মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf ৬০টি প্রশ্ন ও উত্তরসহ

মেট্রোরেল প্রকল্প ঢাকা শহরের যানজট দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করেন। মেট্রোলের সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান আসে। তাই আজকের পোস্টে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf ৬০টি প্রশ্ন ও উত্তরসহ দেওয়া হয়েছে।

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf প্রশ্ন

ক্রমমেট্রোরেল সম্পর্কে প্রশ্নউত্তর
মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?২৬ জুন ২০১৬
ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?দিল্লি মেট্রোরেল কর্পোরেশন।
ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?২১.২৬ কিলোমিটার
মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল?১৬টি
ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?ম্যাস র‍্যাপিড ট্রানজিট।
সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশনসংখ্যা হবে কতটি?১৭টি
মেট্রোরেলের প্রথম যাত্রী কে?শেখ হাসিনা
মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী?কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম
মেট্রোরেলের সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় কত কিলোমিটার?১০০ কিলোমিটার।
১০মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?বাংলাদেশ সরকার ও জাইকা
১১মেট্রোরেল প্রকল্প প্রথমে কোন পর্যন্ত ছিলো?উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।
১২মেট্রোরেলের প্রতিটি প্লাটফর্মের দৈর্ঘ্য কত?১৮০মিটার
১৩মেট্রোরেলের প্রথম নারী চালকের নাম কী?মরিয়ম আফিজা
১৪প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?২০.১০ কিলোমিটার
১৫মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেয়?১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা
১৬মেট্রোরেলের নির্মাণকাজ পরিচালনা করছে কোন কোন প্রতিষ্ঠান?থাইল্যান্ডের প্রতিষ্ঠান ইতালিয়ান- থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ও চায়নার সিনোহাইড্রো করপোরেশন।
১৭ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
১৮মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট চালু করেছে?৫০ টাকা
১৯বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করা হয় কবে?২৮ ডিসেম্বর, ২০২২
২০মেট্রোরেলের কোচগুলো/রেলগুলো কোন দেশ থেকে এসেছে?জাপান
২১RSTP এর পূর্ণরূপ কি?Revised Strategic Transport Plan.
২২মেট্রোরেলের প্রতি কিলোমিটার প্রতি ভাড়া কত টাকা নির্ধারণ করা হয়েছে?৫ টাকা।
২৩মেট্রোরেলের স্টেশনগুলো কত তলা বিশিষ্ট?৩ তলা
২৪মেট্রোরেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত টাকা?সর্বনিম্ন ভাড়া ২০ এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা
২৫মিরপুর-১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কত তারিখে?২৯ নভেম্বর ২০২১
২৬মেট্রোরেল প্রকল্পে জাইকা কত শতাংশ লোন দিয়েছে?৭৫ শতাংশ
২৭DMTCL বা ঢাকা মেট্রোরেল ট্রানজিড কোম্পানি কবে গঠিত হয়?২০১৩ সালের ৩ জুন
২৮মেট্রোরেলের প্রতি পিলারের ব্যাস কত?২ মিটার
২৯সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা?৩৩ হাজার ৪৭১. ৯৯ কোটি টাকা
৩০মতিঝিল-উত্তরা পর্যন্ত মেট্রোরেলের নাম কি?এম আর টি লাইন ৬
৩১মেট্রোরেলের পিলারের উচ্চতা কত?১৩ মিটার
৩২মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন কত তারিখ?৪ নভেম্বর ২০২৩
৩৩মেট্রোরেলের প্রতিটি ট্রেন সর্বোচ্চ কত যাত্রী নিতে সক্ষম?২৩০৮ জন
৩৪মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?১৯ জুলাই ২০২২
৩৫মেট্রোরেলের মোট ট্রেন আছে কতটি?২৪টি
৩৬মেট্রোরেলে সরকার কত ব্যয় করে?৫ হাজার ৩৯০ কোটি টাকা বা ২৫%
৩৭মেট্রোরেলে উত্তরা-মতিঝিল যেতে কতক্ষণ সময় প্রয়োজন হয়?৩৫ মিনিট
৩৮পৃথিবীর প্রথম মেট্রোরেল চালু হয় কোন শহরে?লন্ডন (১৮৬৩সালে)

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান mcq


১। মেট্রোরেল ঘন্টায় কত বিদ্যুৎ ব্যয় করবে?
 উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট।

২। মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কী?
উত্তরঃ এমআরটি পুলিশ।

৩। বাংলাদেশের মেট্রোরেলের লোগোর ডিজাইনার কে?
উত্তরঃ আলী আহসান নিশান।

৪। ঢাকা মেট্রো কি নামে পরিচিত?
উত্তরঃ ঢাকা মেট্রো ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি (MRT) নামে পরিচিত।

৫। মেট্রোরেলের প্রকল্প বাজেট কত?
উত্তরঃ ২.৮ বিলিয়ন।

৬। ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম কি?
উত্তরঃ ম্যাস র‍্যাপিড ট্রানজিট।

৭। মেট্রোরেল কত বিলিয়ন টাকা সাশ্রয় করবে?
উত্তরঃ ৪.৪ বিলিয়ন।

৮। মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা কে?
উত্তরঃ জাপান।

৯। MRT এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Mass Rapid Transit.

১০। RSTP এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Revised Strategic Transport Plan

১১। মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?
উত্তরঃ ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।

১২। মেট্রোরেলের বিদ্যুৎ উপকেন্দ্র কয়টি?
উত্তরঃ পাঁচটি।

১৩। মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয় কবে?
উত্তরঃ ২০১৩ সালে।

১৪। সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল কবে উন্মুক্ত করা হয় ?
উত্তরঃ ২৯ ডিসেম্বর, ২০২২ সালে।

১৫। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?
উত্তরঃ ২০.১০ কিলোমিটার

১৬। দেশের প্রথম মেট্রোরেল MRT Line-6 এর মোট স্টেশন কয়টি?
উত্তরঃ ১৭ টি।

১৭। বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্প ঢাকার কোন কোন অঞ্চলকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মতিঝিল-উত্তরা।

১৮। মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তরঃ ৩০ থেকে ৪০ মিটার।

১৯। মেট্রোরেলের প্রথম ধাপে কতটি ট্রেন চলবে?
উত্তরঃ ২৪টি।

২০। কত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন?
উত্তরঃ ২০১৬ সালের ২৬ জুন।

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf download

মেট্রোরেল প্রকল্প বাংলাদেশের ঢাকা শহরের উল্লেখযোগ্য পরিবর্তন। যার কারণে ঢাকা শহরের অসহনীয় যানজট আর নেই। এখন অল্প সময়ের মধ্যেই উত্তরা থেকে মতিঝিল যাওয়া যায়। নিচে মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf অফলাইনে পড়ার জন্য ডাউনলোড করে নিন।

Related Posts