বিএমটিএফ লিঃ জয়দেবপুর, গাজীপুর (ফুটওয়্যার এন্ড লেদার ফ্যাক্টরী এবং মেইনটেন্যান্স সাপোর্ট ফ্যাক্টরী) এর জন্য চুক্তিভিত্তিক /অস্থায়ী নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে।
Table of Contents
নিয়োগ বিজ্ঞপ্তির ধরনঃ Govt Job
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড
পদের নামঃ বিভিন্ন পদ
আবেদন ফীঃ ২০০ টাকা
আবেদন শুরুঃ
আবেদনের লিংকঃ সরাসরি
আবেদনের শেষ তারিখঃ সার্কুলারে দেখুন
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এ বিভিন্ন পদে
১.পদের নামঃ অফিসার (মার্চেন্ডাইজিং)
- পদবী/গ্রেডঃ ৯ম
- বেতনঃ ৩৫,৮৮০
- পদ সংখ্যা : ০১
২.পদের নামঃ সহকারী ফোরম্যান (মেকানিক্যাল)
- পদবী/গ্রেডঃ ১৪ তম
- পদ সংখ্যা : ০১
৩.পদের নামঃ হাই-স্কিল্ড টেকনিশিয়ান (মেকানিক্যাল)
- পদবী/গ্রেডঃ ১৫ তম
- পদ সংখ্যা : ০১
৪.পদের নামঃ হাই-স্কিল্ড টেকনিশিয়ান(ইলেকট্রিকেল)
- পদবী/গ্রেডঃ ১৫ তম
- পদ সংখ্যা : ০১
ক্রমিক নং | পদবী/গ্রেড | যোগ্যতা | বেতন/সুবিধাদি |
১ | অফিসার (মার্চেন্ডাইজিং ০১ জন (চুক্তিভিত্তিক) ৯ম গ্রেডের সমমান | ক। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেদার ইঞ্জিনিয়ারিং/ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং/লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এ স্নাতক খ। সংশ্লিষ্ঠ ক্ষেত্রে (মার্চেন্ডাইজিং) ফুটওয়্যার কারখানায় ন্যূনতম ০২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্থানীয় ও বিদেশী বিখ্যাত ব্র্যান্ডসমূহের সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গ । ফুটওয়্যার/ লেদার প্রোডাক্ট নকশা সম্পর্কে ধারনা থাকতে হবে । ঘ। ইংরেজী ও বাংলায় যোগাযোগে সাবলীল হতে হবে। ঙ । কম্পিউটার পরিচালনা, মাইক্রোসফট এক্সেল চিঠিপত্র প্রস্তুতে দক্ষ হতে হবে। চ। গাজীপুরে অবস্থিত ফ্যাক্টরীতে দায়িত্ব পালন করতে হবে এবং প্রয়োজনে দেশের যে কোন স্থানে গমন করতে হবে। | সর্বসাকুল্যে সর্বোচ্চ বেতন ৩৫,৮৮০.০০ টাকা, যার ৬০% মূলবেতন এবং ৪০% অন্যান্য ভাতা হিসেবে নির্ধারিত হবে। এছাড়াও নিয়মানুযায়ী অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্ত হবে। খ। উৎসব ভাতাঃ সর্বসাকুল্যে বেতনের | ৬০% প্রদান করা হবে। গ। নববর্ষ ভাতাঃ উৎসব ভাতার ২০% প্রদান করা হবে। ঘ। উক্ত কর্মকর্তা ৯ম গ্রেডের সমমর্যাদায় বিবেচিত হবেন। |
২ | সহকারী ফোরম্যান (মেকানিক্যাল) ০১ জন (অস্থায়ী) ১৪তম গ্রেড | ক। স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/সমমান) পাশ হতে হবে। খ। সিএনসি মেশিন, লেদ মেশিন, মিলিং মেশিন, রেডিয়াল ড্রিল মেশিন, ওভার হেড ক্রেন, প্রেস মেশিন, কম্প্রেসরসহ বিভিন্ন মেশিনের হাইড্রোলিক সিস্টেম, গিয়ারবক্স মেরামতের ০৭ (সাত) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। | বাড়ী ভাড়াঃ প্রচলিত নিয়মানুযায়ী। খ। চিকিৎসা ভাতাঃ ১৫০০.০০ (এক হাজার পাঁচশত) টাকা। গ। যাতায়াত ভাতাঃ ৫০০.০০ (পাঁচশত) টাকা। ঘ। শিক্ষাভাতাঃ প্রচলিত নিয়মানুযায়ী। ঙ। উৎসব ভাতাঃ প্রচলিত নিয়মানুযায়ী। চ। নববর্ষ ভাতাঃ মূল বেতনের ২০%। ছ। ইনসেন্টিভ বোনাস ও WPPF বোনাস প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদান করা যেতে পারে। |
৩ | হাই-স্কিল্ড টেকনিশিয়ান (মেকানিক্যাল ) ০১ জন (অস্থায়ী) ১৫তম গ্রেড | ক। স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/সমমান) পাশ হতে হবে। খ। লেদ মেশিন, মিলিং মেশিন, রেডিয়াল ড্রিল মেশিন, ওভার হেড ক্রেন, প্রেস মেশিন, কম্প্রেসরসহ বিভিন্ন মেশিনের হাইড্রোলিক সিস্টেম, গিয়ারবক্স মেরামতের ০৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। | বাড়ী ভাড়াঃ প্রচলিত নিয়মানুযায়ী। খ। চিকিৎসা ভাতাঃ ১৫০০.০০ (এক হাজার পাঁচশত) টাকা। গ। যাতায়াত ভাতাঃ ৫০০.০০ (পাঁচশত) টাকা। ঘ। শিক্ষাভাতাঃ প্রচলিত নিয়মানুযায়ী। ঙ। উৎসব ভাতাঃ প্রচলিত নিয়মানুযায়ী। চ। নববর্ষ ভাতাঃ মূল বেতনের ২০%। ছ। ইনসেন্টিভ বোনাস ও WPPF বোনাস প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদান করা যেতে পারে। |
৪ | হাই-স্কিল্ড টেকনিশিয়ান (ইলেকট্রিকেল ) (অস্থায়ী) ১৫তম গ্রেড | ক। স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল/সমমান) পাশ হতে হবে। (ইলেকট্রিক্যাল) খ। মেশিনের প্যানেল বোর্ড, VFD, PLC এবং অটোমেশন (অস্থায়ী) | কাজে ০৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। | বাড়ী ভাড়াঃ প্রচলিত নিয়মানুযায়ী। খ। চিকিৎসা ভাতাঃ ১৫০০.০০ (এক হাজার পাঁচশত) টাকা। গ। যাতায়াত ভাতাঃ ৫০০.০০ (পাঁচশত) টাকা। ঘ। শিক্ষাভাতাঃ প্রচলিত নিয়মানুযায়ী। ঙ। উৎসব ভাতাঃ প্রচলিত নিয়মানুযায়ী। চ। নববর্ষ ভাতাঃ মূল বেতনের ২০%। ছ। ইনসেন্টিভ বোনাস ও WPPF বোনাস প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদান করা যেতে পারে। |
আবেদনের নিয়মঃ
আবেদনকারীদের নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, ধর্ম, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, মোবাইল নম্বর ও পদের নাম উল্লেখ পূর্বক আবেদনপত্র আগামী ০১/১১/২০২৩ তারিখের মধ্যে বিএমটিএফ লিঃ এর প্রশাসনিক শাখা (এইচআরডি) তে ডাক/কুরিয়ার/হাতে হাতে পৌছাতে/জমা দিতে হবে।
বিএমটিএফ লিঃ গাজীপুর এর অনুকূলে ২০০ (দুইশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আগ্রহী প্রার্থীদের লিখিত, ব্যবহারিক, মৌখিক ও ডাক্তারী পরীক্ষায় অংশগ্রহনের জন্য উপরোক্ত ছকের পদবীর নামের সামনে প্রদর্শিত উপস্থিতির তারিখে সকাল ০৮০০ ঘটিকায় এক কপি আবেদনপত্র এবং সকল সনদপত্রের মূল কপিসহ অত্র প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
আবেদনপত্র বাতিল বা সংরক্ষণসহ নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।
স্থানঃ বিএমটিএফ, গাজীপুর সেনানিবাস
তারিখঃ ১৭ অক্টোবর ২০২৩
জেনারেল ম্যানেজার
(এইচআরএম) ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে
সকল ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমাদের Home পেজ ভিজিট করুন
Related Posts
- ১০১ পদে গাইবান্ধা সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF সহ
- ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার (NTRCA) এর বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- ৫৫১ পদে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৪ (এস এস সি পাসেই সরকারি চাকরি)
- ১৯ পদে খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
technician