কর্ণফুলী টানেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত বাংলাদেশের সর্বপ্রথম টানেল। এই টানেল নির্মাণের ফলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৫ কিলোমিটার কমে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল উদ্বোধন করেন। আজকের পোস্টে আমি আপনাদেরকে কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf ৬০টি প্রশ্ন ও উত্তরসহ দিয়ে দিলাম।
Table of Contents
কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf প্রশ্ন
ক্রম | কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন | উত্তর |
১ | কর্ণফুলী টানেল কোথায় অবস্থিত? | চট্টগ্রাম |
২ | কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত? | ৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল) |
৩ | কর্ণফুলী টানেল উদ্বোধন করা হয় কত তারিখে? | ২০২৩ সালের ২৮ অক্টোবর |
৪ | কর্ণফুলী টানেলের লেন সংখ্যা কতটি? | ৪ টি। |
৫ | কর্ণফুলী টানেলের অর্থায়ন করেন কে? | চীনের এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকার। |
৬ | কর্ণফুলী টানেল কোন নদীর তলদেশে অবস্থিত? | কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত। |
৭ | কর্ণফুলী টানেলের প্রস্থ কত? | ১০.৮ মি |
৮ | কর্ণফুলী টানেল উদ্বোধন করেন কে? | প্রধানমন্ত্রী শেখ হাসিনা। |
৯ | কর্ণফুলী টানেল বাস্তবায়নকারী সংস্থার নাম কি? | বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। |
১০ | কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল কবে? | ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি। |
১১ | কর্ণফুলী টানেলের প্রতি টিউবের উচ্চতা কত? | ১৬ ফুট |
১২ | কর্ণফুলী টানেল নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে? | ১০৬৮৯ কোটি টাকা। |
১৩ | কর্ণফুলী টানেল চট্টগ্রামের কোন দুই উপজেলাকে সংযুক্ত করেছে? | পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। |
১৪ | কর্ণফুলী টানেল নির্মাণের প্রথম প্রস্তাব করেছিলেন কে? | চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী |
১৫ | কর্ণফুলী টানেল নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? | চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)। |
১৬ | কর্ণফুলী টানেল কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব হ্রাস করবে কত কিলোমিটার? | ৪০ কিলোমিটার |
১৭ | কর্ণফুলী টানেলটি বঙ্গবন্ধুর নামে নামকরণের প্রস্তাবিত হয় কত তারিখে? | ২০১৯ সালের ২১ জানুয়ারি |
১৮ | কর্ণফুলী টানেল এর টিউব সংখ্যা কয়টি? | ২ টি। |
১৯ | কর্ণফুলী টানেল নির্মাণ কাজে সর্বমোট কতজন লোক কাজ করেছে? | ৫০০০ জন |
২০ | কর্ণফুলী টানেল বঙ্গবন্ধু এর নামে নামকরণের প্রস্তাব দিয়েছিলেন কে? | সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী। |
২১ | কর্ণফুলী টানেলে বায়ু চলাচলের জন্য কতটি ফ্যান আছে? | ৮ টি। |
২২ | কর্ণফুলী টানেল চালু হলে জিডিপি বাড়বে কত? | ০.০৬% |
২৩ | কর্ণফুলী টানেল এর ইংরেজি নাম কি? | Two Towns-one city. |
২৪ | কর্ণফুলী টানেলের প্রতিটি টিউবের ব্যাস কত? | ১২.৫ মিটার বা ৪১ ফুট। |
২৫ | কর্ণফুলী টানেল বাংলাদেশের কততম ট্যানেল? | প্রথম |
২৬ | কর্ণফুলী টানেল ভূমিকম্প সহনশীল মাত্রা কত? | ৭.৫ রিখটার স্কেল। |
২৭ | কর্ণফুলী টানেল কোন জেলায় অবস্থিত? | চট্টগ্রাম জেলায়। |
২৮ | কর্ণফুলী টানেল কিভাবে খনন করা হয়েছিল? | ডাবল সেল ড্রিলিং পদ্ধতিতে খনন করা হয়েছে। |
২৯ | কর্ণফুলী টানেল সংযোগ সড়ক কত কিলোমিটার? | ৫.৩৫ কিলোমিটার |
৩০ | কর্ণফুলী টানেলে চীনের সহায়তা কত? | ৫৯১৩ কোটি টাকা। |
৩১ | কর্ণফুলী টানেলে যানবাহনের গতিসীমা কত? | ঘন্টায় ৬০ কিলোমিটার। |
৩২ | কর্ণফুলী টানেলে জেট ফ্যান কতটি? | ১২৬ টি |
৩৩ | কর্ণফুলী টানেল বিনিয়োগকারী চায়না এক্সিম ব্যাংকের সুদের হার কত শতাংশ? | ২ শতাংশ। |
৩৪ | কর্ণফুলী টানেল পার হতে কত সময় লাগে? | তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে। |
৩৫ | কর্ণফুলী টানেল ভূমি অধিগ্রহণ কত? | ৩৮২.১৫৫১ একর। |
৩৬ | কর্ণফুলী টানেল প্রকল্প পরিচালকের নাম কি? | হারুনুর রশিদ চৌধুরী। |
৩৭ | কর্ণফুলী ট্যানেলে প্রতি ঘন্টায় কতটি যানবাহন চলাচল করতে পারে? | প্রায় ৮ হাজার যানবাহন চলাচল করতে পারে। |
৩৮ | কর্ণফুলী টানেলে কোন ধরনের যানবাহন চলাচল নিষেধ? | মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে। |
৩৯ | এক্সিম ব্যাংকের অর্থায়ন এর সুদের হার কত? | ২শতাংশ |
৪০ | কর্ণফুলী টানেল বাংলাদেশ সরকারের বিনিয়োগ কত? | ৪৪৬১ কোটি ২৩ লাখ টাকা। |
কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf download
উপরের তালিকাতে যে প্রশ্ন দেওয়া আছে, পিডিএফ ফাইলে তার থেকে বেশি প্রশ্ন দেওয়া আছে। আপনি যদি একজন চাকরি কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রার্থী হন, তাহলে নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে অফলাইনেও পড়তে পারেন।
Related Posts
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- গুরুত্বপূর্ণ বাগধারা pdf বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা
- বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান (ভর্তি পরীক্ষা ও চাকরির জন্য)
- ৮ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা pdf ২০২৪
- অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৪ PDF সহ
- কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম এর তালিকা মনে রাখার টেকনিক
- ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ PDF সহ
- ৪৬ তম বিসিএস প্রশ্ন সমাধান pdf (বিসিএস প্রশ্ন pdf)
- মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে
- বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান ২০২৪