ময়নামতির চর কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৭ম শ্রেণির বাংলা

“ময়নামতির চর” কবিতায় বন্দে আলী মিয়া পল্লি প্রকৃতির সৌন্দর্য এবং জীবনযাত্রার বাস্তবতা কাব্যিক ভাষায় তুলে ধরেছেন। এই পোস্টে ময়নামতির চর কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি ৭ম শ্রেণির বাংলা বিষয় তুলে ধরলাম। নদী, গাছ, প্রাণী, কৃষক এবং প্রকৃতির একত্রিত চিত্র কবিতার মাধ্যমে জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাংলার গ্রামীণ জীবনের এক সমৃদ্ধ চিত্র দেয়।

ময়নামতির চর কবিতার মূলভাব

‘ময়নামতীর চর’ কবিতায় কবি পল্লি-প্রকৃতির বর্ণনায় নিপুণতার পরিচয় দিয়েছেন। কবিতায় বর্ণিত, নদীর দুই পার- এ পারে বুনো ঝাউ আর ওপারে বুড়ো বট। নদীর উঁচু স্থানে প্রতিদিন সকালে চাষি লাঙল দিয়ে জমি চাষ করে। তটে কুমিরেরা রোদ পোহায়, গাঙচিল ছোঁ দিয়ে মাছ ধরে আর গিলে খায়। নদীর তীরে একপাল গোরু বিচরণ করছে। কেউ স্বাধীনভাবে মাটি মাখা দড়ি ছিঁড়ে চলে আসে খেতে, কেউ বা ঝিমায়, শুয়ে শুয়ে জাবর কেটে নিশ্বাস ছাড়ে। পাখিরা এদের গায়ে চড়ে উঁকুন উঠিয়ে খায়, বক পাখি, শালিক সবই এখানে দেখা যায়। যারা নতুন চরের পলি পড়া জমিতে কলাই বুনেছে তারাই আখের খেত পাহারা দিচ্ছে। বাঁশ পুঁতে তারা শূন্যে ঘর বেঁধেছে, শয্যার জন্য বিচালি বিছায়েছে, শীতে তারা মাঝ মাঠে খড়ের মশাল জ্বালায়। ওপার হতে পদ্মা সাঁতরিে শূকর এপারে আসে আর আখ খেয়ে ধ্বংস করে ।

ময়নামতির চর কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

১। ‘ময়নামতীর চর’ কবিতার প্রধান বিষয় কী?
উত্তর: ‘ময়নামতীর চর’ কবিতার প্রধান বিষয় ময়নামতী চরের প্রাত্যহিক চিত্র ও জীবনযাত্রার ছবি।

২। ‘ময়নামতীর চর’ কবিতায় কী কী প্রাণীর উল্লেখ রয়েছে?
উত্তর: ‘ময়নামতীর চর’ কবিতায় কুমির, খরশুলা ও দাঁড়িকানা মাছ, গাঙচিল, গোরু, উকুন, বক, শালিক, বরাহ প্রভৃতি পশুপাখি ও প্রাণীর উল্লেখ রয়েছে।

৩। বুনো ঝাউগাছ কোথায়?
উত্তর: বুনো ঝাউগাছ নদীর এপারে।

৪। বুড়ো বট গাছটি কোথায়?
উত্তর: বুড়ো বট গাছটি নদীর ওপারে।

৫। নদীর মাঝখানে কী রয়েছে?
উত্তর: নদীর মাঝখানে আগাছা রয়েছে।

৬। উঁচু পারে কে লাঙল দিয়েছে?
উত্তর: উঁচু পারে চাষি লাঙল দিয়েছে।

৭। চাষি কখন লাঙল দিয়েছে?
উত্তর: চাষি সকালে লাঙল দিয়েছে।

৮। কুমিরেরা কোথায় রোদ পোহাচ্ছে?
উত্তর: কুমিরেরা নদীর তীরে রোদ পোহাচ্ছে।

৯। বকেরা কোন পাখির অংশীদার হয়েছে?
উত্তর: বকেরা গোচর পাখির অংশীদার হয়েছে।

১০। কোন পাখি শুধু ঝগড়া করছে?
উত্তর: শালিক পাখি শুধু ঝগড়া করছে।

১১। কৃষকরা আখের খামার কখন পাহারা দিচ্ছে?
উত্তর: কৃষকরা আখের খামার রাতে পাহারা দিচ্ছে।

১২। খেতের কোণায় কারা ঘর বেঁধেছে?
উত্তর: খেতের কোণায় কৃষকরা ঘর বেঁধেছে।

১৩। খেতের কোণায় কৃষকরা কী করেছে?
উত্তর: খেতের কোণায় কৃষকরা ঘর তৈরি করেছে।

১৪। কৃষকরা তাদের বিছানায় কী বিছিয়েছে?
উত্তর: কৃষকরা তাদের বিছানায় বিচালি বিছিয়েছে।

১৫। কৃষকরা কোথায় বিচালি বিছিয়েছে?
উত্তর: কৃষকরা বিছানায় বিচালি বিছিয়েছে।

১৬। কৃষকরা কীসের ওপর বিচালি বিছিয়েছে?
উত্তর: কৃষকরা বাখারির ওপর বিচালি বিছিয়েছে।

১৭। কৃষকরা বাখারির ওপর কী বিছিয়েছে?
উত্তর: কৃষকরা বাখারির ওপর বিচালি বিছিয়েছে।

১৮। আখের খেত কারা নষ্ট করে?
উত্তর: আখের খেত শূকরের পাল নষ্ট করে।

১৯। শূকরের পাল কোথা থেকে আসে?
উত্তর: শূকরের পাল পদ্মার ওপার থেকে আসে।

২০। পদ্মার ওপার থেকে কারা আখ খেতে ছুটে আসে?
উত্তর: পদ্মার ওপার থেকে শূকরের দল আখ খেতে ছুটে আসে।

ময়নামতির চর কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

১। চাষিরা কখন লাঙল দিয়েছে?
(ক) দুপুরে
(খ) সকালে
(গ) বিকেলে
(ঘ) রাতে
উত্তর: (খ) সকালে

২। নদীর তীরে কারা রোদ পোহায়?
(ক) শু পাখিরা
(খ) কুমিরেরা
(গ) গাঙচিলেরা
(ঘ) শূকরের পাল
উত্তর: (খ) কুমিরেরা

৩। গাঙচিল কেমন করে মাছ ধরে?
(ক) ছোঁ দিয়ে
(খ) জলে নেমে
(গ) উড়তে উড়তে
(ঘ) গাছের ডালে বসে
উত্তর: (ক) ছোঁ দিয়ে

৪। কে মাছ ধরে গাছের ডালে বসে?
(ক) ঈগল
(খ) গাঙচিল
(গ) চিল
(ঘ) মাছরাঙা
উত্তর: (খ) গাঙচিল

৫। কারা স্বাধীনচেতা?
(ক) কৃষক
(খ) ষাঁড়গুলো
(গ) গাভিগুলো
(ঘ) গোরুগুলো
উত্তর: (খ) ষাঁড়গুলো

৬। গোরুগুলো শুয়ে শুয়ে কী করে?
(ক) ঘুমায়
(খ) জাবর কাটে
(গ) সময় কাটায়
(ঘ) মাছি তাড়ায়
উত্তর: (খ) জাবর কাটে

৭। গোচর পাখিরা কী খায়?
(ক) মাছ
(খ) উকুন
(গ) মাংস
(ঘ) ধান
উত্তর: (খ) উকুন

৮। গোচর পাখির অংশীদার কে?
(ক) ময়না
(খ) টিয়া
(গ) শালিক
(ঘ) বক
উত্তর: (গ) শালিক

৯। কোন পাখিরা ঝগড়ায় লিপ্ত থাকে?
(ক) শালিক
(খ) ময়না
(গ) চিল
(ঘ) ঘুঘু
উত্তর: (ক) শালিক

১০। কোন পাখির কোনো কাজ নেই?
(ক) ময়না
(খ) শালিক
(গ) টিয়া
(ঘ) কোকিল
উত্তর: (খ) শালিক

১১। কৃষকরা কোথায় কলাই বুনেছে?
(ক) নতুন চরে
(খ) উঠানে
(গ) বাগানের ধারে
(ঘ) বাড়ির পাশে
উত্তর: (ক) নতুন চরে

১২। কৃষকরা কোন মাটিতে কলাই বুনেছে?
(ক) পলি
(খ) এঁটেল
(গ) বেলে
(ঘ) দোআঁশ
উত্তর: (ক) পলি

১৩। ‘ময়নামতীর চর’ কবিতায় কৃষকরা কী দিয়ে শব্দ করে?
(ক) ঠকঠকি
(খ) ঢোল
(গ) বাঁশ
(ঘ) টিনের পাতলা
উত্তর: (ক) ঠকঠকি

১৪। পদ্মার ওপার থেকে কারা আখ খেত নষ্ট করতে ছুটে আসে?
(ক) শূকর
(খ) পাখি
(গ) গরু
(ঘ) গাধা
উত্তর: (ক) শূকর

১৫। ‘গাঙের ডট’ শব্দের অর্থ কোনটি?
(ক) নদীর তীর
(খ) নদীর ওপার
(গ) নদীর তলদেশ
(ঘ) নদীর পাশ
উত্তর: (ক) নদীর তীর

১৬। ‘বাখারি’ শব্দের অর্থ কোনটি?
(ক) বাঁশ
(খ) চাটাই
(গ) কাঠি
(ঘ) লগি
উত্তর: (খ) চাটাই

১৭। ‘বিচালি’ শব্দের অর্থ কোনটি?
(ক) খড়
(খ) মাছ
(গ) চালা
(ঘ) বাঁশের চাটাই
উত্তর: (ক) খড়

১৮। চকমকি পাথরকে কী বলা হয়?
(ক) ঠকঠকি
(খ) রাঠি
(গ) কিরে
(ঘ) চকমকি
উত্তর: (ক) ঠকঠকি

আরও পড়ুনঃ মাঝি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৭ম শ্রেণির বাংলা

আরও পড়ুনঃ নোলক কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৭ম শ্রেণির বাংলা

Related Posts

Leave a Comment