প্রাচীন বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান (বাছাই করা প্রশ্ন)

চাকরি কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইতিহাসের সাধারণ জ্ঞান জানা খুবই জরুরী। কারণ ইতিহাস থেকে সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। তাই আমরা আজকের পোস্টে আপনাদেরকে প্রাচীন বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান লিখে দিলাম।

বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান

নিচে আপনাদেরকে ইতিহাস সম্পর্কিত যে সকল প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সবগুলোই বিভিন্ন বিসিএস পরীক্ষা কিংবা অন্যান্য চাকরির পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে বারবার এসেছে। তাই এগুলো থেকে কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি। নিচে বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্নগুলো বাছাই করে দেওয়া হয়েছে।

ক্রমপ্রশ্নউত্তর
বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?পুণ্ড্র
বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো?কুমিল্লা ও নোয়াখালী
তাম্রলিপ্ত কি?প্রাচীন জনপদ
গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি কে ছিলেন?আলেকজান্ডার
বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?অস্টিক
বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?বঙ্গ
প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা কোনটি?চট্টগ্রাম
আর্যদের আদি ধর্মগ্রন্থের নাম কি?বেদ
বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?দ্রাবিড়
১০বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?নিষাদ
১১আর্য জাতি কোন দেশ থেকে এদেশে এসেছিল?ইরান
১২কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?অস্টিক
১৩দক্ষিন ভারতের আদি অধিবাসী কি নামে অভিহিত করা হয়?দ্রাবিড়
১৪কোন বাঙালি ৭ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের পদ অলংকৃত করেন?শীলভদ্র
১৫বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ-এর অবস্থান ছিল?মুর্শিদাবাদে
১৬অর্থশাস্ত্রে অবদানের জন্য বিখ্যাত কে?কৌটিল্য
১৭অশোক কোন বংশের সম্রাট ছিলেন?মৌর্য
১৮পাটলিপুত্র কাদের রাজধানী ছিল?মৌর্যদের
১৯চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২০কোন বংশ প্রায় ৪০০ বছরের মতো বাংলা শাসন করেন?পাল
২১অষ্টাসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা কি?বৌদ্ধ পুঁথি
২২মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন?মৌর্য
২৩মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে?৭ম-৮ম শতক
২৪চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?ফা-হিয়েন
২৫বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?১২০৪
২৬নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে?ধর্মপাল
২৭বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?পুণ্ড্রবর্ধন
২৮বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন?কেশব সেন
২৯অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?শশাঙ্ক
৩০চীনা পরিব্রাজক হিয়েন সাং- এর দীক্ষাগুরু কে ছিলেন?শীলভদ্র
৩১মহাবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?নালন্দা বিহার
৩২বাংলায় মুসলিম শাসন সূচনা করেন কে?মুহাম্মাদ বখতিয়ার খলজি
৩৩বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি?মহাস্থানগড়
৩৪প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?মহাস্থানগড়
৩৫পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?ধর্মপাল
৩৬কৌটিল্য কার নাম?চাণক্যের ছদ্মনাম
৩৭সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত কি?ইতিহাসগ্রন্থ
৩৮হর্ষচরিত কে রচনা করেন?বানভট্ট
৩৯মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন?চন্দ্রগুপ্ত মৌর্য
৪০কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহন করেছিলেন?কলিঙ্গ যুদ্ধ
৪১কাকে বৌদ্ধ ধর্মের কনস্টানটাইন বলা হয়?সম্রাট অশোক
৪২কোশল- এর রাজধানী কোথায় ছিল?শ্রাবস্তি
৪৩কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত?গুপ্তযুগ
৪৪প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে?শশাঙ্ক
৪৫পাল বংশের প্রথম রাজা কে?গোপাল
৪৬চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?চন্দ্রগুপ্ত মৌর্য
৪৭মহাকবি কালিদাস কোন যুগের কবি ছিলেন?গুপ্ত
৪৮প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল?কর্ণসুবর্ণ
৪৯মহাসামান্ত কার উপাধি ছিল?শশাঙ্ক
৫০মাৎস্যন্যায়ের ধারনাটি কিসের সাথে সম্পর্কিত?আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা
৫১ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?ফখরুদ্দীন মুবারক শাহ
৫২কোন বিদেশি রাজা ভারতের কহিনুর মনি ও ময়ূর সিংহাসন লুট করেন?নাদির শাহ
৫৩মরক্কোর কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?ইবনে বতুতা
৫৪ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?গিয়াসউদ্দিন আযম শাহ
৫৫কে বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন?ইবনে বতুতা
৫৬ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন?চতুর্দশ
৫৭দিল্লী সালতানাতের প্রতিষ্ঠাতা কে?কুতুবউদ্দিন আইবেক
৫৮দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?শামসউদ্দিন ইলতুৎমিশ
৫৯ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে?শামসউদ্দিন ইলতুৎমিশ
৬০সুলতান-ই-আজম উপাধি কে লাভ করেছিল?শামসউদ্দিন ইলতুৎমিশ
৬১বন্দেগান-ই-চেহেল গান কে প্রতিষ্ঠাতা করেন?শামসউদ্দিন ইলতুৎমিশ
৬২দিল্লীর সিংহাসনে অধিষ্ঠিত মুসলিম নারী কে?সুলতানা রাজিয়া
৬৩রক্তপাত ও কঠোরনীতি কার শাসনের বৈশিষ্ট ছিল?গিয়াসউদ্দিন বলবন
৬৪মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে?আলাউদ্দিন খলজি
৬৫বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল কোন শাসকের আমলে?আলাউদ্দিন হুসেন শাহ
৬৬বাংলার মুসলিম শাসনামলে আবওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো?খাজনা
৬৭বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?ফখরুদ্দীন মুবারক শাহ
৬৮বাঙ্গালা নামের প্রচলন করেন কে?ইলিয়াস শাহ
৬৯কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে?মুসলিম
৭০বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?আলাউদ্দিন হুসেন শাহ
৭১বাংলার কোন অঞ্চলকে ৩৬০ আওলিয়ার দেশ বলা হয়?সিলেট
৭২সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল?গৌড়
৭৩গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?হুসেন শাহ
৭৪ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল?পাণ্ডুয়া
৭৫বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহন করেন?জালালউদ্দিন মুহাম্মদ শাহ
৭৬হযরত শাহজালাল (রহঃ) কোন শাসকে পরাজিত করে সিলেটে আযান ধ্বনি দিয়েছিলেন?গৌর গোবিন্দ
৭৭বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন কে?হুমায়ুন
৭৮ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?বাহাদুর শাহ
৭৯বাংলার প্রথম নবাব কে ছিলেন?মুর্শিদকুলী খান
৮০ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় কোন আমলে?মুঘল আমলে
৮১ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে?মুঘল আমলে
৮২কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন?১৬১০ সালে
৮৩কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?মুঘল আমলে
৮৪বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন কে?ঈশা খাঁ
৮৫বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?মুর্শিদকুলি খান
৮৬ঢাকা গেইট এর নির্মাতা কে?মীর জুমলা
৮৭প্রতাপ আদিত্য কে ছিলেন?বাংলার বারো ভুঁইয়াদের একজন
৮৮মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?বাবর
৮৯ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় বাংলার সুবাদার কে ছিলেন?ইসলাম খান
৯০ঢাকার দোলাই খাল কে খনন করেন?ইসলাম খান
৯১কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?শায়েস্তা খান
৯২ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের কোন এলাকায় অবস্থিত?চকবাজার
৯৩পরী বিবি কে ছিলেন?শায়েস্তা খানের কন্যা
৯৪কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানন্তর করেন?নবাব মুর্শিদকুলী খান
৯৫মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানি ও ফৌজদারি মামলার নিস্পত্তিকারি প্রধান বিচারপতির উপাধি কোনটি ছিল?কাজী
৯৬বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কত সালে?১৫২৬ সালে
৯৭কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল?পানিপথের প্রথম যুদ্ধ
৯৮১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে?ইব্রাহিম লোদী
৯৯ ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়?পানিপথের প্রথম যুদ্ধ
১০০আকবর দিল্লীর সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল?১৩ বছর
১০১দিন-ই-ইলাহী প্রবর্তক করেন কে?সম্রাট আকবর
১০২টোডরমলের নাম কোন সংস্কারের সাথে জড়িত?রাজস্ব
১০৩কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তার ঘটে?সম্রাট আকবর
১০৪তানসেন কোন রাজদরবারে প্রধান সভা-সঙ্গীতজ্ঞ ছিলেন?সম্রাট আকবর
১০৫শাহজাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন?দারা
১০৬দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন করা হয়?রেঙ্গুনে
১০৭শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ এর কবর কোথায়?ইয়াঙ্গুন
১০৮মুঘল আমলে ঢাকার নাম কি ছিল?জাহাঙ্গীরনগর
১০৯বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?মানসিংহ
১১০ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?শায়েস্তা খান
১১১ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয় কত সালে?১৮৫৮ সালে
১১২সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?লর্ড বেন্টিং
১১৩বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কোন সালে?১৭৯৩ সালে
১১৪ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল?১১৭৬ সালে
১১৫ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে কোন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন?জোয়ান বকস খাঁ
১১৬বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?তিতুমীর
১১৭ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে?অক্তভিয়ান হিউম
১১৮বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিলেন?পর্তুগিজরা
১১৯বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?লর্ড কর্নওয়ালিস
১২০ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি?ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
১২১তেভাগা আন্দোলনের নেত্রী কে?ইলা মিত্র
১২২প্রীতিলতা ওয়াদদ্দেদার কোন আন্দোলনে সম্পৃক্ত ছিলেন?ব্রিটিশ বিরোধী আন্দোলনে
১২৩ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?মজনু শাহ
১২৪ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল-ফরিদপুর
১২৫তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?নারিকেলবাড়িয়া
১২৬কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?জব চার্ণক
১২৭ইউরোপের কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়?নেদারল্যান্ড
১২৮ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল?কলকাতা
১২৯জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি- এটি কার ঘোষণা?দুদু মিয়া
১৩০ওলন্দাজরা কোন দেশের নাগরিক?হল্যান্ড
১৩১ভাস্ক-দা-গামা ভারতে প্রথম অবতরণ করেন-কালিকট বন্দর
১৩২লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?পুলিশ ব্যবস্থা
১৩৩ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?১৭৬৫ সালে
১৩৪দিল্লীর কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতারিত করেন?শের শাহ
১৩৫ব্রিটিশ ভারতে সরকারি ভাষা হিসেবে ইংরেজির প্রবর্তন হয় কত সালে?১৮৩৫ সালে
১৩৬ঢাকায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি?বাহাদুর শাহ পার্ক
১৩৭জমিদার প্রথা বিলুপ্ত হয় কত সালে?১৯৫০ সালে
১৩৮পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?২৩ শে জুন, ১৭৫৭
১৩৯সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?১৮২৯ সালে
১৪০বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?হাজী শরিয়ত উল্লাহ
১৪১উপমহাদেশের সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে?১৮৫৭ সালে
১৪২বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় কত সালে?১৮৬২ সালে
১৪৩স্বদেশী আন্দোলনের ফলে বিকাশ ঘটে-বস্ত্র শিল্পের
১৪৪খেলাফত আন্দোলনের খেলাফত বলতে বোঝায়-তুরস্কের খেলাফত
১৪৫ভারতে কেবিনেট মিশন কখন এসেছিল?১৯৪৬ সালে

সম্পর্কিত প্রশ্নাবলী

বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

মুর্শিদকুলি খাঁ বা মুর্শিদ কুলি খান। যিনি জমিন আলী কুলি নামেও পরিচিত।

বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?

বাংলার সর্বপ্রাচীন জনপদ পুণ্ড্র।

বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?

বখতিয়ার খলজি ১২০৪ সালে বাংলা জয় করেন। তখন বাংলার রাজা ছিলেন লক্ষ্মণ সেন।

ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়।

বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কোন সালে?

১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।

পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের সাথে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের মাধ্যমেই ইংরেজরা পুরো ভারতবর্ষ অধিকারে নেয় এবং বাংলার স্বাধীনতা সম্পূর্ণরূপে অস্তমিত হয়ে যায়।

Related Posts