গল্প “অপরিচিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের এক অসাধারণ রচনা, যেখানে নারী চরিত্র কল্যাণীর মাধ্যমে নারীর মর্যাদা, আত্মমর্যাদাবোধ এবং মানসিক শক্তির একটি জ্বলন্ত উদাহরণ তুলে ধরা হয়েছে। এই পোস্টে অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর (PDF সহ) লিখে দিলাম।
Table of Contents
অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর
১। রবীন্দ্রনাথ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৪১ খ্রিষ্টাব্দের ৭ই মে
খ) ১৮৫১ খ্রিষ্টাব্দের ৭ই মে
গ) ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে
ঘ) ১৮৭১ খ্রিষ্টাব্দের ৭ই মে
উত্তরঃ গ) ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে
২। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১২৬১
খ) ১২৬৮
গ) ১২৯২
ঘ) ১২৮১
উত্তরঃ খ) ১২৬৮
৩। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
ক) মহর্ষি
খ) সেন
গ) ঠাকুর
ঘ) ভট্টাচার্য
উত্তরঃ গ) ঠাকুর
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
খ) শিবনাথ ঠাকুর
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) বীরেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
৫। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী?
ক) সরলা দেবী
খ) সারদা দেবী
গ) বিমলা দেবী
ঘ) কল্যাণী দেবী
উত্তরঃ খ) সারদা দেবী
৬। রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত হয়েছেন?
ক) শ্রেষ্ঠ কবি
খ) বিশ্বকবি
গ) চারণ কবি
ঘ) প্রবীণ কবি
উত্তরঃ খ) বিশ্বকবি
৭। বাংলা ছোটগল্পের প্রথম সার্থক শিল্পী কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক) রবীন্দ্রনাথ ঠাকুর
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোটগল্পের নাম কী?
ক) ভিখারিনী
খ) অপরিচিতা
গ) রবিবার
ঘ) হৈমন্তী
উত্তরঃ ক) ভিখারিনী
৯। কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম ছোটগল্প ‘ভিখারিনী’ রচনা করেন?
ক) ১২৮২
খ) ১২৮৩
গ) ১২৮৪
ঘ) ১২৮৫
উত্তরঃ গ) ১২৮৪
১০। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম ছোটগল্প রচনা করেন?
ক) পনেরো
খ) সতেরো
গ) ষোলো
ঘ) আঠারো
উত্তরঃ গ) ষোলো
১১। ‘গল্পগুচ্ছ’-এ রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি গল্প সংকলিত হয়েছে?
ক) ১০
খ) ১৫
গ) ১০০
ঘ) ৯৫
উত্তরঃ ঘ) ৯৫
১২। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কী?
ক) রবিবার
খ) মুসলমানীর গল্প
গ) ক্ষুধিত পাবণ
ঘ) নিশিথে
উত্তরঃ খ) মুসলমানীর গল্প
১৩। কোন সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রচনার স্বর্ণযুগ বলা হয়?
ক) কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়কে
খ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বসবাসের সময়কে
গ) শান্তিনিকেতনে বসবাসের সময়কে
ঘ) পতিসরে বসবাসের সময়কে
উত্তরঃ ক) কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়কে
১৪। কোন কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে থাকাকালে রচনা করেন?
ক) মানসী
খ) বলাকা
গ) খেয়া
ঘ) সোনার তরী
উত্তরঃ ঘ) সোনার তরী
১৫। বিশ শতকের ছোটগল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে?
ক) প্রকৃতি
খ) গীতময়তা
গ) বাস্তবতা
ঘ) রাজনীতি
উত্তরঃ গ) বাস্তবতা
১৬। ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ?
ক) কাব্যগ্রন্থ
খ) গল্পগ্রন্থ
গ) উপন্যাস
ঘ) নাটক
উত্তরঃ গ) উপন্যাস
১৭। ‘যোগাযোগ’ উপন্যাসটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক) রবীন্দ্রনাথ ঠাকুর
১৮। ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ?
ক) কাব্যগ্রন্থ
খ) গল্পগ্রন্থ
গ) উপন্যাস
ঘ) নাটক
উত্তরঃ ঘ) নাটক
১৯। ‘ডাকঘর’ নাটকের রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মীর মশাররফ হোসেন
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক) রবীন্দ্রনাথ ঠাকুর
২০। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সাল কোনটি?
ক) ১৯৪১
খ) ১৯৪৩
গ) ১৯৪৫
ঘ) ১৯৪৭
উত্তরঃ ক) ১৯৪১
২১। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু তারিখ কোনটি?
ক) ৭ই মে
খ) ৭ই জুলাই
গ) ৭ই জুন
ঘ) ৭ই আগস্ট
উত্তরঃ ঘ) ৭ই আগস্ট
২২। কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন?
ক) ১৩৪২
খ) ১৩৪৮
গ) ১৩৫৮
ঘ) ১৩৬৮
উত্তরঃ গ) ১৩৫৮
২৩। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস?
ক) ২৫ এ বৈশাখ
খ) ২২ এ শ্রাবণ
গ) ১৩ ই কার্তিক
ঘ) ১১ই জ্যৈষ্ঠ
উত্তরঃ খ) ২২ এ শ্রাবণ
২৪। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে কোথায়?
ক) জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে
খ) বোলপুরের শান্তিনিকেতনে
গ) কুষ্টিয়ার শিলাইদহে
ঘ) কলকাতার হাসপাতালে
উত্তরঃ ক) জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে
২৫। ‘অপরিচিতা’ গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে?
ক) অনুপমের
খ) অনুপমের মামার
গ) কল্যাণীর
ঘ) কল্যাণীর পিতার
উত্তরঃ ঘ) কল্যাণীর পিতার
২৬। নিচের কোনটি ‘অপরিচিতা’ গল্পের কল্যাণী চরিত্রের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ?
ক) ভীতু
খ) সংকীর্ণতা
গ) পরমুখাপেক্ষী
ঘ) বলিষ্ঠ ব্যক্তিত্ব
উত্তরঃ ঘ) বলিষ্ঠ ব্যক্তিত্ব
২৭। ‘সবুজপত্র’ মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
গ) অক্ষয়কুমার দত্ত
ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ) প্রমথ চৌধুরী
২৮। ‘ফল্গু’ নদী কোথায় অবস্থিত?
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) মালদ্বীপ
ঘ) মায়ানমার
উত্তরঃ ক) ভারত
২৯। বকুল বনের নবপল্লবরাশির সাথে কার তুলনা করেছেন?
ক) কল্যাণীর
খ) অনুপমের
গ) পাত্রী দর্শনের অভিজ্ঞতার
ঘ) নিরুপমার
উত্তরঃ খ) অনুপমের
৩০। মামার টাকার প্রতি আসক্তিকে অনুপম কার সঙ্গে তুলনা করেছেন?
ক) অস্থি-মজ্জা
খ) চোখ-কান
গ) হাড়-হাড্ডি
ঘ) গলা-নাক
উত্তরঃ ক) অস্থি-মজ্জা
৩১। বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ) রবীন্দ্রনাথ ঠাকুর
৩২। “তবু ইহার বিশেষ মূল্য আছে”- এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে?
ক) জীবনের
খ) মরণের
গ) কর্মের
ঘ) ধর্মের
উত্তর: ক) জীবনের
৩৩। কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কী বোঝা যায়?
ক) মায়ের নির্দেশ
খ) মায়ের নিষেধ
গ) মাতৃভূমির আদেশ
ঘ) জন্মভূমির বাধা
উত্তর: গ) মাতৃভূমির আদেশ
৩৪। ছেলেবেলায় পণ্ডিতমশায় অনুপমকে কিসের সাথে তুলনা করতেন?
ক) ভিজে বেড়াল
খ) গোলাপ ফুল
গ) মাকাল ফল
ঘ) পূর্ণিমার চাঁদ
উত্তর: গ) মাকাল ফল
৩৫। ‘অপরিচিতা’ গল্পে ফুলের বুকের উপরে কী এসে বসেছিল?
ক) মৌমাছি
খ) বোলতা
গ) হামিংবার্ড
ঘ) ভ্রমর
উত্তর: ঘ) ভ্রমর
৩৬। অনুপমের আসল অভিভাবক কে ছিল?
ক) বাবা
খ) মামা
গ) মা
ঘ) শিক্ষক
উত্তর: খ) মামা
৩৭। ‘এটা আপনারাই রেখে দিন’- কোনটিকে রেখে দেয়ার কথা বলা হয়েছে?
ক) বালা
খ) কানের দুল
গ) এয়ারিং
ঘ) হাতের চুড়ি
উত্তর: গ) এয়ারিং
৩৮। ‘সেই ইতিহাসটুকু আকারে ছোট।’ এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক) অনুপমের বিবাহের দিন
খ) অনুপমের সাতাশ বছরের জীবন
গ) অনুপমের কৈশোর
ঘ) অনুপমের যুবক বয়স
উত্তর: খ) অনুপমের সাতাশ বছরের জীবন
৩৯। মামা গয়নার হিসেব কেন ফর্দে টুকে রাখলেন?
ক) ফাঁকি এড়াতে
খ) স্মরণ রাখতে
গ) স্বভাববশত
ঘ) সরল বিশ্বাসে
উত্তর: ক) ফাঁকি এড়াতে
৪০। ‘অপরিচিতা’ গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে?
ক) আটাশ
খ) সাতাশ
গ) ছাব্বিশ
ঘ) পঁচিশ
উত্তর: খ) সাতাশ
৪১। ‘এ জোড়া আপনারাই রাখিয়া দিন’-এ কথা কে বলেছেন?
ক) অনুপম
খ) হরিশ
গ) শম্ভুনাথ
ঘ) মামা
উত্তর: গ) শম্ভুনাথ
৪২। কনের পিতা কার সাথে কথা বলা আবশ্যক মনে করলেন না?
ক) অনুপমের
খ) বরযাত্রীদের
গ) অনুপমের মামার
ঘ) হরিশের
উত্তর: ক) অনুপমের
৪৩। ‘অপরিচিতা’ গল্পে নায়কের বয়স কত?
ক) আটাশ
খ) সাতাশ
গ) ছাব্বিশ
ঘ) পঁচিশ
উত্তর: খ) সাতাশ
৪৪। ‘ও আবার কী বলিবে। আমি যা বলিব তাই হইবে।’—কথাটির মাধ্যমে অনুপমের মামার কোন রূপ প্রকাশ পায়?
ক) হীনম্মন্যতা
খ) নির্বুদ্ধিতা
গ) দাম্ভিকতা
ঘ) স্নেহশীলতা
উত্তর: গ) দাম্ভিকতা
৪৫। অনুপমকে শিমুল ফুল, মাকাল ফল অভিহিত করার মধ্যে অনুপমের প্রতি পণ্ডিতমশায়ের কী ধরনের মনোভাব ফুটে উঠেছে?
ক) রাগ
খ) ভালোবাসা
গ) তিরস্কার
ঘ) বিদ্রুপ
উত্তর: ঘ) বিদ্রুপ
৪৬। ‘মেয়ে-শিক্ষা ব্রত গ্রহণের মাধ্যমে কল্যাণীর কোন চেতনার প্রকাশ পায়?
ক) মানবিক
খ) জ্ঞানান্বেষণ
গ) দাম্ভিক
ঘ) অর্থলোভী
উত্তর: ক) মানবিক
৪৭। বাড়ির লোকেরা কেন রেগে আগুন?
ক) খেতে না পেয়ে
খ) অপমানিত হয়ে
গ) গয়না না পেয়ে
ঘ) বিয়েতে যেতে না পারায়
উত্তর: খ) অপমানিত হয়ে
৪৮। কোন শব্দটি অনুপমের কাছে চিরজীবনের হয়ে রইল?
ক) জায়গা আছে
খ) ভালোবাসি
গ) জায়গা নেই
ঘ) মাতৃআজ্ঞা
উত্তর: ক) জায়গা আছে
৪৯। সেকরাকে মামা ডেকেছিলেন কেন?
ক) গয়না বানাতে
খ) গয়নার খাঁদ যাচাই করতে
গ) কনের বাবাকে অপমান করতে
ঘ) ভুল করে কথা বলতে
উত্তর: খ) গয়নার খাঁদ যাচাই করতে
৫০। ‘অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন?
ক) ডাক্তারি
খ) ওকালতি
গ) মাস্টারি
ঘ) ব্যবসা
উত্তর: খ) ওকালতি
৫১। অনুপমের বন্ধুর নাম কী?
ক) সতীশ
খ) জ্যোতিষ
গ) হরিশ
ঘ) মনীষ
উত্তর: গ) হরিশ
৫২। ‘অপরিচিতা’ গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে?
ক) আন্দামান দ্বীপ
খ) হাইকু দ্বীপ
গ) ক্যারিবীয় দ্বীপ
ঘ) বালি দ্বীপ
উত্তর: ক) আন্দামান দ্বীপ
৫৩। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?
ক) বিএ পাস
খ) বিএসসি পাস
গ) এমএ পাস
ঘ) এমএসসি পাস
উত্তর: গ) এমএ পাস
৫৪। আসর জমাতে অদ্বিতীয় কে?
ক) অনুপম
খ) হরিশ
গ) মামা
ঘ) বিনুদাদা
উত্তর: খ) হরিশ
৫৫। কে নিজেকে ভালো মানুষ বলে আখ্যা দিয়েছে?
ক) কল্যাণী
খ) হরিশ
গ) মামা
ঘ) অনুপম
উত্তর: ঘ) অনুপম
৫৬। অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করে?
ক) কল্যাণীকে
খ) মাকে
গ) শম্ভুনাথ বাবুকে
ঘ) বিনুদাদাকে
উত্তর: খ) মাকে
৫৭। ‘একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখ’- উক্তিটি কার?
ক) বিনুদাদার
খ) শম্ভুনাথের
গ) হরিশের
ঘ) অনুপমের
উত্তর: ঘ) অনুপমের
৫৮। ‘মেয়ে যদি বল, তবে’- উক্তিটি কার?
ক) অনুপমের
খ) হরিশের
গ) শম্ভুনাথের
ঘ) মামার
উত্তর: খ) হরিশের
৫৯। বিনুদাদা ‘চমৎকার’-এর স্থলে কী বসে?
ক) চলনসই
খ) অসাধারণ
গ) বিস্ময়কর
ঘ) অমুল্য
উত্তর: ক) চলনসই
৬০। ‘এয়ারিং’ কোথা থেকে আনা হয়েছে?
ক) বিলেত
খ) কানপুর
গ) মথুরা
ঘ) আর্নালি
উত্তর: ক) বিলেত
৬১। “অপরিচিতা” গল্পে রসিক মনের মানুষ কে?
ক) ঘটক
খ) অনুপম
গ) হরিশ
ঘ) মামা
উত্তর: গ) হরিশ
৬২। কে কন্যাকে আশীর্বাদ করতে গেল?
ক) হরিশ
খ) অনুপম
গ) মামা
ঘ) বিনুদাদা
উত্তর: ঘ) বিনুদাদা
৬৩। মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন?
ক) গরিব
খ) ধনী
গ) গ্রামীণ
ঘ) শহরে
উত্তর: ক) গরিব
৬৪। শম্ভুনাথ বাবুর বয়স কত?
ক) প্রায় চল্লিশ বছর
খ) প্রায় পঞ্চাশ বছর
গ) প্রায় ষাট বছর
ঘ) প্রায় সত্তর বছর
উত্তর: ক) প্রায় চল্লিশ বছর
৬৫। “মন্দ নয় হে, খাঁটি সোনা বটে।” উক্তিটি কার?
ক) অনুপমের
খ) হরিশের
গ) মামার
ঘ) বিনুদাদার
উত্তর: ঘ) বিনুদাদার
৬৬। বিনুদাদার সাথে অনুপমের সম্পর্ক কী?
ক) মামাতো ভাই
খ) পিসতুতো ভাই
গ) মাসতুতো ভাই
ঘ) খুড়তুতো ভাই
উত্তর: খ) পিসতুতো ভাই
৬৭। কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন?
ক) অনুপম রুচিবান
খ) অনুপম রূপবান
গ) অনুপম সৎপাত্র
ঘ) অনুপম ব্যক্তিত্বসম্পন্ন
উত্তর: গ) অনুপম সৎপাত্র
৬৮। “শিগগির চলে আয়, এ গাড়িতে জায়গা আছে’—উক্তিটি কার?
ক) অনুপমের
খ) কল্যাণীর
গ) বিনুদাদার
ঘ) হরিশের
উত্তর: খ) কল্যাণীর
৬৯। মা-পুত্রের তীর্থযাত্রার বাহন কী ছিল?
ক) রেলগাড়ি
খ) মোটরগাড়ি
গ) ঘোড়ার গাড়ি
ঘ) গরুর গাড়ি
উত্তর: ক) রেলগাড়ি
৭০। কল্যাণীর পিতার নাম কী?
ক) হরিশচন্দ্র দত্ত
খ) বিনোদবিহারী সেন
গ) শম্ভুনাথ সেন
ঘ) গৌরিশংকর দত্ত
উত্তর: গ) শম্ভুনাথ সেন
৭১। অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে?
ক) মদ
খ) তামাক
গ) মাছ
ঘ) মাংস
উত্তর: খ) তামাক
৭২। ‘ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই’- উক্তিটি কার?
ক) বিনুদাদার
খ) মামার
গ) শম্ভুনাথের
ঘ) হরিশের
উত্তর: গ) শম্ভুনাথের
৭৩। স্টেশনে অনুপম কী ফেলে গেল?
ক) টিকিট
খ) তোরঙ্গ
গ) ক্যামেরা
ঘ) লণ্ঠন
উত্তর: গ) ক্যামেরা
অপরিচিতা গল্পের mcq pdf
অফলাইনে পড়ার জন্য নিচ থেকে অপরিচিতা mcq pdf ফাইলটি ডাউনলোড করে নিন।
Related Posts
- প্রতিদান কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর
- প্রত্যাবর্তনের লজ্জা কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর
- বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত প্রশ্ন)- একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা
- মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক প্রশ্ন)- একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা