মাসি পিসি গল্পের MCQ প্রশ্ন উত্তর -একাদশ-দ্বাদশ শ্রেণি

“মাসি-পিসি” গল্পটি একটি তীক্ষ্ণ সামাজিক বাস্তবতার চিত্র তুলে ধরে। স্বামী কর্তৃক নির্যাতিত এবং সমাজের বৈরী দৃষ্টিভঙ্গির শিকার পিতৃমাতৃহীন তরুণী আহ্লাদির জীবন এখানে কেন্দ্রীয় চরিত্র। এই পোস্টে মাসি পিসি গল্পের MCQ প্রশ্ন উত্তর -একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।

মাসি পিসি গল্পের mcq

১। মাসি-পিসি বছরে কত জোড়া শাড়ি পরতেন?
ক) এক জোড়া
খ) দুই জোড়া
গ) তিন জোড়া
ঘ) চার জোড়া
উত্তর: খ) দুই জোড়া

২। ‘ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়’ – কেন?
ক) চলাচলের সুবিধার জন্য
খ) খড় খুব বেশি ছিল বলে
গ) কাজে ফাঁকি দেয়ার জন্য
ঘ) মালিকের প্রতি রাগের কারণে
উত্তর: ক) চলাচলের সুবিধার জন্য

৩। ‘কদমছাঁটা চুল’ বলতে কী ধরনের চুল বোঝানো হয়েছে?
ক) কোঁকড়ানো চুল
খ) আধা-পাকা চুল
গ) লম্বা চুল
ঘ) ছোট করে ছাঁটা চুল
উত্তর: ঘ) ছোট করে ছাঁটা চুল

৪। ‘মোটা ময়লা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা’— এখানে ‘থান’ শব্দটি কী বোঝাচ্ছে?
ক) ওড়না
খ) শাড়ি
গ) গামছা
ঘ) চাদর
উত্তর: খ) শাড়ি

৫। ‘মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি’ – এখানে ‘মরণ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) মৃত্যু
খ) নিপীড়ন
গ) দুর্ভিক্ষ
ঘ) মহামারী
উত্তর: গ) দুর্ভিক্ষ

৬। আহ্লাদি ঘরে এসে পড়ায় মাসি-পিসির সম্পর্ক কেমন হয়?
ক) জমজমাট
খ) সুদৃঢ়
গ) শক্ত
ঘ) ভালো
উত্তর: ক) জমজমাট

৭। আহ্লাদি কত মাসের গর্ভবতী ছিলেন?
ক) তিন মাস
খ) চার মাস
গ) পাঁচ মাস
ঘ) ছয় মাস
উত্তর: খ) চার মাস

৮। ‘অল্পবয়সী একটি বৌ। গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি’— এই বর্ণনা ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের?
ক) কৈলেশকে
খ) মাসিকে
গ) পিসিকে
ঘ) আহ্লাদিকে
উত্তর: ঘ) আহ্লাদিকে

৯। ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
ক) যুগবানী
খ) পূর্বাশা
গ) কল্লোল
ঘ) নওরোজ
উত্তর: খ) পূর্বাশা

১০। মাসি-পিসি কেন আহ্লাদিকে নিতে চায়?
ক) যৌতুকের লোভে
খ) সম্পত্তির লোভে
গ) ভালোবেসে
ঘ) আবার নির্যাতন করতে
উত্তর: খ) সম্পত্তির লোভে

১১। গর্ভাবস্থায় মেয়েরা কোথায় থাকতে পারবে, তা মাসি কী বলেছিলেন?
ক) মাসি-পিসির কাছে
খ) দাদা-নানির কাছে
গ) বাবা-মার কাছে
ঘ) মা-মাসির কাছে
উত্তর: ক) মাসি-পিসির কাছে

১২। দুর্ভিক্ষের সময়ে মাসি-পিসিদের কেন খাদ্য বরাদ্দ কমানো হয়েছিল?
ক) আর্থিক সংকট
খ) পারিবারিক সংকট
গ) সামাজিক সংকট
ঘ) রাজনৈতিক সংকট
উত্তর: ক) আর্থিক সংকট

১৩। ‘তোর মেসো ঠিক ছিল, শাউড়ি-ননদ ছিল বাঘ।’ – এখানে ‘বাঘ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) ভয়ঙ্কর
খ) নিষ্ঠুর
গ) হিংস্র
ঘ) ক্রুদ্ধ
উত্তর: খ) নিষ্ঠুর

১৪। পুলের তলা দিয়ে যে দ্বিতীয় সালতি আসে, তাতে মোট কতজন মানুষ ছিল?
ক) দুইজন
খ) তিনজন
গ) চারজন
ঘ) পাঁচজন
উত্তর: ক) দুইজন

১৫। লেখক ‘প্রৌঢ়া’ শব্দটির মাধ্যমে কী ধরনের বয়স বুঝিয়েছেন?
ক) আশিঊর্ধ্ব নারী
খ) প্রবীণ
গ) চল্লিশোর্ধ্ব নারী
ঘ) নবীন
উত্তর: গ) চল্লিশোর্ধ্ব নারী

১৬। সালতিতে মোট কতজন মানুষ ছিল?
ক) একজন
খ) দুইজন
গ) তিনজন
ঘ) চারজন
উত্তর: খ) দুইজন

১৭। ‘মাসি-পিসি’ রচনা কোন ধরনের সাহিত্য?
ক) গল্প
খ) প্রবন্ধ
গ) উপন্যাস
ঘ) নাটক
উত্তর: ক) গল্প

১৮। আহ্লাদিকে কোন ধরনের মানুষের নজর থেকে রক্ষা করতে হবে মাসি-পিসিদের?
ক) শ্বশুরঘর
খ) বড় বাবু-দারোগা
গ) পাড়ার লোকদের
ঘ) কৈলেশ-জগুর
উত্তর: ক) শ্বশুরঘর

১৯। আহ্লাদির বাবার অধিকাংশ সম্পদ বর্তমানে কার দখলে রয়েছে?
ক) গোকুল
খ) বড় বাবু
গ) দারোগা বাবু
ঘ) জগু
উত্তর: ক) গোকুল

২০। মাসি-পিসির কাছে আহ্লাদির সমস্ত দায়িত্ব কেন?
ক) মা-বাবা নেই
খ) তারা আহ্লাদির বাড়িতে থাকে
গ) আহ্লাদির বাবা তাদের খাওয়ায়
ঘ) জগু আহ্লাদিকে নির্যাতন করে
উত্তর: ক) মা-বাবা নেই

২১। মাসি-পিসি কেন আহ্লাদিকে একা রেখে কোথাও যেতে সাহস পায় না?
ক) একা পেলে কেউ ক্ষতি করতে পারে
খ) জগু তাকে তুলে নিয়ে যাবে
গ) আহ্লাদি একা থাকতে ভয় পায়
ঘ) তারা আহ্লাদিকে খুব ভালোবাসে
উত্তর: ক) একা পেলে কেউ ক্ষতি করতে পারে

২২। দারোগা বাবু কার সঙ্গে বসে আছেন বলে কানাই মাসি-পিসিকে জানায়?
ক) সরকার বাবু
খ) বাবু
গ) ইন্সপেক্টর বাবু
ঘ) জগু
উত্তর: খ) বাবু

২৩। আহ্লাদিকে মাসি-পিসি জোর করে আটকে রাখছে এমন ধারণা কার ছিল?
ক) জগুর
খ) কৈলেশের
গ) দারোগার
ঘ) রহমানের
উত্তর: ক) জগুর

২৪। স্বামীকে নিতে চাইলে বৌকে আটকে রাখা কি আইনের দৃষ্টিতে সঠিক?
ক) স্বাভাবিক
খ) মহাপাপ
গ) অন্যায়
ঘ) শাস্তিযোগ্য অন্যায়
উত্তর: ঘ) শাস্তিযোগ্য অন্যায়

২৫। “তোমাদের জেল হয়ে যাবে” — এ উক্তি থেকে কী প্রতিফলিত হয়?
ক) আশঙ্কা
খ) দুঃখ
গ) ঘৃণা
ঘ) আনন্দ
উত্তর: ক) আশঙ্কা

২৬। সরকার বাবুর সঙ্গে মাসি-পিসির ঝগড়া কেন হয়েছে?
ক) আহ্লাদির দাম নিয়ে
খ) তরকারি বিক্রি নিয়ে
গ) বাজারের তোলা নিয়ে
ঘ) বাজারে জায়গা দখল নিয়ে
উত্তর: গ) বাজারের তোলা নিয়ে

২৭। মাসি-পিসি কোন সমাজের কাছে পরাজিত হয়েছে?
ক) সন্ত্রাসী সমাজ
খ) পুরুষতান্ত্রিক সমাজ
গ) মাতৃতান্ত্রিক সমাজ
ঘ) বাবুশাসিত সমাজ
উত্তর: খ) পুরুষতান্ত্রিক সমাজ

২৮। মাসি-পিসি আহ্লাদিকে কোথায় পাঠাতে চায় না?
ক) শ্বশুরবাড়ি
খ) শহর
গ) স্কুল
ঘ) কাজে
উত্তর: ক) শ্বশুরবাড়ি

২৯। মাসি-পিসির বাড়িতে মোট কতজন মানুষ থাকে?
ক) চারজন
খ) তিনজন
গ) দুজন
ঘ) পাঁচজন
উত্তর: খ) তিনজন

৩০। “এতবড় সোমত্ত মেয়া” — এই মন্তব্যটি আহ্লাদির সম্পর্কে কে করেছে?
ক) মাসি
খ) কৈলেশ
গ) পিসি
ঘ) দারোগা বাবু
উত্তর: খ) কৈলেশ

৩১। “খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার” — মাসির এই মন্তব্যে কী প্রকাশ পেয়েছে?
ক) স্নেহ
খ) বিরক্তি
গ) অনুজ্ঞা
ঘ) ক্ষোভ
উত্তর: খ) বিরক্তি

৩২। উজ্জ্বল চাঁদের আলোতে মাসি-পিসির কাছে অচেনা মনে হয়েছে কোন ব্যক্তি?
ক) মাথায় লাল পাগড়ি পরা লোক
খ) মাথায় সবুজ পাগড়ি পরা লোক
গ) তিনজন পেয়াদার শেষ ব্যক্তি
ঘ) তিনজন পেয়াদার প্রথম ব্যক্তি
উত্তর: ক) মাথায় লাল পাগড়ি পরা লোক

৩৩। বাইরে সময় কাটালেও আহ্লাদির কোনো পরিশ্রম কেন হয়নি?
ক) শুয়ে-বসে ছিল
খ) মাসি-পিসি তাকে কাজ করতে দেয়নি
গ) মাসি-পিসি নিজেরাই কাজ করেছে
ঘ) আহ্লাদি নিজে কাজ করতে চায়নি
উত্তর: খ) মাসি-পিসি তাকে কাজ করতে দেয়নি

৩৪। কে এখনো আহ্লাদিকে পাওয়ার আশা ছাড়েনি?
ক) কানাই
খ) গোকুল
গ) জগু
ঘ) কৈলেশ
উত্তর: খ) গোকুল

৩৫। জগু কে?
ক) মাসির স্বামী
খ) আহ্লাদির স্বামী
গ) পিসির স্বামী
ঘ) কৈলেশের ভাই
উত্তর: খ) আহ্লাদির স্বামী

৩৬। কৈলেশের সাথে জগুর দেখা কোথায় হয়েছে?
ক) মদের দোকানে
খ) মন্দিরের চাতালে
গ) চায়ের দোকানে
ঘ) বাজারের মোড়ে
উত্তর: গ) চায়ের দোকানে

৩৭। পিসির মতে, জগু বারো মাস কোথায় পড়ে থাকে?
ক) শুঁড়িখানায়
খ) ফকিরের আস্তানায়
গ) খালে-বিলে
ঘ) বাজারে
উত্তর: ক) শুঁড়িখানায়

৩৮। “জগু আর সেই জগু নেই” — এই উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) জগুর চরিত্রে পরিবর্তন এসেছে
খ) জগুর চরিত্র অপরিবর্তনীয়
গ) জগু আরো খারাপ হয়ে গেছে
ঘ) জগু মারা গেছে
উত্তর: ক) জগুর চরিত্রে পরিবর্তন এসেছে

৩৯। মাসি-পিসি কেন নতুন সাহস পেয়েছে?
ক) প্রতিবেশীরা তাদের সঙ্গে আছে
খ) সবাই কানাইয়ের উপর রেগে আছে
গ) তারা সবার সঙ্গে একরকম আচরণ করেছে
ঘ) প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দিয়েছে
উত্তর: খ) সবাই কানাইয়ের উপর রেগে আছে

৪০। আহ্লাদির গর্ভপাত কীভাবে হয়েছে?
ক) লাথির কারণে
খ) জ্বীনের আছরে
গ) আছাড় খাওয়ার কারণে
ঘ) স্বাভাবিকভাবে
উত্তর: ক) লাথির কারণে

৪১। জগু আহ্লাদিকে কোথায় বাঁধে রাখতো?
ক) বৈড়ার সঙ্গে
খ) খুঁটির সঙ্গে
গ) গাছের সঙ্গে
ঘ) চালের সঙ্গে
উত্তর: খ) খুঁটির সঙ্গে

৪২। মাসি-পিসির বাড়িতে গেলে ভালু কী ধরনের অভ্যর্থনা পায়?
ক) গালমন্দ শোনে
খ) অসম্মানিত হয়
গ) কটু কথা শোনে
ঘ) জামাই আদর পায়
উত্তর: ঘ) জামাই আদর পায়

৪৩। মাসি কী বলে, মেয়ের জামাই যতবার আসবে, ততবার কী পাবে?
ক) অভ্যর্থনা
খ) খাবার
গ) অপবাদ
ঘ) জামাই আদর
উত্তর: ঘ) জামাই আদর

৪৪। মায়ের বোন মাসি হলে, বাপের বোন কী নামে পরিচিত?
ক) ঠাকুরঝি
খ) পিসি
গ) ঠাম্মা
ঘ) মাসিমা
উত্তর: খ) পিসি

৪৪। মাসি-পিসির সম্পর্কের মূলে কী রয়েছে?
ক) আহ্লাদির দায়িত্ব গ্রহণ
খ) দুর্ভিক্ষে পতিত হয়ে
গ) সম্পর্কের দূরত্ব ঘুচে যাওয়া
ঘ) দুজনের বিধবা হওয়া
উত্তর: ক) আহ্লাদির দায়িত্ব গ্রহণ

৪৫। কৈলেশের নৌকায় যে বৃদ্ধ মানুষটি থাকে, তার নাম কী?
ক) রহিম মিয়া
খ) করিম মিয়া
গ) বুড়ো রহমান
ঘ) আলিম মিয়া
উত্তর: গ) বুড়ো রহমান

৪৬। বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে?
ক) বাবার বাড়িতে
খ) পথে হাড়িচাপায়
গ) নৌকাডুবিতে
ঘ) শ্বশুরবাড়িতে
উত্তর: ঘ) শ্বশুরবাড়িতে

৪৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোথায় ছিল?
ক) মানিকগঞ্জ
খ) শরিয়তপুর
গ) নারায়ণগঞ্জ
ঘ) বিক্রমপুর
উত্তরঃ ঘ) বিক্রমপুর

৪৮। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে অনার্স নিয়ে বিএসসি ক্লাসে ভর্তি হয়েছিলেন?
ক) পদার্থ
খ) রসায়ন
গ) জীববিদ্যা
ঘ) গণিত
উত্তরঃ ঘ) গণিত

৪৯। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোন সালে হয়?
ক) ১৯০২ খ্রিষ্টাব্দে
খ) ১৯০৮ খ্রিষ্টাব্দে
গ) ১৯১২ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯২১ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ) ১৯০৮ খ্রিষ্টাব্দে

৫০। মানিক বন্দ্যোপাধ্যায় কবে মারা যান?
ক) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর
খ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর
গ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর
ঘ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর
উত্তরঃ গ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর

৫১। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী ছিল?
ক) প্রবোধকুমার বন্দোপাধ্যায়
খ) সুবোধকুমার বন্দোপাধ্যায়
গ) বরুণকুমার বন্দোপাধ্যায়
ঘ) প্রদীপকুমার বন্দোপাধ্যায়
উত্তরঃ ক) প্রবোধকুমার বন্দোপাধ্যায়

৫২। কেন মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্স পাস করা সম্ভব হয়নি?
ক) পরীক্ষায় ব্যর্থ হওয়ায়
খ) আর্থিক সমস্যার কারণে
গ) সাহিত্যচর্চায় অতিমাত্রায় ব্যস্ত থাকার জন্য
ঘ) রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে
উত্তর: গ) সাহিত্যচর্চায় অতিমাত্রায় ব্যস্ত থাকার জন্য

৫৩। মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
ক) ১ ডিসেম্বর
খ) ২ ডিসেম্বর
গ) ৩ ডিসেম্বর
ঘ) ৪ ডিসেম্বর
উত্তর: গ) ৩ ডিসেম্বর

৫৪। বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত?
ক) মুন্সিগঞ্জ
খ) মানিকগঞ্জ ও নরসিংদী
গ) ঢাকা ও শরিয়তপুর
ঘ) কুমিল্লা ও চাঁদপুর
উত্তর: ক) মুন্সিগঞ্জ

৫৫। কথাসাহিত্য কী?
ক) সংগীত
খ) নাটক
গ) গল্প ও উপন্যাস
ঘ) কাব্য
উত্তর: গ) গল্প ও উপন্যাস

৫৬। মানিক বন্দ্যোপাধ্যায় মোট কতটি উপন্যাস লিখেছেন?
ক) ২৫টি
খ) ২০টি
গ) ৩০টি
ঘ) ৫০টির অধিক
উত্তর: ঘ) ৫০টির অধিক

৫৭। খড় স্থানান্তর কাজে কতজন কর্মী যুক্ত ছিল?
ক) ২ জন
খ) ৩ জন
গ) ৪ জন
ঘ) ৫ জন
উত্তর: খ) ৩ জন

৫৮। চৌকিদার চরিত্রটি কে?
ক) কৈলেশ
খ) গোকুল
গ) বুড়ো রহমান
ঘ) কানাই
উত্তর: ঘ) কানাই

৫৯। নকশা পাড়ে সাদা শাড়ি পরিধানকারী চরিত্রটি কে?
ক) মাসি
খ) পিসি
গ) আহ্লাদি
ঘ) রহমানের মেয়ে
উত্তর: গ) আহ্লাদি

৬০। মাসির উদ্দেশ্যে বাইরে থেকে কে হাকাহাকি করে?
ক) কৈলেশ
খ) কানাই
গ) গোকুল
ঘ) আহ্লাদি
উত্তর: খ) কানাই

৬১। ছাই রঙের বিশেষ নাম কী?
ক) গোধুলির রঙ
খ) মেজেন্ডা
গ) পাণ্ডুর
ঘ) খুপরী
উত্তর: গ) পাণ্ডুর

৬২। ‘খপর’ শব্দটি কোন আঞ্চলিক উচ্চারণ?
ক) খবর
খ) খাপরা
গ) খুপরী
ঘ) খাপ
উত্তর: ক) খবর

৬৩। গল্পে ‘প্যাচালো’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক) ব্যভিচারিতা
খ) বিতর্ক
গ) নির্দয়তা
ঘ) আনুগত্য
উত্তর: ক) ব্যভিচারিতা

৬৪। মানিক বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলেন?
ক) সেন্ট গ্রেগরী স্কুল
খ) মেদেনীপুর জেলা স্কুল
গ) বরিশাল পাইলট স্কুল
ঘ) কুচবিহার হাই স্কুল
উত্তরঃ খ) মেদেনীপুর জেলা স্কুল

৬৫। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর সাহিত্য রচনা করেছেন?
ক) ২৮ বছর
খ) ৩০ বছর
গ) ২৬ বছর
ঘ) ৩২ বছর
উত্তরঃ ক) ২৮ বছর

৬৬। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
ক) কলকাতার কালীঘাটে
খ) ঢাকার বিক্রমপুরে
গ) বিহারের সাঁওতাল পরগনায়
ঘ) চাঁদপুরের জেলে পল্লিতে
উত্তরঃ গ) বিহারের সাঁওতাল পরগনায়

৬৭। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে আইএসসি পাস করেছিলেন?
ক) বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ
খ) কলকাতা প্রেসিডেন্সি কলেজ
গ) মেদেনীপুর সেন্ট্রাল কলেজ
ঘ) কুচবিহার মডার্ন কলেজ
উত্তরঃ ক) বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ

৬৮। মানিক বন্দ্যোপাধ্যায় গণিতে অনার্সে কোন কলেজে ভর্তি হয়েছিলেন?
ক) স্কটিস চার্চ কলেজ
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়ে
গ) প্রেসিডেন্সি কলেজে
ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ গ) প্রেসিডেন্সি কলেজ

Related Posts