চাকরি কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইতিহাসের সাধারণ জ্ঞান জানা খুবই জরুরী। কারণ ইতিহাস থেকে সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। তাই আমরা আজকের পোস্টে আপনাদেরকে প্রাচীন বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান লিখে দিলাম।
বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান
নিচে আপনাদেরকে ইতিহাস সম্পর্কিত যে সকল প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সবগুলোই বিভিন্ন বিসিএস পরীক্ষা কিংবা অন্যান্য চাকরির পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে বারবার এসেছে। তাই এগুলো থেকে কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি। নিচে বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান প্রশ্নগুলো বাছাই করে দেওয়া হয়েছে।
ক্রম | প্রশ্ন | উত্তর |
১ | বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? | পুণ্ড্র |
২ | বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো? | কুমিল্লা ও নোয়াখালী |
৩ | তাম্রলিপ্ত কি? | প্রাচীন জনপদ |
৪ | গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি কে ছিলেন? | আলেকজান্ডার |
৫ | বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? | অস্টিক |
৬ | বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? | বঙ্গ |
৭ | প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা কোনটি? | চট্টগ্রাম |
৮ | আর্যদের আদি ধর্মগ্রন্থের নাম কি? | বেদ |
৯ | বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? | দ্রাবিড় |
১০ | বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? | নিষাদ |
১১ | আর্য জাতি কোন দেশ থেকে এদেশে এসেছিল? | ইরান |
১২ | কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? | অস্টিক |
১৩ | দক্ষিন ভারতের আদি অধিবাসী কি নামে অভিহিত করা হয়? | দ্রাবিড় |
১৪ | কোন বাঙালি ৭ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের পদ অলংকৃত করেন? | শীলভদ্র |
১৫ | বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ-এর অবস্থান ছিল? | মুর্শিদাবাদে |
১৬ | অর্থশাস্ত্রে অবদানের জন্য বিখ্যাত কে? | কৌটিল্য |
১৭ | অশোক কোন বংশের সম্রাট ছিলেন? | মৌর্য |
১৮ | পাটলিপুত্র কাদের রাজধানী ছিল? | মৌর্যদের |
১৯ | চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
২০ | কোন বংশ প্রায় ৪০০ বছরের মতো বাংলা শাসন করেন? | পাল |
২১ | অষ্টাসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা কি? | বৌদ্ধ পুঁথি |
২২ | মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? | মৌর্য |
২৩ | মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? | ৭ম-৮ম শতক |
২৪ | চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন? | ফা-হিয়েন |
২৫ | বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? | ১২০৪ |
২৬ | নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে? | ধর্মপাল |
২৭ | বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? | পুণ্ড্রবর্ধন |
২৮ | বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? | কেশব সেন |
২৯ | অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? | শশাঙ্ক |
৩০ | চীনা পরিব্রাজক হিয়েন সাং- এর দীক্ষাগুরু কে ছিলেন? | শীলভদ্র |
৩১ | মহাবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? | নালন্দা বিহার |
৩২ | বাংলায় মুসলিম শাসন সূচনা করেন কে? | মুহাম্মাদ বখতিয়ার খলজি |
৩৩ | বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি? | মহাস্থানগড় |
৩৪ | প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? | মহাস্থানগড় |
৩৫ | পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? | ধর্মপাল |
৩৬ | কৌটিল্য কার নাম? | চাণক্যের ছদ্মনাম |
৩৭ | সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত কি? | ইতিহাসগ্রন্থ |
৩৮ | হর্ষচরিত কে রচনা করেন? | বানভট্ট |
৩৯ | মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? | চন্দ্রগুপ্ত মৌর্য |
৪০ | কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহন করেছিলেন? | কলিঙ্গ যুদ্ধ |
৪১ | কাকে বৌদ্ধ ধর্মের কনস্টানটাইন বলা হয়? | সম্রাট অশোক |
৪২ | কোশল- এর রাজধানী কোথায় ছিল? | শ্রাবস্তি |
৪৩ | কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত? | গুপ্তযুগ |
৪৪ | প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? | শশাঙ্ক |
৪৫ | পাল বংশের প্রথম রাজা কে? | গোপাল |
৪৬ | চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? | চন্দ্রগুপ্ত মৌর্য |
৪৭ | মহাকবি কালিদাস কোন যুগের কবি ছিলেন? | গুপ্ত |
৪৮ | প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল? | কর্ণসুবর্ণ |
৪৯ | মহাসামান্ত কার উপাধি ছিল? | শশাঙ্ক |
৫০ | মাৎস্যন্যায়ের ধারনাটি কিসের সাথে সম্পর্কিত? | আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা |
৫১ | ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন? | ফখরুদ্দীন মুবারক শাহ |
৫২ | কোন বিদেশি রাজা ভারতের কহিনুর মনি ও ময়ূর সিংহাসন লুট করেন? | নাদির শাহ |
৫৩ | মরক্কোর কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? | ইবনে বতুতা |
৫৪ | ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? | গিয়াসউদ্দিন আযম শাহ |
৫৫ | কে বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন? | ইবনে বতুতা |
৫৬ | ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন? | চতুর্দশ |
৫৭ | দিল্লী সালতানাতের প্রতিষ্ঠাতা কে? | কুতুবউদ্দিন আইবেক |
৫৮ | দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? | শামসউদ্দিন ইলতুৎমিশ |
৫৯ | ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে? | শামসউদ্দিন ইলতুৎমিশ |
৬০ | সুলতান-ই-আজম উপাধি কে লাভ করেছিল? | শামসউদ্দিন ইলতুৎমিশ |
৬১ | বন্দেগান-ই-চেহেল গান কে প্রতিষ্ঠাতা করেন? | শামসউদ্দিন ইলতুৎমিশ |
৬২ | দিল্লীর সিংহাসনে অধিষ্ঠিত মুসলিম নারী কে? | সুলতানা রাজিয়া |
৬৩ | রক্তপাত ও কঠোরনীতি কার শাসনের বৈশিষ্ট ছিল? | গিয়াসউদ্দিন বলবন |
৬৪ | মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে? | আলাউদ্দিন খলজি |
৬৫ | বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল কোন শাসকের আমলে? | আলাউদ্দিন হুসেন শাহ |
৬৬ | বাংলার মুসলিম শাসনামলে আবওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো? | খাজনা |
৬৭ | বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? | ফখরুদ্দীন মুবারক শাহ |
৬৮ | বাঙ্গালা নামের প্রচলন করেন কে? | ইলিয়াস শাহ |
৬৯ | কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? | মুসলিম |
৭০ | বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? | আলাউদ্দিন হুসেন শাহ |
৭১ | বাংলার কোন অঞ্চলকে ৩৬০ আওলিয়ার দেশ বলা হয়? | সিলেট |
৭২ | সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? | গৌড় |
৭৩ | গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? | হুসেন শাহ |
৭৪ | ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? | পাণ্ডুয়া |
৭৫ | বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহন করেন? | জালালউদ্দিন মুহাম্মদ শাহ |
৭৬ | হযরত শাহজালাল (রহঃ) কোন শাসকে পরাজিত করে সিলেটে আযান ধ্বনি দিয়েছিলেন? | গৌর গোবিন্দ |
৭৭ | বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন কে? | হুমায়ুন |
৭৮ | ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? | বাহাদুর শাহ |
৭৯ | বাংলার প্রথম নবাব কে ছিলেন? | মুর্শিদকুলী খান |
৮০ | ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় কোন আমলে? | মুঘল আমলে |
৮১ | ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? | মুঘল আমলে |
৮২ | কোন সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন? | ১৬১০ সালে |
৮৩ | কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? | মুঘল আমলে |
৮৪ | বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন কে? | ঈশা খাঁ |
৮৫ | বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? | মুর্শিদকুলি খান |
৮৬ | ঢাকা গেইট এর নির্মাতা কে? | মীর জুমলা |
৮৭ | প্রতাপ আদিত্য কে ছিলেন? | বাংলার বারো ভুঁইয়াদের একজন |
৮৮ | মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? | বাবর |
৮৯ | ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় বাংলার সুবাদার কে ছিলেন? | ইসলাম খান |
৯০ | ঢাকার দোলাই খাল কে খনন করেন? | ইসলাম খান |
৯১ | কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? | শায়েস্তা খান |
৯২ | ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের কোন এলাকায় অবস্থিত? | চকবাজার |
৯৩ | পরী বিবি কে ছিলেন? | শায়েস্তা খানের কন্যা |
৯৪ | কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানন্তর করেন? | নবাব মুর্শিদকুলী খান |
৯৫ | মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানি ও ফৌজদারি মামলার নিস্পত্তিকারি প্রধান বিচারপতির উপাধি কোনটি ছিল? | কাজী |
৯৬ | বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কত সালে? | ১৫২৬ সালে |
৯৭ | কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল? | পানিপথের প্রথম যুদ্ধ |
৯৮ | ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে? | ইব্রাহিম লোদী |
৯৯ | ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়? | পানিপথের প্রথম যুদ্ধ |
১০০ | আকবর দিল্লীর সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল? | ১৩ বছর |
১০১ | দিন-ই-ইলাহী প্রবর্তক করেন কে? | সম্রাট আকবর |
১০২ | টোডরমলের নাম কোন সংস্কারের সাথে জড়িত? | রাজস্ব |
১০৩ | কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তার ঘটে? | সম্রাট আকবর |
১০৪ | তানসেন কোন রাজদরবারে প্রধান সভা-সঙ্গীতজ্ঞ ছিলেন? | সম্রাট আকবর |
১০৫ | শাহজাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? | দারা |
১০৬ | দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন করা হয়? | রেঙ্গুনে |
১০৭ | শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ এর কবর কোথায়? | ইয়াঙ্গুন |
১০৮ | মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? | জাহাঙ্গীরনগর |
১০৯ | বাংলার প্রথম সুবাদার কে ছিলেন? | মানসিংহ |
১১০ | ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? | শায়েস্তা খান |
১১১ | ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয় কত সালে? | ১৮৫৮ সালে |
১১২ | সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে? | লর্ড বেন্টিং |
১১৩ | বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কোন সালে? | ১৭৯৩ সালে |
১১৪ | ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল? | ১১৭৬ সালে |
১১৫ | ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে কোন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন? | জোয়ান বকস খাঁ |
১১৬ | বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? | তিতুমীর |
১১৭ | ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? | অক্তভিয়ান হিউম |
১১৮ | বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিলেন? | পর্তুগিজরা |
১১৯ | বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? | লর্ড কর্নওয়ালিস |
১২০ | ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? | ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ |
১২১ | তেভাগা আন্দোলনের নেত্রী কে? | ইলা মিত্র |
১২২ | প্রীতিলতা ওয়াদদ্দেদার কোন আন্দোলনে সম্পৃক্ত ছিলেন? | ব্রিটিশ বিরোধী আন্দোলনে |
১২৩ | ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? | মজনু শাহ |
১২৪ | ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল- | ফরিদপুর |
১২৫ | তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল? | নারিকেলবাড়িয়া |
১২৬ | কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? | জব চার্ণক |
১২৭ | ইউরোপের কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়? | নেদারল্যান্ড |
১২৮ | ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল? | কলকাতা |
১২৯ | জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি- এটি কার ঘোষণা? | দুদু মিয়া |
১৩০ | ওলন্দাজরা কোন দেশের নাগরিক? | হল্যান্ড |
১৩১ | ভাস্ক-দা-গামা ভারতে প্রথম অবতরণ করেন- | কালিকট বন্দর |
১৩২ | লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? | পুলিশ ব্যবস্থা |
১৩৩ | ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? | ১৭৬৫ সালে |
১৩৪ | দিল্লীর কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতারিত করেন? | শের শাহ |
১৩৫ | ব্রিটিশ ভারতে সরকারি ভাষা হিসেবে ইংরেজির প্রবর্তন হয় কত সালে? | ১৮৩৫ সালে |
১৩৬ | ঢাকায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি? | বাহাদুর শাহ পার্ক |
১৩৭ | জমিদার প্রথা বিলুপ্ত হয় কত সালে? | ১৯৫০ সালে |
১৩৮ | পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? | ২৩ শে জুন, ১৭৫৭ |
১৩৯ | সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? | ১৮২৯ সালে |
১৪০ | বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? | হাজী শরিয়ত উল্লাহ |
১৪১ | উপমহাদেশের সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে? | ১৮৫৭ সালে |
১৪২ | বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় কত সালে? | ১৮৬২ সালে |
১৪৩ | স্বদেশী আন্দোলনের ফলে বিকাশ ঘটে- | বস্ত্র শিল্পের |
১৪৪ | খেলাফত আন্দোলনের খেলাফত বলতে বোঝায়- | তুরস্কের খেলাফত |
১৪৫ | ভারতে কেবিনেট মিশন কখন এসেছিল? | ১৯৪৬ সালে |
সম্পর্কিত প্রশ্নাবলী
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
মুর্শিদকুলি খাঁ বা মুর্শিদ কুলি খান। যিনি জমিন আলী কুলি নামেও পরিচিত।
বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
বাংলার সর্বপ্রাচীন জনপদ পুণ্ড্র।
বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?
বখতিয়ার খলজি ১২০৪ সালে বাংলা জয় করেন। তখন বাংলার রাজা ছিলেন লক্ষ্মণ সেন।
ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়।
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কোন সালে?
১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের সাথে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের মাধ্যমেই ইংরেজরা পুরো ভারতবর্ষ অধিকারে নেয় এবং বাংলার স্বাধীনতা সম্পূর্ণরূপে অস্তমিত হয়ে যায়।
Related Posts
- পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (৭০+প্রশ্ন ও উত্তর)
- পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান pdf সহ ৭০+প্রশ্ন ও উত্তর
- মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf ৬০টি প্রশ্ন ও উত্তরসহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য বাংলায় ও ইংরেজিতে
- আন্তর্জাতিক সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান (চাকরির পরীক্ষার জন্য)
- ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর PDF বইসহ (ছোটদের মজার সাধারণ জ্ঞান)
- পদ্মা সেতু সম্পর্কে ৫ টি বাক্য ইংরেজিতে (সহজ ও কঠিন বাক্য)
- এশিয়া মহাদেশের ৪৮ টি দেশের নাম, রাজধানী ও মুদ্রাসহ তালিকা
- ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ সম্পর্কে