‘কবর’ কবিতায়, কবি জসীমউদ্দীন এক বৃদ্ধ তার পরিবারের মৃত্যু ও তার জীবনের শোকগাথা তুলে ধরেছেন। কবি বৃদ্ধের শোক ও কষ্টের দিকগুলি অত্যন্ত অনুভূতিপূর্ণভাবে বর্ণনা করেছেন। এই পোস্টে কবর কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা করে দিলাম। এই কবিতার মাধ্যমে তিনি বৃদ্ধের দুঃখ, তার স্ত্রীর স্মৃতি এবং কবরের দৃশ্য তুলে ধরেছেন যা পাঠকদের গভীর ভাবে ভাবিয়ে তোলে।
Table of Contents
কবর কবিতার মূলভাব
‘কবর’ কবিতায় কবি একজন বৃদ্ধ দাদার মাধ্যমে তার নাতির কাছে নিজের স্ত্রী, পুত্র ও পুত্রবধূর মৃত্যুর বেদনাদায়ক স্মৃতি তুলে ধরেছেন। কবিতাটিতে বৃদ্ধ দাদা একে একে তার প্রিয়জনদের হারানোর করুণ কাহিনি একমাত্র নাতির কাছে তুলে ধরেছেন। প্রথমেই বৃদ্ধ দাদা তার স্ত্রীর অকালে মরে যাওয়ার বেদনাদায়ক কাহিনি বর্ণনা করেছেন। অল্পবয়সে তাকে বিয়ে করেছিলেন তিনি । সুখে-দুঃখে দুজনে একে অপরের পাশে ছিলেন সব সময়। দুজনে মিলে সুখের সংসার বেঁধেছিলেন। সেই সুখ বেশিদিন থাকেনি। আদরের স্ত্রী তাকে ব্যথা দিয়ে হঠাৎ করে কবরে চলে গেলেন। এভাবে তার পুত্র এবং পুত্রবধূও একে একে চলে গেল না ফেরার দেশে। আর এসব করুণ কাহিনি তিনি তার এতিম নাতিকে অত্যন্ত দুঃখভারাক্রান্ত মন নিয়ে বর্ণনা করছেন যা যেকোনো হৃদয়কে মর্মাহত করে। বৃদ্ধ তার জীবনে যাকেই জড়িয়ে ধরেছেন সেই তাকে ছেড়ে চলে গেছে কবরের অন্ধকার জগতে । কবি এই করুণ ঘটনাগুলোই দাদা ও নাতির মাধ্যমে ‘কবর’ কবিতায় তুলে ধরেছেন।
কবর কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১। ‘কবর’ কবিতায় দাদিকে কোন গাছের তলে কবর দেওয়া হয়েছিল?
উত্তর: ‘কবর’ কবিতায় দাদিকে ডালিম গাছের তলে কবর দেওয়া হয়েছিল।
২। ‘কবর’ কবিতায় দাদি কত বছর যাবৎ কবরে শুয়ে আছে?
উত্তর: ‘কবর’ কবিতায় দাদি ত্রিশ বছর যাবৎ কবরে শুয়ে আছে।
৩। ‘কবর’ কবিতায় কে দাদুর সাথে শত তামাশা করত?
উত্তর: ‘কবর’ কবিতায় দাদুর ভাবিসাব দাদুর সাথে শত তামাশা করত।
৪। ‘কবর’ কবিতায় দাদু কখন শ্বশুরবাড়ি ছুটে যেতেন?
উত্তর: ‘কবর’ কবিতায় দাদু সন্ধ্যাবেলায় শ্বশুরবাড়ি ছুটে যেতেন।
৫। ‘কবর’ কবিতায় সারা বাড়ি কী ছড়িয়ে দিয়েছিল?
উত্তর: ‘কবর’ কবিতায় সারা বাড়ি সোনা ছড়িয়ে দিয়েছিল।
৬। ‘কবর’ কবিতায় দাদুর পুত্রবধূ কী ধরে কাঁদত?
উত্তর: ‘কবর’ কবিতায় দাদুর পুত্রবধূ জোয়ান বলদের গলা ধরে কাঁদত।
৭। ‘কবর’ কবিতায় কারা সারা রাত আলো জ্বেলে জেগে থাকে?
উত্তর: ‘কবর’ কবিতায় সারা রাত আলো জ্বেলে জেগে থাকে জোনাকি মেয়েরা।
৮। ‘কবর’ কবিতায় করুণ রসাত্মক প্রধান হয়ে উঠেছে কী?
উত্তর: ‘কবর’ কবিতায় করুণ রসাত্মক প্রধান হয়ে উঠেছে গ্রামীণ বৃদ্ধের জীবনের গভীর বেদনাগাথা।
৯। ‘কবর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়?
উত্তর: ‘কবর’ কবিতাটি ‘রাখালী’ কাব্যগ্রন্থে সংকলিত হয়।
১০। কবি জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: কবি জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
১১। ‘কবর’ কবিতাটি কীসের উদাহরণ?
উত্তর: ‘কবর’ কবিতাটি নাটকীয় স্বগতোক্তির উদাহরণ।
১২। ‘আধালে’ মানে কী?
উত্তর: ‘আধালে’ মানে গোয়ালে বা গোশালায়।
১৩। জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯০৩ খ্রিস্টাব্দে।
১৪। ‘কবর’ কবিতায় প্রতি চরণে মাত্রা সংখ্যা কত?
উত্তর: ‘কবর’ কবিতায় প্রতি চরণে মাত্রা সংখ্যা ২০।
১৫। ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘কবর’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
১৬। ‘কবর’ কবিতায় দাদি কেন কেঁদে বুক ভাসাত?
উত্তর: পুতুলের বিয়ে ভেঙে যেত বলে দাদি কেঁদে বুক ভাসাত।
১৭। বৃদ্ধ কয় পয়সার তামাক মাজন নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিল?
উত্তর: বৃদ্ধ দেড় পয়সার তামাক মাজন নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিল।
১৮। ‘দেড়ি’ শব্দের অর্থ কী?
উত্তর: দেড়ি শব্দের অর্থ সঞ্চয়, জমা।
১৯। জসীমউদ্দীন কী নামে পরিচিত?
উত্তর: জসীমউদ্দীন ‘পল্লিকবি’ নামে পরিচিত।
২০। ‘কবর’ কবিতায় বৃদ্ধের পুত্রবধূ দু হাতে কী জড়িয়ে ধরে কাঁদত?
উত্তর: বৃদ্ধের পুত্রবধূ দু হাতে লাঙল-জোয়াল জড়িয়ে ধরে কাঁদত।
২১। ‘কবর’ কবিতায় ‘জোড়মানিক’ কারা?
উত্তর: ‘কবর’ কবিতায় জোড় মানিক বৃদ্ধের পুত্র ও পুত্রবধূ।
২২। ‘কবর’ কবিতায় দাদুর পুত্রবধূ কী ধরে কাঁদত?
উত্তর: ‘কবর’ কবিতায় দাদুর পুত্রবধূ জোয়ান বলদের গলা ধরে কাঁদত।
২৩। ‘কবর’ কবিতার সমাপ্তি কীভাবে ঘটেছে?
উত্তর: শোকার্ত হাহাকার দিয়ে ‘কবর’ কবিতাটির সমাপ্তি ঘটেছে।
কবর কবিতার বহুনির্বাচনি প্রশ্ন
১। ‘কবর’ কবিতায় কবি বৃদ্ধের কোন আত্মীয়কে সোনামুখের সঙ্গে তুলনা করেছেন?
(ক) স্ত্রীকে
(খ) পুত্রবধূকে
(গ) কন্যাকে
(ঘ) নাতনিকে
উত্তর: (ক) স্ত্রীকে
২ ‘কবর’ কবিতায় দাদু শ্বশুরবাড়ি যাওয়ার সময় কোন হাটে কেনাকাটা করতেন?
(ক) গজনার হাটে
(খ) উজানতলীর হাটে
(গ) শাপলার হাটে
(ঘ) কাজিবাড়ির হাটে
উত্তর: (গ) শাপলার হাটে
৩ ‘কবর’ কবিতায় দাদি সবচেয়ে বেশি খুশি কী পেলেন?
(ক) নাকের নথ
(খ) হাটের তরমুজ
(গ) তামাক মাজন
(ঘ) পুঁতির মালা
উত্তর: (গ) তামাক মাজন
৪ ‘কবর’ কবিতাটির শুরুতে প্রকাশ পেয়েছে কোনটি?
(ক) শোকার্ত হাহাকার
(খ) গভীর সহানুভূতি
(গ) শোকগাথা
(ঘ) গভীর বেদনা
উত্তর: (ক) শোকার্ত হাহাকার
৫। বাংলা সাহিত্যে জসীমউদ্দীন কোন কবি হিসেবে পরিচিত?
(ক) পল্লিকবি
(খ) দুঃখবাদের কবি
(গ) নাগরিক কবি
(ঘ) মরমি কবি
উত্তর: (ক) পল্লিকবি
৬। ‘নক্সী-কাঁথার মাঠ’ কার লেখা?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) সুকান্ত ভট্টাচার্য
(গ) শামসুর রাহমান
(ঘ) জসীমউদ্দীনের
উত্তর: (ঘ) জসীমউদ্দীনের
৭। ‘ধানখেত’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
(ক) জসীমউদ্দীন
(খ) শামসুর রাহমান
(গ) শওকত ওসমান
(ঘ) ফররুখ আহমদ
উত্তর: (ক) জসীমউদ্দীন
৮। কবি জসীমউদ্দীনের জন্মসাল কোনটি?
(ক) ১৯০৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯০৩ খ্রিস্টাব্দে
৯। ‘কবর’ কবিতার প্রথম স্তবকে কার মৃত্যুর কথা বলা হয়েছে?
(ক) স্ত্রীর
(খ) পুত্রবধূর
(গ) নাতনির
(ঘ) ছেলের
উত্তর: (ক) স্ত্রীর
১০। ‘কবর’ কবিতায় দাদিকে কোন গাছের তলে কবর দেওয়া হয়েছিল?
(ক) আম গাছের তলে
(খ) ডালিম গাছের তলে
(গ) পেয়ারা গাছের তলে
(ঘ) জাম গাছের তলে
উত্তর: (খ) ডালিম গাছের তলে
১১। ‘কবর’ কবিতায় দাদির কবর করার বছর কত?
(ক) বিশ বছর
(খ) বাইশ বছর
(গ) পঁচিশ বছর
(ঘ) ত্রিশ বছর
উত্তর: (ঘ) ত্রিশ বছর
১২। ‘কবর’ কবিতায় দাদি কার বিয়ে ভেঙে গেলে কেঁদে বুক ভাসাত?
(ক) পুতুলের
(খ) পাখির
(গ) টুনির
(ঘ) বকুলের
উত্তর: (ক) পুতুলের
১৩। ‘কবর’ কবিতায় সারা বাড়ি কী ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে?
(ক) রুপা
(খ) সোনা
(গ) পাথর
(ঘ) ডায়মন্ড
উত্তর: (খ) সোনা
১৪। ‘কবর’ কবিতায় বৃদ্ধের সঙ্গে তামাশা করত কে?
(ক) নাতি
(খ) পাড়ার লোক
(গ) বন্ধুরা
(ঘ) ভাবি সাব
উত্তর: (ঘ) ভাবি সাব
১৫। ‘কবর’ কবিতায় বৃদ্ধ কোন হাটে তরমুজ বিক্রি করত?
(ক) শাপলার হাটে
(খ) বিরাট হাটে
(গ) গজনার হাটে
(ঘ) কানির হাটে
উত্তর: (ক) শাপলার হাটে
১৬। ‘কবর’ কবিতায় বৃদ্ধ কয় পয়সার তামাক মাজন নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিল?
(ক) পাঁচ পয়সার
(খ) দুই পয়সার
(গ) দেড় পয়সার
(ঘ) তিন পয়সার
উত্তর: (গ) দেড় পয়সার
১৭। ‘কবর’ কবিতায় কী নেড়ে নেড়ে দাদি হেসে কথা বলত?
(ক) নূপুর
(খ) টিকলি
(গ) চুড়ি
(ঘ) নথ
উত্তর: (ঘ) নথ
১৮। ‘কবর’ কবিতায় আধালে কয়টি জোয়ান বলদ হাম্বা রব করেছিল?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (খ) দুটি
১৯। ‘কবর’ কবিতায় বৃদ্ধের পুত্রবধূ চোখের জলের গহিন সায়রে সকল গাঁকে ডুবিয়ে রাখত কেন?
(ক) ভ্রাতৃশোকে
(খ) পতিশোকে
(গ) মাতৃশোকে
(ঘ) ছেলের শোকে
উত্তর: (খ) পতিশোকে
২০। ‘কবর’ কবিতায় বৃদ্ধের পেশা কী ছিল?
(ক) কৃষিকাজ
(খ) মাছ ধরা
(গ) মাঝিগিরি
(ঘ) রিকশা চালানো
উত্তর: (ক) কৃষিকাজ
২১। ‘কবর’ কবিতায় ‘আথালে’ অর্থ কোনটি?
(ক) গোয়ালে
(খ) খেতে
(গ) খামারে
(ঘ) মাঠে
উত্তর: (ক) গোয়ালে
২২। ‘কবর’ কবিতায় ‘সাগর’ শব্দের কাব্যিক রূপ হিসেবে কোন শব্দটিকে বোঝানো হয়েছে?
(ক) আথাল
(খ) সায়র
(গ) সমুদ্র
(ঘ) পাথার
উত্তর: (খ) সায়র
২৩। ‘কবর’ কবিতার ‘জোড়মানিক’ কারা?
(ক) বৃদ্ধ ও তার স্ত্রী
(খ) নাতনি ও পুত্র
(গ) বৃদ্ধের পুত্র ও পুত্রবধূ
(ঘ) দাদি ও ছেলে
উত্তর: (গ) বৃদ্ধের পুত্র ও পুত্রবধূ
২৪। ‘কবর’ কবিতায় ফুটে উঠেছে-
(ক) স্ত্রীর স্মৃতি
(খ) ছেলের আকুতি
(গ) বৃদ্ধের পুত্র ও পুত্রবধূ
(ঘ) স্বজন হারানোর হাহাকার
উত্তর: (ঘ) স্বজন হারানোর হাহাকার
২৫। ‘কবর’ কবিতায় মেঝেতে সপটি বিছায়ে কাকে শোয়ানো হয়েছিল?
(ক) দাদিকে
(খ) দাদুর পুত্রকে
(গ) স্ত্রীকে
(ঘ) মেয়েকে
উত্তর: (খ) দাদুর পুত্রকে
২৬। ‘কবর’ কবিতায় কাকে ‘উদাসিনী পল্লিবালা’ বলা হয়েছে?
(ক) দাদিকে
(খ) মেয়েকে
(গ) পুত্রবধুকে
(ঘ) নাতনিকে
উত্তর: (গ) পুত্রবধুকে
২৭। ‘কবর’ কবিতায় পুত্রবধূ তার কবরের গায়ে কী ঝুলিয়ে দিতে বলেছিল?
(ক) স্বামীর গামছাখানি
(খ) স্বামীর মাথালখানি
(গ) স্বামীর সপটি
(ঘ) স্বামীর চাদরখানি
উত্তর: (খ) স্বামীর মাথালখানি
২৮। ‘কবর’ কবিতায় কাদের কবরে জোনাকি মেয়েরা সারারাত জেগে আলো দেয়?
(ক) বৃদ্ধের ছেলে ও বউয়ের কবরে
(খ) বৃদ্ধের মেয়ের কবরে
(গ) বৃদ্ধের স্ত্রীর কবরে
(ঘ) বৃদ্ধের নাতিন ও মেয়ের কবরে
উত্তর: (ক) বৃদ্ধের ছেলে ও বউয়ের কবরে
২৯। ‘কবর’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) রাখালী
(খ) ধানখেত
(গ) বালুচর
(ঘ) নকশী-কাঁথার মাঠ
উত্তর: (ক) রাখালী
আরও পড়ুনঃ বৃষ্টি কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
আরও পড়ুনঃ পল্লী মা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
Related Posts
- Class 9 Math Book Bangla and English Version PDF
- গোলাম মোস্তফার পল্লী মা কবিতার প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা
- আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
- স্বাস্থ্য সুরক্ষা ৯ম শ্রেণি ২য় অধ্যায় (সব ছকের সমাধান)
- স্মৃতিস্তম্ভ কবিতার প্রশ্ন উত্তর -আলাউদ্দিন আল আজাদ -৯ম শ্রেণির বাংলা
- পল্লী মা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সিলেবাস ২০২৪ PDF সহ সকল বিষয়
- Paragraph The Wonders of The Internet (বাংলা অর্থসহ)
- আমি কোনো আগন্তুক নই জ্ঞানমূলক প্রশ্ন – ৯ম-১০ম শ্রেণির বাংলা
- নিমগাছ গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা