩। কৃষকরা কোথায় বিচালি বিছিয়েছে?
উত্তর: বিছানায়।

৪। কোন পাখিরা ঝগড়ায় লিপ্ত থাকে?
উত্তর: শালিক।

৫। বুনো ঝাউগাছ কোথায়?
উত্তর: নদীর এপারে।

৬। নদীর তীরে কারা রোদ পোহায়?
উত্তর: কুমিরেরা।

৭। আখের খেত কারা নষ্ট করে?
উত্তর: শূকরের পাল।

৮। বুড়ো বট গাছটি কোথায়?
উত্তর: নদীর ওপারে।

৯। গোরুগুলো শুয়ে শুয়ে কী করে?
উত্তর: জাবর কাটে।

১০। পদ্মার ওপার থেকে কারা আখ খেতে ছুটে আসে?
উত্তর: শূকর।

১১। গাঙচিল কেমন করে মাছ ধরে?
উত্তর: ছোঁ দিয়ে।

১২। কৃষকরা নতুন চরে কী করেছে?
উত্তর: কলাই বুনেছে।

১৩। ‘বাখারি’ শব্দের অর্থ কোনটি?
উত্তর: চাটাই।

১৪। কৃষকরা কীসের ওপর বিচালি বিছিয়েছে?
উত্তর: বাখারির ওপর।

১৫। ‘বিচালি’ শব্দের অর্থ কোনটি?
উত্তর: খড়।

১৬। কৃষকরা আখের খামার কখন পাহারা দিচ্ছে?
উত্তর: রাতে।

১৭। ‘ময়নামতীর চর’ কবিতার প্রধান বিষয় কী?
উত্তর: ময়নামতী চরের প্রাত্যহিক চিত্র ও জীবনযাত্রার ছবি।

১৮। কুমিরেরা কোথায় রোদ পোহাচ্ছে?
উত্তর: নদীর তীরে।

১৯। কোন পাখির অংশীদার হয়েছে?
উত্তর: গোচর পাখির।

২০। কৃষকরা কোন মাটিতে কলাই বুনেছে?
উত্তর: পলি।

২১। শূকরের পাল কোথা থেকে আসে?
উত্তর: পদ্মার ওপার থেকে।

২২। শালিক পাখি শুধু কী করছে?
উত্তর: ঝগড়া করছে।

২৩। নদীর মাঝখানে কী রয়েছে?
উত্তর: আগাছা।

২৪। কে মাছ ধরে গাছের ডালে বসে?
উত্তর: গাঙচিল।

২৫। খেতের কোণায় কৃষকরা কী করেছে?
উত্তর: ঘর তৈরি করেছে।

২৬। খেতের কোণায় কারা ঘর বেঁধেছে?
উত্তর: কৃষকরা।

২৭। চাষি কখন লাঙল দিয়েছে?
উত্তর: সকালে।

২৮। উঁচু পারে কে লাঙল দিয়েছে?
উত্তর: চাষি।

২৯। গাঙের ডট শব্দের অর্থ কোনটি?
উত্তর: নদীর তীর।

৩০। চকমকি পাথরকে কী বলা হয়?
উত্তর: ঠকঠকি।

৩১। গোচর পাখিরা কী খায়?
উত্তর: উকুন।

৩২। ষাঁড়গুলো কেমন?
উত্তর: স্বাধীনচেতা।

৩৩। কোন পাখির কোনো কাজ নেই?
উত্তর: শালিক।

৩৪। পদ্মার ওপার থেকে কারা আখ খেতে ছুটে আসে?
উত্তর: শূকর।

৩৫। কৃষকরা তাদের বিছানায় কী বিছিয়েছে?
উত্তর: বিচালি।

৩৬। কোন পাখি শুধু ঝগড়া করছে?
উত্তর: শালিক।

Related Posts

Leave a Comment