জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৩য় অধ্যায়-আগামীর স্বপ্ন

পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাবো তা এই অধ্যায় শিখব। আজকের পোস্টে জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৩য় অধ্যায়ের সমাধান করে দেখাবো।

জীবন ও জীবিকা ৭ম শ্রেণি আগামীর স্বপ্ন

জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৩য় অধ্যায় সমাধান

বইয়ে বেশ কিছু রূপক ছবি দেওয়া আছে, যেগুলোতে প্রযুক্তি ও পেশা সম্পর্কে দেওয়া আছে। দেখি তো আমরা নিজেদের কল্পনা থেকে এগুলো সম্পর্কে ধারণা করতে পারি কি না! আমাদের যা অনুমান হয়, সেটাই আমরা লিখি।


চিত্র ৩.৩: এই চিত্রটিকে আমরা বিগ ডাটা বলতে পারি। এখানে হাজার হাজার তথ্য থাকতে পারে যেখান থেকে আমরা তথ্যগুলো নিয়ে আমাদের বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি।

চিত্র ৩.৪: এই চিত্রটি দেখে বুঝতে পারছি এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক সিস্টেম। এটির মাধ্যমে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমাদের জীবনকে সহজলভ্য করতে পারি।


চিত্র ৩.৫: বোঝা যাচ্ছে অফিসের কোন কাজ ঘরে বসে সহজেই অনলাইনে করা যাচ্ছে এবং যেকোনো ধরনের তথ্য উপাত্ত সহজেই মুহূর্তের মধ্যে কম্পিউটার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করা যাচ্ছে।


চিত্র ৩.৬: এই চিত্রটিতে সুষম খাদ্যের তালিকা দেওয়া আছে। আমরা দৈনন্দিন খাদ্য তালিকায় কি কি ধরনের খাদ্য উপাদান রাখব, কোনগুলো কি পরিমানে খাবো তা চিত্র দিয়ে বোঝানো হয়েছে।


চিত্র ৩.৭: এটি ভার্চুয়াল রিয়েলিটির চিত্র। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যে কেউ কোন প্রশিক্ষণ সরাসরি না গিয়ে শিখতে পারবে। তাছাড়া বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতাও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উপভোগ করতে পারব।

জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৫১ পৃষ্ঠা

ভবিষ্যতের প্রযুক্তির সন্ধান:

গল্প থেকে প্রযুক্তি সম্পর্কে যেটুকু ধারণা পেয়েছি, তার আলোকে মানবকল্যাণে কোন কোন ক্ষেত্রে সেই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা কল্পনা করি এবং দলে আলোচনা করে এখানে সাজিয়ে লিখি।

প্রযুক্তিব্যবহারের ক্ষেত্র
১. বিগ ডাটাপ্রাকৃতিক দুর্যোগ নিয়ে অনুমান ও পরিকল্পনা করার ক্ষেত্রে। আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে তথ্য সংগ্রহ ও কৃষি কাজে সে তথ্য ব্যবহারের ক্ষেত্রে।
২. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সরোবট ও অন্যান্য যন্ত্রকে বুদ্ধিমান বানানোর ক্ষেত্রে। চালকবিহীন গাড়ি তৈরির ক্ষেত্রে।
৩. অগমেন্টেড রিয়েলিটিভয়েস কমান্ড দেওয়ার ক্ষেত্রে ৷ জটিল অস্ত্রোপচার করার ক্ষেত্রে।
৪. সাইবার সিকিউরিটিঅনলাইনে সংঘটিত অপরাধ প্রতিরোধ করার ক্ষেত্রে। সাইবার অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে।
৫. ডিজিটাল মার্কেটিংগ্রাহকের পছন্দ-অপছন্দ বা চাহিদা জানার ক্ষেত্রে। পণ্যের প্রচার বা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে।
৬. ইন্টারনেট অব থিংসবিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস তৈরির ক্ষেত্রে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে।
শিক্ষকের মন্তব্য:শিক্ষক লিখবেন।

জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৫২ পৃষ্ঠা

তোমার নিজের পেশাকে কল্পনা করে নিজের একটি ছবি আঁকো অথবা বর্ণনা করো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কী
কী অবদান রাখতে চাও সেটি নিজের কল্পনা অনুযায়ী লেখো।

আমার পেশার নাম: ডিজিটাল মার্কেটার

আমার পছন্দ করা প্রযুক্তি ক্ষেত্র: ডিজিটাল মার্কেটিং
এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্ব:

১। অনলাইন গ্রাহকদের চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ করব।

 ২। অনলাইন মাধ্যমগুলোতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যের বিজ্ঞাপন দেব।

৩। গ্রাহকদের পণ্য কিনতে আগ্রহী করে তুলব।

 ৪। টার্গেট গ্রাহক নির্বাচন করব।

 ৫। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দেশের ব্যবসায়-বাণিজ্যের উন্নতিতে অবদান রাখব।
এই কাল্পনিক পেশায় দায়িত্বরত অবস্থায় আমার ছবি: (আঁকো অথবা বর্ণনা করো)

এই কাল্পনিক পেশায় দায়িত্ব তত অবস্থায় আমি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। আমার পেশা ছিল ডিজিটাল মার্কেটিং। এখানে আমি গ্রাহকের পছন্দ ও অপছন্দের মত প্রোডাক্টের লিস্ট করতে পেরেছি এবং সেগুলো কিভাবে প্রমোশন করে গ্রাহকের নিকট পাঠাতে হয় তা পালন করেছি। এই কাল্পনিক পেশার মাধ্যমে আমি বাস্তবে ডিজিটাল মার্কেট আর কিভাবে হওয়া যায় তার যথাযথ প্রস্তুতি কল্পনা করেছি। এই পেশায় আর কি কি দক্ষতা অর্জন করা যায় এবং কিভাবে করতে হবে সে সম্পর্কে কল্পনায় জ্ঞান অর্জন করেছি।

স্বমূল্যায়ন

আগামী দিনে তুমি কোন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও এবং এ প্রযুক্তি সম্পর্কে কী কী জানো? এ
প্রযুক্তি নিয়ে কাজ করার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে অন্যান্য আর কী কী যোগ্যতার অনুশীলন
এখন থেকেই করা প্রয়োজন তা নিচের ছকে দেয়া হল।

যে প্রযুক্তি নিয়ে কাজ করতে
চাই
এ প্রযুক্তি সম্পর্কে যা জানিএ প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে কী কী যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন

সাইবার সিকিউরিটি প্রযুক্তি
এ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের অনলাইন অপরাধের
বিরুদ্ধে নিরাপত্তা দেওয়া যায়। অনলাইন অপরাধী
বা হ্যাকারদের শনাক্ত করা যায়। ফলে
অনলাইনের নিরাপত্তা নিয়ে গ্রাহকদের
দুশ্চিন্তা করতে হয় না। যেহেতু এ প্রযুক্তি
অনলাইন ভিত্তিক তাই অনলাইনের বিভিন্ন
বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে।
তাছাড়া ইন্টারনেটে মোবাইল
অথবা কম্পিউটারের হার্ডওয়ার
সফটওয়্যার জনিত সকল সমস্যা সমাধান করা শিখতে হবে।

১। অনলাইন অপরাধ বিষয়ে ধারণা নেওয়া।

২। যেকোনো বিষয়ে বিশ্লেষণ করার অনুশীলন।

৩। ভবিষ্যতে অপরাধ বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ।

৪। সাইবার সিকিউরিটি নিয়ে রচিত গল্পের বই পড়া। 

৫। পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন থাকলে তা পড়া।

৬। অনলাইন অপরাধ সম্পর্কিত আইন ও শাস্তির বিধান জেনে রাখা।

৭। অনলাইনে মানুষ কী ধরনের অপরাধের শিকার হয় তার তথ্য সংগ্রহ।

২. এই অধ্যায়ে আমরা যা যা করেছি … … (√ টিক চিহ্ন দাও)

কাজসমূহকরতে পারিনি
(১)
আংশিক
করেছি (৩)
ভালোভাবে
করেছি (৫)
নতুন প্রযুক্তি ও পেশার নাম অনুসন্ধান করা
২০৪১ সালের একদিন গল্পটি পড়া
মানবকল্যাণে আগামীর প্রযুক্তি ব্যবহার নিয়ে কল্পনা
করা
দেশের কল্যাণে আগামীদিনের পেশায় অবদান রাখার
গল্পের স্ক্রিপ্ট তৈরি
আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কী রকম
পরিবর্তন আসবে তা নিয়ে নাটক তৈরি
নাটকে অংশগ্রহণ
মোট স্কোর: ৩০আমার প্রাপ্ত স্কোর: ২৬
আমার অভিভাবকের মন্তব্য: সব কাজ ও অনুশীলন
সঠিকভাবে করেছে।
শিক্ষকের মন্তব্য: শিক্ষক লিখবেন

এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি-

এই অধ্যায়ে আমার আরো জানতে হবে সাইবার সিকিউরিটি সম্পর্কে। এছাড়াও অগমেন্টেড রিয়েলিটি কিভাবে কাজ করে তা বুঝতে হবে। অনলাইনে কিভাবে নিরাপদ থাকা যায় সে বিষয়ে আরো বেশি জানতে হবে। কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স  কাজ করে তার ধারণা নিতে হবে। এই অধ্যায়ে যে সকল নতুন প্রযুক্তি সম্পর্কে বলা হয়েছে সেসব বিষয়ে সম্পর্কে আরো ইন্টারনেটে সার্চ করে বেশি জ্ঞান অর্জন করতে হবে।

যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি-

এই অধ্যায়ের কিছু কাজগুলোর চর্চা আমার চালিয়ে যেতে হবে। তার মধ্যে দৈনন্দিন জীবনে আমরা যে সকল প্রযুক্তি ব্যবহার করি তা কিভাবে কাজ করে সে সম্পর্কে চর্চা করতে হবে। এই অধ্যায়ে যে সকল প্রযুক্তি সম্পর্কে পড়েছি, বাস্তব জীবনে সে সকল প্রযুক্তির যদি সম্ভব হয় ব্যবহার করতে হবে। এছাড়াও নতুন কোন প্রযুক্তি আসলে সে সম্পর্কে জ্ঞান অর্জন করে তার চর্চা চালিয়ে যেতে হবে।

Related Posts

Leave a Comment