বাঁচতে দাও কবিতার মূলভাব, প্রশ্ন ও বহুনির্বাচনি – ৬ষ্ঠ শ্রেণির বাংলা

‘বাঁচতে দাও’ কবিতাটি শামসুর রাহমানের ‘রংধনুর সাঁকো’ নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এতে কবি প্রকৃতির সৌন্দর্য, শিশুদের আনন্দ ও পাখির খেলার মাধ্যমে জীবন ও প্রকৃতির নানা উপাদানকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। এই পোস্টে বাঁচতে দাও কবিতার মূলভাব, প্রশ্ন ও বহুনির্বাচনি-৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার নিয়মে দিলাম।

বাঁচতে দাও কবিতার মূলভাব

‘বাঁচতে দাও’ কবিতাটি প্রকৃতি, পরিবেশ ও প্রাণিজগতের সুস্থ স্বাভাবিক বিকাশের শুভকামনার ভাব নিয়ে রচিত। শিশুর সুস্থ বিকাশে চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। পৃথিবীতে যদি ফুল, প্রজাপতি, পাখি, জোনাকপোকা, গাছের সবুজ, আকাশের মেঘ না থাকে তাহলে শিশুর স্বাভাবিক বিকাশবাধা গ্রস্ত হয়ে পড়বে। তাই উদ্ভিদ ও প্রাণিজগতের সকল কিছুকে যারা যার অবস্থানে ভালো থাকতে দিতে হবে। কারণ তাদের অস্তিত্বের সঙ্গেই আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে। এটি একটি শুভবোধের কবিতা।

বাঁচতে দাও কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

১। ‘বাঁচতে দাও’ কবিতাটি কার লেখা?
উত্তর: ‘বাঁচতে দাও’ কবিতাটি কবি শামসুর রাহমানের লেখা।

২। বালকটি কীসের পিছে ছুটছে?
উত্তর: বালকটি রঙিন কাটা ঘুড়ির পিছে ছুটছে।

৩। নীল আকাশে কোন পাখি পাখা মেলছে?
উত্তর: নীল আকাশে সোনালি চিল পাখি পাখা মেলছে।

৪। কাকে আঁকার স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: শিশুকে আঁকার স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে।

৫। ‘বাঁচতে দাও’ কবিতায় ফুল বাগানে কোন ফুল ফোটার কথা উল্লেখ আছে?
উত্তর: ‘বাঁচতে দাও’ কবিতায় ফুল বাগানে গোলাপ ফুল ফোটার কথা উল্লেখ আছে।

৬। কে এবং কোথায় আঁকাআঁকি করছে?
উত্তর: একটি শিশু বালির ওপর আঁকাআঁকি করছে।

৭। কে প্রতিদিন আলোর খেলা খেলে?
উত্তর: জোনাক পোকা প্রতিদিন আলোর খেলা খেলে।

৮। কাকে ডাকতে দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: ঘুঘু পাখিকে ডাকতে দেওয়ার কথা বলা হয়েছে।

৯। পানকৌড়ি কোথায় মনের সুখে গোসল করছে?
উত্তর: পানকৌড়ি কাজল বিলে মনের সুখে গোসল করছে।

১০। মধ্য দিনে নরম ছায়ায় কে ডেকে যাচ্ছে?
উত্তর: মধ্য দিনে নরম ছায়ায় ঘুঘু পাখি ডেকে যাচ্ছে।

১১। ‘বাঁচতে দাও’ কবিতাটি শামসুর রাহমানের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘বাঁচতে দাও’ কবিতাটি শামসুর রাহমানের ‘রংধনুর সাঁকো’ নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে।

১২। কে গহিন গাঙে নৌকা বাইছে?
উত্তর: সুজন মাঝি গহিন গাঙে নৌকা বাইছে।

১৩। সুজন মাঝি কোথায় নৌকা বাইছে?
উত্তর: সুজন মাঝি গহিন গাঙে নৌকা বাইছে।

১৪। নরম রোদে কোন পাখি নাচ জুড়েছে?
উত্তর: নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে।

১৫। ‘বাঁচতে দাও’ কবিতার কবি কাদের বাঁচতে বলেছেন?
উত্তর: ‘বাঁচতে দাও’ কবিতায় কবি শিশু, পাখি, ফুলের কুঁড়ি সবাইকে আজ বাঁচতে বলেছেন।

১৬। কবি কী ফুটতে এবং কাকে ছুটতে দেওয়ার জন্য বলেছেন?
উত্তর: কবি ফুলবাগানে গোলাপ ফুল ফুটতে এবং রঙিন কাটা ঘুড়ির পিছে বালককে ছুটতে দেওয়ার জন্য বলেছেন।

১৭। কবি কী মেলতে এবং কাকে খেলতে দেওয়ার জন্য বলেছেন?
উত্তর: কবি নীল আকাশে সোনালি চিলের পাখা মেলতে এবং রাতের আঁধারে জোনাক পোকাকে খেলতে দেওয়ার কথা বলেছেন।

১৮। কবি কাকে ডাকতে এবং কাকে আঁকার স্বাধীনতা দেওয়ার জন্য বলেছেন?
উত্তর: কবি মধ্য দিনে নরম ছায়ায় ঘুঘু পাখিকে ডাকতে এবং বালির ওপর খেলার ছলে শিশুর আঁকাআঁকির স্বাধীনতা দেওয়ার জন্য বলেছেন।

১৯। যে বিলের পানি কালো দেখায় তাকে কী বলে?
উত্তর: যে বিলের পানি কালো দেখায় তাকে কাজল বিল বলে।

২০। ‘নাইতে’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘নাইতে’ শব্দের অর্থ হলো গোসল করতে।

২১। ‘জোনাক পোকা আলোর খেলা’ এর পরে কী হবে?
উত্তর: জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও।

২২। ‘শিশু, পাখি, ফুলের কুঁড়ি’ এর পরে কী হবে?
উত্তর: শিশু, পাখি, ফুলের কুঁড়ি সবাইকে আজ বাঁচতে দাও।

২৩। কবিতা কাকে বলে?
উত্তর: মনের ভাব যখন সুন্দর ভাষায় ছোটো ছোটো বাক্যে প্রকাশিত হয়, তখন তাকে কবিতা বলে।

বাঁচতে দাও কবিতার বহুনির্বাচনি প্রশ্ন

১। ‘বাঁচতে দাও’ কবিতাটির রচয়িতা কে?
(ক) সুকুমার রায়
(খ) জসীমউদ্দীন
(গ) শামসুর রাহমান
(ঘ) রোকনুজ্জামান খান
উত্তর: (গ) শামসুর রাহমান

২। নিচের কোনটি শামসুর রাহমানের কবিতার বই?
(ক) এলাটিং বেলাটিং
(খ) হাসু
(গ) রাখালি
(ঘ) টিমা টিম
উত্তর: (ক) এলাটিং বেলাটিং

৩। কবি শামসুর রাহমানের ‘বাঁচতে দাও’ কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে?
(ক) এলাটিং বেলাটিং
(খ) গোলাপ ফুটে খুকির
(গ) রংধনুর সাঁকো
(ঘ) ধান ভানলে কুঁড়ো দেবো
উত্তর: (গ) রংধনুর সাঁকো

৪। ‘বাঁচতে দাও’ কবিতায় ফুলবাগানে কোন ফুল ফুটেছে?
(ক) বকুল
(খ) গোলাপ
(গ) জুই
(ঘ) চামেলী
উত্তর: (খ) গোলাপ

৫। বালক কীসের পিছে ছুটে চলে?
(ক) খেলনা গাড়ির
(খ) পাখির
(গ) ঘুড়ির
(ঘ) বেলির
উত্তর: (গ) ঘুড়ির

৬। নীল আকাশে কোন পাখি পাখা মেলেছে?
(ক) ঘুঘু
(খ) চিল
(গ) ময়না
(ঘ) শকুন
উত্তর: (খ) চিল

৭। কে প্রতিদিন আলোর খেলা করছে?
(ক) জোনাক পোকা
(খ) শিশু
(গ) পানকৌড়ি
(ঘ) ময়না
উত্তর: (ক) জোনাক পোকা

৮। ঘুঘু পাখি কোন সময়ে ডাকে?
(ক) দিনের শুরুতে
(খ) দিনের শেষে
(গ) মধ্য দিনে
(ঘ) সন্ধ্যায়
উত্তর: (গ) মধ্য দিনে

৯। ঘুঘু পাখি কোথা থেকে ডাকছে?
(ক) ছায়ায় থেকে
(খ) উড়তে উড়তে
(গ) মাঠের ওপর থেকে
(ঘ) বাসা থেকে
উত্তর: (ক) ছায়ায় থেকে

১০। শিশুটি ছবি আঁকে কোথায়?
(ক) মাটিতে
(খ) দেয়ালে
(গ) বালিতে
(ঘ) বাবার ডাইরিতে
উত্তর: (গ) বালিতে

১১। কাজল বিলে কোন পাখি সুখের সাথে গোসল করছে?
(ক) মাহরাণ্ডা
(খ) বক
(গ) পানকৌড়ি
(ঘ) শ্যামা পাখি
উত্তর: (গ) পানকৌড়ি

১২। সুজন মাঝি কোথায় নৌকা বাইছে?
(ক) খালে
(খ) পুকুরে
(গ) বিলে
(ঘ) গাঙে
উত্তর: (ঘ) গাঙে

১৩। গহিন গাঙে সুজন মাঝি কী করছে?
(ক) নৌকা বাইছে
(খ) ঝিনুক কুড়াচ্ছে
(গ) সাঁতার কাটছে
(ঘ) ঢেউ দেখছে
উত্তর: (ক) নৌকা বাইছে

১৪। নরম রোদে কে নাচ জুড়েছে?
(ক) শিশু
(খ) বালক
(গ) ঘুঘু পাখি
(ঘ) শ্যামা পাখি
উত্তর: (ঘ) শ্যামা পাখি

১৫। ‘নাটতে’ শব্দের সমার্থক কোনটি?
(ক) নৌকাতে
(খ) গোসল করতে
(গ) কিছু নেই
(ঘ) নেইতো
উত্তর: (খ) গোসল করতে

১৬। নিচের কোনটি মাছ-শিকারি পাখি?
(ক) কাক
(খ) শ্যামা
(গ) পানকৌড়ি
(ঘ) ঘুঘু
উত্তর: (গ) পানকৌড়ি

১৭। ‘বালির ওপর কত্ত কিছু- এরপর নিচের কোনটি সঠিক?
(ক) বাইছে নাও
(খ) আঁকছে শিশু
(গ) খেলছে রোজই
(ঘ) নাচ জুড়েছে
উত্তর: (খ) আঁকছে শিশু

১৮। কে পাখা মেলে আকাশে উড়ছে?
(ক) ঘুঘু
(খ) শ্যামা
(গ) পানকৌড়ি
(ঘ) চিল
উত্তর: (ঘ) চিল

১৯। ‘বাঁচতে দাও’ কবিতায় কয়টি পাখির নাম উল্লেখ আছে?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তর: (গ) চার

২০। মনের ভাব সুন্দর ভাষায় ছোটো ছোটো বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কী বলে?
(ক) কবিতা
(খ) গদ্য
(গ) উপন্যাস
(ঘ) নাটক
উত্তর: (ক) কবিতা

২১। কবিতায় লাইনগুলো কেমন হতে হয়?
(ক) নির্দিষ্ট দৈর্ঘ্যের
(খ) গদ্যের মতো
(গ) বড়ো বড়ো
(ঘ) অনির্দিষ্ট দৈর্ঘ্যের
উত্তর: (ক) নির্দিষ্ট দৈর্ঘ্যের

আরও পড়ুনঃ আমি সাগর পাড়ি দেবো কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর

আরও পড়ুনঃ আমার বাড়ি কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর (বার্ষিক পরীক্ষার নিয়মে)

Related Posts

1 thought on “বাঁচতে দাও কবিতার মূলভাব, প্রশ্ন ও বহুনির্বাচনি – ৬ষ্ঠ শ্রেণির বাংলা”

Leave a Comment