চাপ হলো বাহুর প্রতি ইউনিট ক্ষেত্রফল বরাবর প্রয়োগিত বল। শক্তি হলো কাজ করার ক্ষমতা। এটি বিভিন্ন রূপে থাকতে পারে, যেমন গতিশক্তি, সম্ভাব্য শক্তি, তাপশক্তি, ইত্যাদি। শক্তির ইউনিট হলো জুল (J)। এই পোস্টে ৯ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (বল, চাপ ও শক্তি) লিখে দিলাম।
৯ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১। গ্লাসের ওপর শক্ত কাগজ রেখে তার ওপর একটা মুদ্রা রেখে কাগজ টান দিলে মুদ্রা গ্লাসের ভেতরে পড়ে যায় কেন?
উত্তর: স্থিতি জড়তার কারণে।
২। নিউটনের প্রথম সূত্র হতে কীসের ধারণা পাওয়া যায়?
উত্তর: জড়তা এবং বলের গুণগত ধারণা।
৩। নিউটনের যুগান্তকারী বইয়ের নাম কী?
উত্তর: ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা।
৪। কোন কণার ভর নেই কিন্তু ভরবেগ আছে?
উত্তর: ফোটন কণার।
৫। বলের একক কী?
উত্তর: N (Newton)।
৬। ভরবেগের একক কী?
উত্তর: kg ms⁻¹।
৭। মৌলিক বল কয়টি?
উত্তর: ৪টি।
৮। সবচেয়ে দুর্বল মৌলিক বল কোনটি?
উত্তর: মহাকর্ষ বল।
৯। ভরবেগ কোন ধরনের রাশি?
উত্তর: ভেক্টর রাশি।
১০। নিউটনের ম্যাথমেটিকা বইটি কোন ভাষায় লেখা?
উত্তর: ল্যাটিন।
১১। ভর এবং বেগের গুণফল হলো-
উত্তর: ভরবেগ।
১২। বিটা রশ্মি ক্ষয় হয় কোন মৌলিক বলের কারণে?
উত্তর: দুর্বল নিউক্লিয় বল।
১৩। নিউটনের দ্বিতীয় সূত্র। পাঠ্যবই, পৃষ্ঠা ৫।
উত্তর: (প্রশ্ন না উল্লেখ করা হলেও এটি এখানে রাখা হয়েছে)।
১৪। ভরবেগের পরিবর্তনের হার পরিমাপ করা যায়-
উত্তর: নিউটনের দ্বিতীয় সূত্র হতে।
১৫। ভরবেগের একক কী?
উত্তর: kg ms⁻¹।
১৬। মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎ চৌম্বক বল কত গুণ বেশি শক্তিশালী?
উত্তর: ১০⁶।
১৭। প্রযুক্তির অপব্যবহার কী?
উত্তর: মানুষের কল্যাণের জন্য তৈরি প্রযুক্তি অন্যায়রূপে প্ৰয়োগ করা।
১৮। চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় কেন?
উত্তর: গতি জড়তার কারণে।
১৯। বল পরিমাপ করা যায়-
উত্তর: নিউটনের দ্বিতীয় সূত্র হতে।
২০। দুর্বল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বলের চেয়ে কতগুণ দুর্বল?
উত্তর: ১০⁻¹²।
২১। সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি?
উত্তর: সবল নিউক্লিয় বল।
২২। নিউটন কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
২৩। কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তুর গতি কেমন হবে তা নিউটনের কোন সূত্রে বলা হয়েছে?
উত্তর: প্রথম সূত্রে।
২৪। কোন বলের পাল্লা সবচেয়ে কম?
উত্তর: সবল নিউক্লিয় বল।
২৫। নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে?
উত্তর: কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার গতি সম্পর্কে বলা হয়েছে।
২৬। কোনো বল যতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করে তাকে কী বলে?
উত্তর: বলের পাল্লা।
২৭। সবল নিউক্লিয় বলের পাল্লা কত?
উত্তর: 10⁻¹⁵ m।
২৮। মহাকর্ষ বল এবং তড়িৎ চৌম্বক বলের পাল্লা কত?
উত্তর: অসীম।
২৯। জেট বিমানের ইঞ্জিন বা মহাশূন্যগামী রকেটের ইঞ্জিনে নিউটনের কোন সূত্র ব্যবহৃত হয়?
উত্তর: তৃতীয় সূত্র।
৩০। পিচ্ছিল জায়গায় হাঁটা কষ্টকর কেন?
উত্তর: প্রতিক্রিয়া বল পাওয়া যায় না বলে।
৩১। আমাদের হাঁটা কিংবা দৌড়ানোর পেছনে নিউটনের কোন সূত্র প্রয়োগ হয়?
উত্তর: তৃতীয় সূত্র।
৩২। সূর্যকেন্দ্রিক সৌরজগতের কথা বলেন কে?
উত্তর: নিকোলাস কোপার্নিকাস।
৩৩। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত?
উত্তর: 6.67 × 10⁻¹¹ Nm²/kg²।
৩৪। মহাকর্ষীয় ধ্রুবকের একক কী?
উত্তর: Nm²/kg²।
৩৫। অভিকর্ষজ ত্বরণের একক কী?
উত্তর: ms⁻²।
৩৬। চাপের একক কী?
উত্তর: Nm⁻² বা Pa (প্যাসকেল)।
৩৭। চাপ কোন ধরনের রাশি?
উত্তর: স্কেলার রাশি বা অদিক রাশি।
৩৮। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কীসের ওপর নির্ভর করে?
উত্তর: গভীরতা এবং তরলের ঘনত্ব।
৩৯। যদি বস্তুর ওজন এবং অপসারিত পানির ওজন সমান হয় তবে?
উত্তর: সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
৪০। যদি বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হয় তবে-
উত্তর: বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে।
৪১। বস্তুর ওজন অপসারিত পানির ওজনের বেশি হলে-
উত্তর: বস্তুটি ডুবে যাবে।
৪২। কাজ করার সামর্থ্যকে কী বলে?
উত্তর: শক্তি।
৪৩। যদি বল প্রয়োগ করে কোনো রস্তুকে বলের দিকে কিছুটা দূরত্বে সরিয়ে নেওয়া যায় তবে তাকে কী বলে?
উত্তর: কাজ।
৪৪। কাজের একক কী?
উত্তর: জুল (J)।
৪৫। কাজ কোন ধরনের রাশি?
উত্তর: স্কেলার রাশি।
৪৬। শক্তির একক কী?
উত্তর: জুল (J)।
Related Posts
- স্বাস্থ্য সুরক্ষা ৯ম শ্রেণি ২য় অধ্যায় (সব ছকের সমাধান)
- বৃষ্টি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- স্মৃতিস্তম্ভ কবিতার প্রশ্ন উত্তর -আলাউদ্দিন আল আজাদ -৯ম শ্রেণির বাংলা
- একাত্তরের দিনগুলি গল্পের মূলভাব- নবম-দশম শ্রেণির বাংলা
- Natures Tapestry Class 9 English Chapter 2 Answer (বাংলা অর্থসহ)
- ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দিয়ে বন্ধুকে চিঠি
- আবুল ফজলের সভ্যতার সংকট প্রবন্ধ প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা
- বিলেতে সাড়ে সাতশ দিন মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- স্বাস্থ্য সুরক্ষা ৯ম শ্রেণি ১ম অধ্যায় (সব ছকের সমাধান)
- পল্লী মা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা