কুরআনের ২৯ ও ৩০ পারার সূরা সমূহ নাম অর্থসহ তালিকা

পবিত্র কুরআন মানবজাতির হিদায়াতের জন্য এক যুগান্তকারী বই। এটি ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর উপর অবতীর্ণ হয়। এটি শুধু আরববাসীর জন্য নয়, সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। আজকের পোস্টে আমরা পবিত্র কুরআনের ২৯ ও ৩০ পারার সূরা সমূহ নাম অর্থসহ তালিকা করে দিলাম।

৩০ পারার সূরা সমূহ নাম

পবিত্র কুরআনে মোট সূরা সংখ্যা ১১৪ টি এবং পারার সংখ্যা ৩০ টি। সমগ্র কুরআনে সর্বমোট ৬৬৬৬ টি আয়াত রয়েছে। তার মধ্যে ৩০ পারায় সূরার সংখ্যা রয়েছে ৩৭ টি। ৩০ পারার সূরা সমূহ নামের মধ্যে প্রথম সূরা আন নাবা এবং শেষ সূরা আন-নাস। কুরআনুল কারীমের সূরা গুলোর মধ্যে আর রহমান অন্যতম একটি সূরা। সূরাটির শেষের তিন আয়াত অর্থসহ দিয়ে দেওয়া হয়েছে।

২৯ পারার সূরা সমূহ

সূরা
নং
সূরার নামঅর্থআয়াত সংখ্যা
৬৭সূরা আল-মুলক الملكসার্বভৌম কর্তৃত্ব৩০ মক্কা
৬৮সূরা আল-কলম القلمকলম৫২ মক্কা
৬৯সূরা আল-হাক্কাহ الحآقّةনিশ্চিত সত্য৫২ মক্কা
৭০সূরা আল-মাআরিজ المعارجউন্নয়নের সোপান৪৪ মক্কা
৭১ সূরা নূহ نوحনবী নূহ২৮ মক্কা
৭২সূরা আল জ্বিন الجنّজ্বিন সম্প্রদায়২৮ মক্কা
৭৩সূরা আল মুজাম্মিল المزّمّلবস্ত্র আচ্ছাদনকারী২০ মক্কা
৭৪সূরা আল মুদ্দাস্সির المدّشّرপোশাক পরিহিত৫৬ মক্কা
৭৫সূরা আল-ক্বিয়ামাহ القيامةপুনরুথান৪০ মক্কা
৭৬সূরা আদ-দাহর الدَّهْرِমানুষ৩১ মদীনা
৭৭সূরা আল-মুরসালাত المرسلتপ্রেরিত পুরুষবৃন্দ৫০ মক্কা

৩০ পারার সূরা সমূহ

সূরা
নং
সূরার নামঅর্থআয়াত সংখ্যা
৭৮সূরা আন নাবা النّباমহাসংবাদ৪০ মক্কা
৭৯সূরা আন নাযিয়াত النّزعتপ্রচেষ্টাকারী৪৬ মক্কা
৮০সূরা আবাসা عبسতিনি ভ্রুকুটি করলেন৪২ মক্কা
৮১সূরা আত-তাকভীর التّكويرঅন্ধকারাচ্ছন্ন২৯ মক্কা
৮২সূরা আল-ইনফিতার الانفطارবিদীর্ণ করা১৯ মক্কা
৮৩সূরা আত মুত্বাফ্‌ফিফীন المطفّفينপ্রতারকগণ৩৬ মক্কা
৮৪সূরা আল ইন‌শিকাক الانشقاقখন্ড-বিখন্ড করণ২৫ মক্ক
৮৫সূরা আল-বুরুজ البروجনক্ষত্রপু্ঞ্জ২২ মক্কা
৮৬সূরা আত-তারিক্ব الطّارقরাতের আগন্তুক১৭ মক্কা
৮৭সূরা আল আ’লা الأعلىসর্বোর্ধ্ব১৯ মক্কা
৮৮সূরা আল গাশিয়াহ্‌ الغاشيةবিহ্বলকর ঘটনা২৬ মক্কা
৮৯সূরা আল ফাজ্‌র الفجرভোরবেলা৩০ মক্কা
৯০সূরা আল বালাদ البلدনগর২০ মক্কা
৯১সূরা আশ-শাম্‌স الشّمسসূর্য্য১৫ মক্কা
৯২সূরা আল লাইল الليلরাত্রি১৫ মক্কা
৯৩সূরা আদ-দুহা الضحىপূর্বাহ্নের সূর্যকিরণ১১ মক্কা
৯৪সূরা আল ইনশিরাহ الشرحবক্ষ প্রশস্তকরণ৮ মক্কা
৯৫সূরা ত্বীন التينডুমুর৮ মক্কা
৯৬সূরা আলাক্ব العلقরক্তপিন্ড১৯ মক্কা
৯৭সূরা ক্বদর القدرপরিমাণ৫ মক্কা
৯৮সূরা বাইয়্যিনাহ البينةসুস্পষ্ট প্রমাণ৮ মদীনা
৯৯সূরা যিলযাল الزلزلةভূমিকম্প৮ মদীনা
১০০সূরা আল-আদিয়াত العادياتঅভিযানকারী১১ মক্কা
১০১সূরা ক্বারিয়াহ القارعةমহাসংকট১১ মক্কা
১০২সূরা তাকাসুর التكاثرপ্রাচুর্য্যের প্রতিযোগিতা৮ মক্কা
১০৩সূরা আসর العصرঅপরাহ্ন৩ মক্কা
১০৪সূরা হুমাযাহ الهمزةপরনিন্দাকারী৯ মক্কা
১০৫সূরা ফীল الفيلহাতি৫ মক্কা
১০৬সূরা কুরাইশ قريشকুরাইশ গোত্র৪ মক্কা
১০৭সূরা মাউন الماعونসাহায্য-সহায়তা৭ মক্কা
১০৮ সূরা কাওসার الكوثرপ্রাচুর্য৩ মক্কা
১০৯সূরা কাফিরুন الكافرونঅস্বীকারকারীগণ৬ মক্কা
১১০সূরা নাসর النصرবিজয়,সাহায্য৩ মদীনা
১১১সূরা লাহাব المسدজ্বলন্ত অঙ্গার৫ মক্কা
১১২সূরা আল-ইখলাস الإخلاصএকনিষ্ঠতা৪ মক্কা
১১৩সূরা আল-ফালাক الفلقনিশিভোর৫ মদীনা
১১৪সূরা আন-নাস الناسমানবজাতি৬ মক্কা

সূরা আর রহমানের শেষ তিন আয়াত

আয়ত নংআরবিবাংলা
৭৬مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ (মুত্তাকিঈনা ‘আলা-রাফরাফিন খুদরিওঁ ওয়া ‘আবকারিইয়িন হিছা-ন।)অর্থঃ তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
৭৭فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ (ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন)অর্থঃ অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
৭৮تَبَٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ (তাবা-রাকাছমুরাব্বিকা যিল জালা-লি ওয়াল ইকরা-ম)অর্থঃ কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।

সম্পর্কিত প্রশ্নাবলী

৩০ পারায় কয়টি সূরা?

৩০ পারায় ৩৭ টি সূরা আছে। প্রথম সূরা আন নাবা, শেষ সূরা আন-নাস।

সূরা আর রহমান কত পারায়?

সূরা আর রাহমান পবিত্র কোরআন শরিফের ৫৫ তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৭৮ টি। এই সূরাটি অবস্থান ২৭ তম পারার শেষের দিকে।

সূরা ইয়াসিন কত পারায়?

সূরা সূরা ইয়াসিন পবিত্র কোরআন শরিফের ৩৬ তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৮৩ টি। এই সূরাটি অবস্থান ২২ এবং ২৩ তম পারায়।

সূরা কাহাফ কত পারায়?

কোরআন শরিফের ১৮ নম্বর সূরা কাহাফ। আয়াত সংখ্যা ১১০, রুকু ১২। এটি ১৫ নম্বর পারার দ্বিতীয় সূরা।

সূরা ওয়াকিয়া কত পারায় আছে?

সূরা সূরা ওয়াকিয়া পবিত্র কোরআন শরিফের ৫৬তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৯৬ টি। এই সূরাটি অবস্থান ২৭ তম পারায়।

Related Posts