কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বাংলাদেশের প্রথম টানেল। যা পতেঙ্গার নেভাল একাডেমী ও আনোয়ারাকে সংযুক্ত করবে। আজকের পোস্টে আমরা কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান ৬০টি প্রশ্ন সহ সাজিয়ে দিলাম।
Table of Contents
সংক্ষেপে কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান
- দেশের প্রথম টানেল: কর্ণফুলী টানেল
- উদ্বোধনের তারিখ: ২০২৩ সালের ২৮ অক্টোবর
- উদ্বোধন করেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ইংরেজি নাম: Two Towns-one city.
- দৈর্ঘ্য: ৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল)
- প্রস্থ: ১০.৮ মি
- মোট ব্যয়: ১০৬৮৯ কোটি টাকা।
- সহযোগিতায়: চীন
- অর্থায়ন করে: চীনা এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকার।
- সংযুক্ত করবে: পতেঙ্গার নেভাল একাডেমি ও আনোয়ারাকে।
কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন
ক্রম | কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন | উত্তর |
১ | কর্ণফুলী টানেল উদ্বোধন করা হয় কত তারিখে? | ২০২৩ সালের ২৮ অক্টোবর |
২ | কর্ণফুলী টানেল কোথায় অবস্থিত? | চট্টগ্রাম |
৩ | কর্ণফুলী টানেল কোন নদীর তলদেশে অবস্থিত? | কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত। |
৪ | কর্ণফুলী টানেলের লেন সংখ্যা কতটি? | ৪ টি। |
৫ | কর্ণফুলী টানেল বাস্তবায়নকারী সংস্থার নাম কি? | বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। |
৬ | কর্ণফুলী টানেলের অর্থায়ন করেন কে? | চীনের এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকার। |
৭ | কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল কবে? | ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি। |
৮ | কর্ণফুলী টানেল উদ্বোধন করেন কে? | প্রধানমন্ত্রী শেখ হাসিনা। |
৯ | কর্ণফুলী টানেল চট্টগ্রামের কোন দুই উপজেলাকে সংযুক্ত করেছে? | পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। |
১০ | কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত? | ৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল) |
১১ | কর্ণফুলী টানেলের প্রস্থ কত? | ১০.৮ মি |
১২ | কর্ণফুলী টানেলের প্রতি টিউবের উচ্চতা কত? | ১৬ ফুট |
১৩ | কর্ণফুলী টানেল নির্মাণের প্রথম প্রস্তাব করেছিলেন কে? | চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী |
১৪ | কর্ণফুলী টানেল নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে? | ১০৬৮৯ কোটি টাকা। |
১৫ | কর্ণফুলী টানেলটি বঙ্গবন্ধুর নামে নামকরণের প্রস্তাবিত হয় কত তারিখে? | ২০১৯ সালের ২১ জানুয়ারি |
১৬ | কর্ণফুলী টানেল বঙ্গবন্ধু এর নামে নামকরণের প্রস্তাব দিয়েছিলেন কে? | সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী। |
১৭ | কর্ণফুলী টানেল এর টিউব সংখ্যা কয়টি? | ২ টি। |
১৮ | কর্ণফুলী টানেল নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? | চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)। |
১৯ | কর্ণফুলী টানেলের প্রতিটি টিউবের ব্যাস কত? | ১২.৫ মিটার বা ৪১ ফুট। |
২০ | কর্ণফুলী টানেল বাংলাদেশের কততম ট্যানেল? | প্রথম |
২১ | কর্ণফুলী টানেল ভূমিকম্প সহনশীল মাত্রা কত? | ৭.৫ রিখটার স্কেল। |
২২ | কর্ণফুলী টানেল কিভাবে খনন করা হয়েছিল? | ডাবল সেল ড্রিলিং পদ্ধতিতে খনন করা হয়েছে। |
২৩ | কর্ণফুলী টানেল কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব হ্রাস করবে কত কিলোমিটার? | ৪০ কিলোমিটার |
২৪ | কর্ণফুলী টানেল নির্মাণ কাজে সর্বমোট কতজন লোক কাজ করেছে? | ৫০০০ জন |
২৫ | কর্ণফুলী টানেল এর ইংরেজি নাম কি? | Two Towns-one city. |
২৬ | কর্ণফুলী টানেল কোন জেলায় অবস্থিত? | চট্টগ্রাম জেলায়। |
২৭ | কর্ণফুলী টানেল চালু হলে জিডিপি বাড়বে কত? | ০.০৬% |
২৮ | কর্ণফুলী টানেলে বায়ু চলাচলের জন্য কতটি ফ্যান আছে? | ৮ টি। |
২৯ | কর্ণফুলী টানেল বিনিয়োগকারী চায়না এক্সিম ব্যাংকের সুদের হার কত শতাংশ? | ২ শতাংশ। |
৩০ | কর্ণফুলী টানেল সংযোগ সড়ক কত কিলোমিটার? | ৫.৩৫ কিলোমিটার |
৩১ | কর্ণফুলী টানেলে যানবাহনের গতিসীমা কত? | ঘন্টায় ৬০ কিলোমিটার। |
৩২ | কর্ণফুলী ট্যানেলে প্রতি ঘন্টায় কতটি যানবাহন চলাচল করতে পারে? | প্রায় ৮ হাজার যানবাহন চলাচল করতে পারে। |
৩৩ | কর্ণফুলী টানেল প্রকল্প পরিচালকের নাম কি? | হারুনুর রশিদ চৌধুরী। |
৩৪ | কর্ণফুলী টানেল বাংলাদেশ সরকারের বিনিয়োগ কত? | ৪৪৬১ কোটি ২৩ লাখ টাকা। |
৩৫ | কর্ণফুলী টানেলে চীনের সহায়তা কত? | ৫৯১৩ কোটি টাকা। |
৩৬ | কর্ণফুলী টানেলে জেট ফ্যান কতটি? | ১২৬ টি |
৩৭ | কর্ণফুলী টানেলে কোন ধরনের যানবাহন চলাচল নিষেধ? | মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে। |
৩৮ | কর্ণফুলী টানেল ভূমি অধিগ্রহণ কত? | ৩৮২.১৫৫১ একর। |
৩৯ | এক্সিম ব্যাংকের অর্থায়ন এর সুদের হার কত? | ২শতাংশ |
৪০ | কর্ণফুলী টানেল পার হতে কত সময় লাগে? | তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে। |
আরও পড়ুনঃ মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ৬০+ প্রশ্নসহ
কর্ণফুলী টানেল নিয়ে প্রশ্ন
উপরের তালিকাতে কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান খুব গুরুত্বপূর্ণ গুলো দেওয়া হয়েছে। সেগুলো পড়লেই কমন পাওয়া যাবে। তবে যারা আরও অধিক প্রশ্ন পড়তে চান, তাদের জন্য নিচে আরো কতগুলো প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে।
১। নদীর তলদেশ দিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম টানেল কোনটি?
উত্তরঃ বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল।
২। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কর্ণফুলী ট্যানেলের খনন কাজ উদ্বোধন করেন কবে?
উত্তরঃ ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি।
৩। কর্ণফুলী টানেল নির্মাণের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কত তারিখে?
উত্তরঃ ২০১৪ সালের ১০ জুন
৪। কর্ণফুলী টানেল প্রকল্প মেয়াদ কত?
উত্তরঃ কর্ণফুলী টানেল প্রকল্প মেয়াদ ছিল ২০১৫ সাল হতে ১ নভেম্বর ২০২৩ পর্যন্ত।
৫। কর্ণফুলী টানেল অর্থ সহযোগীতা করে কোন দেশ?
উত্তরঃ বঙ্গবন্ধু টানেল অর্থ সহযোগীতা করে চীন।
৬। কর্ণফুলী টানেল এর গভীরতা কত?
উত্তরঃ কর্ণফুলী টানেলের গভীরতা ১৫০ মিটার।
৭। কর্ণফুলী টানেল নির্মাণ মোট ব্যয় কত?
উত্তরঃ ১০ হাজার ৬৮৯ কোটি ।
৮। এশিয়ার বৃহত্তম টানেল নাম কি?
উত্তরঃ এশিয়ার বৃহত্তম টানেল জম্মু-কাশ্মীল টানেল।
৯। কর্ণফুলী টানেল প্রবেশপথ কোথায়?
উত্তরঃ কর্ণফুলী টানেল এর প্রবেশ পথ চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে কর্নফুলী নদীর ২ কিলোমিটার ভাটির দিকে নেভি কলেজের নিকট।
১০। কোন শহরের আদলে গড়ে ওঠেছে কর্ণফুলী টানেল?
উত্তরঃ চীনের সাংহাই।
১১। কর্ণফুলী টানেলের নির্মাণকাজ তদারক করছে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
১২। জরুরি প্রয়োজনে এক টিউব থেকে অন্য টিউবে যাওয়ার জন্য কয়টি সংযোগ রাখা হয়েছে?
উত্তরঃ ৩টি।
১৩। জলাবদ্ধতার আশঙ্কায় টানেলের ভেতরে কতটি সেচপাম্প বসানো হয়েছে?
উত্তরঃ ৫২টি।
১৪। টানেল নির্মাণের ফলে ঢাকা-কক্সবাজারের কত কিলোমিটার দূরত্ব কমে গেছে?
উত্তরঃ ১৫ কিলোমিটার।
১৫। কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
উত্তরঃ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
১৬। কর্ণফুলী টানেল নির্মাণে ঋণচুক্তি সই হয় কবে?
উত্তরঃ ১৪ অক্টোবর ২০১৬।
১৭। টানেলটি নির্মাণের ফলে চট্টগ্রাম শহর কোন মডেলে গড়ে উঠেছে?
উত্তরঃ চীনের সাংহাই শহরের আদলে, ‘ওয়ান সিটি টু টাউন’ বা এক নগর দুই শহর।
১৮। টানেলের মধ্য দিয়ে সর্বোচ্চ কত কিলোমিটার গতিতে গাড়ি চলবে?
উত্তরঃ ৮০ কিলোমিটার।
১৯। কর্ণফুলী টানেলের আসল নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।
২০। কর্ণফুলী টানেলের স্বত্বাধিকারী কে?
উত্তরঃ কর্ণফুলী টানেলের স্বত্বাধিকারী হলো বাংলাদেশ সরকার।
কর্ণফুলী টানেল সম্পর্কিত প্রশ্ন (FAQ)
কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত?
নদীর তলদেশ দিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম টানেল বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল)।
কর্ণফুলী টানেল উদ্বোধন কবে?
কর্ণফুলী টানেল উদ্বোধন করা হয় ২০২৩ সালের ২৮ অক্টোবর। কর্ণফুলী টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্ণফুলী টানেলের প্রস্থ কত?
কর্ণফুলী টানেলের প্রস্থ ১০.৮ মি।
কর্ণফুলী টানেল খরচ কত?
কর্ণফুলী টানেল নির্মাণ মোট ব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ।
কর্ণফুলী টানেল কোন জেলায় অবস্থিত?
কর্ণফুলী টানেল চট্টগ্রাম জেলায় অবস্থিত।
Related Posts
- অর্থসহ বাংলা গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য তালিকা চাকরির পরীক্ষার জন্য
- মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে
- ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ সম্পর্কে
- পারিভাষিক শব্দ তালিকা চাকরি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য
- ১৭০+ বাংলা ব্যাকরণ প্রশ্ন বিগত বিসিএস পরীক্ষার (১০ম-৪৪তম বিসিএস)
- কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী ও তার কবিতাসমূহ
- বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান ৬০টি প্রশ্ন ও উত্তরসহ
- এশিয়া মহাদেশের ৪৮ টি দেশের নাম, রাজধানী ও মুদ্রাসহ তালিকা
- পদ্মা সেতু সম্পর্কে ১০ টি বাক্য (ছোট ও বড় বাক্য)
- গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী