সুফিয়া কামালের “তাহারেই পড়ে মনে” কবিতাটি প্রকৃতি এবং মানুষের অনুভূতির মধ্যে সম্পর্ককে সুন্দরভাবে তুলে ধরেছে। এই পোস্টে তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (সংক্ষিপ্ত প্রশ্ন)- একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
১. কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন।
২. সুফিয়া কামালের জন্মের সময় কাদেরকে গৃহবন্দি জীবন কাটাতে হতো?
উত্তর: সুফিয়া কামালের জন্মের সময় বাঙালি মুসলমান নারীদেরকে গৃহবন্দি জীবন কাটাতে হতো।
৩. সুফিয়া কামালের জন্মের সময় পরিবারে কোন ভাষার প্রবেশ একরকম বন্ধ ছিল?
উত্তর: সুফিয়া কামালের জন্মের সময় পরিবারে বাংলা ভাষার প্রবেশ একরকম বন্ধ ছিল।
৪. সুফিয়া কামালের স্বামীর নাম কী ছিল?
উত্তর: সুফিয়া কামালের স্বামীর নাম ছিল সৈয়দ নেহাল হোসেন।
৫. পারিবারিক নানা উত্থান-পতনের মধ্যে সুফিয়া কামাল কেমন শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন?
উত্তর: পারিবারিক নানা উত্থান-পতনের মধ্যে সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন।
৬. সাহিত্য সাধনায় সুফিয়া কামালের প্রধান উৎসাহদাতা কে ছিলেন?
উত্তর: সাহিত্য সাধনায় সুফিয়া কামালের প্রধান উৎসাহদাতা ছিলেন তাঁর স্বামী সৈয়দ নেহাল হোসেন।
৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার কততম সংখ্যায় প্রকাশিত হয়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়।
৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন কিসে আচ্ছন্ন হয়ে যায়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।
৯. কবিকে বসন্ত-বন্দনা রচনা করতে বলেছে কে?
উত্তর: কবি-ভক্তরা কবিকে বসন্ত-বন্দনা রচনা করতে বলেছে।
১০. ‘অলখ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অলখ’ শব্দের অর্থ অলক্ষ বা দৃষ্টির অগোচর।
১১. ‘উন্মনা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘উন্মনা’ শব্দের অর্থ অন্যমনস্ক।
১২. যবদ্বীপের রাজধানীর নাম কী?
উত্তর: যবদ্বীপের রাজধানীর নাম বাটাভিয়া।
১৩. কোন ঋতুর দিকে চেয়ে কবি রিক্ত ও বিষণ্ণ হয়ে আছেন?
উত্তর: শীত ঋতুর দিকে চেয়ে কবি রিক্ত ও বিষণ্ণ হয়ে আছেন।
১৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় মাধবী ফুলের উল্লেখ আছে।
১৫. ‘আঁখি’ শব্দের ব্যুৎপত্তি নির্দেশ কী?
উত্তর: আঁখি অক্ষি।
১৬. ‘সাজ’ শব্দের ব্যুৎপত্তি নির্দেশ কী?
উত্তর: সাজসজ্জা।
১৭. ‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামালের কোন ধরণের রচনা?
উত্তর: ‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামাল রচিত একটি গল্প।
১৮. শীতের রিক্ততার সাথে কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন?
উত্তর: শীতের রিক্ততার সাথে কবি নিজ জীবনের অনন্ত শূন্যতার সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
১৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ১৯৩৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
২০. সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: সুফিয়া কামাল বাংলাদেশের বরিশাল জেলার শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন।
২১. ‘বরিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: বরিয়া শব্দের অর্থ বরণ করে।
২২. কবি সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেন ১৯৩১ খ্রিষ্টাব্দে।
২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার গঠনরীতির দিক থেকে প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় গঠনরীতির প্রধান বৈশিষ্ট্য হল সংলাপ নির্ভরতা।
২৪. ‘সমীর’ শব্দের অর্থ কী?
উত্তর: সমীর শব্দের অর্থ বাতাস।
২৫. কবি সুফিয়া কামালের পিতার নাম কী?
উত্তর: কবি সুফিয়া কামালের পিতার নাম সৈয়দ আবদুল বারী।
২৬. সুফিয়া কামালের পেশাগত জীবনের শুরু হয়েছিল কীভাবে?
উত্তর: শিক্ষকতা দিয়ে সুফিয়া কামালের পেশাগত জীবনের শুরু হয়েছিল।
২৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি আগমনী গান বাজার কথা জানতে চেয়েছেন।
২৮. সুফিয়া কামালের জন্মের সময় তাঁর পরিবারে কোন ভাষার প্রবেশ একরকম বন্ধ ছিল?
উত্তর: সুফিয়া কামালের জন্মের সময় তাঁর পরিবারে বাংলা ভাষার প্রবেশ একরকম বন্ধ ছিল।
২৯. কবি সুফিয়া কামালের কাব্য সাধনার প্রেরণাপুরুষ কে ছিলেন?
উত্তর: কবি সুফিয়া কামালের কাব্য সাধনার প্রেরণাপুরুষ ছিলেন কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন।
৩০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন কিসে আচ্ছন্ন হয়ে যায়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।
৩১. কবি সুফিয়া কামালের যখন জন্ম হয় তখন বাঙালি রমণীরা কীভাবে দিন কাটাত?
উত্তর: কবি সুফিয়া কামালের যখন জন্ম হয় তখন বাঙালি রমণীরা গৃহবন্দি অবস্থায় দিন কাটাত।
৩২. কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: কুমিল্লায়।
৩৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৩৫ সালে।
৩৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: মাসিক মোহাম্মদী পত্রিকায়।
৩৫. ‘সাঁঝের মায়া’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: সুফিয়া কামাল।
তাহারেই পড়ে মনে কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন
৩৬. সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কী?
উত্তর: সৈয়দ নেহাল হোসেন।
৩৭. ‘উন্মনা’ শব্দের অর্থ কী?
উত্তর: অন্যমনস্ক।
৩৮. ‘পাথার’ শব্দের অর্থ কী?
উত্তর: সমুদ্র।
৩৯. ধরায় কী এসেছে?
উত্তর: বসন্ত।
৪০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির মূল সুর কী?
উত্তর: ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত।
৪১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: অক্ষরবৃত্ত ছন্দে।
৪২. কোন ঋতুতে বাতালি নেবুর ফুল ফোটে?
উত্তর: বসন্ত ঋতুতে।
৪৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কার কথা মনে পড়ে?
উত্তর: শীতের কথা।
৪৪. ‘লবে’ শব্দের অর্থ কী?
উত্তর: নেবে।
৪৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: সাঁঝের মায়া।
৪৬. কবি সুফিয়া কামালের জন্ম কোথায়?
উত্তর: বরিশালে।
৪৭. মাঘের সন্ন্যাসী কে?
উত্তর: শীত ঋতু।
৪৮. ফাগুনকে স্মরণ করে কার আগমন বার্তা ধ্বনিত হয়েছে?
উত্তর: বসন্তের।
৪৯. কবিকে বসন্ত বন্দনার গীত কে রচনা করতে বলেছে?
উত্তর: কবিভক্ত।
৫০. কবি কাকে কিছুতেই ভুলতে পারছেন না?
উত্তর: শীত ঋতুর কথা।
৫১. মাঘের সন্ন্যাসী চলে গেছে কোথায়?
উত্তর: পুষ্পশূন্য দিগন্তের পথে।
৫২. কার আবেদন কবির হৃদয়ে ব্যর্থ হয়ে গেছে?
উত্তর: বসন্তের আবেদন।
৫৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির অন্যতম বৈশিষ্ট্য কী?
উত্তর: নাটকীয়তা।
৫৪. কবিতায় বসন্তের বিপরীতে কোন ঋতুর কথা উঠে এসেছে?
উত্তর : শীত ঋতু।
৫৫. ‘অলখ’ শব্দের অর্থ কী?
উত্তর: অলক্ষ।
৫৬. ‘হেলায়’ শব্দের অর্থ কী?
উত্তর: অবজ্ঞা করা।
৫৭. ‘রচিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: রচনা করা।
৫৮. ‘কুহেলী’ শব্দের অর্থ কী?
উত্তর: কুয়াশা।
৫৯. বসন্তের প্রতি কার তীব্র বিমুখতা?
উত্তর: কবি সুফিয়া কামালের।
৬০. পুষ্পশুন্য দিগন্তের পথে চলে গেছে কে?
উত্তর: মাঘের সন্ন্যাসী।
৬১. কীসের গন্ধে দখিনা সমীর আকুল হয়?
উত্তর: ফুলের গন্ধে।
৬২. ফাগুন কোথায় এসেছে?
উত্তর: ধরায়।
৬৩. বসন্ত গীত রচনা করার কথা ছিল কার?
উত্তর: কবির।
৬৪. কবিতায় কাকে উন্মনা হিসেবে পাওয়া যায়?
উত্তর: কবিকে।
৬৫. কবি কীসের সন্ধান রাখেনি?
উত্তর: বসন্তের।
৬৬. বসন্তে গান বাজে কীসের?
উত্তর: আগমনীর গান।
৬৭. ‘ঋতুরাজ’ বলা হয় কোন ঋতুকে?
উত্তর: বসন্ত ঋতুকে।
৬৮. ‘অর্ঘ্য বিরচন’ শব্দের অর্থ কী?
উত্তর: অঞ্জলি বা উপহার রচনা।
৬৯. দখিনা সমীর গন্ধে গন্ধে কী হয়েছে?
উত্তর: অধীর আকুল।
৭০. ‘গন্ধ নাহি’ কার বুকে?
উত্তর: মাধবী কুঁড়ির বুকে।
৭১. ঋতুরাজ কীসের আরতি গ্রহণ করে?
উত্তর: ফুলের আরতি।
৭২. কবির প্রতি ভক্তরা কী জানিয়েছে?
উত্তর: মিনতি।
৭৩. কাকে বরণের জন্য বসন্ত অপেক্ষা করেনি?
উত্তর: কবিকে বরণের।
Related Posts
- সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা ও মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- সাম্যবাদী কবিতার প্রশ্ন ও উত্তর – কাজী নজরুল ইসলাম
- ঐকতান কবিতার মূলভাব সহজ ভাষায়- একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- আঠারো বছর বয়স কবিতার মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বিদ্রোহী কবিতার মূলভাব সহজ ভাষায় -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ব্যাখ্যা ও মূলভাব – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- তাহারেই পড়ে মনে কবিতার MCQ PDF সহ প্রশ্ন ও উত্তর
- অপরিচিতা গল্পের মূল কথা সহজ ভাষায় – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী ব্যাখ্যা – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা