“তাহারেই পড়ে মনে” কবিতাটি বাংলার প্রখ্যাত কবি সুফিয়া কামালের একটি উল্লেখযোগ্য সৃষ্টি। এই কবিতায় কবি নিজের অভিমান এবং প্রকৃতির পরিবর্তনের প্রতি তাঁর অনুভূতি তুলে ধরেছেন। আজকের পোস্টে তাহারেই পড়ে মনে কবিতার mcq pdf আকারে দিয়ে দিলাম।
Table of Contents
তাহারেই পড়ে মনে কবিতার mcq pdf
প্রশ্ন | উত্তর |
---|---|
১। তোমার পঠিত কোন কবিতাটি সংলাপনির্ভর? [ঢা.বো.’২০২২’] (ক) সুচেতনা (খ) তাহারেই পড়ে মনে (গ) বিদ্রোহী (ঘ) প্রতিদান | খ |
২। ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’-এর প্রতীকী তাৎপর্য কোনটি? [রা.বো.’২০২২] (ক) শীত প্রকৃতির রিক্ততা (খ) বসন্তের বিপরীত রূপ (গ) পত্রপুষ্পহীন দিগন্ত পথ (ঘ) কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা | ঘ |
৩। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন? [ব.বো.’২০২২] (ক) গ্রীষ্ম (খ) শীত (গ) বর্ষা (ঘ) বসন্ত | ঘ |
৪। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? [য.বো.’২০২২] (ক) স্বামীর (খ) প্রকৃতির (গ) বসন্তের (ঘ) শীতের | গ |
৫। ‘ফুল কি ফোটেনি শাখে’- কবি সুফিয়া কামাল এ রকম প্রশ্ন করেছেন কেন? [য.বো.’২০২২] (ক) মনের আনন্দে (খ) বন্দনাগীতি রচনার লক্ষ্যে (গ) উদাসীনতার জন্য (ঘ) জানার আগ্রহে | গ |
৬। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘উত্তরী’ শব্দের অর্থ কী? [চ.বো.’২০২২] (ক) কুয়াশা (খ) উত্তর দিক (গ) চাদর (ঘ) শীতের তীব্রতা | গ |
৭। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? [ঢা.বো.’২৩, চ.বো.‘১৫] (ক) বসন্তের (খ) শীতের (গ) নিজের (ঘ) ভক্তের | ক |
৮। “দক্ষিণ দুয়ার গেছে খুলি?”- চরণটিতে কী বোঝানো হয়েছে? [ঢা.বো.’২৩] (ক) দখিনা বাতাস (খ) কবির উদাসীনতা (গ) বসন্তের আগমন (ঘ) কবির অভিমান | গ |
৯। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কাকে ‘মাঘের সন্ন্যাসী’ রূপে কল্পনা করেছেন? [য.বো.’২৩] (ক) দখিনা সমীর (খ) শীত (গ) বসন্ত (ঘ) মাধবী কুঁড়ি | খ |
১০। ‘তাহারেই পড়ে মনে’ কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? [ব.বো.’২৩] (ক) শোকধর্মিতা (খ) বর্ণনাত্মক (গ) নাটকীয়তা (ঘ) মহাকাব্যিক | গ |
১১। “হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়” – এ চরণটিতে ‘নীরব কেন’ বলতে কবির কেমন অবস্থা বোঝায়? [ঢা. বো.’১৯] (ক) জীবন সম্পর্কে উদাসীনতা (খ) ঘুমিয়ে থাকা (গ) কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া (ঘ) শীতের চাদর মুড়ি দিয়ে থাকা | গ |
১২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন? [বো. প. ১২] (ক) কবির স্বামী (খ) কবির ভক্ত (গ) ঋতুর রাজন (ঘ) মাঘের সন্ন্যাসী | খ |
১৩। “বাতাবি লেবুর ফুল ফুটেছে কি?” – ‘তাহারেই পড়ে মনে’ কবিতার এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে- [কু. বো.’১৯] (ক) প্রকৃতির বর্ণনা (খ) গাছের বর্ণনা (গ) কবির হাহাকার (ঘ) কবির ব্যক্তিগত উচ্ছ্বাস | গ |
১৪। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কি না জানতে চাওয়া হয়েছে? [কু. বো.’১৭] (ক) আমের মুকুল (খ) দক্ষিণ দুয়ার (গ) দখিনা সমীর (ঘ) বাতাবি লেবুর ফুল | গ |
১৫। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায়- ‘কোথা তব নব পুষ্পসাজ’- উক্তিটি কার উদ্দেশে বলা হয়েছে? [রা. বো.’১৭] (ক) বসন্তের (খ) ভক্তের (গ) কবির (ঘ) শীতের | গ |
১৬। বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি’- এ মিনতি করে- [দি. বো.’১৬] (ক) কবি-ভক্ত (খ) কবি (গ) প্রিয়জন (ঘ) দখিনা সমীর | ক |
১৭। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন? [কু. বো.’১৫] (ক) বাতাবি নেবুর ফুল ফোটায় (খ) দখিনা বাতাস বয়ে যাওয়ায় (গ) কবি-ভক্তের আহ্বানে (ঘ) প্রকৃতির অমোঘ নিয়মে | ঘ |
১৮। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? [ব. বো.’১৫] (ক) বাতাবি নেবু (খ) আমের মুকুল (গ) দখিনা সমীর (ঘ) ফাগুন | ঘ |
১৯। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? [য. বো.’১৭] (ক) কহিল সে কাছে সরে আসি (খ) কহিল সে মৃদু মধু-স্বরে (গ) কহিল সে সুদূরে চাহিয়া (ঘ) কহিল সে পরম হেলায় | ঘ |
২০। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে অর্ঘ্য বিরচন করে? [কু. বো.’১৫] (ক) কবি (খ) শীত (গ) ভক্ত (ঘ) বসন্ত | ঘ |
২১। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘বিমুখতা’ বলতে কী বোঝানো হয়েছে? [সি.বো.’১৫] (ক) ঘৃণা (খ) অপ্রসন্নতা (গ) অসচেতনতা (ঘ) অবজ্ঞা | ঘ |
২২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? [ব. বো.’১৬] (ক) ফাল্গুন (খ) প্রকৃতি (গ) পাঠক (ঘ) ঋতুরাজ | ঘ |
২৩। ‘কহিল সে কাছে সরে আসি’- পরের পঙ্ক্তি কোনটি? [য. বো.’১৬] (ক) কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী (খ) বাতাবি নেবুর ফুল ফুটেছে কি (গ) নাই হলো, না হোক এবারে (ঘ) শুনি নাই, রাখিনি সন্ধান | ক |
২৪। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘অর্ঘ্য বিরচন’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো.’১৯] (ক) ঋতুরাজ বসন্তকে বরণ (খ) ফুলের বন্দনাগীত (গ) বসন্তের আগমনী গান (ঘ) অঞ্জলি বা উপহার রচনা | ঘ |
২৫। ‘কুহেলি’ শব্দের অর্থ কী? [সি.বো.’১৭] (ক) কুয়াশা (খ) চাদর (গ) উত্তরীয় (ঘ) সন্ন্যাস | ক |
২৬। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলি উত্তরী’ শব্দটি কী অর্থ বহন করে? [দি.বো. ‘১৭] (ক) মাঘের কুয়াশা (খ) উত্তরের কুয়াশা (গ) কুয়াশার চাদর (ঘ) পৌষের কুয়াশা | গ |
২৭। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন বিষণ্ণতায় আচ্ছন্ন যে কারণে- [সি, বো.’১৬] (ক) কবি-ভক্তের উদাসীনতায় (খ) প্রিয়জন হারানোর শোকে (গ) বসন্তের আবির্ভাবে (ঘ) প্রকৃতির বিচিত্র সাজে | খ |
২৮। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রকাশিত হয়- [ব. বো.’১৭] (ক) ১৯৩২ খ্রিষ্টাব্দে (খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৫ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দে | গ |
২৯। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির গঠনরীতি কোন বৈশিষ্ট্যের? [চ. বো ১৬] (ক) বর্ণনাত্মক (খ) নাটকীয় (গ) মহাকাব্যিক (ঘ) শোকধর্মী | খ |
৩০। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কী? [ঢা. বো.’১৫] (ক) শীতকাল বারবার শূন্য হাতে ফিরে আসে (খ) শীতকাল খালি হাতে বিদায় নেয় (গ) শীতকাল কুয়াশার চাদর গায়ে বিদায় নেয় (ঘ) শীতকালে গাছের পাতা ঝরে যাওয়ায় | খ |
৩১। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে? [দি. বো.’১৯] (ক) কুহেলি উত্তরী (খ) মাঘের সন্ন্যাসী (গ) ঋতুর রাজন (ঘ) দখিনা সমীর | খ |
৩২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কাকে মনে পড়ে? [রা. বো. ১৫] (ক) ফাগুনকে (খ) বসন্তকে (গ) মাঘের সন্ন্যাসীকে (ঘ) পুষ্পশূন্য দিগন্তকে | গ |
তাহারেই পড়ে মনে কবিতার mcq pdf download
আরো বেশি প্রশ্ন অনুশীলন করার জন্য আমাদের ‘তাহারেই পড়ে মনে কবিতার mcq pdf’ ফাইলটি নিজ থেকে ডাউনলোড করে নিন।
Related Posts
- মাসি পিসি গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর-একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- অপরিচিতা গল্পের মূল কথা সহজ ভাষায় – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক প্রশ্ন)- একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
- অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক প্রশ্ন) – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বায়ান্নর দিনগুলো মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বিদ্রোহী কবিতার ব্যাখ্যা লাইন বাই লাইন -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সিলেবাস ২০২৪ PDF সহ সকল বিষয়
- ৯ম শ্রেণির মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ (৯ম শ্রেণির সিলেবাস ২০২৪ PDF)
- সাম্যবাদী কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি (MCQ)