পল্লী মা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা

“পল্লি-মা” কবিতাটি কবি গোলাম মোস্তফার একটি গুরুত্বপূর্ণ রচনা। গোলাম মোস্তফা বাংলা সাহিত্যের এক প্রখ্যাত কবি, যিনি তার গ্রামীণ জীবন এবং লোকসংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন। এই পোস্টে পল্লী মা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা বিষয় দিলাম।

পল্লী মা কবিতার মূলভাব

‘পল্লি-মা’ কবিতায় কবি গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরেছেন এবং সেখানকার মানুষের জয়গান গেয়েছেন। জীবনের প্রয়োজনে কবিকে গ্রাম থেকে শহরে যেতে হয়। তার এই যাওয়া মোটেই আনন্দের নয়। এই কারণে বিদায় বেলায় তিনি অশ্রুসিও। কবির পল্লি-মা স্নেহময়ী রূপ নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। গ্রামের অপরূপ প্রকৃতিকে কবি চমৎকারভাবে তুলে ধরেছেন এই কবিতায়। যেখানে মাঠে মাঠে গোরু চরে, গাছে গাছে পাখিরা গান গায়, গোরু-মহিষের পিঠে শালিক পাখি, সবুজ ধানে ছাওয়া মাঠ প্রভৃতি বিষয় কবি তুলে ধরেছেন। তিনি গ্রামের চাষিদের কাজকর্মের কথা বলেছেন। তারা কাস্তে হাতে মাঠে কাজ করতে যায়। রোদে কাজ করে তারা ক্লান্ত হয়ে গাছের স্নিগ্ধ ছায়ায় বিশ্রাম নেয়। কবি মনে করেন, তারাই পল্লি-মায়ের সত্যিকারের সন্তান, দেশের ভালোবাসা। কারণ তারা গ্রামেই শান্তি-সুখে বসবাস করে, কোনো মোহে জড়ায় না। কবি মনে করেন, গ্রামের কুঁড়েঘরগুলোতে চিরসুখ বিরাজ করে, যা শহরের অট্টালিকায় পাওয়া যাবে না। পল্লির একজন সন্তান হিসেবে তিনি জানেন এই পল্লিপ্রাণে গভীর তৃপ্তি লুকিয়ে আছে। মাতৃভূমির গোপন বিত্ত গ্রামের এই সহজ-সরল মানুষজন খুঁজে পেয়েছে, যার ফলে শহরের মানুষের মতো তারা মোহের পিছনে ছোটে না। এই বিষয়গুলোই কবি ‘পল্লি-মা’ কবিতায় তুলে ধরেছেন।

পল্লী মা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১। ‘পল্লি-মা’ কবিতায় ট্রেন কোথা দিয়ে ছুটে চলে?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় ট্রেন গ্রামের মুক্ত মাঠ দিয়ে ছুটে চলে।

২। ‘পল্লি-মা’ কবিতায় বিয়োগ-ব্যথায় কার চোখে অশ্রু আসে?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় বিয়োগ-ব্যথায় কবির চোখে অশ্রু আসে।

৩। ‘পল্লি-মা’ কবিতায় মা কী দেখে আনন্দিত?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় মা সন্তানের পুলক দেখে আনন্দিত।

৪। ‘পল্লি-মা’ কবিতায় কে মায়ের আপন ছেলে?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় গ্রামের কৃষকেরা মায়ের আপন ছেলে।

৫। ‘পল্লি-মা’ কবিতায় কোথায় গরু চরে?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় মাঠে গরু চরে।

৬। ‘পল্লি-মা’ কবিতায় কবি কার গানে বনের বুকে কম্পন জাগার কথা বলেছেন?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় কবি পাখির গানে বনের বুকে কম্পন জাগার কথা বলেছেন।

৭। ‘পল্লি-মা’ কবিতায় কে গোরু চরায়?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় রাখাল ছেলে গোরু চরায়।

৮। ‘পল্লি-মা’ কবিতায় কে অশথ-মূলে বাঁশি বাজায়?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় রাখাল ছেলে অশথ-মূলে বাঁশি বাজায়।

৯। ‘পল্লি-মা’ কবিতায় দুপুরবেলার রৌদ্র-তাপে কারা ক্লান্ত হয়?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় কৃষক দুপুরবেলার রৌদ্র-তাপে ক্লান্ত হয়।

১০। ‘পল্লি-মা’ কবিতার কবির মতে কে স্নিগ্ধ-শীতল আঁচল-হাওয়া দেয়?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতার কবির মতে পল্লি প্রকৃতি-মা স্নিগ্ধ-শীতল আঁচল-হাওয়া দেয়।

১১। ‘পল্লি-মা’ কবিতায় কৃষক কোন জলে তৃষ্ণা মেটাল?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় কৃষক কালো দিঘির জলে তৃষ্ণা মেটাল।

১২। ‘পল্লি-মা’ কবিতায় কবি কোথায় সুখ নেই বলে উল্লেখ করেছে?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় কবি অট্টালিকায় কিংবা রাজার ঘরে সুখ নেই বলে উল্লেখ করেছেন।

১৩। ‘পল্লি-মা’ কবিতায় কবি কোথায় গভীর তৃপ্তি লুকিয়ে থাকার কথা বলেছেন?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতায় কবি পল্লি-প্রকৃতিতে গভীর তৃপ্তি লুকিয়ে থাকার কথা বলেছেন।

১৪। গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: গোলাম মোস্তফা ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন।

১৫। গোলাম মোস্তফা কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: গোলাম মোস্তফা ১৯৬৪ সালে মৃত্যুবরণ করেন।

১৬। ‘বনি আদম’ কার লেখা বিখ্যাত গ্রন্থ?
উত্তর: ‘বনি আদম’ গোলাম মোস্তফার লেখা বিখ্যাত গ্রন্থ।

১৭। রক্তরাগ, হাস্নাহেনা, বিশ্বনবী — গ্রন্থগুলো কার লেখা?
উত্তর: রক্তরাগ, হাস্নাহেনা, বিশ্বনবী গ্রন্থগুলো কবি গোলাম মোস্তফার লেখা।

১৮। ‘পল্লি-মা’ কবিতাটির কবির নাম কী?
উত্তর: ‘পল্লি-মা’ কবিতাটির কবির নাম গোলাম মোস্তফা।

১৯। পল্লি-মায়ের বুক ছেড়ে কবি কোথায় যাচ্ছে?
উত্তর: পল্লি-মায়ের বুক ছেড়ে কবি শহরে প্রবাসে যাচ্ছে।

২০। ‘পল্লি-মা’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
উত্তর: ‘পল্লি-মা’ বলতে কবি গ্রামের প্রকৃতিকে বুঝিয়েছেন।

পল্লী মা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

১. গোলাম মোস্তফার জন্ম কত সালে?
(ক) ১৯৯৭
(খ) ১৮৯৭
(গ) ১৯৬৪
(ঘ) ১৮৬৪
উত্তর: (খ) ১৮৯৭

২. গোলাম মোস্তফার মৃত্যু কত সালে?
(ক) ১৯৬৪
(খ) ২০০৩
(গ) ১৯৫০
(ঘ) ১৯৫৭
উত্তর: (ক) ১৯৬৪

৩. নিচের কোনটি গোলাম মোস্তফার রচিত বই নয়?
(ক) খোশরোজ
(খ) রক্তকরবী
(গ) বিশ্বনবি
(ঘ) বনি আদম
উত্তর: (খ) রক্তকরবী

৪. ‘পল্লি-মা’ কবিতাটি কার রচিত?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) জমিসউদ্দীন
(গ) গোলাম মোস্তফা
(ঘ) ফররুখ আহমদ
উত্তর: (গ) গোলাম মোস্তফা

৫. ‘পল্লি-মা’ কবিতার কথক পল্লি মায়ের বুক ছেড়ে কোথায় যাচ্ছে?
(ক) প্রবাস পথে
(খ) লড়াই পথে
(গ) শহর পথে
(ঘ) যুদ্ধ পথে
উত্তর: (ক) প্রবাস পথে

৬. ‘পল্লি-মা’ কবিতার মাঠে লেজ দুলিয়ে কী চরে?
(ক) গোরু
(খ) ছাগল
(গ) ঘোড়া
(ঘ) হাতি
উত্তর: (ক) গোরু

৭. ‘পল্লি-মা’ কবিতার কথক কোন বাহনের মাধ্যমে যাত্রা করছে?
(ক) বাস
(খ) রিকশা
(গ) ট্রেন
(ঘ) বাষ্প-রথ
উত্তর: (ঘ) বাষ্প-রথ

৮. ‘পল্লি-মা’ কবিতায় কথকের উদাস হৃদয় কোথায় তাকিয়ে থাকে?
(ক) মায়ের সোনালি মুখের পানে
(খ) মায়ের শ্যামল মুখের পানে
(গ) মুক্ত মাঠের পথে
(ঘ) সবুজ গ্রামের পথে
উত্তর: (খ) মায়ের শ্যামল মুখের পানে

৯. ‘পল্লি-মা’ কবিতায় বিদায়বেলার বিয়োগ-ব্যথা কী আনে?
(ক) দুঃখ আনে
(খ) বিষাদ আনে
(গ) কষ্ট আনে
(ঘ) অশ্রু আনে
উত্তর: (ঘ) অশ্রু আনে

১০. ‘পল্লি-মা’ কবিতায় পল্লি মা কোন রূপ ধরে দাঁড়িয়ে আছে?
(ক) বিষাদময়ী রূপ ধরে
(খ) ভালোবাসার রূপ ধরে
(গ) স্নেহময়ী রূপ ধরে
(ঘ) কান্নার রূপ ধরে
উত্তর: (গ) স্নেহময়ী রূপ ধরে

১১. ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত পাখির গানের সুখে কোথায় কাঁপন?
(ক) কবির মনে
(খ) বনের বুকে
(গ) মুক্ত মাঠে
(ঘ) মায়ের মুখে
উত্তর: (খ) বনের বুকে

১২. ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত কালো চাষা কী হাতে নিয়ে চলে?
(ক) লাঙল
(খ) মাথাল
(গ) কাস্তে
(ঘ) জালা
উত্তর: (গ) কাস্তে

১৩. ‘পল্লি-মা’ কবিতায় গোরু-মহিষের পাশে কী চরে?
(ক) গাধা
(খ) ভেড়া
(গ) শালিক
(ঘ) ধানের জাত
উত্তর: (গ) শালিক

১৪. ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ধেনু অর্থ কী?
(ক) ছাগল
(খ) শালিক
(গ) গরু
(ঘ) ভেড়া
উত্তর: (গ) গরু

১৫. ‘পল্লি-মা’ কবিতায় কোন দিঘির জলে তৃষ্ণা-জ্বালা মিটে?
(ক) কালো দিঘি
(খ) ছোটো দিঘি
(গ) বড়ো দিঘি
(ঘ) লম্বা দিঘি
উত্তর: (ক) কালো দিঘি

১৬. ‘পল্লি-মা’ কবিতায় ব্যবহৃত ‘জালা’ অর্থ কী?
(ক) কষ্ট
(খ) মাটির বড়ো পাত্র
(গ) আগুন
(ঘ) মাচা
উত্তর: (খ) মাটির বড়ো পাত্র

১৭. ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত কোন ধানে মাঠে ছেয়েছে?
(ক) আমন ধানে
(খ) সবুজ ধানে
(গ) হলুদ ধানে
(ঘ) বোরো ধানে
উত্তর: (খ) সবুজ ধানে

১৮. ‘পল্লি-মা’ কবিতায় ব্যবহৃত কৃষক-বালা কোথা থেকে ফিরে আসছে?
(ক) মাঠ থেকে
(খ) বাড়ি থেকে
(গ) ধানখেত থেকে
(ঘ) নদী থেকে
উত্তর: (ঘ) নদী থেকে

১৯. ‘পল্লি-মা’ কবিতায় ব্যবহৃত ‘জাংলা’ অর্থ কী?
(ক) পাত্র
(খ) মাচা
(গ) ঘাস
(ঘ) চুল
উত্তর: (খ) মাচা

২০. ‘পল্লি-মা’ কবিতায় ব্যবহৃত ‘চিকুর’ অর্থ কী?
(ক) চিৎকার
(খ) স্থান
(গ) আওয়াজ
(ঘ) চুল
উত্তর: (ঘ) চুল

২১. ‘পল্লি-মা’ কবিতায় ব্যবহৃত ‘টোটা’ কী?
(ক) অস্ত্রবিশেষ
(খ) মাচা
(গ) দূর হওয়া
(ঘ) নাচ
উত্তর: (গ) দূর হওয়া

২২. ‘পল্লি-মা’ কবিতায় ‘বাম্প-রথ’ অর্থ কী?
(ক) নৌকা
(খ) বাস
(গ) রেলগাড়ি
(ঘ) সাইকেল
উত্তর: (গ) রেলগাড়ি

২৩. ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ‘বেণু’ অর্থ কী?
(ক) বাঁশি
(খ) বাতাস
(গ) গাছ
(ঘ) চুল
উত্তর: (ক) বাঁশি

২৪. ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ‘অশত্থ’ কী?
(ক) পদ্ম
(খ) বাতাস
(গ) গাছ
(ঘ) ফুল
উত্তর: (গ) গাছ

২৫. ‘পল্লি-মা’ কবিতায় উল্লিখিত ‘ভুঞ্জিতে’ অর্থ কী?
(ক) ভোগ করতে
(খ) লোভ করতে
(গ) ত্যাগ করতে
(ঘ) লাভ করতে
উত্তর: (ক) ভোগ করতে

আরও পড়ুনঃ বৃষ্টি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা

আরও পড়ুনঃ কবর কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা

আরও পড়ুনঃ স্মৃতিস্তম্ভ কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা

আরও পড়ুনঃ আমি কোনো আগন্তুক নই কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা

Related Posts

1 thought on “পল্লী মা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা”

Leave a Comment