ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF বইসহ

ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বা কুইজের মাধ্যমে বিভিন্ন বিষয় শেখানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুদের শিক্ষার বিভিন্ন দিককে প্রসারিত করে এবং তাদের মননশীলতা ও জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করে। এই পোস্টে আপনারা ছোটদের সাধারণ জ্ঞানের pdf বই সহ অনেক প্রশ্ন ও উত্তর পাবেন।

ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ

১. বাংলাদেশের দীর্ঘতম পাহাড়শ্রেণির নাম কী?

উত্তর: গারো পাহাড়

২. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?

উত্তর: ময়মনসিংহ জেলায়

৩. বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেনিয়াম ধাতু পাওয়া গেছে?

উত্তর: কুলাউড়া পাহাড়ে

৪. লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত?

উত্তর: কুমিল্লা

৫. চিম্বুক পাহাড় কোন জেলায় অবস্থিত?

উত্তর: বান্দরবান

৬. চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন আদিবাসীরা বাস করে?

উত্তর: মারমা

৭. বাংলাদেশের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গের নাম কী?

উত্তর: বিজয় (তাজিং ডং)

৮. বিজয় পর্বতশৃঙ্গটি কোন জেলায় অবস্থিত?

উত্তর: বান্দরবান

৯. বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তর: কেওক্রাডং

১০. বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত?

উত্তর: বঙ্গোপসাগর

১১. বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি?

উত্তর: কক্সবাজার সমুদ্র সৈকত

১২. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?

উত্তর: ১২০ কিলোমিটার

১৩. চন্দ্রনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত?

উত্তর: চট্টগ্রাম

১৪. বাংলাদেশের কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়?

উত্তর: কুয়াকাটা সমুদ্র সৈকত

১৫. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

উত্তর: সেন্টমার্টিন

১৬. কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?

উত্তর: ১৮ কিলোমিটার

১৭. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি?

উত্তর: কুয়াকাটা (সঠিক)

১৮. বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ও কী কী?

উত্তর: ৩টি; চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, পায়রা বন্দর

১৯. মোংলা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?

উত্তর: বাগেরহাট

২০. বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কী বলা হয়?

উত্তর: রাষ্ট্রপতি

২১. বাংলাদেশের সরকার প্রধানকে কী বলা হয়?

উত্তর: প্রধানমন্ত্রী

২২. বাংলাদেশের মন্ত্রণালয়ের প্রধানকে কী বলা হয়?

উত্তর: মন্ত্রী

২৩. বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধানকে কী বলা হয়?

উত্তর: প্রধান বিচারপতি

২৪. বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রধানকে কী বলা হয়?

উত্তর: চ্যান্সেলর বা আচার্য

২৫. বাংলাদেশ ব্যাংকের প্রধানকে কী বলা হয়?

উত্তর: গভর্নর

২৬. সিটি কর্পোরেশনের প্রধানকে কী বলা হয়?

উত্তর: মেয়র

২৭. জেলার প্রশাসনিক প্রধানকে কী বলা হয়?

উত্তর: জেলা প্রশাসক

২৮. পুলিশ বাহিনীর প্রধানকে কী বলা হয়?

উত্তর: আইজিপি

২৯. বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীর নাম লেখো।

উত্তর: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, গোমতী, তিস্তা ইত্যাদি।

৩০. বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তর: নাফ নদী

৩১. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কী?

উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী

৩২. পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়?

উত্তর: চাঁদপুরে

৩৩. পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?

উত্তর: গোয়ালন্দ, রাজবাড়ী

৩৪. মেঘনা নদী কোথায় মিশেছে?

উত্তর: বঙ্গোপসাগরে

৩৫. ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর: হিমালয় পর্বতমালার কৈলাশ শৃঙ্গ

৩৬. বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদীর নাম কী?

উত্তর: মেঘনা

৩৭. মেঘনার উৎপত্তিস্থলে নাম কী?

উত্তর: বরাক নদী

৩৮. কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর: আসামের লুসাই পাহাড়

৩৯. বিভাগের প্রশাসনিক প্রধানকে কী বলা হয়?

উত্তর: বিভাগীয় কমিশনার

ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (প্রাণিজগত ও মানবদেহ)

৪০. কোন প্রাণী পেটের থলেতে বাচ্চা রাখে?

উত্তর: ক্যাঙ্গারু

৪১. কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয়?

উত্তর: কবুতর

৪২. কোন প্রাণীর গায়ের চামড়া সবচেয়ে শক্ত?

উত্তর: গন্ডারের

৪৩. পৃথিবীর সবচেয়ে হিংস্র পশু কোনটি?

উত্তর: হায়েনা (দ্রষ্টব্য: কিছু গবেষণা অনুযায়ী, হায়েনা খুবই হিংস্র, কিন্তু টাইগার বা সিংহও অত্যন্ত হিংস্র হিসেবে বিবেচিত হতে পারে।)

৪৪. সবচেয়ে নিরীহ প্রাণী কোনটি?

উত্তর: হরিণ

৪৫. কোন প্রাণীর রক্ত সাদা?

উত্তর: টিকটিকি

৪৬. কোন প্রাণী চোখ মেলে ঘুমায়?

উত্তর: মাছ

৪৭. পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোনটি?

উত্তর: অ্যানাকোন্ডা

৪৮. কোন প্রাণী জিহ্বা দিয়ে শোনে?

উত্তর: সাপ

৪৯. মাকড়সার কয়টি চোখ?

উত্তর: ৮টি

৫০. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

উত্তর: শুশুক

৫১. বর্ণহীন রক্তের প্রাণী কোনটি?

উত্তর: তেলাপোকা

৫২. প্রকৃতির লাঙল বলা হয় কোন প্রাণীকে?

উত্তর: কেঁচো

৫৩. মানুষের শরীরে কয়টি হাড় আছে?

উত্তর: ২০৬টি

৫৪. মানুষের শরীরের বুকের দুই পাশে কয়টি হাড় আছে?

উত্তর: ১২টি করে মোট ২৪টি

৫৫. মানুষের মেরুদণ্ডে মোট কয়টি হাড় আছে?

উত্তর: ৩৩টি

৫৬. একজন মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত?

উত্তর: ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট

৫৭. রক্তের রঙ লাল হয় কেন?

উত্তর: রক্তের লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে

৫৮. একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোট কতটি দাঁত থাকে?

উত্তর: ৩২টি

৫৯. মানুষের শরীরে কত ভাগ পানি থাকে?

উত্তর: প্রায় ৭০ ভাগ

৬০. মানুষ কোন কানে বেশি শোনে?

উত্তর: ডান কানে

৬১. হূৎপিণ্ডের কাজ কী?

উত্তর: দেহে রক্ত চলাচলে সাহায্য করা

৬২. ধমনি কী?

উত্তর: যে নালি দ্বারা বিশুদ্ধ রক্ত চলাচল করে তাকে ধমনি বলে

৬৩. শিরা কী?

উত্তর: যে নালি দ্বারা দূষিত রক্ত চলাচল করে তাকে শিরা বলে

৬৪. মানবদেহের বৃহত্তম অঞ্চল কোনটি?

উত্তর: ত্বক

৬৫. মানবদেহের বৃহত্তম হাড় কোনটি?

উত্তর: ফিমার (উরুর হাড়)

৬৬. মানবদেহে ক্ষুদ্রতম হাড় কোনটি?

উত্তর: স্টেপিস (কানের হাড়)

৬৭. মানবদেহে শ্বসনের প্রধান অঙ্গ কোনটি?

উত্তর: ফুসফুস

৬৮. মানবদেহের পুষ্টি উপাদান কয় প্রকার ও কী কী?

উত্তর: ৬ প্রকার। এগুলো হলো: আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি

ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF বই

আরও পড়ুনঃ ছোটদের সাধারণ জ্ঞান বাংলাদেশ সম্পর্কে PDF বইসহ প্রশ্ন ও উত্তর

Related Posts