১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক আয়োজিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-তে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির ধরনঃ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার
প্রতিষ্ঠানঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
পদের নামঃ বিভিন্ন পদ
পদ সংখ্যাঃ
আবেদন ফিঃ ৩৫০ টাকা
আবেদন শুরুঃ ০৯ অক্টোবর ২০২৩
আবেদনের শেষ তারিখঃ ৩০ নভেম্বর ২০২৩
Table of Contents
সার্কুলারে পদের তালিকা
সার্কুলারের কিছু পদের নমুনা দেয়া হল । সম্পূর্ণ তালিকা নিচে circular এ দেয়া আছে ।
১. পদের নামঃ সহকারী শিক্ষক বাংলা (বাংলা)
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
- মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম)
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ )
- দাখিল মাদরাসা (১ম-১০ম)
- আলিম মাদরাসা (১ম-১২শ
- ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
- কামিল মাদরাসা (১ম-১৭শ) •
২. পদের নামঃ সহকারী শিক্ষক (ইংরেজি)
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
- মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম)
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ )
- দাখিল মাদরাসা (১ম-১০ম)
- আলিম মাদরাসা (১ম-১২শ
- ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
- কামিল মাদরাসা (১ম-১৭শ)
৩. পদের নামঃ সহকারী শিক্ষক(সামাজিক বিজ্ঞান)
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
- মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম)
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ )
- দাখিল মাদরাসা (১ম-১০ম)
- আলিম মাদরাসা (১ম-১২শ
- ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
- কামিল মাদরাসা (১ম-১৭শ)
৪. পদের নামঃ সহকারী শিক্ষক গণিত (গণিত)
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম)
- মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম)
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ )
- দাখিল মাদরাসা (১ম-১০ম)
- আলিম মাদরাসা (১ম-১২শ
- ফাজিল মাদরাসা (১ম-১৫শ)
- কামিল মাদরাসা (১ম-১৭শ)
আরও অন্যান্য পদ নিচের সার্কুলার এ দেখুন
আবেদনপত্র পূরণ
প্রার্থী যে পদে আবেদন করার যোগ্য এবং ইচ্ছুক ওয়েবসাইটে প্রবেশ করে সেই পদের রেডিও বাটন সিলেক্ট করে আবেদনপত্রের
Online আবেদনপত্রে প্রার্থী নিজ স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel ও রঙ্গিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে সন্নিবেশ (Upload) করবেন।
Online আবেদনপত্রে পুরনকৃত তথ্যই যেহেতু প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষা ও অন্যান্য সকল কার্যক্রমসহ উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র দাখিল (Submit) করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনশ্চঃ পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আবেদনপত্র দাখিল (Submit) করার পর কোন তথ্য সংশোধনযোগ্য নয়।
প্রার্থী পদে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে যোগ্য ও ইচ্ছুক সে পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয় বিষয়সমূহ হতে নিবন্ধন পরীক্ষার ঐচ্ছিক বিষয় নির্ধারণ করবেন এবং তা Online আবেদনপত্রে উল্লেখ করবেন। প্রার্থীর নিজ নাম, পিতার নাম ও মাতার নাম এস. এস. সি অথবা সমমানের পরীক্ষা পাশের সনদে যেরূপ উল্লেখ রয়েছে অনলাইন আবেদনপত্রে একইভাবে পূরণ করবেন।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে SMS পাঠ করতে এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করার প্রতি মনোযোগী হবার পরামর্শ প্রদান করা হচ্ছে।
পরীক্ষার ফি প্রদান: ক. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুসারে প্রার্থীর ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন।
Applicant’s কপিতে প্রদত্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা আবেদন Submit করার অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা প্রদান করবেন। প্রথম SMS: NTRCAUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: NTRCAYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন
1. User ID জানা থাকলে: NTRCAHelpUserUser ID & send to 16222. Example: NTRCA Help User ABCDEF & send to 16222 ii. PIN Number জানা থাকলে NTRCA < Space >HelpPINPIN Number & send to 16222. Example: NTRCA Help PIN 12345678 & send to 16222.
Apply NTRCA Circular 2023
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অফিশিয়াল সার্কুলার
আরও বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল ntrca এর circular দেখুন
NTRCA Result
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট দেখুন এই লিঙ্কে NTRCA Result
নতুন চাকরির সার্কুলার পাওয়ার জন্য নিচের লিঙ্ক থেকে হোম পেজে চলে যান ।
সকল ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমাদের Home পেজ ভিজিট করুন ।
Related Posts
- ১৯ পদে খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৪ (এস এস সি পাসেই সরকারি চাকরি)
- বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- ৫৫১ পদে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- ১০১ পদে গাইবান্ধা সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF সহ